খোজ :The Search দেখলাম :২.৩০ ঘন্টার মানসিক অত্যাচার

আজকে দেখলাম বহুল আলোচিত হলিউডি দাবী করা বাংলা ছি:নেমা খোজ : The Search

ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন ছবিটা । প্রথমেই বলি আমি আমার জীবনে বহু বাংলা সিনেমা দেখেছি ছোট কালে যখন গ্রামে থাকতাম তখন প্রতি শুক্রবার বাংলা সিনেমা দেখার জন্য সারাদিন অপেক্ষায় থাকতাম কখন ছবি দিবে।তারপর সিনেমা হলেও ৮/১০ টা সিনেমা দেখেছি কিন্ত আজকে যা দেখলাম মাশাল্লাহ পুরাই মানসিক অত্যাচার ছাড়া আর কিছু না ।
চলুন দেখি কি আছে এই হলিউডি ছি:নেমা

ছবির সবচেয়ে সবচেয়ে বেশি মানসিক অত্যাচারের দিক হলো এর মাঝে কোন কাহিনী নাই একটা দৃশ্য হতে আরেকটা দৃশ্যের মাঝে জনম জনম ভর প্রার্থক্য খালেদা হাসিনার মাঝেও এত প্রার্থক্য নাই । কথা নাই বার্তা নাই হঠাৎ করে দেখবেন নায়ক মিশনে নেমে গেছে মারামারি করতেছে। হঠাৎ করে দেখবেন গান হঠাৎ করে দেখবেন মানুষ হঠাৎ করে দেখবেন ..........................................................................................

নায়ক সাহেব যিনি আবার এই ছবির প্রধান অর্থের জোগানদাতা তার অভিনয় দেখলে কাদতে ইচ্ছা করে মনে হয় ৫ মিনিট আগে তিনি অভিনয় শিখছে ।নায়কের কথা শুনলেই বুঝা যায় নায়ক নতুন ফিডার খাওয়া শিখছে ।তার কথা রোবটের মত মনে হয়।

অকারনে নায়ক নায়িকা ইংলিশে কথা বলার চেষ্টা করেছে ।নায়কের ইংলিশ শুনলেই মনে হয় এফএম মেথডের ৯০ মিনিটের ইংলিশ শিখুন এই কোর্স করে এসেছে।এছাড়া বাংলার ইংলিশ সাবটাইটেল থাকলেও ইংলিশ কথাগুলোর কোন বাংলা সাবটাইটেল ছিলোনা।

আর কই থাইক্যা কোন মিমু না ছিমু নামে এক ইতালির ভিলেন ধইরা আনছে তার অভিনয় দেখে মনে হয়েছে বাংলাদেশে এসে বেচারা একটু সমস্যায় আছে।এর থেকে আমাগো মিশা সওদাগর হাজার গুনে ভলো।

আর কি কমু খালি একটা কথাই কই বাংলা সিনেমাম নায়িকা ধনী নায়ক গরিব মার্কা মুভি আরও ভালা অন্তত একুট কাহিনীতো আছে ।মাফ চাই গুরু আর সিনেমা বানাইয়েন না।

নায়করে দেখলাম পুরা ছবিতে এক মাইয়ার লগে পেরেম করে আর শেষে দিয়ে কোন কথা নাই বার্তা নাই স্কীনে দেখাইলো ৭ দিন পর আরেক মাইয়ার লগে ইটিস পিটিস করে আগা মাথা কিচুই বুঝলাম না ।

এবার আসি অন্যদিকে

নায়ক সাহেবকে বলবো স্যার টাকা আছে জানি তাই বলে টাকা নষ্ট করতে হবে এমতো কথা নাই।আপনার অভিনয় দেখলে মনে হয় ৫ মিনিট আগে অভিনয় শিখছেন আপনি বরং ৩/৪ বছর মন্ঝে নাটক করেন এর আগে আর সিনেমা বানানোর নামও নিয়েননা।

শুনলাম এই সিনেমা বানাইতে নাকি ৬ কোটি টাকা গেছে এবং এক অনুষ্টানে নায়ক বলেছেন এই সিনেমা দেখতে ।নায়ককে বলবো বাবা অভিনয়টা আগে শিখ।আর এই ছবিতে কোনদিক দিয়ে ৬ কোটি টাকা গেলো বুঝলাম না।যেখান নায়ক নায়িকা সব নবাগত।আর সামান্য একটু ছাড়া পুরা ছবিটাই বাংলাদেশে করা।

তবে পুরা ছবিতে আমার কাছে যে ব্যাপারগুলো ভালো লেগেছে তা হলো ছবির দুটি গান একটা বাপ্পার আরেকটা হাবিবের গানদুটির চিত্তায়ন খুবই সুন্দর হয়েছে ।আরেকটা গান আছে ডিস্কো ক্লাবে ওফ জটিল

নায়িকাগুলোও ভালোই স্লিম ভালোই নাচানাচি করতে পারে ।কিছু কিছু ক্যামেরার এ্যাকশন ভালো লেগেছে আর ছবির প্রিন্ট কোয়ালিটি উন্নত ডিজিটাল ফরম্যাটে করা তবে আমাদের দেশের তিনটি হল ছাড়া আর কোন হলে ডিজিটাল প্রিন্ট চালানোর মত ব্যবস্হা নাই তাই ....।

তবে ছবিটা যতটা হয়েছে তার থেকে হাজার গুন ভালো হতে পারতো প্রচেষ্টাটাকে আমি পজিটিভলি নিতে চাই ।তবে ভালো একটা কাহিনী +ভালো নায়কের খুব দরকার ছিল ছবিতে ।এই দুইটা হলে ছবিটা আরও ভালো নাম করতে পারতো।তবে শুনেছি নায়ক নিজের খায়েশ মেটাতেই ছবিটা করেছে এবঙ আরও আসবে এর সিকুয়েল দেখি কি হয় .................................

তবে অল্প পুজিতে ভালোয় লাভ করতেছে ছবিটা বুঝা যাচ্ছে।কারন ছবিতে এক কোটি টাকা খরচ আছে কিনা সন্দেহ আছে।নায়ক নিজেই প্রযোজক +নায়িকা নিজের বউ আর ২ মিনিট ছাড়া সবটাই বাঙলাদেশে করা ।শুধু ডিজিটাল ফরম্যাটে করতে হয়তো হাল্কা একটু খরচ হয়েছে ।যেখানে শাকিব খান প্রতি ছবিতে ৩৫ লাখ নেন সেখানে যদি এই ৩৫ লাখ ডিজিটাল ফরম্যাট করতে + কিছু এ্যাডভান্স লেভেলে কাজ করতে খরচ হয় সেখানে ৬ কোটি টাকা মিডিয়ার সৃস্টি বলেই মনে হচ্ছে।তবে শুনেছি মিডিয়াকে এর পজিটিভ লিখতে টাকা দেওয়া হয়েছে।

অবশেষে একটু হাসুন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, আগামীকালের ২.৩০ ঘন্টা বাচিয়ে দেওয়ার জন্য

এমনিতেই বাংলা সিনেমা দিখি না ভাবছিলাম যে এ ছবিটা দেখব, এখন দেখার শখ মিঠে গেছে।ধন্যবাদ আপনােক।

ভাই বাংলাদেশের কোনো নায়কই ভালো অভিনয় করেনা।

    Level 0

    এটা ৮০% সত্য

খিক খিক খিক রাতের বেলা পুরা রিভিউটা পইড়া বেশ মজা পাইলাম।

    ছি ছি ছি, মামুন তোমারে তো ভাল ছেলে বলে জানতাম।

    খিক খিক খিক

ভাই এই ছবিটা মনে হয় আমাদের বানিজ্য মন্ত্রি সাহেব দেইখ্যা হিন্দি ছবি বাংলাদেশের সিনেমা হল গুলুতে প্রদশর্নীর অনুমোতি দিছেন।

    আতাউর ভাই এইবার তাইলে লাইনে আইসেন।(((হিন্দি ছবি বাংলাদেশের সিনেমা হল গুলুতে প্রদশর্নীর অনুমোতি দিছেন))
    এই প্রসজ্ঞে আপনারা কত কথাই না কইলেন but কি হল আম তো আম ই থাকল হুদাই জাম ডারে কস্টো দিলেন

    তার পরও ভাই আমি হিন্দি ছবি আনার পক্ষে নাই,একটা দুইটা ছবি খারাপ হইলেই সব ছবি খারাপ হয়না হিন্দিও অনেক ছবি আছে যা দেখার রুচিই হয়না কারো ব্যাবসা দুরের কথা চালানও উঠে আসেনা আর আমাদের দেশেও এখন অনেক ভাল ছবি হইতেছে মানুষ হলে গিয়ে ছবি দেখতেছে তাই উচিত আমাদের ফিল্ম ইন্ড্রাস্টিকে আরো উন্নত করা ভাল কেমেরা আনা যাতে আমরা আরো মান সম্মত ছবি বানাইতে পারি।

Level 0

এইডা কি ছবি দেখতাছিলাম না কোন কারটুন চেনেল দেখতাছিলাম

হা হা হা অনেক মজা পইছি।এমন মজার info এর জন্য আপনাকে ধন্যবাদ।

আমি শপথ করসি অনেক আগে যেদিন ভাল মানের বাংলা ছবি হবে সেই দিন হলে গিয়া ছবি দেখুম।আমি জানি ভাল ছবি বানাইতে আর ১০ বতসর লাগবে।আমাদের দেশে ভাল ছবি মানে আরট ফিল্ম। আরে অগুলা ত বানাইতে তেমন টাকা লাগেনা এবং বানিজ্জিক না।বাংলা ছবির কেমেরা দেখলে হাসি পায় মনে হয় হৃদ রোগে আকন্রাত। এই বুঝি যায় যায়।

    খুব দ্রুত বাংলা সিনেমা ফিরে আসবে তার আপন জায়গায়

    Level 0

    সেই অপেক্ষায় আমরা সবাই

বাই দা অয়ে, নায়ক মিঃ এক্স এর ৬ টা গার্মেন্টস আছে।
সো বাপের টাকা নিয়া কিছু না বলাই ভালো।
আর এই গার্মেন্টস এর নেক্সট ফ্যাশন শো তে ফটোগ্রাফার হিসেবে কে যাচ্ছে জা্নো?

আগেই জানতাম, বাংলা ছবি আর কতো ভালো হবে।

মামুন ভাই ছবিটা কি অনলাইনে পাওয়া যাবে?থাকলে ডাউনলোড লিঙ্কটা দিয়েন।

হায়রে মামুন …. কি যে শুরু করলি ….. এর আগে কাগুর বিজনেস টা খাইলি, অহন আবার এই পোলার কিছু বিজনেস নষ্ট করলি …..কাগু তরে বরদোয়া দিব ….. সাবধান

    ভাই কাগুরেরতো আমি কিছই কই নাই ।শুধু কপি পেস্ট মারছি।আর এই পুলা আমার ৩.৩০ মিনিট খাইছে।

Level New

ভাইয়েরা আর কইয়েননা..। বাংলা সিনেমা জিবনে ডেকসি কিনা সনদেহ। তবুও বনধুদের পিরাপিরিতে এই ‘খোজ ডা সারচ’ মুভি দেখার জনন
cineplex এ গেলাম। ২০০ টেকাই পানিতে ফালানো হল্ আর দু ঘনটা সময় । ”একেই বলে পাগল সাগলের মুভি” লিসটে এক নমবর হতে পারবে
মুভিটা আশা করি। সবাই বলি আমিন।

৬ কোটি টাকা 😛 ………… সেটা আবার বাংলা ছবি… 😆 ❗ ❗
* Dui Duari ( দুই দুয়ারী ) * Srabon Magh er Din ( শ্রাবণ মেঘের দিন ) * Hotat Brishti ( হঠাৎ বৃষ্টি ) * Daruchene Dip ( দারুচিনি দ্বীপ )
* Na Bolona ( না বলোনা ) * Rupkothar golpo ( রূপকথার গল্প ) * Amar achay Jol ( আমার আছে জল )
* Chuter Gonta ( ছুটির ঘন্টা ) * Moner Majhe Tumi ( মনের মঝে তুমি ) * Bachelor ( ব্যাচেলর )………..
এই টাইপের মুভিগুলো ভালোই… দেশে ভালো ছবি হয় কিন্তু সেটা খুব কম বছরে ২/৩ টা মাত্র ….

Level 0

;’নায়কের ইংলিশ শুনলেই মনে হয় এফএম মেথডের ৯০ মিনিটের ইংলিশ শিখুন এই কোর্স করে এসেছে।এছাড়া বাংলার ইংলিশ সাবটাইটেল থাকলেও ইংলিশ কথাগুলোর কোন বাংলা সাবটাইটেল ছিলোনা’;
হাঃ হাঃ..হাসি পেল….

Vi habib r nancyr song ta kin2 valo cilo. R side nayka tar chehara ta o excelent cilo.!!!!!!!!

Level 0

২;৩০ মিনিটের ছবি ২;৩০ সেকেন্ডে শেষ করলাম।সময়টা বাচানোর জন্য ধন্যবাদ……………।

ছবি টা ডেকটে চাই ছিলাম মাগার ডেগটে ডিলোনা

আর ভাই বাই, বাংলা সিনেমা কেমুন হইবার পারে হেইডা মুর জানা আছে, মাগনা দেখাইলেও দেখতে রাজি না

    না মাঝে মাঝে কিছু ভালো সিনেমা হয় সেগুলো দেখতে পারেন যেমন সবাই মিলে মনপুরা দেখলাম ভালোই লেগেছ।

সিনেমায় নাকি সিরাম গরম কিছু গান আছে শুনছিলাম তার ব্যাপারে কিছু কও যে কেমন মজা খাইলা। 😛 😛 ছবিতো সবাই ওর লাইগায় দেখতে গেছে আর গাজনির কিছু গান একদম নাকি কপি পেস্ট মারছে শুনলাম।

মামুন ভাই, আপনি বলেছেন- “ছবির সবচেয়ে সবচেয়ে বেশি মানসিক অত্যাচারের দিক হলো এর মাঝে কোন কাহিনী নাই একটা দৃশ্য হতে আরেকটা দৃশ্যের মাঝে জনম জনম ভর প্রার্থক্য।” আসলে সেজন্যই তো ছবির নাম “খোজ : The Search”।দর্শকরা এর কাহিনী খুজতে থাকবে।

নতুন নতুন হিন্দি মুভিজ ডাউনলোড করুন এই সাইট থেকে :- http://www.hindimoviespack.co.cc/

হেহে , আপনার সামুর সেই বাংলা সিনেমার পোষ্টটা পড়লে কেউ বিশ্বাসই করবেনা এটা আপনে লিখসেন ।

রিভিউ পড়ে মজা -The fun পেয়েছি.

Level 3

হেলিকপ্টার ২টা ছিল। একটা ছিল ভাড়া করা যেটি দ্বারা শুটিং করা হয়েছিল আর আরেকটি এমনিতেই দেখানো হয়েছে আকাশে উড়তেছে যা বাংলাদেশ বিমান বাহিনীর বা সেনাবাহিনীর। শুধু শুধুই চিত্র নেয়া হয়েছে।

হুম ভাড়া করাটাই বেশি দেখিয়েছে

Level 0

টিউনটির TITLE হওয়া উচিত ছিল

মজা: The Fun

:p :p :p 😛 😛 😛

    আমি টাইটেল করতে হবেনা শূনলাম পরিচালক নাকি নতুন ছবি বানাবে একই সিরিজের পরবর্তীতে আসছে দ্য স্পিড সেক্ষেত্তে মজা দ্য ফান ও আসবে আশা করি।

    Agree with LuckyFM.