~: চলুন একটি ইসলামিক ওয়েব সাইট সম্পর্কে জানি :~

আস-সালামুআলাইকুম;
আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকেন এই কামনা রইলো মহান আল্লাহ -র কাছে। আমিও আল্লাহ -র রহমত ও আপনাদের দোয়াতে ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় একটি ইসলামিক ওয়েবসাইট এর এড্রেস শেয়ার করতে এসেছি, তবে চলুন দেখা যাক তা কি.........

চলুন দেখে নেওয়া যাক http://www.tanzil.net এর কিছু সুন্দর বৈশিষ্ট্যঃ

  1. এই ওয়েবসাইটে আপনারা পবিত্র কুরআনের ১০৬ অনুবাদ পাবেন।
  2. এই সাইটে আপনি সুমিষ্ট কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পারবেন।
  3. বিভিন্ন স্টাইল ও সাইজ এর ফন্টে আরবি পরতে পারবেন।
  4. এখানে আপনি ছুড়া এবং আয়াত নাম্বার দিয়ে ব্রাউজ করতে পারবেন।
  5. তেলাওয়াত এর সাথে সাথে আপনাকে লাইন মার্ক করে দেখানো হবে কোন আয়াত পাঠ করা হচ্ছে।
  6. আরবি কোন আয়াত এর উপর মাউস নিয়ে গেলে আপনাকে আপনার সিলেক্ট করা অনুবাদ দেখাবে; যদি আপনি অনুবাদ হিসেবে বাংলা সিলেক্ট করেন তবে বাংলা দেখাবে, আর ইংলিশ সিলেক্ট করা থাকলে ইংলিশ দেখাবে।

N.B. আমার মনে হয় আপনারা বাংলা অনুবাদ হিসেবে "Bengali: মুহিউদ্দীন খান" এই অনুবাদটি পছন্দ করবেন।

N.B. আর তেলাওয়াত এর জন্য Al-Afasy এর কণ্ঠ ও পড়ার ধরন ভালো লাগবে।

আপনারা এই টিউন এর আংশিক বা সম্পূর্ণ টা নিজের ওয়েব সাইটে বিনা অনুমতিতে প্রকাশ করতে পারেন; অবশ্য যদি আপনাদের ইচ্ছা হয়। সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

আজ এই পর্যন্তই, আশা করি সবাই মহান আল্লাহ -র রহমতে ভালো থাকবেন। পরিশেষে আমার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে শেষ করছি।

আস-সালামুআলাইকুম।

Level 0

আমি mishu36। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

reading textile science(BSC)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo uddog.arokom sobai ke agi e aste hobe
উইন্ডোজ সেভেন সেটাপ (Windows 7 Setup) করুন নিজেই উইন্ডোজ সেভেন সেটাপ (Windows 7 Setup) করুন নিজেই http://bdsolve.blogspot.com/2013/03/windows-7-setup.html

    Level 0

    @tohid196: ধন্যবাদ

    Level 0

    @tohid196: উইন্ডোজ সেভেন সেটাপ কি এমনি হয় নিজেরই দিতে হয়

Level 0

আপনারা এই টিউন এর আংশিক বা সম্পূর্ণ টা নিজের ওয়েব সাইটে বিনা অনুমতিতে প্রকাশ করতে পারেন; অবশ্য যদি আপনাদের ইচ্ছা হয়। সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
কথাটা ভাল লাগল।

ভাই mishu36, খুবই খুবই সুন্দর টিউন। যাযাক্‌আল্রাহ খায়ের……………………

Level 0

আরেকটি ইসলামিক ব্লগ সাইট দেখুন http://fajayel.blogspot.com

    Level 0

    @noyonr:
    শেয়ার করার জন্য ধন্যবাদ।

mashallah. jajakallah khair

মাশ-আল্লাহ…।