সাবধান! আইসিটি আইনে শাস্তির মেয়াদ বাড়ছে, হ্যাক করলে শাস্তি ৭ থেকে ১৪ বছরের জেল!

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি। এতোক্ষণে খবরটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। তারপরও শেয়ার করছি। কারণ আমরা যারা ইন্টারনেট জগত নিয়ে কাজ করি তাদের এ বিষয়ে অবগত থাকা জরুরি বলে মনে করি। আসুন জেনে নিই, খবরটা আসলে কী? খবরটা হলো--- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) আইনে শাস্তির মেয়াদ বাড়ছে। সর্বোচ্চ শাস্তির পরিমাণ বাড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, ওই আইনে শাস্তির মেয়াদ বৃদ্ধি করে ন্যূনতম ৭ বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০০৬ সালের পাস হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সাজার বিধান ছিল সর্বোচ্চ ১০ বছর।

হ্যাক করলে, ইন্টারনেটে তথ্য বিকৃতি করলে রীতিমতো খবর আছে! আগের আইনে শাস্তির বিধান অপর্যাপ্ত ও অস্পষ্ট ছিল উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ‘অপপ্রয়োগ’ রুখতেই এ অধ্যাদেশ করা হচ্ছে। আগের আইনে কিছু অপরাধ নন-কগনিজেবল ছিল। কিন্তু নতুন আইনে এটি হবে কগনিজেবল অর্থাৎ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারবে।
সচিব আরও বলেন, নতুন আইনে কিছু অপরাধ জামিন অযোগ্য করা হয়েছে। আগের আইনে সব অপরাধ জামিন যোগ্য ছিল। তিনি বলেন, আগের আইনে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু নতুন আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে। ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হলে এ আইনে মামলা করা যাবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যক্তিগতভাবে কেউ তিগ্রস্ত হলে প্রচলিত আইনেও মামলা করার বিধান রয়েছে। খারাপ কোনো উদ্দেশ্যে তথ্য নষ্ট করা, অনুমতি ছাড়া ডেটা হস্তান্তর, হ্যাকিং, ইলেকট্রনিক্স মাধ্যমে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশের মতো অপরাধ এ আইনের আওতায় পড়বে।

যতদূর জানি, ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহীউদ্দিন, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে এ আইনের মামলাতেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে প্রথম চারজন বর্তমানে জামিনে আছেন। সুতরাং সাবধান হয়ে যান।

বিষয়টি শেয়ার করলাম। যদিও এটি ইউনিক কন্টেন্ট না। তারপরও গুরুত্বপূর্ণ ভেবে তা করলাম। আশা করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিষয়টি ভালো লাগলে এই সাইটটি ভিজিট করে ফেসবুকে একটা লাইকও দেওয়ার অনুরোধ করছি টেকি-ভাইবোনদের। সবাইকে আবারও শুভেচ্ছা।

Level 0

আমি SadiaAfrinJhumu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুই করতে পারবে না। হ্যাকাররা অনেক আপডেটেড