প্রতিবাদ জানানোর সময় হয়ে গেছে আর মানা যায় না :-@ এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি ভাল ফলাফল বয়ে আনবে। কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পরেনা কেন ! ... ১৫ মেগাবাইট কিনতে হয় এখনো ৩৫ টাকা দিয়ে অথচ একি মূল্যে ভারতে ১জিবি দেয়া হয়। আমাদের অত সুবিধা দরকার নাই কিন্তু আমরা এত অভাগা যে সামান্য সুবিধাও পাচ্ছিনা। আর সরকারের চোখে পরবে কেমনে ? আমার তো মনে হয় না যে সরকারের কোন মন্ত্রী INTERNET জিনিসটা বোঝে :-@ সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও ! জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে ! ৯৭৭টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের। শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিস। ভাবেন এতগুলা টাকা দিয়ে কিনতেছেন অথচ ব্যবহার করতে দিতেছে ৫জিবি। এগুলা দেখার মত কি কেউ নাই ? সময় এসেছে কিছু করবার।
আমি damnamsogood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 173 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
All mobile operators,do you think we,the civilian peoples are so fool?Answer is No.Just wait and see what we can do!We will call a peaceful war against you all.Huh :/ And,BTRC,your actual appearance has uncovered!You are trying to make a internet free Bangladesh!But we will not give you any chance to do so.We will not stop our movement till you not fulfill our demands.Got it 😐
মিডিয়া বিক্রি হয়ে গেসে এদের কাছে ।