আমি ফেণী কম্পিউটার ইন্সটিটিউটে(Gov.) এ Data telecommunication & network engineering বিভাগে ৬ষ্ঠ সেমিষ্টারে পড়ছি। আমার SSC/স্কুল – এর সববন্ধু দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়ছে। ছাত্র হিসেবে আমি মোটামুটিভালোই- তবে ডিপ্লোমাতে পড়ছি বলে, বন্ধুরা মাঝে মধ্যে বাঁকা চোখে দেখে।ডিপ্লোমা ইন্জিনিয়ার হতে একজন ছাত্র্রের (১০+৪=১৪) শিক্ষা বর্ষ প্রয়োজন হয়সেখানে BSC Engineering –এ লাগে (১০+২+৪=১৬) শিক্ষাবর্ষ। ডিপ্লোমাতে ভর্তিরপ্রাথমিক যোগ্যতা হচ্ছে SSC পাস অন্যদিকে ডিগ্রি ইন্জিনিয়ারিং এ HSC পাসপ্রয়োজন। ডিপ্লোমা ৪বছর মেয়াদি হওয়ার সত্যেও অনেকে বলে এটি নাকি HSC সমমানের। আমার প্রশ্ন হচ্ছে যদি ডিপ্লোমা HSC এর সমমানের হয় তবে একজনডিপ্লোমা হোল্ডার কিভাবে ২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন?
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের দুই বছর মেয়াদি পাস কোর্স করতেও যেমন-(১০+২+২=১৪)বছর লাগে যা ডিপ্লোমার ১৪ বছরের সমমানের।.
আমার ২য় প্রশ্ন হচ্ছে, তাহলে কি পাস কোর্স ডিপ্লোমা সমমানের?
আমার৩য় প্রশ্ন হচ্ছে, যদি ডিপ্লোমা পাস কোর্সের সমমানের হয়, তবে পার্স কোর্সেরছাত্রদের ন্যায় ডিপ্লোমা ছাত্ররা সরাসরি ৩/৪ বছর মেয়াদী মাষ্টার্স কোর্সেভর্তি হতে পারে না কেন?
শিক্ষা প্রবিধান অনুসারে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার স্তর ৩টি। যথা- প্রাথমিক(১-৮), মাধ্যমিক(৯-১২), উচ্চ শিক্ষা।তাহলে ডিপ্লোমা কোন স্তরের শিক্ষার আওতায় পড়ে?
http://www.moedu.gov.bd/index.php?option=com_content&task=view&id=247&Itemid=267 থেকে জানতে পারি যে-
In the general education stream, higher secondary is followed by college/university level education through the Pass/Honors Graduate Courses (4 years). The masters Degree is of one year's duration for holders of Bachelor Degree (Honors) and two years duration for holders of (Pass) Bachelor Degree. Higher education in the technical area also starts after higher secondary level. Engineering, agriculture, business, medical and information & communication technology are the major technical and technological education areas. In each of the courses of study, except for medical education, a 5- year course of study is required for the first degree.
আশা করি, আমার প্রশ্ন এবং প্রশ্নের কারণ ও উৎসবুঝতেপেরেছেন।দয়াকরেউত্তরদিয়েআমাকেধণ্যকরবেন।.
আমি fcilincon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Diploma শেষ করে Bsc করতেসি
আমিও এই প্রশ্নের উত্তর চাই