টেকনলজি দুনিয়ার লেটেস্ট নিউজ আপডেট

নতুন ধরনের টিউন ফরম্যাট নিয়ে হাজির হলাম আমি সাবটাইটেল মামুন এখন থেকে সপ্তাহে/কয়েকদিন পর পর টেকনলজি দুনিয়ার খবরগুলো নিয়ে পাবেন আমার লেটেস্ট টিউন সাথে লেটেষ্ট আপডেট।

প্রতিনিয়ত টেকনলজির দুনিয়ায় ঘটছে নানা ধরনের পরিবর্তন প্রতিটা মুহুর্তকে কাজে লাগিয়ে বিভিন্ন টেক প্রতিষ্টানগুলো এগিয়ে যাচ্ছে খুব দ্রুত।আজ এই প্রযুক্তি আসলো তো আবার কালকেই এটা পুরোনো হয়ে যায় আসে নতুন কিছু ।তাই টেক দুনিয়ার সাথে আপডেটেড থাকা খুবই জরুরী।তাহলে চলুন মুল টিউন শুরু করি বর্তমান দুনিয়ার টেক বিষয়ক হট নিউজগুলো নিয়ে

প্রকাশ হলো আইফোনের 4G/HD এর পিকচার

টেক গ্যাজেট বিষয়ক সাইট এনগ্যাজেট সম্প্রতি প্রকাশ করেছে নতুন আইফোন 4G/HD এর কিছু ছবি ।তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে আইফোনের পরবর্তী ভার্সন কি ৪জি হবে নাকি HD হবে।নিচে দেখুন নতুন আইফোনের ছবি যা এনগ্যাজেট প্রকাশ করেছে সম্প্রতি ।আই ফোনের নতুন ভার্সনে ৫ মেগাপিক্সেল এর ক্যামেলা আছে বলে নিশ্চিত হওয়া গেছে

12 MegaPixel ক্যামেরা সহ আসছে নকিয়ার নতুন ফোন N8

এই প্রথম নকিয়া নিয়ে আসছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইল N8 । এতে সিম্বিয়ানের নতুন অপারেটিং সিস্টেম সিম্বিয়ান ^3 ব্যবহার করা হয়েছে।তবে কবে নাগাদ এটি বাজারে আসবে বা এতে আর কি ধরনের ফিচার আছে সেই ব্যাপারে নকিয়া কিছুই প্রকাশ করেনি।সিম্বিয়ানকে ওপেন সোর্স হিসেবে ঘোষনা দেওয়ার পর এটিই হলো সিম্বিয়ান ওপেন সোর্সের প্রথম মোবাইল ফোন

ব্লু-রে +ডিভিডি বিক্রিতে রেকর্ড করলো এ্যাভাটার

সবর্কালের সবচেয়ে বেশি ব্যবসা করা হলিউডি মুভি অ্যাভাটার এবার ব্লু-রে ডিস্ক আর ডিভিডি বিক্রিতেও রেকর্ড করলো ।শুধুমাত্ত নর্থ আমেরিকাতেই এর বিক্রি হয়েছে ৬.৭ মিলিয়ন কপি।তবে পুরো দুনিয়াতে কত বিক্রি হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি ধারনা করা হচ্ছে তা ১০+ মিলিয়ন হতে পারে।এখন পযর্ন্ত এভাটার ১৫০০০ কোটি+ টাকার ব্যবসা করেছে।

আইপডের উপরে নিষেধাজ্ঞা তুলে নিল ইসরাইল

আশ্চর্যজনক হলেও সত্যি ২৪শে এপ্রিল এর আগে ইসরাইলে আইপড ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা ছিলো কারো কাছে আইপড পেলে সেটা ইসরাইলি পুলিশ কেড়ে নিয়ে নিত।তবে গত ২৪শে এপ্রিল এই নিষেধাজ্ঞা তুলে নেয় ইসরাইল তবে আমাকে আর্শ্চয করেছে যে ব্যাপারটা তা হলো দুই বন্ধুর মাঝে এত বড় ঘটনা ঘটলো কি করে তাহলে বাংলা সিনেমা কি তারাও কি দেখে “বন্ধু যখন শত্রু”

রাশিয়ান হ্যাকার বিক্রির অফার করলো ১.৫ মিলিয়ন ফেইসবুক একাউন্ট

একজন রাশিয়ান হ্যাকার যে নিজেকে কিরলোস নামে পরিচয় দিয়েছে সে দাবী করেছে তার কাছে ১.৫ মিলিয়ন ফেইসবুক একাউন্টস আছে এবং সে এগুলো বিক্রি করতে চায় ।প্রতি ১০০০ আইডি যাদের দশজন করে ফ্রেন্ড আছে দাম পড়বে ২৫ ডলার আর প্রতি ১০০০ আইডি যাদের ১০ জনের চেয়ে বেশি ফ্রেন্ড আছে দাম পড়বে ৪৫ ডলার ।কেউ কিনলে যোগাযোগ করতে পারেন।তবে সে কিভাবে এত আইডি চুরি করেছে তা প্রকাশ করিনি।এই ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষ কোন বিবৃতি দেয়নি।

রিলিজ পেলো ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ এর বেটা ভার্সন

জনপ্রিয় এন্টিভাইরাস নির্মাতা প্রতিষ্টান ক্যাসপারস্কাই ল্যাব সম্প্রতি রিলিজ করেছে তাদের ইন্টারনেট সিকিউরিটির নতুন ভার্সন ইন্টারনেট সিকিউরিটি ২০১১ এর প্রথম বেটা ভার্সন যা আপনার তাদের ওয়েব পেইজ থেকে ডাউনলোড করে টেস্ট করে দেখতে পারেন ।এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন এখান হতে

আসছে উইন্ডোজ ফোন

অনেক কিছুতে ব্যর্থতার পর এবার ফোনের বাজারে নামার সিদ্ধান্ত নিলো উইন্ডোজ ।আর এতে ব্যবহার করা হবে উইন্ডোজ মোবাইলের পরবর্তী কোন সংষ্করন।তবে আইফোনের সাথে পাল্লা দিয়ে এটা কতটুকু টিকতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে টেকিরা মত প্রকাশ করেছে ।এর আগে গুগল তাদের নেক্সাস ওয়ান নিয়ে খুব একটা মার্কেটে প্রভাব ফেলতে পারনি।গুগলের ব্যর্থতার পর আইফোনের সামনে উইন্ডোজ ফোন কতটা টিকবে তাই এখন দেখার বিষয়।বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন

বন্ধ হয়ে গেলো ফেইসবুক লাইট ভার্সন

ফেইসবুক তাদের ফেইসবুক লাইট ভার্সনটি বন্ধ করে দিয়েছে । মুলত ধীরগতির কানেকশনের জন্য এই লাইট ভার্সনটি চালু করেছিলো ফেইসবুক কতৃর্পক্ষ। কিন্তু কয়েকদিন আগে ফেইসবুক জানিয়েছে তারা আর লাইট ভার্সনটি রাখছেনা।আমি নিজেই এটি ব্যবহার করতাম ।

গুগলের আয় ইনকাম বাড়লো

ইন্টারনেট জায়ান্ট গুগল জানিয়েছে ২০১০ সালের প্রথম কোয়াটার্রে তাদের ইনকাম বেড়েছে প্রায় ২৩% আর মোট ইনকাম করেছে ৬ +বিলিয়ন ডলার ।বুঝাই যাচ্ছে গুগলের অবস্হান দিন দিন উপরের দিকেই যাচ্ছে জনপ্রিয়তাও বাড়ছে আয় ইনকাম ও বাড়ছে ।জয়তু গুগল।

ইন্টারনেটে সেন্সরশিপ ঠেকাতে নতুন সফটওয়্যার বানালো অ্যামিরিকান গবেষকরা

বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিভিন্ন সাইট ব্লক করে রাখে বিভিন্ন কারনে । আর এ থেকে ইউজারদের মুক্তি দিতে নতুন ধরনের ফ্রি সফটওয়্যারের ঘোষনা দিলো যুক্তরাষ্ট্রের একদল গবেষক ।তারা জানিয়েছে এই সফটওয়্যারটি দিয়ে খুব সহজেই ব্লক করা সাইটগুলো ভিজিট করা যাবে এবং ইউজারের পরিচয়ও গোপন থাকবে।ধারনা করা হচ্ছে ইরান,ভেনিজুয়েলার ব্যবহারকারিদের জন্যই এই সফটওয়্যার তৈরী করেছে যুক্তরাষ্ট্র ,কারণ এইসব দেশের মানুষ ইউটিউব,বিবিসি নিউজ সহ বিভিন্ন জনপ্রিয় সাইট ব্রাউজ করতে পারেনা ।তবে আমার আশংকা এই সফটওয়্যারটি যাতে কাজ না করে সেই জন্য নতুন সফটওয়্যার খুব দ্রুত তৈরী হয়ে যাবে।দেখা যাক সাইবার যুদ্ধ কে কতটুকু পারে।

সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ দিবে ব্রিটেন

ক্রমবর্ধমান হ্যাকারদের হুমকিতে নতুন করে সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ দেয়ার কথা ঘোষনা করলো ব্রিটেন।এজন্য নতুন করে কাজ শুরু করে দিয়েছে ব্রিটেন সিকিউরিটি ডিপার্টম্যান্ট ।উল্লেখ্য যে হ্যাকেরদের দৌরাত্বে বিভিন্ন দেশ তাদের সাইটের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ।এখানে উল্লেখ্য যে কিছুদিন আগে বাংলাদেশের সরকারী সাইটগুলোতে ভারতীয় হ্যাকারা হামলা চালিয়ে সফলভাবে হ্যাক করেছিলো।তবে বাংলাদেশের সরকার এ নিয়ে উদ্বিগ্ন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইপেডের সাথে পাল্লা দিতে এলো HP Slate

আইপডের সাথে পাল্লা দিতে সম্প্রতি জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা প্রতিষ্টান এইচপি দেখতে আইপডের মতই নতুন ধরনের ল্যাপটপ যার নাম HP slate বাজারে ছাড়ার ঘোষনা দিলো।এর দাম পড়বে প্রায় ৫৫০-৬০০ ডলার এর মাঝে।এতে এটম প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং বাকী ফিচারগুলো আইপডের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।

একের পর এক হ্যাক হচ্ছে বাংলাদেশি সাইটগুলো

হ্যাকার আক্রমনের ধারাবাহিকতায় আজকে হ্যাক হলো নিউজ এজেন্সী আরটিএন এর সাইট ।ভারতীয় নিও হ্যাকার গ্রুপ এই আকাম করেছে বলে সাইটে লেখা আছে। এই বলদরাই বাংলাদেশের জেলা ওয়েব পোর্টালগুলো হ্যাক করেছিলো।মনে হচ্ছে কিছুদিন পর পুরা দেশটাই হ্যাক হয়ে যাবে।এর আগে দেশ টিভি এবং সরকারী সাইটগুলো হ্যাক হয়েছিলো।

এবার আসছে কাগজের সিমকার্ড

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্টান স্যামসাং পর্তুগিজ অপারেটর TMN pairs এর সাথে মিলে এবার কাগজের সিমকার্ড তৈরীর ঘোষনা দিলো।সবুজ পৃথিবী কার্যক্রমের আওতায় এই সিম তৈরীর ঘোষনা দিলো স্যামসাং । এর আগে স্যামসাং সোলার পাওয়ারে চার্জ করা যায় এমন একটি মোবাইল সেট রিলিজ করেছিলো।

আজকের নিউজ এই পযর্ন্ত্ই ।টেকি দুনিয়ার নতুন নতুন খবর নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হবো।সেই পযর্ন্ত আল্লাহ হাফেজ।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খাইছে খাইছে। 😀 😀 😀

    কেডা আবার কারে খাইলো !!!!!উত্তেজনাকর কথা বার্তা

    রাইত বিরাইতে উত্তেজিত হইয়ো না মিয়া।
    পরে আমার কোন দোষ দিতে পারবা না।
    😛 😛 😛 😛
    টিউন খুব ই ভালো লাগছে।

    হে হে আরে সাম্য শুধু টেকটিউনস দেইখা আর উত্তর দিলাম না, ফেসবুক হইলে পুরা ১৮+ খেলতাম 😛 😛 😛

    শাকিল ভাই, না খেলার জন্য ধন্যবাদ।
    😀 😀 😀

আমি খেয়াল করে দেখলাম, মামুন সবসময় রাতেই কোপ টা মারে /……… ;P

Level 0

ভাল ভাল খুব ভাল

চমতকার টিউনের জন্য ধন্যবাদ।

আর মামুনের এই লেটেস্ট নিউজ আপডেট নিয়া যে টিউন হবে এখন থেকে তা যদি স্টিকী করে দেয় তবে ভাল হয়।

ভাল কিছু নতুন তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

লেটেষ্ট + গরম গরম নিউজ…………! ! ! !

জব্বর একখান টিউন করছেন, মামুন ভাই।

Level New

জটিল টিউন 😀

অনেকগুলো তথ্য জানা হলো এবং টিউনটি ও চমৎকার হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

দারুন টিউন! অনেককিছু জানতে পারলাম।

হুমমমম … একের ভিতর সব ( কিছু মিস করছি… অভ্র/বিজয় কে দেখছি যে ?) ধন্যবাদ মামুন ভাই 🙂 😆

চমৎকার এই সুন্দর টিউনটি আমাদের সবাই কে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামুন ভাই । আশা করি আগামিতে আরো অনেক সুন্দর টিউন পাব ।

চমৎকার টিউন, অসংখ্য ধন্যবাদ টিউনটির জন্য 😀

Level 0

জটিল, jotil………..একখান টিউন করছেন, মামুন ভাই।

Level 0

জটিল, Jotil………….একখান টিউন করছেন, মামুন ভাই।

nice tune………………. 😀 😀

Level 0

ভালো হয়েছে…………………তবে বাংলাদেশে থেকে শুধু খবর ই শুনে যেতে হবে……………আফসোস