এসএসসির পর ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং শিক্ষা...
এস এস সি তে উত্তিন্ন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ।
শিক্ষাব্যবস্থার অন্যতম একটি ধারা হচ্ছে কারিগরি শিক্ষা। কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে পৃথিবীর সব দেশেই কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট জোর দেয়া হয়। দেরিতে হলে আমাদের দেশেও কারিগরি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি দেশে রয়েছে কারিগরি শিক্ষার অনেক প্রতিষ্ঠান। এসএসসির পর এসব কোর্সে ভর্তি হওয়ার সুযোগ মেলে।
এই বছর প্রায় ৯০ হাজার স্টুডেন্ট A+ পেয়েছে তার মধ্যে সাইন্সেরও আছে ৩০ হাজারের মধ্যে। যদি এই ৩০ হাজারের মধ্যে ১৫০০০ হাজার স্টুডেন্ট HSC -তেও A+ পায় তবুও তাদের ৯০% ইন্জিনিয়িয়ার/ডাক্তারি পড়তে পারবে না। এই দিকে একজন ডিপ্লোমা ইন্জিনিয়ার বাংলাদেশের ২য় শ্রেণীর কর্মকর্তা এবং ডিপ্লোমার পর মাত্র ২/৩ বছরে BSC কমপ্লিট করা যায়। অথবা BSC না করেও আপনি মাত্র ৪/৫ বছর চাকরি করে প্রথম শ্রেণীর কর্মকর্তায় প্রমোশন পাবেন। সুতরাং লাভ ক্ষতি বিবেচনা করে বিজ্ঞজ্ান বিভাগের ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষন করছি।
বাংলাদেশে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। দেশে প্রায় ২ শতাধিক সরকারি-বেসরকারি কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট রয়েছে। এদের মধ্যে সরকারি রয়েছে ৪১টি। ভোকেশনাল ইন্সটিটিউট রয়েছে ৯০টি। গ্লাস ও সিরামিক ইন্সটিটিউট রয়েছে একটি, যা ঢাকায় অবস্থিত। টেক্সটাইল ইন্সটিটিউট রয়েছে ২৪টি। লেদার টেকনোলজি একটি।
বাংলাদেশের একমাত্র কম্পিউটার ইন্সটিটিউট ফেণী জেলার রানীর হাটে অবস্থিত। এখানে Data telecommunication & networking engineering এবং computer science & technology এই ২ই বিষয়ে পড়ানো হয়, যার মধ্যে Data telecommunication দেশে একমাত্র এই প্রতিষ্ঠানে পড়ানো হয় এমন কি যা কোন ইউনিভার্সিটিতেও নেই।
পলিটেকনিক ইন্সটিটিউট ছাড়াও ভর্তির সুযোগ রয়েছে প্যারামেডিকেল ইন্সটিটিউট, হোমিওপ্যাথিক কলেজ, শারীরিক শিক্ষা কলেজ, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, সরকারি সঙ্গীত কলেজ প্রভৃতি প্রতিষ্ঠানে। দেশে চারটি সরকারি এবং ৩০টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। সরকারি শারীরিক শিক্ষা কলেজ রয়েছে ৩২টি আর সরকারি সঙ্গীত কলেজ রয়েছে চারটি।
এসব কোর্স সমাপ্ত করে নিজে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারবে অথবা খুব সহজে পাবে একটি চাকরি। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগতো রয়েছে। যারা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা শেষ করবে তাদের ভর্তি হওয়া সুযোগ রয়েছে ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)। কারণ এ বিশ্ববিদ্যালয়টি শুধু পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত। অন্যদেরও দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং : কারিগরি শিক্ষার জন্য চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি শিক্ষার্থীদের প্রথম পছন্দ। এ কোর্স সম্পন্ন করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা ব্যাপক। সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি পড়ানো হয়।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং : এসএসসি উত্তীর্ণদের চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তিও সুযোগ রয়েছে। দেশে ছয়টি সরকারি এবং ১৮টি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট রয়েছে।
ডিপ্লোমা ইন এগ্রিকালচার : পেশা হিসেবে এগ্রিকালচার ডিপ্লোমাধারীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে ১৩টি সরকারি এবং ১১৩টি বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমটি পড়ানো হয়।
ডিপ্লোমা ইন সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশে দুটি সরকারি সার্ভে ইন্সটিটিউটে চার বছরমেয়াদি ডিপ্লোমা ইন সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। প্রতিষ্ঠান দুটি রাজশাহী এবং কুমিল্লায় অবস্থিত। এর মধ্যে রাজশাহীতে ৮০টি এবং কুমিল্লায় ৪০টি আসন রয়েছে।
ডিপ্লোমা ইন গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং : গ্লাস অ্যান্ড সিরামিক শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকার তেজগাঁওতে দেশের একমাত্র সরকারি গ্লাস অ্যান্ড সিরামিক ইন্সটিটিউট রয়েছে। আসন সংখ্যা ১২০টি।
ডিপ্লোমা ইন গ্রাফিক ইঞ্জিনিয়ারিং : প্রিন্টিং সেক্টর এবং দেশের টিভি চ্যানেলগুলোয় গ্রাফিক ইঞ্জিনিয়ারের চাহিদা দিন দিন বাড়ছে। ঢাকার তেজগাঁওতে চার বছরমেয়াদি এ কোর্সটি চালু রয়েছে গ্রাফিক আর্ট ইন্সটিটিউটে। আসন সংখ্যা ৮০টি।
ডিপ্লোমা মিন মেরিন ইঞ্জিনিয়ারিং : নারায়ণগঞ্জের বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজিতে চার বছরমেয়াদি এ কোর্সটি চালু রয়েছে। এখানে দুটি স্পেশালাইজেশন আছে_ মেরিন অ্যান্ড শিপবিল্ডিং। আসন সংখ্যা মেরিন ২০টি এবং শিপবিল্ডিং ২০টি।
ডিপ্লোমা ইন এয়ারক্র্যাফট মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারিং : দেশে বেসরকারি পর্যায়ে ডিপ্লোমা ইন এয়ারক্র্যাফট মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্সটি চালু রয়েছে। দেশ-বিদেশে এ কোর্সটির ব্যাপক চাহিদা রয়েছে। এখানে আসন রয়েছে ৪০টি। ভর্তির জন্য যোগাযোগ করো_ অ্যারোনটিক্যাল ইন্সটিটিউট টেকনোলজি, বাড়ি নং-৭, রোড নং-২/এ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।
ডিপ্লোমা ইন ফরেস্ট্রি : তিন বছরমেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্স শুধু চট্টগ্রামের বন মহাবিদ্যালয়ে পড়ানো হয়। এখানে আসন সংখ্যা ৫০টি।
এইচএসসি-ব্যবসায় ব্যবস্থাপনা প্রি-বিবিএ : এইচএসসি সমমানের দুই বছরমেয়াদি একটি কোর্স এইচএসসি-ব্যবসায় ব্যবস্থাপনা (প্রি-বিবিএ)। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশের একমাত্র কোর্স হওয়ায় এর প্রসারতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কোর্সে ভর্তি হওয়ার মতো দেশে প্রায় ১ হাজার ৫০০ ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) কলেজ রয়েছে।
স্বাস্থ্য প্রযুক্তি ও সেবা : সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা দিন দিন বাড়ছে। এর আলোকে দেশে তিন বছরমেয়াদি স্বাস্থ্য প্রযুক্তি ও সেবা কোর্স চালু রয়েছে। সরকারি প্রতিষ্ঠান দুটি হলো ঢাকার ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি ।
ধারাবাহিক চলবে..................
পরামর্শ মো হূমায়ন কবির শাফি
ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার রংপুর পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউট
বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ।
আমি fcilincon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Khub valo suggestion…………thanks for it….
Download Bangla Books Free