একটু আগে লিমন ভাইয়ের একটা টিউন পড়লাম ,
পড়ার পর খুব খারাপ লাগলো , মা শব্দ দিয়ে গুগল এ সার্চ দিলে প্রথম যেসব অশ্লীল চটি ওয়েবসাইটের পেজ গুলান আসে তা আমাদের সবার জন্য অনেক লজ্জাজনক । সাথে সাথে একটা ব্লগ খুলে ফেললাম , ডোমেইন ও কিনবো আজকের মধ্যে । চাচ্ছি "মা" কে নিয়ে বাংলা ভাষায় যেসব লেখা প্রকাশিত হয়েছে তার একটা সংকলন করবো । আপনাদের কারো কাছে কোন লেখা, গল্প বা কবিতা অথবা কোন ওয়েবসাইটের লিঙ্ক বা পিডিএফ থাকলে আমাকে পাঠিয়ে দিবেন । আমার ইমেইল এড্রেস [email protected]
আমি আমার এই নতুন ওয়েবসাইটটায় প্রয়োজনে এসইও করিয়ে গুগল এর প্রথমে নিয়ে আসবো । সবার সহযোগিতা আশা করছি ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
আপনার এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। আমি আছি আপনার সাথে।