আজকে দেখলাম বহুল আলোচিত হলিউডি দাবী করা বাংলা ছি:নেমা খোজ : The Search
ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন ছবিটা । প্রথমেই বলি আমি আমার জীবনে বহু বাংলা সিনেমা দেখেছি ছোট কালে যখন গ্রামে থাকতাম তখন প্রতি শুক্রবার বাংলা সিনেমা দেখার জন্য সারাদিন অপেক্ষায় থাকতাম কখন ছবি দিবে।তারপর সিনেমা হলেও ৮/১০ টা সিনেমা দেখেছি কিন্ত আজকে যা দেখলাম মাশাল্লাহ পুরাই মানসিক অত্যাচার ছাড়া আর কিছু না ।
চলুন দেখি কি আছে এই হলিউডি ছি:নেমা
ছবির সবচেয়ে সবচেয়ে বেশি মানসিক অত্যাচারের দিক হলো এর মাঝে কোন কাহিনী নাই একটা দৃশ্য হতে আরেকটা দৃশ্যের মাঝে জনম জনম ভর প্রার্থক্য খালেদা হাসিনার মাঝেও এত প্রার্থক্য নাই । কথা নাই বার্তা নাই হঠাৎ করে দেখবেন নায়ক মিশনে নেমে গেছে মারামারি করতেছে। হঠাৎ করে দেখবেন গান হঠাৎ করে দেখবেন মানুষ হঠাৎ করে দেখবেন ..........................................................................................
নায়ক সাহেব যিনি আবার এই ছবির প্রধান অর্থের জোগানদাতা তার অভিনয় দেখলে কাদতে ইচ্ছা করে মনে হয় ৫ মিনিট আগে তিনি অভিনয় শিখছে ।নায়কের কথা শুনলেই বুঝা যায় নায়ক নতুন ফিডার খাওয়া শিখছে ।তার কথা রোবটের মত মনে হয়।
অকারনে নায়ক নায়িকা ইংলিশে কথা বলার চেষ্টা করেছে ।নায়কের ইংলিশ শুনলেই মনে হয় এফএম মেথডের ৯০ মিনিটের ইংলিশ শিখুন এই কোর্স করে এসেছে।এছাড়া বাংলার ইংলিশ সাবটাইটেল থাকলেও ইংলিশ কথাগুলোর কোন বাংলা সাবটাইটেল ছিলোনা।
আর কই থাইক্যা কোন মিমু না ছিমু নামে এক ইতালির ভিলেন ধইরা আনছে তার অভিনয় দেখে মনে হয়েছে বাংলাদেশে এসে বেচারা একটু সমস্যায় আছে।এর থেকে আমাগো মিশা সওদাগর হাজার গুনে ভলো।
আর কি কমু খালি একটা কথাই কই বাংলা সিনেমাম নায়িকা ধনী নায়ক গরিব মার্কা মুভি আরও ভালা অন্তত একুট কাহিনীতো আছে ।মাফ চাই গুরু আর সিনেমা বানাইয়েন না।
নায়করে দেখলাম পুরা ছবিতে এক মাইয়ার লগে পেরেম করে আর শেষে দিয়ে কোন কথা নাই বার্তা নাই স্কীনে দেখাইলো ৭ দিন পর আরেক মাইয়ার লগে ইটিস পিটিস করে আগা মাথা কিচুই বুঝলাম না ।
এবার আসি অন্যদিকে
নায়ক সাহেবকে বলবো স্যার টাকা আছে জানি তাই বলে টাকা নষ্ট করতে হবে এমতো কথা নাই।আপনার অভিনয় দেখলে মনে হয় ৫ মিনিট আগে অভিনয় শিখছেন আপনি বরং ৩/৪ বছর মন্ঝে নাটক করেন এর আগে আর সিনেমা বানানোর নামও নিয়েননা।
শুনলাম এই সিনেমা বানাইতে নাকি ৬ কোটি টাকা গেছে এবং এক অনুষ্টানে নায়ক বলেছেন এই সিনেমা দেখতে ।নায়ককে বলবো বাবা অভিনয়টা আগে শিখ।আর এই ছবিতে কোনদিক দিয়ে ৬ কোটি টাকা গেলো বুঝলাম না।যেখান নায়ক নায়িকা সব নবাগত।আর সামান্য একটু ছাড়া পুরা ছবিটাই বাংলাদেশে করা।
তবে পুরা ছবিতে আমার কাছে যে ব্যাপারগুলো ভালো লেগেছে তা হলো ছবির দুটি গান একটা বাপ্পার আরেকটা হাবিবের গানদুটির চিত্তায়ন খুবই সুন্দর হয়েছে ।আরেকটা গান আছে ডিস্কো ক্লাবে ওফ জটিল
নায়িকাগুলোও ভালোই স্লিম ভালোই নাচানাচি করতে পারে ।কিছু কিছু ক্যামেরার এ্যাকশন ভালো লেগেছে আর ছবির প্রিন্ট কোয়ালিটি উন্নত ডিজিটাল ফরম্যাটে করা তবে আমাদের দেশের তিনটি হল ছাড়া আর কোন হলে ডিজিটাল প্রিন্ট চালানোর মত ব্যবস্হা নাই তাই ....।
তবে ছবিটা যতটা হয়েছে তার থেকে হাজার গুন ভালো হতে পারতো প্রচেষ্টাটাকে আমি পজিটিভলি নিতে চাই ।তবে ভালো একটা কাহিনী +ভালো নায়কের খুব দরকার ছিল ছবিতে ।এই দুইটা হলে ছবিটা আরও ভালো নাম করতে পারতো।তবে শুনেছি নায়ক নিজের খায়েশ মেটাতেই ছবিটা করেছে এবঙ আরও আসবে এর সিকুয়েল দেখি কি হয় .................................
তবে অল্প পুজিতে ভালোয় লাভ করতেছে ছবিটা বুঝা যাচ্ছে।কারন ছবিতে এক কোটি টাকা খরচ আছে কিনা সন্দেহ আছে।নায়ক নিজেই প্রযোজক +নায়িকা নিজের বউ আর ২ মিনিট ছাড়া সবটাই বাঙলাদেশে করা ।শুধু ডিজিটাল ফরম্যাটে করতে হয়তো হাল্কা একটু খরচ হয়েছে ।যেখানে শাকিব খান প্রতি ছবিতে ৩৫ লাখ নেন সেখানে যদি এই ৩৫ লাখ ডিজিটাল ফরম্যাট করতে + কিছু এ্যাডভান্স লেভেলে কাজ করতে খরচ হয় সেখানে ৬ কোটি টাকা মিডিয়ার সৃস্টি বলেই মনে হচ্ছে।তবে শুনেছি মিডিয়াকে এর পজিটিভ লিখতে টাকা দেওয়া হয়েছে।
অবশেষে একটু হাসুন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ধন্যবাদ, আগামীকালের ২.৩০ ঘন্টা বাচিয়ে দেওয়ার জন্য