“মা” শব্দটি কি গুগোলের কল্যানে এতই সস্তা হয়ে গেল?

একটা অনুরোধ, সবাই একটু কস্ট করে পড়বেন প্লিজ। অনেক কস্ট পেয়ে এই লেখাটি কয়েকটা জায়গায় লিখেছি। শুধুমাত্র সবাইকে জানানোর জন্য!

রাস্তার পাশে সন্তানকে কোলে নিয়ে বসে থাকা মা, আর আধুনিক সাজে সজ্জিত ফ্ল্যাটে সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে থাকা মা- এই দুই মায়ের মাঝে পরিবেশের ভিন্নতা থাকলেও সন্তানের প্রতি দুজনের যে মমতা তাতে নিশ্চয়ই কোন ভিন্নতা নেই।
--------------------------------------------------
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি নিশ্চয় আমরা প্রতিদিন গুগলে কত কিছু লিখে সার্চ দিই, তাই না?

তাহলে আসুন আজ কস্ট করে একটু “মা” লিখে গুগোলে সার্চ দিই।

দিয়েছেন????

কি লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে? পৃথিবীর সবচাইতে পবিত্র শব্দটি লিখে আপনি গুগুলে সার্চ দিলেন, আর আপনি পেলেন দুনিয়ার সব্চাইতে নোংরা জিনিস!! কিন্তু আপনি ইংরেজিতে mother লিখে সার্চ দেন, এসব কিচ্ছু আসবে না, বরং অনেক ভালো ভালো কথা আর মায়ের মমতা মাখা ছবি আসবে!

এই লজ্জা আপনি কিংবা আমি কোথায় রাখ্বো??

গত পরশু একটা পেজ মারফত এই নোংরা ব্যাপারটি জানতে পারলাম। কিন্তু গুগোল কেন এগুলো দেখাবে?? নিশ্চই এমনি এমনি দেখায় নি?
এই সমস্ত incest চটি গুলো নিশ্চয় অধিকবার পঠিত হয়, তাই এই সমস্ত পেজের ranking অনেক উপরে রয়েছে। ঠিক সেই জনে্যই আপনি মা লিখে সার্চ দিলেই এই নোংরা সাইটগুলো চলে আসে।

লজ্জা হয় এই ভেবে যে কেন এই সমস্ত incest চটি সাইটগুলোতে অধিকহারে ভিসিট করা হয়। এতই অধিক যে "মা" লিখে সার্চ দিলে আসে মাকে নিয়ে লেখা চটি। ছি. ছি. ছি.

কিন্তু আমরা কি করতে পারি??
নিশ্চই এই সমস্ত চটির সাইটগুলো আমরা বন্ধ করতে পারি না, কেননা আমাদের সেই ক্ষমতা নেই। তাই মা সম্পর্কে যে সমস্ত সাইট্গুলোতে ভালো ভালো কথা রয়েছে, সেই সাইট্গুলোতে আমাদেরকে অধিক হারে ভিসিট করতে হবে। তাতে করে গুগোল ranking এ সেই ভালো ভালো সাইট গুলো উপরের দিকে চলে আসবে। আর সেই নোংরা চটির সাইটগুলো ধীরে ধীরে নীচের দিকে চলে যাবে। আর মাকে নিয়ে আমাদের অনেক অনেক অনেক পোস্ট দিতে হবে, যাতে করে আমরা গুগোলে মা লিখে সার্চ দিলে এই অশ্লীল চটিগুলো না দেখতে না পাই।
একটিবার ভেবে দেখুনতো- আপনি আপনার ছোট ভাই, কিংবা ছোট বোন, কিংবা আপনার সন্তানকে মা শব্দের মর্মার্থ বোঝানোর জন্য, তাদেরকে জানানোর জন্য যখন গুগোলে একটিবার এই পবিত্র শব্দটি লিখে সার্চ দিবেন, তখন আপনার কি অবস্থা হবে?? কিংবা আপনার সন্তান, কিংবা আপনার ভাই বোন আপনাকে কি ভাববে?

তাই আসুন, আমরা আরেকটু সচেতন হই। একটা ভালো কিছু দেখার আশায় যদি মা অথবা আম্মু লিখে গুগোল থেকে এই জিনিস পেতে হয়, তাহলে এই লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা আমাদের দেশ মাতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছি। এবার একটু আসুন, আমরা আমাদের এই "মা" নামক পবিত্র শব্দটির পবিত্রতা রক্ষার্থে ইন্টারনেট জগতে আরেকটা যুদ্ধ করি।

এই লেখাটি আমি আমার ফেসবুক টাইমলাইনেও দিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন..

http://www.facebook.com/thelimonkhan

Level 0

আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক বলেছেন ভাই । এদেশে এসব কথা বলে কোন লাভ নেই । এদেশ নোংড়া , ভন্ড , নাস্তিক দের হাতে । এত ব্লগ বন্ধ করা হচ্ছে এসব বন্ধ হয়না কেন । মায়ের যে মায়ের মুখের হাসির জন্য আমাদের পূর্ব পুরুষেরা যুদ্ধ করেছিল , আজ সেই মা লাঞ্ছিত । সব হয়ত মেনে নিতে পারি মায়ের প্রতি অপমান সহ্য করব না ।

দে তোরা দে কেউ ওই ব্লগারদের ঠিকান , তাদের এই দুনিয়াতে রাখবনা । সে আমার ভাই হলেও তার রক্ষা নেই ।

    Level 0

    @মোঃ আসাদউল্লাহ আসাদ: আমরা সকলে মিলেই হয়তো এই নোংরা জিনিস প্রতিহত করতে পারবো। আসুন আমরা সবাই এই নোংরা জিনিস দেখা বাদ দিই আর মাকে নিয়ে ভালো ভালো কথা লিখি। আর গুগোলে মা সম্পর্কে যে ভালো ভালো সাইটগুলো দেখায় সেগুলোতে বেশী বেশী ভিসিট করি। তাহলেই এই বাজে জিনিস প্রতিহত করা সম্ভব।

dhonnobad debar vasha nei….

    Level 0

    @Rakib Hassan: ধন্যবাদ লাগবে না ভাই। শুধু মা শব্দের যথার্থ মুল্যটা চাই!

Level 0

পুরা মাথাটাই নষ্ট হয়ে গেল। বাংলাদেশের গুগোল কি অশিক্ষিত নাকি?

    Level 0

    @Imran bd: গুগোলের দোষ নাই ইমরান ভাই। কিছু নোংরা মনের পাবলিক মাকে নিয়ে এসব চটি লিখে। আর তাদের থেকেও নোংরা মনের পাবলিক এই চটি সাইট্গুলোতে বেশী বেশী ভিসিট করে। আর তাই গুগোলের ranking এ সেই সাইটগুলো উপের চলে আসে। যার কারণে মা লিখে সার্চ দিলেই ranking এ উপরে থাকা সাইটগুলো আগে দেখায়। আর এইসব চটি বাংলাদেশ ছাড়াও আরো অনেক জায়গা থেকেও পোস্ট করা হয়!!!

Level 0

বিষয়টি অনেক আগে আমার ও চোখে পড়েছিল কিন্তু এই বিষয়ে যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি সম্পর্কে সকলকে জানানোর জন্য।।

    Level 0

    @care4sohel: আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা সকলে সচেতন হলেই এই বাজে জিনিস রোধ করা সমভব। তাই না ভাই???

Level 0

খুবই দু:খজনক। মনটা খারাপ হয়ে গেল।
ইন্টারনেট সুবিধাকে মানব কল্যাণের কাজে ব্যবহার করা উচিত। যারা এ সমস্ত নোংরা কাজ করে তাদেরকে ধিক্কার জানায়।
বিষয়টা শেয়ার করার জন্য ধন্যবাদ।
http://www.pressbarta.com

    Level 0

    @pressbarta:এটা দেখে আমারও অনেক মন খারাপ হয়েছিল

Level 0

ভাইয়া , সমস্যাটা গুগলের না । সমস্যাটা কিছু _____ পলাপাইনের ।

    Level 0

    @Ajmir Alam: আমিও তাই বলি। সমস্যা গুগোলের না। কেননা ranking এ যেটা উপরে থাকবে সেটাই গুগোল দেখাবে। এখন আমাদেরকে একটু কস্ট করে মা সম্পর্কে যে সাইটগুলোতে ভালো লেখা আছে, সেগুলো বেশী বেশী ভিসিট করতে হবে।

যে দেশে ব্লগারদের হাতে “মা নিরাপদ নয় কিভাবে সেই দেশের ব্লগাররা ধর্ম ও দেশের কল্যানে কাজ করবে? (যদিও সবাই খারাপ না) মা আর মাটি সমান কথা নয় কি? এদের কি বিচার দাবি করতে পারি না?
আসুন সবাই চেষ্টা করি মা’ কে তার উপযুক্ত মর্যাদায় অধিষ্ঠিত করি (অনলাইনে, অফলাইনে, অন্তরে, বাহিরে এবং সবখানে।)

    Level 0

    @স্বার্থপর: আসুন সবাই চেষ্টা করি মা’ কে তার উপযুক্ত মর্যাদায় অধিষ্ঠিত করি (অনলাইনে, অফলাইনে, অন্তরে, বাহিরে এবং সবখানে।)
    খুব ভালো লাগলো আপনার এই কথায় ভাই। আমরা সবাই আছি..

Level 0

আমিও বিষয়টা আগেই খেয়াল করেছিলাম। আমি ভেবে পাই না মানুষের রুচি কিভাবে এত নিচে নামে। এ ধরনের ব্লগ গুলো অবশ্যই যে কোন মূল্যে বন্ধ করা উচিত। আর যদি এসব ব্লগ লেখে এরকম কাউকে পাই তাহলে তার নিস্তার নাই। মা কে নিয়ে এসব লেখার সাধ সারা জীবনের জন্য ভূলায়ে দিব।

    Level 0

    @Kajal bai: @Roni: সরকার একদিনের ব্যবধানে youtube বন্ধ করতে পারে। আর youtube এ দেওয়া জিনিসের থেকে জ্ঘন্য জিনিস এই চটি সাইটগুলোতে হয়ে যাচ্ছে, অথচ সেটা সরকারের নজরেই আস্ছে না!!!!! অবাক লাগে..।

Level 0

মা মাই, এর কোন বিকল্প বা . . . . .

হ্যা,তাতো ঠিক বলেছেন।

http://www.google.com.sa/url?sa=t&rct=j&q=%E0%A6%AE%E0%A6%BE&source=web&cd=1&cad=rja&ved=0CC8QFjAA&url=http%3A%2F%2Fdhonrajkarki69.wordpress.com%2Ftag%2F%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%2F&ei=GNReUZCOA4a0PP-zgaAK&usg=AFQjCNEHXGIZRQDh_qcNtaPB75ld9eQrVg

মায়ের মর্যাদার জন্য সৌদি সরকার এই সাইটটি বন্ধ করে দিয়ে , যাহা( মা) গুগলে সার্চ করলেই প্রথম আসত ।

    Level 0

    @মোঃ আল মামুন: আমাদের সরকার কি বন্ধ করতে পারে না??
    সরকার কোন পদক্ষেপ না নিলে, আমরা সবাই প্রতিরোধ করবো এই সব নোংরা সাইট্গুলোকে।

Level 0

Google চায় মানুষকে Attract করতে। নৈতিক না অনৈতিক সেটা Google দেখবে না। তাতে আপনার ক্ষতি হল কিনা সেটা নিয়ে তার মাথাব্যাথা নেই।

একটা মার্কেটে যখন মনোপলি শুরু হয়ে যায় তখন শীর্ষে থাকা প্রতিষ্ঠান চলে নিজের খেয়াল খুশিমত।

অবশ্য দোষ Google এর একার ও না। ওর কাজ তো শুধু সার্চ রেজাল্ট আগে বা পরে দেখানো। আসল কাজ তো কিছু হারামি করে।

    Level 0

    @munnamark: দোষতো গুগোলের না ভাই। ranking এ উপরে না থাকলেতো গুগোলে সার্চ দিলে চটি সাইটগুলো সবার আগে আসার কথা না। আপনি যেটা বললেন- কিছু হারামি, শুধু হারামি নয় জানোয়ার ও– এই চটিগুলো লেখে আর কিছু পশু সেগুলো পড়ার জন্য সেই সাইটে ভিসিট করে..।

      Level 0

      @LIMON:

      এটা ভুল বললেন। আপনি Web Rank Toolbar ইন্সটল করে দেখতে পারেন। যে কোন ব্যাপারেই কম পেজ র‌্যাংক এর সাইটগুলোও উপরে চলে আসে অনেক সময়।

      আপনার সার্চের সাথে URL, Keyword, Post Title মিল রেখে অনেক Lower Rank Site ও সার্চ এ উপরের দিকে দেখানো হয়।

      তবে Google এর যেটা দোষ সেটা হল আজেবাজে সাইট ওরা প্রথম কয়েক পাতায় না দেখালেই পারে। কিন্তু ওরা সেটা করবে না। ঐ যে বললাম- ওরা চাইবে কিভাবে মানুষকে বেশি আকর্ষন করা যায়। সেটা যে উপায়েই হোক।

      বাংলাদেশের পক্ষ থেকে যে ভিডিওটা রিমুভ করতে বলা হয়েছিল তার উত্তরে গুগলে বলেছিল- এতে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ ঐ ভিডিও দিয়ে তাদের মোটা অংকের ইনকাম হত সেই সময়। কারণ ওটা ছিল সেই সময়ে ওদের Cash Cow (Most Selling Product)!

        Level 0

        @munnamark: কি বলেন ভাই!!!! এটা আমার জানা ছিল না। তাহলে তো সমস্যা ভয়াভহ। এক্ষেত্রে কি করনীয়??

          Level 0

          @LIMON: @LIMON:

          এক্ষেত্রে আপনার বা আমার খুব বেশি কিছু করার নেই! 🙁
          আপনি সর্বোচ্চ যা করতে পারেন সেটা হল- নিজে ঠিক থাকা, আর নিজের সার্কেলের লোকদের ঠিক রাখা। পাশাপাশি অন্যায় করতে নিষেধ করা। এর বেশি করার কিছু আপনার নেই। আমার ও নেই।

          আসলে ভাল মানুষ এখন নেই বললেই চলে। আগে ক্লাসে দেখতাম মাত্র ৯/১০ জন বাজে ছেলে আছে ৭০/৮০ জনের মধ্যে।

          কিন্তু ভার্সিটি লেভেলে দেখলাম সম্পূর্ণ ভিন্ন জিনিস। ১০/১২ এখন ভাল মানুষ নেই একটা ক্লাসে। ফেসবুক, মোবাইল, ডিশ এন্টেনা এগুলো ভাল জিনিসের চেয়ে খারাপ জিনিস শেয়ারে বেশি কাজে লাগানো হচ্ছে। ফলাফল ও সেই রকমই।

          যারা একটু ভাল চলতে চায় তাদের বলে Back Dated. ইসলামী নিয়ম মেনে চলতে গেলে বলে মৌলবাদী। অবশ্য কিছু লোক ইসলামী লেবাসটাকে নষ্ট করেছে। কিন্তু তার ফল এখন সাধারণ দাড়ি টুপি ওয়ালা মানুষকে ভোগ করতে হচ্ছে।

          প্যান্ট শার্ট পড়া কোন লোক খারাপ কাজ করলে কিন্তু তার দোষ বাকি প্যান্ট শার্ট পড়া লোকদের দেয়া হয় না।

          এই যে আমি এই কমেন্ট টা করলাম দেখবেন অনেকে ভাববে আমি জামায়াত করি! কোনদিনই না। আমি মুসলিম। আমার দাড়ি টুপি নাই। সেজন্য আমি অনুতপ্ত। কিন্তু আরেকজন লোক দাড়ি টুপি রাখলে সম্মান করতে আমার কোন সমস্যা নেই।

          একমাত্র ইসলামী নিয়মই পারে মানুষকে হেফাজত করতে।

          কেউ কেউ ইসলাম শব্দটার মানেই ধ্বংস বলে প্রমাণ করতে চায়। অথচ ইসলাম সেই ধর্ম যেখানে বিনা কারণে একটা পিপড়া মারলেও আপনাকে জবাব দিতে হবে। আর একটা মানুষকে বিনা কারণে হত্যা করলে ধরা হবে সে গোটা মানব জাতীকে হত্যা করেছে। তারপরো কিভাবে ইসলামের বদনাম করে মানুষ? তাদের কি লজ্জা হয় না?

          ইসলাম মানে কি জামায়াত? ইসলাম মানে কি পাকিস্তানী হানাদার বাহিনী? ইসলামে নিজের দেশকে ভালবাসতে বলা হয়েছে। দেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে বলা হয়নি। অথচ সেই ইসলামকে যুদ্ধাপরাধীদের ধর্ম বানিয়ে নবীজী আর আল্লাহর সাথে বেয়াদবী করা হচ্ছে।

          শুধু একটা কথা জেনে রাখুন। নিজের দেশকে যারা অন্যের হাতে তুলে দিতে চায় তাদের বিচার আল্লাহ করবে। সরকার না পারলেও আল্লাহ যে পারবে সে ব্যাপারে কোন সন্দেহ নাই। কোন অন্যায়কারী ই আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। সে যদি একটা গাছের পাতাও ছেড়ে তাকে জবাব দিতে হবে। মানুষের উপর জুলুম আল্লাহ নিজে ক্ষমা করেন না। সেটা একমাত্র জুলুমের শিকার লোকই ক্ষমা করার অধিকার রাখে।

          আপনি যেই টপিকটি নিয়ে লিখলেন- ইসলামী অনুশাসন মত সবাই চললে আপনাকে এটা নিয়ে লিখতে হতো না। আমার ক্লাসের অনেককেই আমি বলতাম তোমরা আজে বাজে স্বভাব ছাড়। জবাবে আমাকে বলা হত তুমিও আমাদের মত হও। লাইফ এনজয় কর। 🙂 What a solution !

          অশ্লীলতা ইসলামে হারাম! এদের বিচার যে কি হবে আল্লাহই ভাল জানেন . . .

          পোস্টের চেয়ে মনে হয় আমার কমেন্ট বড় হয়ে গেল। কি বলেন?

শুধুমাত্র google.com.bd তে গিয়ে সার্চ করলেই বাজে ব্লগ গুলোর লিঙ্ক আগে চলে আসছে …

সরাসরি google.com এ গেলে যদিও প্রথম দিকে সুন্দর কিছু ছবি, wikipedia এর লিঙ্ক আসছে তবুও নিচের দিকে একই অবস্থা ……… কিছু বলার নাই 🙁 🙁

Level 0

কিছু বলার নাই বললেতো হবে না ভাই। এগুলো আসবে কেন?? কিভাবে কি করা যায় একটু ভাবেন না……..

    @LIMON: এসব বাজে সাইটগুলোর একটা লিস্ট করে BTRC / BTCL এর কাছে সার্চ রেজাল্ট এর কাহিনীটা লিখে email করা যেতে পারে ।।

    ইতোমধ্যে তারা ধর্ম নিয়ে ব্যঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে , তাই আমরা আশা করতে পারি এ ব্যপারেও তাদের সহযোগিতা পাব ।।

প্রায় অনেকদিন আগেই,এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি!
তারপর পরিচিত কয়েকজনকে জানিয়েছি ও!
তারপর প্ল্যান করেছিলাম,একটা ইভেন্ট খুলবো!!!
যেই ইভেন্টে যোগদানক্রিত,বিভিন্ন মানুষ ‘দেশ’ বা ‘মা’ বিষয়ক ব্লগ পোষ্ট লিখবে।
আমার চিন্তাভাবনাটা এরকম যে>>>যেহেতু বাংলা ব্লগ গুলোর পেইজ Rank এসব বাজে ওয়েবসাইট গুলো থেকে বেশি,সেহেতু,এসব নিয়ে বিভিন্ন ব্লগে লিখালিখি করলে,আশা করি সার্চ দেওয়ার পর এরকম কিছু সামনে পড়বে না!
আমার সাথে কেউ থাকলে ফেবুতে যোগাযোগ করতে পারেন!
আশা করি এই বিষয়ে একটা ভাল পদক্ষেপ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। 🙂

Level 0

আমার চিন্তাভাবনাটা এরকম যে>>>যেহেতু বাংলা ব্লগ গুলোর পেইজ Rank এসব বাজে ওয়েবসাইট গুলো থেকে বেশি,সেহেতু,এসব নিয়ে বিভিন্ন ব্লগে লিখালিখি করলে,আশা করি সার্চ দেওয়ার পর এরকম কিছু সামনে পড়বে না!
আমার সাথে কেউ থাকলে ফেবুতে যোগাযোগ করতে পারেন!
আশা করি এই বিষয়ে একটা ভাল পদক্ষেপ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ।
—————————-
আপনার আর আমার চিন্তাভাবনা প্রায় এক। পোস্টটাতে আমার ফেসবুক আইডি দেওয়া আছে। আমাকে একটা রিকুয়েস্ট পাঠিয়ে দেন। এই বাজে চটি সাইট গুলো ranking এ নিচে নামানোর জন্য সাধ্যমত চেস্টা করবো।

Level 0

please help me ami akta domin kinsi but bloge hosting korte chai kibabe bloge domin set korte hoy jana takle amake help koren kunu vai

Level 0

sudhu maa noy bon ba onno kisu likleo faltu jinis gula age dekhay, foul sob jinis er lekha chole ase

    Level 0

    @relinquish: বোন ও ???????? বলেন কি!!!
    আমি অবশ্য বোন লিখে সার্চ দিই নি। এসব্তো মেনে নেওয়া যায় না ভাই। খুব দ্রুত এটা প্রতিরোধ করতে হবে।
    ধর্ম সম্পর্কে কটুক্তি করায় সরকার ব্লগারদের গ্রেফতার করতে পারে। নবীজীকে অপমান করে সিনেমা বানানোর কারনে সরকার ইউটিউব বন্ধ করে দিতে পারে। কিন্তু ইন্টারনেটের কিছু বাজে সাইট যে মানুষের ঈমান ধ্বংস করছে। সেটা কি কারো চোখে পড়ছে না??

ভাই কি বলব দুঃখের কথা আমি কোনদিন ও চটি পরি নাই। গুগলে দেইখা মাথাই নস্ট।।এরা কি মানুস? আমার সন্দেহ হয় ভাই এগুলো জারা লিখছে তাদের কোন মা জন্ম দেয় নাই…এরা ।।জানোয়ারের থেকেও অধম……আসলে সত্যি কথা বলতে এদের সবার পেটে ১ টা করে বাচ্চার জন্ম দিতে হবে ,তাহলেও যদি জানোয়ার রা বুঝে মা আসলে কি? আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর টিউন্টি করার জন্য……

    Level 0

    @Shaheen Parvez: “আসলে সত্যি কথা বলতে এদের সবার পেটে ১ টা করে বাচ্চার জন্ম দিতে হবে ,তাহলেও যদি জানোয়ার রা বুঝে মা আসলে কি?”

    অনেক দারুন কথা বলেছেন ভাই। আপনাকেও ধন্যবাদ। এটা প্রতিরোধ করা দরকার ভাই। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুককে এজন্য কাজে লাগাতে চাচ্ছি..

ভাই, সবই বাকস্বাধীনতা। এদের বিরুদ্ধে সরকার কিছু করবে না যা করার আমাদেরই করতে হবে। আপনি অনুমতি দিলে এই পোস্টটা ফেইসবুকে দিব। আপনার নাম এবং লিঙ্কও থাকবে।

    Level 0

    @Md. Mustafizur Rahman: সরকার কিছু না করলে আমাদেরই এক হয়ে কিছু করতে হবে। সবাই চাইলে কিছু না কিছুতো অবশ্যই করতে পারবো। তাই না? ফেসবুকে আমিও এই পোস্টটা দিয়েছি। সেখানে মোটামুটি ভালো সাড়াই পেয়েছি। আর আপনি ও ফেসবুকে দিতে পারেন। কোন সমস্যা নেই। সবাই যত দ্রুত ব্যপারটা জানবে তত দ্রুতই এটা প্রতিরোধ করা সম্ভব হবে।

Level 0

এগুলো হচ্ছে বস্তির ছেলেদের কাছে ইন্টারনেটের সহজলভ্যতার ফল। 😐

vhai;ami apnar sathe ache..ami vibinno potrika office a beparta nea likha soro korce…apnar lekha ta mail kore d ce

    Level 0

    @ASHIK_SAJJAT: আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আরেকটা ধন্যবাদ- লেখাটা পত্রিকা অফিসে পাঠানোর জন্য। দেখা যাক, যদি পত্রিকা অফিস থেকে কোন সাড়া পাওয়া যায়। যদি সাড়া পান, তাহলে আমাকে জানাবেন…

amar facebook a o post d ce https://facebook.com/sajjat.hossain

    Level 0

    @ASHIK_SAJJAT: ফেসবুকেও আমিও এই পোস্টটা দিয়েছি। সেখানেও মোটামুটি ভালো সাড়া পেয়েছি। যত দ্রুত সবাইকে জানানো যায়, আমার মনে হয় ঠিক তত দ্রুতই এর প্রতিকার করা সম্ভব। ফেসবুকে লেখাটি শেয়ার করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে আরো একবার ধন্যবাদ। দেশ মাতার জন্য ৭১ এ আমরা বাঙালিরা যুদ্ধ করেছি। এখন মা শব্দটির মান রক্ষার জন্য অন্লাইনে প্রয়োজনে আরেকটা যুদ্ধ করবো! ইনশাল্লাহ….

    যারা নাস্তিকদের বিচারের দাবিতে আজ আন্দোলনে ব্যস্ত। তারা এই ঈমান নস্ট করা সাইটগুলো কি কখনো দেখেনি? কেন কেউ কিছু বলে না????

Level 2

Facebook এ একটা option আছে যদি কেউ আমার নামে আপত্তিকর কিছু দেয় বা ভুয়া আইডি খুলে তাহলে অভিযোগ করা যায়। Google এ কি তেমন নাই?

আমরা যদি Google কে বুঝাতে পারি যে এই site গুলি পর্ণো সাইট এর ক্যাটাগরীতে পড়ে, তাহলে বোধহয় তারা এগুলোকে সাধারন র‍্যাংকিং এ আনবে না। আর যদি সার্চ এর অপশনে নিজে Safe Search দিয়ে রাখি তাহলে এই সাইটগুলি মানে পর্ণো সাইটগুলি আসবে না। শুধুমাত্র আপনি Safe Search বন্ধ করলেই এগুলো আসবে।

আমার ধারনা Google এ বহু ইংরেজী জানা লোক আছে বলে ইংরেজী পর্ণো ওয়েব সাইট তারা সহজেই ধরতে পারে। কিন্তু বাংলা জানা লোক বেশি নাই, বা বাংলা জানা লোক সঠিক পদবীতে নাই। আমরা Google কে সাহায্য করতে চাই বলে project করতে পারলে তারা আমাদের মতামত-কে গুরুত্ত্ব দিতে পারে। Google Street View এর সাথে জড়িত বাংলাদেশী কর্মকর্তাদের সাথে যদি কারো পরিচয় থাকে তাহলে তাদের নযরে ব্যাপারটা আনা যেতে পারে যাতে তারা Google কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারে।

টেকটিউন্স এর এক্সপার্ট ভাইয়েরা এ ব্যাপারে কাজ করতে পারেন। আমি ভালো বুঝিনা বলে সাহস করতে পারছিনা।

    Level 0

    @khaled831: google এর সাথে জড়িত কেউ টেকটিউনসে থাকলে তো ভালোই হয়। তাঁরা যদি এই ব্যাপারটা দেখে তাহলে তো ভালোই হয়। আপাতত আমরা এই ব্যাপারটা বন্ধ করতে কিছুটা কাজ করে যাই। অনেক রকমের মতামত এসেছে..

Level 0

LOJJAY MATHA KATA GELO

    Level 0

    @urmi: সেই কাটা মাথা আবার জোড়া লাগাতে হবে, তা না হলে আল্লাহর কাছে কি জবাব দেব?

@lemon vy ami ekmot achi apnar sathe………

    Level 0

    @Shaheen Parvez: ভাই আমার ইংরেজী নামের বানান LIMON! যাই হোক এই ব্যপারটা নিয়ে একটু হেল্প করবেন আশা করি

OK@LIMON vy

Level 0

@earnz.net: @earnz.net: হুম, আপনার কথাও যুক্তি সংগত