খবরটা পড়ে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না।কিছুদিনের মধ্যেই গুগল নিয়ে আসছে ১ গিগাবিট পার সেকেন্ডের ব্রন্ডব্যান্ড সংযোগ।প্রাথমিক ভাবে গুগল ৫০,০০০ হাজার বাড়ীতে এই্ সংযোগ দিবে।আমি তো এই্ খবর শুইন্যা পুরা টাসকি খাইয়া গেছি ।যদি ১ গিগার সংযোগ পাওয়া যায় তাহলে এর ডাউনলোড স্পিড হবে ১২৮ মেগাবাইট।মানে একটা ৭০০ মেগার মুভি নামাইতে ৭ সেকেন্ডেরও কম সময় লাগবো।
তবে এই সংযোগ পাওয়া যাবে শুধুমাত্ত যুক্তরাষ্ট্রে।কি করা চিন্তা করতাছি।এই রকম একটা সংযোগ যে লাগবেই।স্টুডেন্ট ভিসা নিয়া আমেরিকাতে চইলা যামু তারপর পুরা পা্ংখা নিয়া নেট চালামু।
আচ্চা ভাই সবাই একটা কথার জবাব দেন আমাদের দেশে এই সংযোগ কবে নাগাদ আসতে পারে বলে আপনি মনে করেন।(লিমিটেড টাইম কেয়ামত পর্যন্ত।)
আমি চিন্তা করতেছি এই স্পিড পাইলেতো মানুষজন ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের ভিতর দিয়ে এক বাসা হতে আরেক বাসায় চলে আসবে।তখন আবার আরেক ঝামেলা বাধবে
আরেকখান কথা যা আমার মনের গহীনে এইমাত্ত উদয় হয়েছে তা হল ""আগামী নিবার্চনে যেকোন দলের নির্বাচনী ইশতেহারে এই ধরনের সংযোগ দেবার কথা আসতে পারে বলে আমার ব্যাপক ভাবে মনে হইতেছে""
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
কি শুনাইলেন ভাই,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,