apple পণ্য ও আমার কিছু তিক্ত অভিজ্ঞতা…..

- আসসালামুআলাইকুম আব্বু।

- ওআলাইকুমআসসালামা। কেমন আছ বাবা?

- জ্বী ভালো, আপনি ভালো আছেন আব্বু?

- এইতো ভালো। তোমার পড়াশোনার কী অবস্থা?

- ভালো। কিন্তু আব্বু আমার আগের ল্যাপটপটা তো নস্ট হয়ে গেছে। আমি এখন নেটে তো কাজ করতে পারিনা। রিডিং মেটেরিয়ালস গুলো ও সংগ্রহ করতে পারছি না। আমার তো ইমারজেন্সি একটা ল্যাপটপ লাগবে আব্বু।

- এইতো ভালো। তোমার পড়াশোনার কী অবস্থা?

- ভালো। কিন্তু আব্বু আমার আগের ল্যাপটপটা তো নস্ট হয়ে গেছে। আমি এখন নেটে তো কাজ করতে পারিনা। রিডিং মেটেরিয়ালস গুলো ও সংগ্রহ করতে পারছি না। আমার তো ইমারজেন্সি একটা ল্যাপটপ লাগবে আব্বু।

- আচ্ছা বাবা, কেউ এখান থেকে গেলে আমি তার কাছে একটা দিয়ে দেবো।

- ওকে আব্বু। ল্যাপটপ কিন্তু apple macbook pro হতে হবে।

- আচ্ছা

.....

....

....

এইভাবে আব্বুর কাছে অনেকবার আবদারের পর, আর আব্বু ও একজন লোক পেয়ে সৌদি থেকে আমার জন্য একটি apple macbook pro পাঠিয়ে দিলেন। খুবই খুশি...

উপরের এই কাহিনিটি আজ থেকে প্রায় বছর দেড়েক আগের!

এখন আমি মোটামুটি apple এর macbook pro, iphone, ipod, ipad ব্যবহার করে দেখেছি।  তবে খুব ভালো যে বুঝি, তা কিন্তু না। অসম্ভব ভালো অভিজ্ঞতার মাঝে আমার হয়েছে অনেক তিক্ত অভিজ্ঞতা। আজ আপনাদের সেই বাজে অভিজ্ঞতাই শোনাবো----

১। প্রথম ফ্যাসাদে পড়ি আমার mac এ ফটোশপ ব্যবহার করতে গিয়ে। দোকান থেকে একটা adobe photoshop cs5 extended এর ডিস্ক এনে install করলাম। ১ মাসের trail version দিলাম। সিডির সামনে পিছনে কোথাও সিরিয়াল নাম্বার ছিলোনা। তারপর সিডির ভেতরে একটা ফাইল পড়ে দেখলাম কিভাবে এই software টি permenantley ব্যবহার করা যায়। কিন্তু আমি সেই অনুযায়ী কাজ করতে পারিনি বলে, করতে পারিনি- যেহেতু আমার এই সম্পর্কে আইডিয়া কম। আর তাই আমি এখনো আমার ম্যাকে ফটোশপ ব্যবহার করতে পারছি না। valid serial key চায়। নেট থেকে কয়েকটা সিরিয়াল key নিয়ে কয়েকদিন চালিয়েছি। কিন্ত এখন আর পারছিনা। নেট কানেকশান দেওয়ার পর ফটোশপ open করলে adobe থেকে রেজিস্ট্রেশন করতে বলে। কেউ পারলে হেল্প করবেন প্লিজ.. 

২। যখন প্রথম ল্যাপটপ আমার হাতে আসে। তখন apple id খুলতে জানতাম না। তাই বসুন্ধরার allheshoppe তে গেলাম। তারা বললো itunes gift card লাগবে। আমি নিই নি। পরে অবশ্য নেট ঘেটে ঘেটে ফ্রি আইডি খোলা শিখে গেছি। তাও অনেক সময় লেগেছে। :p

৩। আইপডে (আইপড আমার না)  আর আইফোনে গান ডুকাতে মহা বিড়ম্বনায় এখনো পড়তে হয়। অথচ মেমোরি কার্ডে কত আরাম করে নিতে পারি। কত হাবিজাবি যে করা লাগে!!! সুবহানাল্লাহ!

৪। মেজাজ খারাপ হয়ে যায়, য্খন বন্ধুর মোবাইলে কোন গান কিংবা ভিডিও ভালো লাগে। কিন্তু আমার আইফোনে bluetooth থাকা সত্তেও আমি তা নিতে পারিনা।

৫। আমার ল্যাপটপে os x mountain lion আপডেট করতে হবে। sofware এর দাম ১৯.৯৯ ডলার। সমস্যা সেখানে না। সমস্যা হল ফাইলের সাইজ ৪ গিগা বাইট। মাশাল্লাহ আমার নেটের যা স্পিড......

৬। আইপ্যাডে page, numbers আর keynote ফ্রি ইনস্টল করতে আমার কয়েকঘন্টা সময় লেগে গিয়েছিল। তবে আইপ্যাড বেশীদিন ব্যবহার করার সৌভাগ্য আমার হয়নি!!! গান ঢুকানোর অভিজ্ঞতাও একই রকম!!!

৭। কচুর আইফোনে mp3 কোন গানকেই আরাম্করে নোকিয়ার মতো রিংটোন হিসেবে সেট করতে পারিনা। যেটা মন চায় সেটাকে আগে aac ফরমেট করতে হয়। মেজাজ খারাপ লাগে না?????

৮। ভালো ভালো কোন software ই ফ্রী ডাউনলোড করতে পারিনা। শুয়োরেরা ভালো ভালো গুলোতে Dollar চায়..

৯। mac এ internet download manager (IDM) ব্যবহার করতে না পারার যন্ত্রনা এখনও সহ্য করতে হচ্ছে।

১০। safari কিংবা opera ব্রাউজার ব্যবহার করে আমি কিন্তু কিছুই ডাউনলোড করতে পারিনা। আলতু ফালতু কত ডাউনলোডার লাগে। ধৈর্যে্য আর কুলোয় না। আর নেট এত দ্রুত হারে শেষ হয় কেন- আজও সেটা বুঝলাম না।

তবুও আমি কেন জানি apple কেই ভালোবাসি। আমার ম্যাককে ভালোবাসি। আইফোনকে ভালোবাসি, আইপ্যাডকে ভালোবাসি। কারণ আমি ১০ টা বাজে অভিজ্ঞতার কথা বললেও হাজারটা ভালো লাগার কথা বলতে পারবো..

হয়তো তাই....

ফেসবুকে আমি আছি। গল্প-গুজোব করতে আইসেন। দাওয়াত রইলো।

https://www.facebook.com/thelimonkhan

Level 0

আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jane to vai, tatul tok….kintu ddekle to…….:D

bujhte parchi. Nije onek dami jinish use koren setai to bujhate caichen ……hmmm bujhlam . Now okay ????

Apple ও ভাল কিন্তু অনেক খাপার দিক আছে আর লেখাটা ভাল লেগেছে…

    Level 0

    thanks

    Level 0

    @বাপ্পী: আসলে ভালো খারাপ মিলেই তো সবকিছু। যাইহোক আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই আমার ও একটা আছে। অ্যাডোব ফটোশপ এর সিডি কী মেইকার দিয়া করি। আনলিমিটেড কী। একটা problem প্রতি বার ই ইন্টারনেট এ connect করলে বলে ইনভেলিড। তবুও অনেক কোড আছে তাই problem নাই। 1325-1273-0425-2385-8476-5957
1325-1409-3425-6478-7857-6996
1325-1547-0765-0486-0744-1707
1325-1515-8156-5802-1228-9468
1325-1039-5742-4229-8356-1502
1325-1470-0546-3813-9510-5349
1325-1952-2487-6993-7233-7415
1325-1470-4476-6804-6139-3692
1325-1935-7952-4833-1747-6272
1325-1359-6316-4192-0758-2602
1325-1947-1388-6570-6193-2670
1325-1868-1882-8997-3104-3860
1325-1293-7866-4233-9624-4513
1325-1274-2181-1213-7182-4360
1325-1172-5797-5512-3002-2548
1325-1365-2940-5881-1948-5520
1325-1637-3680-3228-2828-7837
1325-1876-2960-3977-9490-9898
1325-1190-5821-2807-9598-8488
1325-1074-7012-4143-1807-7282
1325-1032-5032-6392-3444-9032
1325-1026-9845-7398-6170-4052
1325-1772-9142-7412-8075-9235
1325-1867-0554-3298-1638-6168
1325-1652-2947-2817-4946-2362
1325-1568-8609-1748-0221-8821
1325-1143-5144-0713-8289-0446

আর ও লাগলে ফেসবুক এ পাবেন। আমার ফেসবুক ID http://www.facebook.com/alibd654
একটা কথা কিচু মনে করবেন না। ম্যাক পিসি তে উইন্ডোজ ভাল চলে।
http://freeseobookmark.com/best-windows-base-laptop-macbook-pro/
এটা আমার ব্লগ অনেক কষ্ট করে এই পোস্ট লিখলাম। খবর টা সত্য।

    Level 0

    @Ali Hossain: উফ… অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই। এই পোস্ট টা দেওয়ার মেইন উদ্দেশ্যই ছিল ফটোশপের এই ব্যপারটা জান। অনেক ধন্যবাদ

Level 0

Apple এ windows 8 দেন। জানালার পাশে বসে আপেল খাইতে হেব্বি মজা!!!! :v :v

    Level 0

    @mmr.abir: ওখানেও খরচ ভাই। দিতে চাইছিলাম। ওটার জন্য আবার parallel desktop লাগে। আর এই সফ্টওয়্যার কিনতে লাগে $69 মাত্র!!! আমি এখন এত টাকা কই পাই????
    এটার অবশ্য সুবিধাও আছে। windows 8 আর os x একসাথেই ব্যবহার করা যায়!
    কিন্তু আমারতো মূলধন ই নাই!!!

vai Parallel Desktop Key shoho download koren http://kat.ph/search/parallel%20desktop%20mac/ r vai mind koiren na Fuck Apple 🙂

    Level 0

    @Hamde Noyon: ভাই আপনি apple কে Fuck করতে থাকেন, সমস্যা নাই। তবে আমার যেন parallel desktop পরে কোন ঝামেলা না করে!!!!
    মাঝে মাঝে আমিও কিন্তু apple কে গালিগালাজ করি!!!!!!!!!!!

Level 0

ফটোশপ এক্টিভেট করার জন্য আপনার র্ভাশনের Keygen ডাউনলোড করে নিন। Keygen দিয়ে আনলিমিটেড কি বানাতে পারবেন আর Keygen এর সাথে দেওয়া প্যাচ দিয়ে একটিভেট করে নিলে নেট লাগালেও আর একটিভেসন কী চাবে না।

    Level 0

    @zeebrann: ভাই, আমিতো এখন ফটোশপ ওপেন করলে adobe application manager ওপেন হয়ে যায়, আর সেখানে সিরিয়াল নাম্বার চায়। ফটোশপ কিন্তু ওপেন হয় না।
    উল্লেখ্য আমি কয়েকবার নেট থেকে কয়েকটা সিরিয়াল নাম্বার নিয়ে ফটোশপ ব্যবহার করেছি। কিন্তু সেটা স্থায়ী হয়নি।

      Level 0

      @LIMON: আপনি adobe photoshop cs5 extended Keygen লিখে সার্চ দিন। এ পর Keygen ডাউনলোড করে নিন। এবার Keygen দিয়ে সিরিয়াল নাম্বার জেনারেট করে তা ব্যবহার করতে পারেন। Keygen এর সাথে যদি Patch দেওয়া থাকে তবে Patch করে নিন। তা হলে আর কখোনও সিরিয়াল নাম্বার দেবার দরকার হবে না।

      @LIMON:
      ক্র্যাক করতে পারলে কোনো ঝামেলা হওয়ার কথা না ।

হুহ,বসে বসে আপেল খাচ্ছেন আর তা এখানে বলতে এসেছেন! 😛
I hate Apple brands.(আঙ্গুর ফল টক) 😉

    Level 0

    @Iron maiden: আমি কি আপেল পুরোটা শেষ করেছি নাকি? লোগো দেখে বুঝেন না- মাত্র তো এক কামড় খেয়েছি। বাকীটুকুতো আপনাদের জনে্যই!!!!!!!!

Level 2

আমি আপেল খাই ন…………… আপেল ‍এ পোকা থাকে………….

Level New

মাইন্ড কইরেন না, কিন্তু Tech জগতে একটা প্রবাদ আছে, Iphone is for Housewives , সেটা সব Apple products ের জন্য প্রযোজ্য

APPLE er khajnar cheye bajna beshi r ki………..WINDOWS IS THE BEST……………..