গতকাল আমি আর মুনিম ভাই ( newboy ) ফার্মগেট এর পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম । মুনিম ভাইয়ের ল্যাপটপ এ আমার ফ্রিলান্সার ডট কমের ইউজারনেমটি লিখে সার্চ দেয়ার পর দেখলাম বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইটে আমার ইউজারনেমটি দেখা যাচ্ছে , কৌতূহল হইলো । ক্লিক করতে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হওয়া শুরু হইলো । ডাউনলোড শেষ হইলে ওপেন করে বেশ অবাক হলাম , ফ্রিলান্সিং এর উপর আমি বেশ কিছু টিউন লিখেছিলাম চেইন টিউন আকারে । সেই টিউনগুলাই সংকলন করা হইছে ।
দেখে বেশ ভালোই লাগলো , টিউনগুলা তো আমি লিখেছি সবাইকে সাহায্য করার জন্য তাইনা , সরকার ও যদি নিয়া সবার সাথে শেয়ার করে তাহলে তো আরও ভালো । কিন্তু আকাশ থেকে পড়লাম যখন দেখলাম আমার নামের জায়গায় "সাকিল আহমেদ" লেখা । এতো কষ্ট কইরা হাজার হাজার শব্দের একেকটা টিউন লিখছি , আমাকে কোন ক্রেডিট তো দেয়নি তার উপর আমার নাম পরিবর্তন করে নিজের নাম দিয়া দিছে , এইটাকে আমি কি বলবো ??? ডিজিটাল চুরি বললে কি ভুল হবে ।
খোজ শুরু করলাম এই কাজটা কে করছে । প্রথমেই সরকারি এই ওয়েবসাইটটা হইলো ঃ ই তথ্য কোষ (http://infokosh.bangladesh.gov.bd)
এই লিঙ্ক ( http://infokosh.bangladesh.gov.bd/list.php?category_id=359 ) এ আসলে প্রথম যে ডকুমেন্ট টা দেখা যায় সেইটাই আমার টিউনের কপি পিডিএফ আকারে ( http://infokosh.bangladesh.gov.bd/files/5892.pdf )
আর আমার টিউনের লিঙ্ক : https://www.techtunes.io/freelancing/tune-id/50345 আপনারা যদি পিডিএফ ফাইলটা এবং আমার টিউন টা পাশাপাশী ওপেন করেন তাহলেই বুঝতে পারবেন ।
খেয়াল করুন আপলোড এর তারিখ ০১ - ০৩ - ২০১২ , যেখানে আমার টিউন টা টেকটিউন্সে পাবলিশ হয়েছে ২ ফেব্রুয়ারি ২০১১ তে । তারপর দেখলাম তথ্য সরবরাহকারী হচ্ছে Saffron Corporation ।
মনে প্রশ্ন জাগল কে এই Saffron Corporation , গুগল এ সার্চ দিয়ে যা পেলাম তা বেশ ভয়ঙ্কর । এরা তো রাঘববোয়াল , Saffron Corporation এর ওয়েবসাইটটা (saffroncorporation.com) ভাঙ্গাচুরা হইলেও তারা বাংলাদেশি অনেক সরকারি ওয়েবসাইট তৈরি করেছে । যেমন http://www.nctb.gov.bd/ , http://www.ebook.gov.bd/ ,http://oems.jessoreboard.gov.bd/ , http://esif.sylhetboard.gov.bd/
বাংলাদেশি সরকারি ওয়েবসাইট যারা বানায় , তারা যদি কোন টিউনারের লেখা চুরি করে নিজের নাম এ চালায় দেয় তাহলে কেমন লাগে বলেন আপনারা ।
আমি কপিরাইট বা অন্যকিছু ভাবছি না, আমার এই টিউনগুলা অনেক ওয়েবসাইটে , ব্লগে শেয়ার করা হয়েছে । সবাই শেয়ার করুক কোন আপত্তি নাই , কিন্তু লেখার শেষ এ আমাকে এক লাইনের ক্রেডিট দিলে কি তাদের ক্ষতি হয়ে যেত । ক্রেডিট দিতে কার্পণ্য হয় বুঝলাম , কিন্তু আমার নামের জায়গায় নিজের নাম বসায় দেয়া কোন দেশের ভদ্রতা ? নিজের ছবিটা দেখুন
দেখুন এক জায়গা থেকে আমার নাম পরিবর্তন করছে কিন্তু লেখার ভিতরে আমার নাম রয়ে গেছে সেই খেয়াল আর নাই । আশাকরি সবার কাছে এইটা এখন প্রমান হয়ে গেছে । (এইটা মুনিম ভাই বের করছে , তার ক্রেডিট দিয়া দিলাম )
Saffron Corporation এর ওয়েবসাইট থেকে ওদের নাম্বার খুজে বের করে ফোন দিলাম , কেউ ধরল না । http://infokosh.bangladesh.gov.bd এর যোগাযোগের নাম্বার খুজে বের করে ফোন দিলাম , ৫ জায়গায় ঘুরায়ে অতপর একজন ভদ্রমহিলার কাছে ফোন পৌঁছল । উনি আমার কথা বুঝলেন কিনা জানি না , আমাকে উনার ইমেইল এড্রেস দিয়ে পুরা ডিটেইলস জানাতে বললেন , ফোন এ বুঝলেন না, ইমেইল এ কিভাবে বুঝবেন তা আমি জানি না ।
Techtunes.com.bd এর টিউনার অধিকার ১.৩ ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব টিউনারের বলে গণ্য হবে। সেই অনুযায়ী অবশ্যই লেখাটির স্বত্ব আমার । সবাই এইটা শেয়ার করেন , কিন্তু নিজের লেখা বলে প্রচার করবেন কেন ?
ডিজিটাল বাংলাদেশের ভিত্তি যদি এইরকম চোট্টামি দিয়া হয় তাহলে তো খবরই আছে । Saffron Corporation যারা বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বানায় , তারা যদি আমাদের মত টিউনারের লেখা চুরি করে নিজেদের নামে চালিয়ে দেয় , তাহলে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি । তার উপর লেখাটা ২ বছর পুরাতন । ফ্রিলান্সার ডট কমের চেহার সুরত , নিয়ম কানুন সব পরিবর্তন হয়ে গেছে । ওই ডকুমেন্ট দেখে সবাই আরও বিভ্রান্ত হইতে পারে । আর কিছু বলার নাই । আমার কাছে খারাপ লাগছে তাই শেয়ার করলাম । সবাই ভালো থাকবেন ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
saffron corporation এর তৈরি সাইটেও বিভিন্ন সমস্যা