● এক নজরে দেখে নিন ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে কোন দেশের অবস্থান কেমন এবং সেই সাথে আমাদের দেশের অবস্থান। (Internet Users Ranking)

আসুন এবার জানি ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে কোন দেশের অবস্থান কেমন এবং সেই সাথে আমাদের দেশের অবস্থান। রিঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখে আমি কিছুটা হতাশ। ১০০ দেশের পর আমাদের অবস্থান তার কারন কি কি হতে পারে তা হয়তো আমরা সবাই ধারনা করতে পারি। একে তো দরিদ্র দেশ তার উপর ইন্টারনেট ব্যবহার করা অনেকটা ব্যয়বহুল। আর এদিকে সরকার গলা ফাটিয়ে বলছে বাংলাদেশ'কে নাকি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবে। আর সেটা কতটুকুই বা সম্ভব যে দেশে এখনো সম্পূর্ন ভাবে বিদ্যুতায়ন হয়নি আবার যে সব শহর বা শহরতলী'তে বিদ্যুৎ আছে সেখানে তো বিরামহীন লোডশেডিং। এছাড়া অস্থির রাজনীতি তো আছেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সরকার ভালো কোন পদক্ষেপ নিল বিরোধীদল তখন সেখানে বাধা হয়ে দাড়াবে। আমি আমাদের দেশের অস্থির রাজনীতি'কে ঘৃনা করি তারা যতদিন থাকবে দেশে কোনভাবেই সাফল্যের মুখ দেখতে পারবেনা। গতবার যখন আওয়ামীলীগ ক্ষমতাশীন ছিল তখন তারা বলেছিল হরতাল করবে না কিন্তু পরের চিত্র সবার জানা। ৫'টি বছর তারা অরাজগতা সৃষ্টি করেছিল। আর সরকার পার্টি লুট করেছে আমাদের দেশের সম্পদ বেশ কয়েকবার চ্যাম্পিয়ান হয়েছিল দূনির্তি'তে। তারপর বড় বড় ডায়লগ (ডিজিটাল বাংলাদেশ গড়বে, সর্বনিম্ন মূল্যে চাল, ডাল ... আরো কত কি...)  দিয়ে ক্ষমতা পেল আওয়ামীলীগ। এখন আওয়ামীলীগ কোন পদক্ষেপ নিলে তাতে নাক গলাবেই বিএনপি। আর এখন আমাদের দেশের টিভি নিউজ গুলো দেখলে হাসি পায়। একবার আওয়ামীলীগের মঞ্চের দিকে মাইক্রোফোন ধরিয়ে দিচ্ছে আবার তার পরেই বিরোদী দলের মঞ্চের দিকে মাইক্রোফোন ধরিয়ে দিচ্ছে... আর রির্পোটা'রা নির্বাক তাদের বক্তব্য হলো অনেকটা এমন " অমুক মন্ত্রী এটা বলল আর তার প্রেক্ষিতে বিরোধী দলের অমুক এটা বলল"। আর রির্পোটার'রাই কি বা বলবে কারন উল্টা পাল্টা কিছু বলতে গেলে জামেলায় পড়তে হবে পরে তার টিভি চ্যানেলে'র লাইসেন্স নিয়ে টানাটানি। ডিজিটাল বাংলাদেশ গড়ুক আর তাজমহল-ই গড়ুক সবার আগে বিদ্যুতায়ন করা সবচেয়ে জরুরী এবং সবাই যেন তথ্য প্রযুক্তি সর্ম্পকে বেশি বেশি জানতে পারে সেজন্য হ্রসকৃত মূল্যে কম্পিউটার সেবা। দেশের মানুষকে জ্ঞান চর্চার সুযোগ করে দেয়া। আসলে এসব নিয়ে আমার লিখার ইচ্ছে ছিলনা বা মনের অজান্তেই ক্রোধ গুলো প্রকাশিত হয়ে গেলে।।। এবার আসল কথায় আসি.....

Internet_Penetration

দেখে নিন রিঙ্কিয়ে কোন দেশের অবস্থান কোথায় :-

Part-1

Part-2

আমাদের অবস্থান ১০৩ ... আগামীর ডিজিটাল বাংলাদেশ !!!

Part-3


Part-4

Part-5

*তথ্যসুত্র :- উইকিপিডিয়া (2009)

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুক ব্যবহারের দিক থেকে এগিয়ে থাকা ৩০টি দেশের অবস্থান :-

Facebook top 30

* ৩১ ডিসম্বর ২০০৯ প্রকাশিত

ফেইসবুকে এশিয়া মহাদেশের অবস্থান :-

Facebook User Asia

রিঙ্কিয়ে সেরা ২০ টি ফেইসবুকে Fan পেজের অবস্থান :-

best 20 fan page

এছাড়া countries.bridgat.com এই ওয়েবসাইটি থেকে বিশ্বের অনেক দেশের সম্পর্কে নানা রকম তথ্য পেতে পারবেন।

আরো তথ্য দেবার ইচ্ছে ছিল পরবর্তী'তে আবার চেষ্টা করবো।

সবাই ভালে থাকবেন। সেই শুভকামনায় -

নাবিল

বি:দ্র:- এখানে অনেকেই হয়তো রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন... তাদের খারাপ লাগতে পারে। আমিও আমার দেশ'কে অনেক ভালোবাসি কিন্তু দেশের নোংরা রাজনীতি'কে ঘৃণা করি। আমিও চাই আমাদের দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলুক।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নাবিল ভাই, এমন আনকমন একটি টিউনের জন্য ধন্যবাদ জানাই !!! আপনার বিদেশে থেকেও দেশের প্রতি টান আছে, সেটা আরও ভাল লাগল।টিভি চ্যানেলে, ডিজিটাল বাংলাদেশ গড়বে, সর্বনিম্ন মূল্যে চাল, ডাল… বিরামহীন লোডশেডিং,চ্যাম্পিয়ান দূনির্তি’তে,ও রির্পোটা’রা নির্বাক ইত্যাদি আমাদের ও ক্রোধ এর কারন। এখন আপনি দেশে নাই? নয়তো বা ভাঙ্গাঁ রাস্তা/ঘাট দেথে ক্রোধে বলতেন ……………..।

কথায় নয় কাজে বড় হবে……..এমন কিছুই চাই আমরা দেশের জন্য।
ধন্যবাদ নাবিল ভাই।
আসলে বিদেশে থাকলে দেশের প্রতি টান থাকে বেশি।

    থ্যাঙ্কস্ জুবায়ের ভাই সুন্দর কমেন্টের জন্য… আমিও চাই কথায় নয় কাজে বড় হবে…।।।

ধইন্যা। ভালো লাগসে।

Level 0

thank u for this