আপনি কি ফ্রিলান্সার ডট কম থেকে সবচেয়ে দ্রুত সময়ে টাকা উত্তোলন করতে চান , তাও আবার কোন বাড়তি ফি না দিয়েই । হা এইটা সম্ভব । ফ্রিলান্সার ডট কম চালু করছে Express Withdrawal । এর মাধ্যমে দ্রুততম সময়ে আপনার উপার্জনকৃত অর্থ সরাসরি জমা হয়ে যাবে আপনার ব্যাংক একাউন্ট এ । তাও আবার কোন ফি ছাড়াই । এই মুহূর্তে বিশ্বের ৫ টি দেশে ( অস্ট্রেলিয়া , ইন্ডিয়া , ফিলিপাইন , নিউজিল্যান্ড , হংকং ) এ এই সুবিধা চালু হয়েছে ।
আপনি যদি চান বাংলাদেশেও এই সুবিধা চালু হোক তাহলে এই লিঙ্ক এ যান
https://www.facebook.com/questions/10151329847166512/
এবং আপনার পছন্দের ব্যাংককে ভোট করুন
ফ্রিলান্সার ডট কমের ফেসবুক ফ্যানপেজ এ এই ভোট এর পোস্ট টি দেয়া হয়েছে । এখানে যেসব ব্যাংক সবচেয়ে বেশী ভোট পাবে , সেইসব ব্যাংক এ এই সুবিধা ওরা আগে চালু করবে । তাই এখনই ভোট করুন আপনার প্রিয় ব্যাংকটিকে ( আপাতত ব্র্যাক ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক এগিয়ে আছে ) ।
আশা করছি সবাই ভোট করবেন । কারন আমরা যারা ফ্রিলান্সিং করি বা যারা করতে আগ্রহী তাদের সবার এইটা কাজে লাগবে । সবাইকে ধন্যবাদ ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
মশিউর রহমান ভাই, আপনার প্রতিটা টিউনই মানসম্মত এবং সময়োপযোগী। একটু বিলম্বে হলেও (গতকাল) ফেসবুকে আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কবুল করেছেন এজন্য আপনাকে শুকরিয়া। ফ্রীল্যান্সিং সম্পর্কে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে।
ভাবি আর আপনার সুখি জীবনের প্রত্যাশা করছি। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে সফলতা দান করুক।