বিশ্বে এক মিনিটে কী ঘটে? এ প্রশ্নের উত্তর দেয়াটা খুবই কষ্ট সাধ্য। তবে এক বার পাশ্চাত্যের একটি ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকরা এ বিষয়ে জরিপ চালিয়ে দেখেছিলেন। আমেরিকার ওয়ার্ল্ড ওয়াচ নামে একটি গবেষণা পত্রিকাতে এ জরিপটি প্রকাশিত হয়। জরিপে দেখা যায়:
০১. এক মিনিটে পৃথিবী সূর্যের চার দিকে ১০০০ মিটার পথ অতিক্রম করে।
০২. এক মিনিটে বিশ্বে ৩৮টি ঝড় বয়ে যায়।
০৩. এক মিনিটে বিভিন্ন মহাদেশে ৪০০সে.মি. বৃষ্টিপাত হয়।
০৪. এক মিনিটে বিশ্বে ২৪০০০ টন নদীর মিঠা পানি গিয়ে মেশে সাগরে।
০৫. এক মিনিটে ১০০ জন মানুষ মারা যান।
০৬. এক মিনিটে ১১৪ জন শিশুর জন্ম হয়, এদের মধ্যে ১২জন জমজ।
০৭. এক মিনিটে বিশ্বে ২৮০০০০ টেলিফোন করা হয়।
০৮. এক মিনিটে ধুমপায়ীরা ৬০০০০০০ সিগারেট পান করেন।
০৯. এক মিনিটে বিশ্বে মানুষ ২৯০০০ হেক্টোলিটার পানীয় পান করেন।
১০. এক মিনিটে বিশ্বে মানুষ ৪০০০ টন খাদ্য গ্রহন করেন।
১১. এক মিনিটে বিশ্বে ৪৬০০ জোড়া জুতা তৈরি হয়।
১২. এক মিনিটে বিশ্বে ৮৮ টি গাড়ি তৈরি হয়।
১৩. এক মিনিটে বিশ্বে ৭২ একর বনাঞ্চল ধ্বংস হচ্ছে।
এখানে দেওয়া হিসেবটি আনুমানিক। এই পোষ্টটি কেউ আগে করে থাকলে দুঃখিত। সূত্রঃ ইন্টারনেট
আমি parvej-pc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো হয়েছে।