বাংলালায়ন এর এক ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দুইটা মডেম কিভাবে চালাবো ?

আমি বাসায় বাংলালায়ন এর ইনডোর ওয়াইফাই মডেমটা ব্যবহার করি । কিন্তু কারেন্ট না থাকলে এই মডেমটা চলে না , আবার বাইরে গেলেও এই মডেমটা নিয়ে যাওয়া যায় না । ভাবছিলাম ওদের কাছ থেকে একটা ইউএসবি মডেম কিনে ব্যবহার করবো । কাস্টমার কেয়ার এ ফোন দিয়া শুনি নতুন মডেম নিতে হইলে নাকি নতুন প্যাকেজ ও নিতে হবে । যেখানে আমার বর্তমান প্যাকেজ এর 25GB ই শেষ করতে পারি না, সেইখানে আবার নতুন প্যাকেজ !!! ।

অনেক রিকোয়েস্ট করেও কোন লাভ হল না । বুঝলাম এরা ভদ্র ভাষা বুঝে না। ভবিষ্যতে একদিন দৌড়ের উপর রাখতে হবে । এখন আমার আইডিয়াটা আপনাদের বলি । এখানে অনেক এক্সপার্ট আছে যারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ তারা হয়ত আমাকে সাহায্য করতে পারবেন । আর সঠিক উত্তর পেলে আমি তা এইটিউনে আপডেট করে দিবো যাতে ভবিষ্যৎ এ সবার কাজে লাগে।

আমার ধারনা মতে ওয়াইমাক্স এর ইউজারনেম এবং পাসওয়ার্ড এর সাথে ওরা ডিভাইসের ম্যাক ( MAC ) এড্রেস লক করে রাখে । তাই ওই একাউন্ট এ শুধুমাত্র ওই ডিভাইস ছাড়া অন্য ডিভাইস থেকে লগিন করা যায় না । এখন আমি শুনেছিলাম যে ম্যাক এড্রেস নাকি স্পুফিং করা যায় ( mac spoofing ).

তাহলে আমি যদি আমার ইনডোর মডেম এর ম্যাক এড্রেস কপি করে আমার কাছে থাকা আরেকটা বাংলালায়ন ইউএসবি মডেম এর ম্যাক হিসাবে বসিয়ে দেই ( mac spoofing ) করে তাহলে কি আমি ইউএসবি মডেম দিয়ে লগিন করতে পারবো ?  কারন ইউএসবি মডেমটা তখন আগের ইনডোর মডেম এর ম্যাক এড্রেস দেখাবে ( হয়ত ) ।

আমার জানার মধ্যে ভুল থাকতে পারে , আশা করবো টিটি এর এক্সপার্টরা আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন ।

আর আমি বাংলালায়ন এর ফেসবুক পেজ এও একটা পোস্ট করেছি । সবাই মিলে আসেন ওদের উপর চাপ দেই , যাতে ওরা আমাদের এইরকম সুযোগ সুবিধাগুলো বাড়াতে বাধ্য হয় ।  https://www.facebook.com/sayhalum/posts/432905303468044

সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ । ( আগে আগেই দিয়া দিলাম )

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার ও এই সুবিধাটা লাগবে । একটু হেল্প পেলে খুশি হব।
ধন্যবাদ

    Level New

    @khalide9: ভাই আপনারও যেহেতু সুবিধাটা লাগবে আসেন বাংলালায়ন এর ফেসবুক পেজ এ কমেন্ট করি ।

Level 0

আমি টেষ্ট করেছি কিন্তু হয় নি। — ম্যাক পরিবর্তন করতে পারলেই একসেস হয় না। আরেকটা আইডি ফিকক্সড থাকে। এক্সপার্ট ‌রা কেউ কথা কউতেছে না রে ভাই।

    Level New

    @ebookbd: সেই আরেকটা আইডি কি ? নামটা জানা গেলেও তো একটু নেটে ঘাটাঘাটি করে দেখতাম । আমি ম্যাক চেঞ্জ করে দেখছিলাম, হয় নাই । ম্যাক চেঞ্জ করার নিয়মটাও তো ঠিক করে জানি না। TMAC 6 ব্যবহার করছিলাম।

Level 0

amar ekta indoor modem achhe.ami tar adapter ta harai felchhi.adaptor chhara to modem ta kaj e aschhe na.r ekta adaptor kothai pawa jabe keo bolte pre?ami service center guli teo khoj nichhi pai nai.

    Level New

    @mojaloi: Apni jekono electronix er dokanei adapter paben. same 12v adapter best qualityta 250 taka nibe. modemta niye jaiyen lagaiya test kore niyen.

      Level New

      @sadidigital: হা সাদি ভাই ঠিক বলছে । মডেম সাথে নিয়া যাবেন, মডেম এর কত ভোল্ট / ওহম দরকার সেইটা ওদের দেখাইলেই একটা ভালো এডাপ্তর দিতে পারবে ।

এই ধরণের চেষ্টা করার পর যদি বাংলালায়ন ধরতে পারে তাহলে আইডি ব্যন করে দিবে। আম ও যাবে ছালাও যাবে। 😛 এমন রেকর্ড আছে। তাই সাবধান।

    Level New

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): জোবায়ের ভাই, আইডি ব্যান করে দিলে ওদেরই লস, প্রতিমাসে যে ২৩০০ টাকা করে দেই ওইটা আর দিবো না। কিউবি মডেমটা পরে আছে , ওইটাই চালু করবো । আর আমি তো প্রথমে ভদ্র ভাবেই ওদের কাছে ফোন দিছিলাম । আমরা যারা ইনডোর মডেম ব্যবহার করি আমাদের সবার একই সমস্যা । এইটা ওরা ইচ্ছা করেই সল্ভ করে না ।

      Level New

      @আহত: UPS diye modem chalai 😀

        Level New

        @saif_precio: ভাই আমার ২ টা ইউপিএস সমস্যা হইলো এই মডেমকে ইউপিএস গনায় ধরে না । ২ মিনিট পর এমটিতেই বন্ধ হয়ে যায় । পিসি চালাইলে আবার ১৫ মিনিট ব্যাকআপ দেয় । অভারঅল লাভ হয় না ।

      @আহত: ঠিক বলছেন।

Level 0

ম্যাক এড্রেস চ্যাঞ্জে সমস্যা আছে।
আসলে প্রতিটি হার্ডওয়্যারেরই আলাদা আলাদা ডিভাইস আইডি আছে। ব্যাপারটা আপনার কাছে পরিস্কার করি। উইন্ডোজ ৮, অনেক নামিদামি প্রতিষ্ঠান এই প্রক্রিয়া ব্যবহার করে তাদের লোকসান প্রতিরোধ করে।

এই ডিভাইস আইডিটিই কিন্তু 4G/Wimax/3G এর ক্ষেত্রে MAC নামে পরিচিত। এই ম্যাক এড্রেস নির্ভর করে মোডেমের Firmware এর উপর। এখানে বাংলালায়ন/কিউবি তাদের নিজস্ব Firmware ব্যবহার করে বলে তাদের MAC Address তারা লক করে রেখে দেয়।

MAC Address চ্যাঞ্জের জন্য আপনার লাগবে আপনার ডিভাইসের Original Firmware, Wimax Flash tool. আপনি আপনার ডিভাইসের একটা ফটো তুলে Google Image Search/Google গগলস -এ সার্চ দিতে পারেন। এতে করে Chinese অরিজিনাল ম্যানুফ্যাকচারারের ডিভাইস বেড়িয়ে আসবে। একবার যদি Chinese Model টার নাম জানতে পারেন, তাহলেই কাজ এক-তৃতীয়াংশ শেষ! 😀

এবার “Device Model” Firmware ফরমেটে সার্চ দিলেই ইনশাআল্লাহ বেড়িয়ে আশবে আকাংক্ষিত Firmware! এখন Flash tool দিয়ে ফ্ল্যাশ দিন 🙂

Firmware আমার কাছেই ছিল, কিন্তু গত সপ্তাহে HDD ক্রাস করায় সব ডাটা জলাঞ্জলি দিতে হয়েছে 🙁

    @BotMaster: এইটা একটু দেখে আসেন
    http://tinypic.com/r/4noli/6

    @BotMaster: বাংলালায়ন সাধারনত ডঙ্গল মোডেমগুলো বেসিম থেকে নেয়(অন্তত আমারটা বেসিমের)। বেসিমের ইউটিলিটি দিয়ে আমার ডিভাইসে অন্য একটা ডিভাইসের ম্যাক বসাতে চেয়েছিলাম। তারপর ডিভাইসটা আনইউজেবল হয়ে পড়ে। তারপর কিভাবে ঠিক করেছি মনে নেই। সম্ভাবত এখানে কোনধরনের সিকিউরিটি ফিচার আছে যা ম্যাক চেঞ্জ করতে বাঁধা দেয়।

      Level 0

      @আদনান: আপনার ডিভাইসটা আনইউজেবল হয়ে পড়েছিল বাংলালায়নের Firmware এর সাথে বেসিমের ইউটিলিটির খাপ খাওয়াতে না পারার কারনে।

      Level 0

      @আদনান: বেশিরভাগ মানুষই আসলে MAC Change সম্পরকে তেমন কিছুই না জানার কারনে Raazlancer ভাইয়ের মতো সমস্যায় পড়ে। ভাবছি এটা নিয়ে কয়েক পর্বের বিস্তারিত টিউন করব। কিন্তু ভয় লাগে, যদি আমার ইউজার আইডিই ব্যান করে দেয়?!

        Level New

        @BotMaster: ভাই আপনি আমারে মেসেজ দিয়া জানান , আমি নিজ দায়িত্তে টিউন করে দিবো ।

        Amio beccim er utility dia chang kort cheyechilam. But change hoy nai tokhon :/

    Level New

    @BotMaster: আমার কাছে যে ইউএসবি মডেমটা আছে, সেইটা হল http://www.awbnetworks.com/products03.php?Fullkey=23

    @হ্যাকার সাইফ খান: হাও ডিড ইউ ডু দ্যাট!!!!!!!! :O

    @হ্যাকার সাইফ খান: আপনি যে স্পীডে মডেমটি চালাচ্ছেন তাতে কত সময় মডেমটি কাজ করছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারন মডেমটির হার্ডওয়্যার এত উচ্চ গতিতে চলার উপযুক্ত নয়। আমি নিজে এই মডেলের কয়েকটি মডেম পরীক্ষা করেছি। মাত্র ২Mbps অর্থাৎ ২৫৬ কিলোবাইট গতিতেই মডেমটি কিছুসময় চলার পর হ্যাং হয়।

      @মোস্তফা আরাফাত: ভাই মডেম প্রচুর গরম হয়। মাঝে মাঝে ফ্রিজ এর ডিপ এ দেই।

      সব সময় এমন স্পীড থাকে না।

        @ডিজিটাল হ্যাকার: ফাউল মার্কা আলাপ ছাইড়েন না। 52MBps মানে বুঝেন? আপনার USB 2.0 এর ডেটা ট্রান্সফার স্পিড কত সেটাই আগে জানেন পেন ড্রাইভ লাগায়া। পেনড্রাইভ থেকে ফাইল কপি করতে 52 MBps স্পিড পান কিনা সেইটাই আগে শিখেন, পরে USB পোর্টে মডেম লাগায়া 52 MBps এর কথা ভাইবেন! 😀

        নামের শেষে হ্যাকার লাগাইছেন, বাচ্চা-কাচ্চা মার্কা ভুল করলে চলবে? বাংলাদেশের সাবমেরিন কেবলের স্পিড কত জানেন? পুলাপাইন হ্যাকার! বাংলালায়ন 2Mbps এর উপ্রে ওয়ারলেস সাপোর্ট করেনা এইটা আপনের জেনে রাখেন। 8-10 Mbps ও দিতে পারবে তবে ফাইবার অপটিক লাগবে। 52 Mbps ফাইবার অপটিক দিয়াও দেয়া যাবেনা আপাতত। বিটিসিএল দিতে পারে মেইন লাইন থেকে।

        @ডিজিটাল হ্যাকার: ভাই আমার মেইল টা দিলাম যদি সাহায্য করেন তবে উপক্ক্রিত হতাম।[email protected]

    Level New
Level 2

ওয়াও! সুন্দর বুদ্ধি। আমি আমার বন্ধুর আই ডী পাসওার্ড জানি। তাহলে টাকা রিচার্জ না করেই ফ্রি তে বন্ধুর ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবো। আসলে পুরা বাংলাদেশই একটা মডেম এ রিচার্জ করে সবাই মিলে ইউস করতে পারবে। হা হা হা

    Level New

    @shaonx: কিন্তু আপনার বন্ধুর ২৫ জিবি / ৩০ জিবি যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন ?

অসম্ভব ব্যাপার 🙁

Level 0

Vai ai kajta kora possible… ami korsi… tobe at a time 2 ta modem ak shate colbe na… aita mac change Firmwere thika korte hobe…. ZTE ax226 e aita kora possible….Becem dia kora kora jay… hope apni bujte parsen….. na bujle amke Fb te msg koiren….

    Level 0

    Sob cheye valo amar shate akbar jogajog koiren… karon onek time e modem damage hoite pare

      Level New

      @Tanvir: ভাই , আপনি আমারে ফেসবুকে একটা নক দেন । আমার ফ্রেন্ডলিস্ট এ অনেক গুলান তানভীর দেখতে পাচ্ছি

সম্ভব। আমি একটা টিউন লিখতেছি অপেক্ষা করেন।

Level 0

আমার একটা মডেমের ইউজার আইডি আর পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি। বের করার কি কোন উপায় আছে?

লেখককেঃ আপনি মূলত মডেম ক্লোন করতে চাচ্ছেন। এটা করা যায় তবে, যেকয়জন ক্লোনিং প্রসেস জানে তারা কেউই শেয়ার করতে আসবে বলে মনেহয়না। আমি নিজেও এব্যাপারে কিছু বলতে বিব্রত, কারণটা সিকিউরিটি জনিত।

তবে আপনাকে কিছু হিনস দিচ্ছি। প্রথমত, আপনার অ্যাকটন মডেম আছে এটা ব্যাপারনা। কারণ অ্যাকটন টি হচ্ছে হোস্ট, আপনি এটার কপি চাচ্ছেন অন্যকোন USB ডিভাইসে। তাই, USB ডিভাইসটি কোন ব্রান্ড এর উপর নির্ভর করবে ক্লোনিং প্রসেস। দ্বিতীয়ত, ক্লোন করতে কোন ফার্মওয়্যার লাগেনা, যারা এটা বলেছে আন্দাযে বলেছে বা প্রাকটিক্যাল আইডিয়া নাই। ধন্যবাদ।

ভাই আমি সাধারন মডেমে মাত্র 25/30 কে বি পাই, আমি ছাইতেছি বাংলা লায়ন ব্যবহার করতে. আমি কি পারব? সিলেটের হাবিগন্জ অছি, জানাবেন. বাংলা লায়ন এর অফিস নাম্বার থাকলে দিবেন.

Level 0

well ওয়াইম্যাক্স vai,nice hint.
can u share ur progress with me.
my [email protected]
or https://www.facebook.com/heromasum

Level 0

@ ওয়াইমাক্স ভাই আমাকে কি একটু বেপারটা বিস্তারিত জানালে উপকৃত হইতাম, আমার মেইল- [email protected], Facebok-facebook.com/shonzim85

Level 0

vai amakeo aktu mail koira den
[email protected]

@ওয়াইম্যাক্স হ্যাকার ভাই আমাকে কি একটা মেইল করবেন [email protected]

@ওয়াইম্যাক্স হ্যাকার ভাই্‌, আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই; দয়া করে আপনার মেইল আইডি বা ফেসবুক আইডি টা জানান। আমার মেইলঃ [email protected]

Level 0

salam to all ak sathe same connection a ami amar basar indoor o baire gele dongle chalai. jar jar lagbe plz cl me and collect it ami mac r8 kore dit parbo inshallah………….. banglalion re baas dite parbo inshallah………………………[email protected]

Level 0

kew jodi korte paren tahole amk 1tu janaben & BotMaster, হ্যাকার সাইফ খান apnader email,fb id ta diten tahole onek kisu bitarito jana jeto my email: [email protected]