আমি বাসায় বাংলালায়ন এর ইনডোর ওয়াইফাই মডেমটা ব্যবহার করি । কিন্তু কারেন্ট না থাকলে এই মডেমটা চলে না , আবার বাইরে গেলেও এই মডেমটা নিয়ে যাওয়া যায় না । ভাবছিলাম ওদের কাছ থেকে একটা ইউএসবি মডেম কিনে ব্যবহার করবো । কাস্টমার কেয়ার এ ফোন দিয়া শুনি নতুন মডেম নিতে হইলে নাকি নতুন প্যাকেজ ও নিতে হবে । যেখানে আমার বর্তমান প্যাকেজ এর 25GB ই শেষ করতে পারি না, সেইখানে আবার নতুন প্যাকেজ !!! ।
অনেক রিকোয়েস্ট করেও কোন লাভ হল না । বুঝলাম এরা ভদ্র ভাষা বুঝে না। ভবিষ্যতে একদিন দৌড়ের উপর রাখতে হবে । এখন আমার আইডিয়াটা আপনাদের বলি । এখানে অনেক এক্সপার্ট আছে যারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ তারা হয়ত আমাকে সাহায্য করতে পারবেন । আর সঠিক উত্তর পেলে আমি তা এইটিউনে আপডেট করে দিবো যাতে ভবিষ্যৎ এ সবার কাজে লাগে।
আমার ধারনা মতে ওয়াইমাক্স এর ইউজারনেম এবং পাসওয়ার্ড এর সাথে ওরা ডিভাইসের ম্যাক ( MAC ) এড্রেস লক করে রাখে । তাই ওই একাউন্ট এ শুধুমাত্র ওই ডিভাইস ছাড়া অন্য ডিভাইস থেকে লগিন করা যায় না । এখন আমি শুনেছিলাম যে ম্যাক এড্রেস নাকি স্পুফিং করা যায় ( mac spoofing ).
তাহলে আমি যদি আমার ইনডোর মডেম এর ম্যাক এড্রেস কপি করে আমার কাছে থাকা আরেকটা বাংলালায়ন ইউএসবি মডেম এর ম্যাক হিসাবে বসিয়ে দেই ( mac spoofing ) করে তাহলে কি আমি ইউএসবি মডেম দিয়ে লগিন করতে পারবো ? কারন ইউএসবি মডেমটা তখন আগের ইনডোর মডেম এর ম্যাক এড্রেস দেখাবে ( হয়ত ) ।
আমার জানার মধ্যে ভুল থাকতে পারে , আশা করবো টিটি এর এক্সপার্টরা আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন ।
আর আমি বাংলালায়ন এর ফেসবুক পেজ এও একটা পোস্ট করেছি । সবাই মিলে আসেন ওদের উপর চাপ দেই , যাতে ওরা আমাদের এইরকম সুযোগ সুবিধাগুলো বাড়াতে বাধ্য হয় । https://www.facebook.com/sayhalum/posts/432905303468044
সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ । ( আগে আগেই দিয়া দিলাম )
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
আমার ও এই সুবিধাটা লাগবে । একটু হেল্প পেলে খুশি হব।
ধন্যবাদ