আজকাল গরম খুব পড়েছে , ঘরে সারাদিন ফ্যান ঘুরলেও মনে হয় গায়ে গরম বাতাসই লাগছে । ভালো এসি কিনতে অনেক টাকা লাগে আবার ইন্সটলেশন এর ঝামেলা আছে । বিদ্যুৎ বেশি খরচ হয় । আরও কত কি ... এর মধ্যে ক্লিকবিডিতে এক এড দেখলাম
http://www.clickbd.com/MunGadgetWorld/997761-portable-ac-from-malaysia-available-in-bangladesh.html
Price: Tk. 15,000
দেখে তো আমার মাথাই নষ্ট । এতো কম টাকায় এসি । তাও আবার বিদেশী জিনিষ । LED ডিসপ্লে , রিমোট কন্ট্রোল ও নাকি আছে । তো প্রিয় এক বন্ধুকে নিয়ে গেলাম সিদ্ধেশ্বরীতে সেই বিক্রেতার বাসায় , নাম মুন । ৫ মিনিট এর কথা বলে ২ ঘণ্টা বসিয়ে রাখল , অবশ্য সময় কাটানোর জন্য "রিপ্লিস বিলিভ ইট অর নট" বইটা দিয়েছিল ।
২ ঘণ্টার পর তার নিজের রুমে নিয়ে গেলো , বিশাল গাজেটপ্রেমি , বিশাল সামসাং 3D মনিটর , সুপার হাইফাই গেমিং কম্পিউটার , মোবাইল এইসব দিয়ে রুম ভর্তি । তো দেখলাম সেই বিখ্যাত "Portable AC From Malaysia" । রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় । বাতাসও ঠাণ্ডা ঠাণ্ডাই লাগলো । একটু দরদাম করে ১৩০০০ টাকা ঠিক করলাম ।
আবার অপেক্ষার পালা , যেটা দেখিয়েছি সেইটা নাকি উনি নিজে ব্যবহার করে । আমাদের জন্য নতুনটা গোডাউন থেকে আনতে লোক পাঠিয়েছে । আমাদের বসিয়ে বসিয়ে ফ্রি ফ্রি 3D মুভি দেখাইলো । আমরাও মনের আনন্দে দেখলাম ঘণ্টাখানেক।
উনার লোক মাল নিয়ে আসলো । প্যাকেট অবস্থায় দিয়া দিতে চাইছিল , বললাম ভাইয়া একটু চেক করে দেন । প্যাকেট থেকে বের করতেই দেখলাম এইটা একটু ভিন্ন । আকারে ছোট এবং কেমন জানি লোকাল লোকাল লাগে । উনাকে বলতেই আমাকে বুঝাইল এইটা লেটেস্ট মডেল । আরও বেশি ভালো , ব্লা ব্লা ব্লা। তারপরও বললাম যে ঠিক আপনারটার মত নাই ? এমনকি কয়েকদিন অপেক্ষা করতে পারব তাও জানালাম । কিন্তু উনি আমাকে ৬-৯ বুঝাইলেন এবং ২ মিনিট এর মধ্যে আমার হাতে রশিদ ধরায়ে দিলেন । এমন তাড়া দেখাইলেন যে আর কি বলবো । ৩ ঘণ্টা উনার বাসায় বসে ছিলাম এতো তাড়া তো আগে দেখিনাই ।
যাইহোক মনে মধ্যে একটা খচখচ নিয়ে বাসায় আসলাম । বাসায় এসে প্যাকেট খুলে যন্ত্রটা বের করে যখন ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম আমি আসলে ১৩০০০ টাকা দিয়ে কি কিনেছি ।
এইটা পুরাই ভুয়া একটা জিনিষ । "super cooling" তো দূরে থাক , ২০০০ টাকার টেবিল ফ্যানও এর চাইতে বেশি ঠাণ্ডা বাতাস দেয় । এই যন্ত্রটা কিভাবে কাজ করে তা আপনাদের দেখাচ্ছি ।
এই যন্ত্রের নিচে পানি রাখার একটা পাত্র আছে যেখানে পানি রাখতে হয় । সেই পানি একটা ছোট পাম্প এর মাধ্যমে উপরে উঠে । যন্ত্রের পিছনে একটা কাগজের জালি আছে । সেই জালি বেয়ে পানি গড়িয়ে আবার পাত্রের মধ্যেই পড়ে । ফ্যান যখন চলে তখন সেই ভেজা কাগজের জ্বালির ভিতর দিয়ে বাতাস টেনে আনে । এতে বাতাস এর তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে । এইটাই আপনার পোর্টেবল এসি ।
এই যন্ত্রের মধ্যে যেসব পার্টস আসে তার মুল্য সব মিলিয়ে ৫০০০ টাকাও হবে না । অথচ আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই বাটপাররা আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ।
এইটা দিয়ে রুম কখনই ঠাণ্ডা হয় না । আমি একদিন বাহিরে যাওয়ার সময় এর পানি পাত্র ভর্তি করে Cool Mode চালু করে রুম বন্ধ করে গেছি। ঘণ্টাখানেক পর রুমে ঢুকে দেখে ঠাণ্ডা হওয়া তো দূর থাক এইটা পুরা রুম গরম করে রাখছে । শেষ পর্যন্ত ভালো ব্র্যান্ডের আসল এসিই কিনতে হয়েছে আবার । মাঝখান দিয়ে এই ১৩ হাজার টাকা লস । কারন এইটা দিয়ে কোন কাজই হয় না, বরং এর অনেক অপকারিতা আছে ।
যেমন
তো কখনই এদের চাপাবাজির স্বীকার হয়ে এই ফালতু জিনিষ কিনে টাকা নষ্ট করবেন না । আপনাদের সবাইকে জানাইতেই আমার এই টিউন । ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন । কারন এই গরমের দিনে এই জিনিসের চাহিদা অনেক । অনেকেই কিনতে চাচ্ছে । তারা যেন আমার মত এই ভুল না করে ।
এদের কিছু উদাহরনন ঃ
https://www.google.com/search?q=portable+ac+site%3Aclickbd.com&oq=portable+ac+site
http://www.ajkerdeal.com/DealDetails.aspx?DI=2761 ( একই ব্র্যান্ড এর Yamada , এইটার একটু দাম কম আর নাকি রিচারজেবল )
১৫০০০ টাকার মধ্যে যাই পাবেন , তাই এই ভুয়া জিনিষটা ...
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
lol