গুগল নিয়ে আসছে ১ গিগাবিট পার সেকেন্ডের ব্রন্ডব্যান্ড সংযোগ

খবরটা পড়ে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না।কিছুদিনের মধ্যেই গুগল নিয়ে আসছে ১ গিগাবিট পার সেকেন্ডের ব্রন্ডব্যান্ড সংযোগ।প্রাথমিক ভাবে গুগল ৫০,০০০ হাজার বাড়ীতে এই্ সংযোগ দিবে।আমি তো এই্ খবর শুইন্যা পুরা টাসকি খাইয়া গেছি ।যদি ১ গিগার সংযোগ পাওয়া যায় তাহলে এর ডাউনলোড স্পিড হবে ১২৮ মেগাবাইট।মানে একটা ৭০০ মেগার মুভি নামাইতে ৭ সেকেন্ডেরও কম সময় লাগবো।

তবে এই সংযোগ পাওয়া যাবে শুধুমাত্ত যুক্তরাষ্ট্রে।কি করা চিন্তা করতাছি।এই রকম একটা সংযোগ যে লাগবেই।স্টুডেন্ট ভিসা নিয়া আমেরিকাতে চইলা যামু তারপর পুরা পা্ংখা নিয়া নেট চালামু।

আচ্চা ভাই সবাই একটা কথার জবাব দেন আমাদের দেশে এই সংযোগ কবে নাগাদ আসতে পারে বলে আপনি মনে করেন।(লিমিটেড টাইম কেয়ামত পর্যন্ত।)

আমি চিন্তা করতেছি এই স্পিড পাইলেতো মানুষজন ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের ভিতর দিয়ে এক বাসা হতে আরেক বাসায় চলে আসবে।তখন আবার আরেক ঝামেলা বাধবে

আরেকখান কথা যা আমার মনের গহীনে এইমাত্ত উদয় হয়েছে তা হল ""আগামী নিবার্চনে যেকোন দলের নির্বাচনী ইশতেহারে এই ধরনের সংযোগ দেবার কথা আসতে পারে বলে আমার ব্যাপক ভাবে মনে হইতেছে""

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি শুনাইলেন ভাই,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

শুনে টাশকি খাওয়ার মত ব্যাপার। তারপরেও এটাই সত্য। আসলে এই রকম স্প্রিড আমরা বাংলাদেশীরা কল্পনাতেই ভাবতে পারি। ধন্যবাদ।

    আমিতো কল্পনাতেই কালকে রাতেই ১ টেরাবাইটের হার্ডডিস্ক ফুল কইরা ফালাইছি।

Level 3

……. Aal Laz Well ……. 🙂

Level 0

ভাই hard disk গিগাবাইট বাদ দিয়ে টেরাবাইট লাগাইয়ে মনে মনে ব্রাউজ করতেছি !!!
ধন্যবাদ নিউজ টা শেয়ার করার জন্য।

ভাই পুরা টাসকি খাইয়া গেলাম । এটা কি বাংলাদেশ আসবে ?

Level 0

সাবটাইটেল মামুন ভাই ,
১ গিগা ১ গিগা গান গাই আমরা
ধন্যবাদ আপনাকে

খেলবো না। (:

ভাইজান আমার মাথা ঘুরতাছে।

সালাম ভাইজান সামনের নির্বাচনের অংগীকার নিয়া ঝামেলায় আছিলাম।এইডা কপি কইরা রাখলাম ইনশাল্লাহ্ উপকারে আসবে।
আজাইরা চিন্তা,লেখা এইসব না দেখলে মাথাটা –নয়ত পাবনা।আমার দরকার নাই।

মামুন ভাই সংযোগ টা বাংলাদেশে কবে চালু হচ্ছে । বাংলাদেশে চালু হলে আমাকে জানাইয়েন।

    আচ্ছা আমি আমার নাতি কে বলে দিয়ে যাব যেদিন এই্ সংযোগ চালু হবে সে যেন আপনাকে জানায়।:)

Level New

ভাইসব আমার অপরিচিত রাজনৈতিক দলকে অজানা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সবার ঘরে ঘরে ১ গিগাবিট কেন লাগলে আরো বেশি স্পীডের কানেকশন লাগায়া দিমু।শুধু আমারে ভোট দিয়েন(আগে নির্বাচন কমিশনের নিবন্ধনটা করায়ে লই)।
মামুন ভাইয়ে ধন্যবাদ সুন্দর করে খবরটা জানানোর জন্য.

    সেতু ভাই নিবন্ধন না করতে পারলে আমার লগে যোগাযোগ কইরেন আমার বাপে একটা নিবন্ধন কইরা রাখছে 😛 😛

    আমারে তথ্য প্রযুক্তি বিষয়ক মন্তীর দায়িত্বটা দিয়েন ।

    তাহারা মনে হয় না কখনো ক্ষমতায় যেতে পারবে

খুব একটা বিশ্বাষযোগ্য মনে হচ্ছে না

    শাকিল ভাই এই খবরটা আমি প্রথমত গুগল ব্লগে তারপর Techcrunch তারপর মাশাবল সহ আরো কয়েকটা ভালো ভালো সাইটে পাইছি তারপর পোস্টাইলাম।

    শাকিল, এই সাইটে দেখুন http://www.google.com/appserve/fiberrfi
    বিশদে সব তথ্য আছে এই সাইটে।

    দেখি কি হয় আইলে তো ভালাই তয় আমরা যে কবে এই দেশে এমুন কিছু দেখমু

    ভাই আমরার এত স্পিডের দরকার নাই ।হার্ট এ্যাটাক করুম এত স্পিড পাইলে।আমার ১ মেগাবিট পাইলেই খুশি

Level 0

“”আগামী নিবার্চনে যেকোন দলের নির্বাচনী ইশতেহারে এই ধরনের সংযোগ দেবার কথা আসতে পারে বলে আমার ব্যাপক ভাবে মনে হইতেছে””
হা হা হা !!! জট্টিল লিখেছেন মামুন ভাই! ব্যাপক মজা পাইছি…

২০০৬ সাল থেকেই গুগল তার মাউনটেইন ভিউ’তে free Wi-Fi চালু করে রেখেছে, এটা কয়জনে জানে বাংলাদেশে? সেখানকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস এবং প্রাইভেট ইউজাররা সবাই তাদের গুগল একাউন্ট দিয়েই এই Wi-Fi network’এ সাইন-ইন করতে পারে। এই নেটওয়ার্কে ইন্টারনেট স্পিড কতো, সেই সম্পর্কে ধারনা আছে কারো?

গুগল একদিন না একদিন ইন্টারনেট সার্ভিস সারা পৃথিবীতে আনতোই, এটাই হওয়ার ছিল। তাতে দেরী হতে পারে, কিন্তু পরিকল্পনায় ছিলো অনেকদিন আগে থেকেই। যেদিন এই citywide free Wi-Fi দিয়েছে গুগল, তখনই অনেকে বুঝেছে ভবিষ্যতে কি আসতে চলেছে। আমি আশা করছি ভারতে এই সার্ভিস চালু করে দেবে গুগল, আগামী তিন বছরের মধ্যেই। তবে এটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রে যদি লোকশানের মুখ না দেখে গুগল, তবেই হতে পারে।

    আপু অনেক ধন্যবাদ অনেকগুলো ইনফরমেশন দেবার জন্য।আশা করি গুগল আমাদের মতো ফকির দেশের প্র্রতিও সুনজর দিবে।যদিও বাংলাদেশ নামে কোন দেশ আছে গুগল এটা জানে কিনা এতে আমার যথেষ্ট সন্দেহ আছে।

কঠিন খবর….
……………………………………………
http://www.airpurifier.tk
……………………………………………
http://www.alarmsystem.tk
……………………………………………
http://www.alternativeenergy.tk
……………………………………………

বস আসছি আবার আপনেরে জ্বালাতন করতে।

    ঐ তুমি তাড়াতাড়ি আসো একবার শুধু পাইয়া নেই তোমারে একদম বাইন্ধা রাখমু এইবার যাতে আর যাইতে না পারো

    WOW Hasib is Back! WOW Hasib is Back!! WOW Hasib is Back!!

    বস সাম্য যেই পেশার দিছে আমাকে তাতে করে আর বেশিদিন অফলাইনে থাকলে ও আমার সাথে কথাই বন্ধ করে দিত তাই বাধ্য হয়ে আসতে হল এত দ্রুত। ধন্যবাদ শাকিল ভাই।

    কিছু মানুষের জ্বালাতন ভালোই লাগে ।তুমি তাদের মধ্যে অন্যতম।আসছ ভালোই করছ।টিউন করা শুরু কর।

    হুম বুজলাম।
    আমি জালাইলে ভালো লাগে না,
    হাসিব এর টা ভালো লাগে ? 😛

    আরে মিয়া সাম্য চারদিক সামাল দিতে বহুত কথা কইতে হয় আর তুমি আইছ ভেজাল ধরতে মিয়া :):)

Level 0

i think we will got this net lin un 3000 Shalay vai
but now i am useing 5mbpc
its cool

valo tune vai
Alif

Level 0

ভাই এই সুবেধা আমরা পাব না, পাবে আমাদের নাতি পুতিরা। আমাদের ভাগ্যে নাই

১২৮ কেবিই পাইনা আর ১২৮ এমবি !! :O :O

অসম্ভববের কিছুই না। আমি প্যারিসে আমার রুমে 200এমবি ব্যবহার করছি। মাত্র 39 ইউরো প্রতি মাসে। ইন্টারনেট+টিভি+টেলিফোন সাথে বাংলাদেশের ল্যান্ডলাইন আনলিমিটেড কল।

টাস্কি খাওয়ার কি আছে? দুবাই তে ১ gbps স্পীডে তাঁরা অনেক আগে থেকেই নেট চালাচ্ছে? ১ টি কোম্পানি তাঁদের ১০ gbps এর অফার দিছে।কিন্তু তাঁরা ১০০ gbps স্পীড চাচ্ছে।