আমি নিজে ফরেক্স করিনা, কিন্তু একটা এত বড় ওয়েবসাইট হঠাৎ করে হাওয়া হয়ে যাবে তা ভাবতেই পারিনা। তারপরেও আমার কিছু বন্ধু ও পছন্দের মানুষ ফরেক্স করেন, তাদের কথা চিন্তা করেই আমি এর কারণ খুজতে শুরু করলাম ও Abu Bakar Siddique ভাইয়ের Request এ এখানে এই পোষ্টটি করলাম।
LibertyReserve এর সার্ভার পরিবর্তন করাটা নতুন কিছু নয়। তারা সার্ভার পরির্তন এর আগেও অনেকবার করেছে। এই সমস্যাটিও হয়েছে সার্ভার পরিবর্তন এর কারণে। কিভাবে এতটা শিওর হয়ে বলছি??
হুমম.. চিন্তরই বিষয়... চলুন দেখা যাক কিভাবে শিওর হলামঃ-
LibertyReserve গত 24-Dec-2012 তে তাদের সার্ভার 208.94.146.71 (OS: Linux, Server Type: Apache-Coyote/1.1 ) থেকে পরিবর্তন করে নতুন IP (Server ) 216.146.46.10 (OS: Windows Server 2003 , Server Type: nginx/0.7.67) তে আনে। এর পরে আবার 25-Mar-2013 তাদের সার্ভার 216.146.46.10 থেকে পরিবর্তন করে 216.146.46.11 (OS: Unknown, Server Type: nginx/1.2.6) তে আনে। এর পরে শেষ গতকাল রাতে 25-May-2013 সার্ভার পুনরায় 216.146.46.10 তে নিয়ে আসে। কিন্তু 216.146.46.10 (OS: Unknown, Server Type: nginx/1.2.6) তে নিয়ে আসার পর দেখা যায় সার্ভারে নতুন OS ও নতুন ভার্সন Webserver ইন্সটল করা।
এক নজরে দেখে নেই পরিবর্তন গুলোঃ
30-Nov-2012 => 208.94.146.71 (OS: Linux, Server Type: Apache-Coyote/1.1 )
24-Dec-2012 => 216.146.46.10 (OS: Windows Server 2003 , Server Type: nginx/0.7.67)
25-Mar-2013 => 216.146.46.11 (OS: Unknown, Server Type: nginx/1.2.6)
25-May-2013 => 216.146.46.10 (OS: Unknown, Server Type: nginx/1.2.6)
উপরের চিত্রটিতে দেখুন, শেষবার সার্ভার ২ মাসের জন্য মাত্র পরিবর্তন করা হয়েছিল, যার মানে এই দুই মাস 216.146.46.10 এই সার্ভারটির আপগ্রেড এর কাজ চলছিল। তারপরে কাল আবার আপগ্রেডেড সার্ভারে সাইটটি ফিরিয়ে নেয়া হয়, কিন্তু কোন কারনে (হতে পারে সার্ভারের কোন সমস্যা অথবা Website/Database Compatibility Problem) ..
যাই হোক .. এখন এটা প্রমাণিত এটা Permanently Site Shutdown না। এটা Temporary Problem. আশা করি কোন সম্যা হবেনা। শিঘ্রই ফিরে আসবে LibertyReserve 🙂
আমি আলসে দুপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
you are right