কম টাকায় পোর্টেবল এসি কিনতে চান ?

আজকাল গরম খুব পড়েছে , ঘরে সারাদিন ফ্যান ঘুরলেও মনে হয় গায়ে গরম বাতাসই লাগছে । ভালো এসি কিনতে অনেক টাকা লাগে আবার ইন্সটলেশন এর ঝামেলা আছে । বিদ্যুৎ বেশি খরচ হয় । আরও কত কি ... এর মধ্যে ক্লিকবিডিতে এক এড দেখলাম

http://www.clickbd.com/MunGadgetWorld/997761-portable-ac-from-malaysia-available-in-bangladesh.html

PORTABLE AC FROM MALAYSIA, Available In Bangladesh

Price: Tk. 15,000

দেখে তো আমার মাথাই নষ্ট । এতো কম টাকায় এসি । তাও আবার বিদেশী জিনিষ । LED ডিসপ্লে , রিমোট কন্ট্রোল ও নাকি আছে । তো প্রিয় এক বন্ধুকে নিয়ে গেলাম সিদ্ধেশ্বরীতে সেই বিক্রেতার বাসায় , নাম মুন । ৫ মিনিট এর কথা বলে ২ ঘণ্টা বসিয়ে রাখল , অবশ্য সময় কাটানোর জন্য "রিপ্লিস বিলিভ ইট অর নট" বইটা দিয়েছিল ।

২ ঘণ্টার পর তার নিজের রুমে নিয়ে গেলো , বিশাল গাজেটপ্রেমি , বিশাল সামসাং 3D মনিটর , সুপার হাইফাই গেমিং কম্পিউটার , মোবাইল এইসব দিয়ে রুম ভর্তি । তো দেখলাম সেই বিখ্যাত "Portable AC From Malaysia" । রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় । বাতাসও ঠাণ্ডা ঠাণ্ডাই লাগলো । একটু দরদাম করে ১৩০০০ টাকা ঠিক করলাম ।

আবার অপেক্ষার পালা , যেটা দেখিয়েছি সেইটা নাকি উনি নিজে ব্যবহার করে । আমাদের জন্য নতুনটা গোডাউন থেকে আনতে লোক পাঠিয়েছে । আমাদের বসিয়ে বসিয়ে ফ্রি ফ্রি 3D মুভি দেখাইলো । আমরাও মনের আনন্দে দেখলাম ঘণ্টাখানেক।

উনার লোক মাল নিয়ে আসলো । প্যাকেট অবস্থায় দিয়া দিতে চাইছিল , বললাম ভাইয়া একটু চেক করে দেন । প্যাকেট থেকে বের করতেই দেখলাম এইটা একটু ভিন্ন । আকারে ছোট এবং কেমন জানি লোকাল লোকাল লাগে । উনাকে বলতেই আমাকে বুঝাইল এইটা লেটেস্ট মডেল । আরও বেশি ভালো , ব্লা ব্লা ব্লা। তারপরও বললাম যে ঠিক আপনারটার মত নাই ? এমনকি কয়েকদিন অপেক্ষা করতে পারব তাও জানালাম । কিন্তু উনি আমাকে ৬-৯ বুঝাইলেন এবং ২ মিনিট এর মধ্যে আমার হাতে রশিদ ধরায়ে দিলেন । এমন তাড়া দেখাইলেন যে আর কি বলবো । ৩ ঘণ্টা উনার বাসায় বসে ছিলাম এতো তাড়া তো আগে দেখিনাই ।

যাইহোক মনে মধ্যে একটা খচখচ নিয়ে বাসায় আসলাম । বাসায় এসে প্যাকেট খুলে যন্ত্রটা বের করে যখন ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম আমি আসলে ১৩০০০ টাকা দিয়ে কি কিনেছি ।

এইটা পুরাই ভুয়া একটা জিনিষ । "super cooling" তো দূরে থাক , ২০০০ টাকার টেবিল ফ্যানও এর চাইতে বেশি ঠাণ্ডা বাতাস দেয় । এই যন্ত্রটা কিভাবে কাজ করে তা আপনাদের দেখাচ্ছি ।

এই যন্ত্রের নিচে পানি রাখার একটা পাত্র আছে যেখানে পানি রাখতে হয় । সেই পানি একটা ছোট পাম্প এর মাধ্যমে উপরে উঠে । যন্ত্রের পিছনে একটা কাগজের জালি আছে । সেই জালি বেয়ে পানি গড়িয়ে আবার পাত্রের মধ্যেই পড়ে । ফ্যান যখন চলে তখন সেই ভেজা কাগজের জ্বালির ভিতর দিয়ে বাতাস টেনে আনে । এতে বাতাস এর তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে । এইটাই আপনার পোর্টেবল এসি  ।

এই যন্ত্রের মধ্যে যেসব পার্টস আসে তার মুল্য সব মিলিয়ে ৫০০০ টাকাও হবে না । অথচ আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই বাটপাররা আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ।

এইটা দিয়ে রুম কখনই ঠাণ্ডা হয় না । আমি একদিন বাহিরে যাওয়ার সময় এর পানি পাত্র ভর্তি করে Cool Mode চালু করে রুম বন্ধ করে গেছি। ঘণ্টাখানেক পর রুমে ঢুকে দেখে ঠাণ্ডা হওয়া তো দূর থাক এইটা পুরা রুম গরম করে রাখছে । শেষ পর্যন্ত ভালো ব্র্যান্ডের আসল এসিই কিনতে হয়েছে আবার । মাঝখান দিয়ে এই ১৩ হাজার টাকা লস । কারন এইটা দিয়ে কোন কাজই হয় না, বরং এর অনেক অপকারিতা আছে ।
যেমন

  • এই ভেজা বাতাস আপনার ঘরের ফার্নিচার নষ্ট করবে ।
  • কারও হাপানির সমস্যা থাকলে তারও ক্ষতি করবে ।
  • এর শব্দের জন্য আরামের ঘুম হারাম হবে

তো কখনই এদের চাপাবাজির স্বীকার হয়ে এই ফালতু জিনিষ কিনে টাকা নষ্ট করবেন না । আপনাদের সবাইকে জানাইতেই আমার এই টিউন । ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন । কারন এই গরমের দিনে এই জিনিসের চাহিদা অনেক । অনেকেই কিনতে চাচ্ছে । তারা যেন আমার মত এই ভুল না করে ।

এদের কিছু উদাহরনন ঃ

https://www.google.com/search?q=portable+ac+site%3Aclickbd.com&oq=portable+ac+site

 

http://www.ajkerdeal.com/DealDetails.aspx?DI=2761 ( একই ব্র্যান্ড এর Yamada , এইটার একটু দাম কম  আর নাকি রিচারজেবল )

 

১৫০০০ টাকার মধ্যে যাই পাবেন , তাই এই ভুয়া জিনিষটা ...

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

lol

Level 0

এসিও পোর্টেবল :O

    Level New

    @BluBerry: হা ভালো পোর্টেবল এসিও আছে, কিন্তু সেগুলার দাম ৪০০০০ টাকার বেশি ।

বুঝে শুনে কিনা উচিত ছিল

    Level New

    @গেমস মাস্টার: কথা সত্যি , কিন্তু ভালোভাবে বোঝার সুযোগই দেয় নাই । অনেকক্ষণ বসিয়ে রেখেছিল আর যখন প্রোডাক্টটা নিয়ে আসছে তখন খুব দ্রুত রশিদ কেটে হাতে ধরিয়ে দিছে তাড়া দেখিয়ে । উনার রুমের এসির ঠাণ্ডা বাতাসে ভাবছি এই জিনিষ থেকেও বুঝি ঠাণ্ডা বাতাস বের হয় ।

Eta bodh hoy ” AIR COOLER ” CHHILO.

    Level New

    @বিপাশা: AC = Air Cooler ও হইতে পারে । হা এইটা এয়ার কুলারই ছিল । তবে পার্থক্যটা বুঝতে একটু দেরি হয়ে গেছে ।

প্রোটেবল এসি গুলো ভাল এবং দামী হয় কিন্তু আপনি যেটা কিনেছেন সেটা এসি নয়। আপনাকে ঠকানো হয়েছে।সাবধান করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level New

    @NAZIM UDDIN: হা ঠকার পর সেইটা বুজতে পেড়েছি । আর কেউ যাতে না ঠকে তাই এই টিউন করেছি ।

Level 0

🙁 আমাদের বাসায় একটা আছে যেটিতে পানি দিতে হয় না। ফ্রিজের যে কম্প্রেসার আছে সেটিতে চলে সেটি। সকালবেলা যে ঠান্ডা মিষ্টি বাতাস আসে সেই রকমের ঠান্ডা পাওয়া যায়। আর পুরোটা সারারাত চলার পর অটো পানিগুলো একটা প্লাস্টিকের বক্সে জমা হয়। সেটি ফুল হয়ে গেলে অটো অফ হয়ে যায়।

প্রায় ১২ বছর হয়ে গেছে তবে সার্ভিস দিয়ে যাচ্ছে আগের মতই। সেকেন্ড হ্যান্ড কিনে ছিলাম ১০ হাজার টাকা দিয়ে

    Level New

    @swordfish: আর ঝামেলায় যাই নাই , General এর ১ টন এর এসি নিয়া নিসি ।

    Level 0

    @swordfish: কি নাম পণ্যটির? দয়া করে নাম ও মডেলটি জানান।

আমার ৮৫০০ এর উপর দিয়ে গেছে! কারণ আমি ছোটটা কিনেছিলাম। যদিও জানতাম এটা ওরিজিনাল এসির ধারের কাছেও যাবে না, তবে এত টাকা দিয়ে কিনছি তাই কিছু একটা তো হবেই কিন্তু এত দাম দিয়ে এরকম মানের জিনিস কিনতে হবে তা আগে বুঝিনি। ফ্যানসহ চারকোনা একটা বাক্স ছাড়া আর কিছুই না 🙁

    Level New

    @সাইফুর রহমান সাইফ: আপনার তাও কম টাকা দিয়েই গেছে । ১০০% সহমত যে এইটা ফ্যানসহ চারকোনা একটা বাক্স ছাড়া কিছু না

Level 0

এর চেয়ে ভাল কাজ করে যদি কপার পাইপ ব্যবহার করেন । youtube সার্চ দিয়া আমি ও একটা বানাইসি প্রায় ৩ বছর আগে , এখনও চলে। খরচঃ ফেন বাসায় ছিল + কপার পাইপ ৬০০ টাকা + একুরিয়াম পাপম ৪৫০ টাকা ।

    Level New

    @tahmim: এইজন্যই বলসিলাম যে এই বাক্সের মধ্যে যে পার্টস আছে তার দাম ৫০০০ টাকাও হবে না । মাঝখান দিয়ে বাটপারটা আমার কাছে থেকে ১৩০০০ টাকা মেরে দিসে ।

    Level 0

    @tahmim: ভাই youtube এর লিঙ্কটা দিন। আপনার এসির ঠান্ডা কেমন হয়?

      Level 0

      @onlydipu: লিঙ্ক ১ টা হইলে দিতাম, লিঙ্ক তো অনেক, ভাল হয় আপনি যদি “make your own evaporative cooler” লিখে সার্চ দেন ।

Level 0

Good tune for awareness

    Level New

    @daanish: ধন্যবাদ

    Level 0

    @daanish: লিঙ্ক ১ টা হইলে দিতাম, লিঙ্ক তো অনেক, ভাল হয় আপনি যদি “make your own evaporative cooler” লিখে সার্চ দেন ।

      tahmim আপা দয়া করে এ বিষয়ে বিস্তারিত ১ tune করুন।

Level 0

এইটা ব্যাবহার না করাই ভাল কারন ঘরের আদ্রতা বাড়লে অসহ্য লাগে। এই
গরমে বাচবেন না।

eita air cooler, not air conditioner. eto kom takay air conditionar pawa impossible

Level 0

R ABABE JOKHON BOSE SOMOY KATBE NA TOKHON BOI POREN https://www.bookbd.net

    Level New

    @bookbe.net: কেমনে কি ??? এইখানেও এড মাইরা দিলেন …

Level 0

বাটপাড়টারে ডলা দেন নাই ?

    Level New

    @Mobstar: দিতাম , কিন্তু রাগের চোটে ওই যন্ত্রটা লাত্থি দিয়া ভাইঙ্গা ফেলসি । ভাঙ্গা জিনিষ নিয়া তো আর ফেরত দেয়া যায় না । তাই আর কিছু কইনাই । গতকাল গেছিলাম আসল এসি কিনতে । তখন এক সেলসম্যান বললো যে প্রতিদিন অনেকেই নাকি আসে এই জিনিষের খোজে । ভাবলাম সবাইকে জানানো দরকার । তাই এই টিউন ।

সৌদিতে এর চেয়ে ভাল মানের ওয়াটার কুলার বাংলার ৬/৭ হাজার টাকায় পাওয়া যাই।

    Level New

    @Hossain Ahmed: এইটার দাম আসলেও ৫-৬ হাজার টাকার বেশি না, মিথ্যা বলে এতো টাকা নিসে আমার কাছ থেকে।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার আগামী এইটা কিনার ইচ্ছা ছিল ।

    Level New

    @Tasnim Ahmed RiSAN: ভুলেও কিনবেন না । এর চাইতে তালপাতার পাখা কেনা ভালো ।

Level 0

আমিও একটা কিনছিলাম ২ বছর আগে। বসুণ্ধরা থেকে। আমারো ঐ একই অবস্থা। সেন্ট্রাল এসি জন্যে বুজতে পারিনি ঠানডা হয়না।
আমি ১৫০০০ টাকা দিয়ে কিনছি।
যাই হোক এখোনো ব্যবহার করছি কিন্তু দূঃখ সাথে নিয়ে। মানুষকে সচেতন করতে হবে। টিউনটির জন্যে ধন্যবাদ।

    Level New

    @AlphaNet: আমিও কয়দিন দুঃখের সাথে ব্যবহার করছি । কিন্তু আর না …

Level 0

ata Air cooler 😀

Level 0

vai kisu din age ami pant kine 3 hazar takar bash khaisi. Ekhon ekta jinish thik korsi j dam jai hok showroom theke kinbo

    Level New

    @iamferdous: ভালো প্রতিষ্ঠানের সুনামের ভয় থাকে । ক্লিকবিডির এইসব ভুইফোড় বাটপারদের তো সেই টেনশন নাই । ক্লিকবিডিতে কমপ্লেইন করেও কোন লাভ পাইনাই । সুতরাং দাম বেশি হইলেও ভালো জিনিষটাই কেনা উচিৎ ।

যে সব বাটপার এ্ই সব বিক্রয় করে আর বিজ্ঞাপন তাদের সাইজ করা উচিত

Level 0

@ আহত ভাই এই বাটপার কে আমি চিনি বেটার কাছে থেকে আমি 3D Glass কিনছিলাম, তবে আমি 3D Glass টা ভালই কিনছিলাম, তখনি আমি এই এয়ারকুলার গুলা বেটার কাছে দেখছি, একটার কথা জিজ্ঞেস করাতে বেটা 3D Glass থুইয়া এই ফালতু জিনিষ নিয়া আলোচনা শুরু কইরা দিল, আমি তারে বললাম ভাই আমার 3D Glass টা লাগবো ওই টা না। বেটারে কেমন জানি চোর চোর মনে হইছিল।

    Level New

    @shonzim: বেটা খুবই বদ , মিথ্যা বলতে এক্সপার্ট ।

Level 0

ও আর ভাই আপনাকে ধন্যবাদ সবাই কে সাবধান করার জন্য।

Level 2

আমি প্রায় নিয়ত করেছিলাম এটা কিনব, এতদিন পর টেকটিউনের কোন টিউন দেখে সবটা পড়লাম। আনেক ধন্যবাদ ভাই। আর একটা কাজ করা যায় না, বাটপারের নাম ও পুরো ঠিকানা দেন, দেখি …..একটু.

ভাই General 1টন AC কত দাম পড়ল একটু জানাবেন। আমারও একটা কেনার ইচ্ছা আছে।

    Level New

    @sajibmahmud99: জেনারেল এর ১ টন এসির দাম পড়েছে ৬৩৫০০ টাকা । ইন্সটলেসন ফ্রি । ৩ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি আর একবছরের পার্টস আর সার্ভিস । খুবই ভালো । খুব দ্রুত পুরা রুম ঠাণ্ডা করে দেয় ।

Level 0

ভাই আপনার হাতে যেটা ধরিয়ে দিছে এইটা হল ইভাপোরেটিভ এসি, এইটা আমাদের দেশের জন্য উপযোগী না, আরব বা মধ্যপ্রাচ্যের দেশের জন্য। পোর্টেবল এসি কিনতে চাইলে মিলার এর টা কিনতে পারেন।

    Level New

    @mdsabuz: আর পোর্টেবল এসির শখ নাই।

Level New

দাদা এটা এয়ার কূলার । আমি ও অনেক বছর আগে যখন এসব ভাল ভাবে বুঝতাম না তখন কিনেছিলাম দিল্লী মেড এয়ার কূলার । ঠান্ডা তো কিছুই হয়না । আরও অস্বস্তিকর গরম বাড়িয়ে দেই । ফালতু জিনিস । গত বছর তায় হিটাচী এসি কিনে নিয়েছি । এসির প্রধান সমস্যা হল প্রচণ্ড বিল ওঠে । আমি ৩ মাসে ১০০০০ টাকা বিল দিয়ে থাকি গরমের দিনে ।

    Level New

    @rrahul: বিল নিয়ে আমিও কিছুটা চিন্তিত , কিন্ত যা প্রয়োজন তা তো করতেই হবে।

Level 0

আহত ভাই আপনাকে অনেক অনেক ধ ন্য বা দ । আমি কিছু দিন পর কিনতে যেতাম । ভাই কম টাকায় যদি একটু এসির হাওয়া খাওয়া যায় এই জন্য, কিন্তু এই সুযোগ নিয়ে ও মানুষ মানুষের মনের সাথে ব্যবসা করে ।
ভালো Portable এসির দাম কত হবে আর কোন কোম্পানিরটা কিনলে ভাল হবে, কেও জানালে অনেক উপকৃত হতাম ।

এই মুন এর বাসাতে আমিও গেছিলাম 3D Sunglass কিনতে……!
আমারেও ঠকাইসে 1500-tk নিছে Nvidia Glass দিব বলে কিন্তু China 245-tk দামের Glass দিছে…………!
মনে ভিশন দুঃখ………………………! Sorry Emo দিতে পারিনা তাই দুঃখের পরিমাণ টা বুঝাতে পারলাম না………

Level 0

আমিও ভাবছিলাম যে Air-Cooler কিভাবে এত ঠান্ডা বাতাস দিবে? তাছাড়া আদ্রতা বাড়িয়ে দেবে। এই আদ্রতাই তো মুল ঘামের কারণ। যাক ভাল হলো আমিও কিনতে চাইছিলাম। বেচে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই। তবে @tahamim ইউ টিউবের লিঙ্কটা দিবেন? চেষ্টা করে দেখি। আপনার Hand Made এসি কেমন কাজ করছে?

    Level New

    @onlydipu: আপনাকেও ধন্যবাদ , ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন , কারন এইটা আরও অনেকেই কিনতে চাচ্ছে ।

Level 0

Air-cooler/portable ac duiter parthokko ki? ektay pani diye chalate hoy কম্প্রেসার thakena. but r ektay কম্প্রেসার thake. details jana dorkar aro. confuse hoye gelam

    Level New

    @relinquish: যেইটায় কম্প্রেসর থাকেনা , সেইটা আসলে একটা ফ্যান ছাড়া আর কিছু না । ভুয়া জিনিষ ।

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ সবাই কে সাবধান করার জন্য। আপাতত নরমাল পানির বদলে বরফপানি ব্যাবহার করেন। কমপক্ষে আরেকটু ঠাণ্ডা পাবেন … ১৩ হাজার টাকায় পুরাই বাঁশ খাইলেন।

    Level New

    @soft-tuner: এইটা আর ব্যবহার করছি না , জেনারেল ব্র্যান্ড এর ১ টন এসি কিনে ফেলেছি ।

গাধা পানি খায় ঘোলা করে। আগেই জেনারেল এর টা কিনলে পারতেন, অজথা ১৩০০০ টাকা ধরা খাইলেন। আর ৮-১০ হাজার টাকা লাগাইলেই তো ২ টোন পাইতেন।

    Level New

    @আব্দুল মালেক: ভাই বাপে ঘুষ খাইত না জন্যে আমারে এসির বাতাস খাওয়াইতে পারে নাই । এইজন্য এই বিষয়ে একটু অজ্ঞ ছিলাম ।

Ac kinlei to hoy.

ভাই এইডা আমার বাসাতেও আছে 🙁 একজন বানিয়ে দিয়েছিল !

Level 0

bhai, bash khawa theke bachanor jonno onek dhonnobadh. face book a janiye diyeci ei borak basher golpo.

Level 0

a bar oi moon re chittagong pathano hobe bash khawar shikkha nite.

    Level New

    @Sanu: কেমনে পাঠামু , বেটার ওজন আমার ৪ গুন হবে …

ভাই আজকে আমি ও ধরা খেলাম কিন্তু অন্য ভাবে। হটাত ২ তা এসএমএস আসল। একটা তে ছিল এই রকম আমি successfully 01845110691 নম্বর ও আর একটি এসএমএস এ ছিল successfully 01824976844 এ ৩৬ এবং ৫০ টাকা transfered করতে সক্ষম হয়েছি। Customer Care এ contact করলাম তারা বলে আমরা দেখছি আপনার নাম্বার থেকে balance transfer এর দুইটি request করা হয়েছে। আমি মেসেজ অপশন আবার check কারে তাদের বললাম আমি গত ৪ ঘণ্টা ধরে মোবাইল পকেটে নিয়ে বাইরে আছি। আর ওই দুইটি নাম্বার আমি চিনিও না। প্রথম নম্বর এ আমি কল দিয়ে ৩৬ টাকার বেপার টি বললে সে হেলো হেলো বলে ফোন কেটে দেয় আমি তার এই কথা record করে রেখেছি জা customer care এ বলি। আর অপর নম্বর টি বন্ধ। তারা নম্বর দুটি investigation এ রাখছে বলেছে। আর আমাকে কাল ২৩।০৬।২০১৩ সশরীরে customer care এ গিয়ে এসএমএস দুটি show করতে বলে। দেখি কাল কি হই। আমার জন্য ৮৬ টাকা কোন বড় বেপার না। ওদের customer care এ যেতে রিক্সা ভারা লাগবে ১১০ টাকা জাওয়া আসাতে। কিন্তু এত কষ্ট করে অভ্র ডাউনলোড করে TT এর মত একটি সাইট এ এই message আমি দিলাম আপনাদের সচেতন করার জন্য। একটেল যদি বলে ওই চোর কে ধরার জন্য ৫০০০/- টাকা লাগবে আমি তাও দিতে রাজি আছি। আর আপ্নাদের যদি এই রকম কিছু চোখে পরে অতি সত্তর Customer Care এ জানানোর + TT তে শেয়ার করার জন্য অনুরোধ করা গেল। record sound দুটো শূনতে চাইলে comment এ বলবেন। আমি link দিয়ে দিব। Be safe. ধন্যবাদ সবাইকে।

আর tuner ভাই ওইটি AIR Cooler AIR CONDITIONER না। তাই এই অবস্থা। Electronics জিনিস কেনার সময় আগে Made In xyz then Brand Name দেখে নিবেন। আগে Made In দেখতে বলার কারন আপনি যে General AC নিয়েছেন সেটি Thailand assembel এর. General orginally Japan made hoye thake. China cheke Thailand ভালো, Thailand theke Malaysia / Indonesia ভালো, ar Malaysia / Indonesia theke o JAPAN I mean Made In Japan ভালো. ভালো মানে Made In Japan এর যে কোন brand এর AC এর performance দেখলে আপনি পাগল হয়ে যাবেন। হোক সেই টা Made In Japan General or Made In Japan Panasonic or Made In Japan এর অন্য others brand er Ac। এখানে বলে রাখা ভালো Japan made theke Malaysia / Indonesia কিছুটা সস্তা, Thailand assembel এর টা আরও সস্তা, এবং China made টা আরও সস্তা. আমি personally CHINA Recommend করিনা। কারন চায়না তে ভালো খারাপ ২ টাই আছে যা দেখে বুঝা জাই না। তাই চায়না avoid করতে পারলে ভালো। আমাদের দেশের importer রা সুধু মাত্র কম দামে কিনে যেন অধিক বেশি মুনাফা করা যায় তাই তারা Japan Made না এনে China or Thailand er General আমাদের কাছে তুলে দেয়। অথচ তারা দাম রাখে আমাদের কাছে জাপান মেইড কিনলে যেই দাম পরত ওইটা। China ছাড়া other যে কোন made এর quality এর নিশ্চয়তা আছে। এই কথাগুলো সব electronics এর ক্ষেত্রে প্রযোজ্য। ধন্যবাদ।

Thanks Vai apni amake bash khowa theke bachalen.

Thanks Vai apni amake bash khawa theke bachalen.