যারা রেজিস্ট্রেশন ছাড়া সিম কার্ড ব্যবহার করছেন তাঁদের জন্য সতর্কবার্তা !!!

বাংলাদেশে সিম কেনার সময় রেজিস্ট্রেশন করাটা অনেকের কাছে বিরক্তিকর বলে মনে হয়,কারন রেজিস্ট্রেশন করতে আপনাকে জাতীয় পরিচয় পত্র,ছবি ইত্যাদি সঙ্গে আনতে হয়। তাই অনেকে সিম রেজিস্ট্রেশান না করে সিম কিনে ফেলেন। আর তাতেই যত সমস্যার সৃষ্টি হয়।বর্তমানে সরকার আর BTRC এর কঠোরতার কারনে সব আপারেটর গুলো সিম বাধ্যতামূলক করলেও এতে তাদের সিম বিক্রির পরিমান সামান্য কমে যায়। তাই তারা সিম বিক্রেতাদের এক রেজিস্ট্রেশান এ অনেকগুলো সিম দিয়ে দেয়। অর্থাৎ এক জনের নামেই অনেকগুলো সিম। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে সাধারন দোকান থেকে গ্রামীণফোন এর সিম কেনার সময় তারা বলে এগুলো Active করা,তার মানে এরা সব সিম রেজিস্ট্রেশান করে ফেলেছে ৭২ ঘন্টার মধ্যে। আর তাই আপনাকে

আর সিম রেজিস্ট্রেশান

করতে হয়না। কিন্তু আপনার সিম এর রেজিস্ট্রেশান পেপার আপনাকে দেয়না।এভাবেই আপনি ফাঁদে পরেন।এইবার আসি আসল ঘটনায় !! কিছুদিন আগে ঘটা ২টি ঘটনা থেকে আমার এই টিউনটা লিখা।

সিম রিপ্লেসমেন্ট ফাঁদ

এক মাস আগে আমার এক ভাই নিজের জন্য রেজিস্ট্রেশান ছাড়া একটা সিম কিনে

রাস্তার এক দোকান থেকে।এক মাস পর ওই সিমে হটাত Network বন্ধ হয়ে যায়।আমার ভাই Graminphone হেল্পলাইন এ কল দিলে ওরা বলে আপনার সিম ৭২ ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশান না করায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আমার ভাই ওই দোকানদারকে বললে ও বলে "সিম Active করা ছিল,আপনার সিম এর সমস্যা আপনি Graminphone Center এ গিয়ে বলুন।"আমি আমার ভাইকে সাহায্য করতে Graminphone Center এ যায়।আসলে কি হয়েছে জানতে ওঁদেরকে SIM TRACK এর কপি দিতে বলি।ওটা পাওয়ার পর দেখি ও আসলে ৭২ ঘণ্টার মধ্যে কাগজ ঠিকই জমা দেয়।আমার ভাই যেখান থেকে সিম কিনে ওখানে সিম চালুর TRACK PLACE দেখায়। কিন্তু একমাস পর নোয়াখালী নামক স্থান থেকে সিমটা রিপ্লেস্মেন্ট করা হয়। 😯 অর্থাৎ ওই দোকানদার বিক্রি করা Sim টা উঠিয়ে নিয়েছে কারন ওর নামেই সিমটা ছিল। আমার ভাই ওই দোকানদারকে ওটা বললে ও অস্বীকার করে। এখন আমার ভাই Graminphone Center এর হেড অফিস বরাবর দরখাস্ত করেছে সিম আর সিম এর প্যাকেট সহ।

ফ্লেক্সিলোড ফাঁদ

ঈদ এর আগে এক দোকান এ ৫০০ টাকা ফ্লেক্সি করতে গেলে সেই দোকানদার বলে আপনি যদি ৭০০ টাকা Recharge করেন তাহলে আপনাকে ১০০০ টাকা দেওয়া হবে।আমি প্রথমে জিপির অফার মনে করেছিলাম কিন্তু ২০০ টাকা অতিরিক্ত না থাকায় আমি ৫০০ টাকায় Recharge করেছিলাম। পরে আমার এক পরিচিত ভাইকে এটা বলি যিনি এরকম দোকানে কাজ করে। উনি বলে আসলে এরা এভাবে টাকা Recharge করে চুরি করে। এতে ২ নম্বর পথ অনুসরণ করে যেখানে অন্যের ক্ষতি হয়। ধরা পরলে জেল জরিমানা হতে পারে। এছাড়া যার সিমে Recharge করবে ওটাও বন্ধ করে দেওয়া হয়।

আপনাদের জন্য আমার কিছু সতর্কবার্তা

√ রেজিস্ট্রেশান ছাড়া কখনই সিম কিনবেন না।এর ফলে সব সমস্যার শুরু হয়। রেজিস্ট্রেশান করবেন উনার নামে যিনি সিম ব্যাবহার করবেন।

√ ৫০০ টাকা দিয়ে ১০০০ টাকা বা কম টাকায় বেশি টাকা ফ্লেক্সির ফাঁদ থেকে দূরে থাকুন। মনে রাখবেন “ চোরের দশদিন আর গেরস্তের একদিন”

√ আপনি যদি রাস্তার দোকান থেকে সিম কিনেন তাহলে অবশ্যয় ওই সিম এর করা রেজিস্ট্রেশান পেপার নিয়ে নিবেন। দিতে না চাইলে সিম কিনবেন না।কারন ওটা পাওয়া আপনার অধিকার।

সবশেষে বলব চোখ কান খোলা রাখুন। কারন এটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করবে। ভাল থাকবেন আশা করি।


আমি আছি আপনার কাছাকাছি,শুধু খুজে নিন। 8-)

♥ আদিল শাহরিয়ার ♥

Level 2

আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটু বেশিই অসামাজিক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া আমি আপনার সাথে এ ব্যাপারে একদম একমত । ধন্যবাদ এ রকম সুন্দর একটি পোস্ট করার জন্য ।

Registration ঝামেলায় তিন দিন SiM বন্ধ ছিল। :/ :/ :/

ভাই দীর্ঘদিন ধরে কয়েকটা রেজিস্ট্রেশান ছাড়া সিম কার্ড ব্যাবহার করছি। আল্লাহ্‌ রহমতে এখনো পর্যন্তও কোন অসুবিধাতে পড়তে হয় নি। 🙂

Level 2

thanks

আমিও ভাই রবি সিম কিনে ঝামেলায় আছি। আমার রবি নাম্বার আমার ফ্যামিলি মেম্বার ছাড়া আর অন্য কেউ জানেনা কিন্তু প্রায়-ই আমাকে কল করে নাজমুল নামে এক লোককে চায়, এক এক সময় এক একজন কল করে তাকে চায়, রং নাম্বার বললে কেউ-ই বিশ্বাস করতে চায় না। সে কোন এক হোটেলে খেয়ে টাকা দেয়নি এইজন্যেও আমার নাম্বারে ফোন দিয়ে গালাগালি করেছে। আমার এই নাম্বার যদি অন্য কেউ জানতো তাহলে হয়তো ভাবতাম যে কেউ মজা করছে! কিন্তু ব্যপারটা তা না। ধন্যবাদ আপনাকে এই ধরনের সচেতনতামূলক একটি টিউন করার জন্য।

আমিও একবার ঝামেলায় পরছিলাম। একবার ওয়ারিদ (এখন এয়ারটেল) এর সিম কার্ড কিনে ১০ দিনের মতো ব্যবহার করে দেশের বাইরে চলে যাই। এক বছর পর যখন ফিরি তখন সিম নিয়ে রিজিষ্টেশনের হাঙ্গামা কেবল শুরু। বাড়ির পাশে কাস্টমার কেয়ার এ গেলাম রেজিষ্টেশন করতে। গিয়ে দেখি সিম এর মধ্যে সাগর নামে রেজিষ্টেশন করা। অথচ আমি আমার নামেই ফরম পুরন করে সিম টা কিনেছিলাম। যাইক কোক- গ্রাহক এর নাম বদলানোর জন্য কাস্টমার কেয়ার ১০০০ টাকা চাইল। বাধ্য হয়ে ৬০ টাকা দিয়ে আর একটা নতুন সিম কিনলাম।

এরূপ সচেতনতামুলক পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাই, আমি প্রায় 5 বছর থেকে একটা বি লিং সিম ব্যবহার করছি। কিন্তু সিমটা কিভাবে রেজিঃ করব? কারণ সিমটা কার নামে কিনেছিলাম তা মনে হচ্ছে না। পারলে হেলপ করিয়েন।

    @skytipsbd: @skytipsbd: সমস্যা না,আপনি আপনার সিম এ ৩ টি FNF নাম্বার সেট করে লাস্ট Recharge কত করলেন তা বললে আপনি আপনার সিম আর সিম এর প্যাকেট সহ Customer Care এ গেলে আপনাকে হয়তোবা Re-Registration করে দিবে।

    @skytipsbd: ডাহা মিথ্যা কথাটা কি ভেবে বললেন? Re-Registration না করে SIM Use করছেন কিভাবে? বেশি চালাক!!!!!!!!!

      Level 0

      @Rumi Sarwar: সরওয়ার ভাই, মিথ্যা বলি নাই। একটা মেলা থেকে সিম কার্ডটা কিনেছিলাম। কিন্তু আজ পর্যন্ত চলছে।

Level 0

ধন্যবাদ, সচেতন মূলক পোস্ট করার জন্য ।

ধন্যবাদ।

সিম রেজিস্চ্রেশন করা অত্যন্ত জরুরী।

অনেক ধন্যবাদ

Tnx .sundor post. Vy ami ki apnar ei post ti copy kore amar bloge dite pari. apnar ei tune er link prokas kore. please vy janaben…
amar blog – genareltrickstips.blogspot.com

Level 0

সচেতনমূলক পোষ্টটির জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি অনেকেই উপকৃত হবে ।

আপনার পোস্ট এর জন্য ধন্যবাদ ।

সচেতনতামলক পোষট ভাল লাগলো

টিটি তে উপদেশ মুলুক টিউন্স করার জন্য আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন
যারা এখন ও সিম রেজিষ্ট্রেশন কে ঝামেলা মনে করে তারা যদি কোন দিন সিম হারালে ঐ সিমের জন্য কাঁদতে হবে, কারন সিম টি হারানোর আগ পর্যন্ত তার সিমের নাম্বার অনেক অনেক মানুষের কাছে চলে যাবে , সিম রেজিষ্ট্রিশন না করার কারনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হারাতে হবে , সিম রেজিষ্ট্রিশন করতে সর্বচ্ছ এক ঘন্টা সময় লাগবে , রেজিষ্ট্রিশন না করার কারনে শত শত ঘন্টা পেরেশানি ভোগ করতে হবে ,

বাঙালি খুবই খারাপ!!
আমি কিছুদিন আগে এক সিমের ডাচ বাংলা থেকে ৩০০০ হারাইছি, আমার সিমটা কাগজ করেছিলাম কিন্তু বদমাইস দোকানদার আমার পেপার জমা না দিয়ে অন্য পেপার জমা দিছে। আজ আরেকটা সিমের কাগজ চেক করালাম সেটাও ভুয়া! আমি সবাইকে বলব যে আপনারা সিম কিনতে চাইলে কাস্টমার কেয়ারে গিয়ে সিম কিনবেন

    Level 0

    @>শেখ নাহিদ: bhai mone- to chai customer care jai, kindo sekhane ja seba pai tate voy pai,
    tachara price -er ekta bepar achena??????

Thanks…

ভাই একমাত্র জিপি ছাড়া সকল অপারেটরের একই অবস্থা

সবগুলো প্রায় সমান।

ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ ভাই আমিও এই ঝামেলাই পড়েছি । এবং আমি যত বার সীম উঠায়ছি সেও ততবার সীম গুয়া মারছে এখন কাগজ পাতি করে ২৫ বার সীম তুলে রেহাই পাইছি ।