বিশ্বের ৫ টি দ্রুত গতির মোটরসাইকেল

বাইক মানেই হল গতি । প্রত্যেক চালকই তার বাইকটিকে উচ্চ গতিতে চালাতে ভালবাসে । যদিও “বাইকবিডি বলতে শুধুমাত্র বাংলাদেশের বাইকগুলোকেই বুঝায় কিন্তু গতি প্রেমিদের জন্য আমরা আজ আলোচনা করবো বিশ্বের পাঁচটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ে।

bikebd

১. দা ডজ টমহক

এটি হল v-10  ভিত্তিক একটি দ্রুত গতির বাইক । অন্য বাইকগুলোর মত নয় ,এতে রয়েছে চারটি চাকা ও ৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন । সারাবিশ্বে এ ধরনের মাত্র ১০ টি বাইক বানানো হয়েছে এবং প্রত্যেকটি বিক্রয় করা হয়েছে প্রায় ৫,৫৫,০০০ ডলার দামে। এটি মাত্র ১.৭৫ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার গতি তুলতে পারে ।

বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ   ১০ সিলিন্ডার ,৯০ ডিগ্রি, ভি টাইপ

সর্বোচ্চ গতিঃ  ৩৫০ মাইল প্রতি ঘণ্টায় বা ৫৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়

ক্ষমতাঃ ৫০০ হর্স পাওয়ার @ ৫৬০০ আর.পি.এম  

bikebd

২.সুজুকি হায়াবুসাঃ

দ্রুত গতির মোটরসাইকেলের তালিকায় এটি ২য় স্থানে রয়েছে । এর নাম নেয়া হয়েছে জাপানি নাম “পারজেরিন ফ্যালকন” থেকে । এটি এমন একটি পাখিকে নির্দেশ করে যা প্রতি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ছুটতে পারে । এটি একই সাথে  শিকারি পাখিকেও নির্দেশ করে ।           জি.এস.এক্স১৩০০আর কে বলা হয়  হায়াবুসার প্রথম প্রজন্ম । এতে রয়েছে ১২৯৯ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন ।

বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ   ১৩৪০ সিসি, ৪-স্ট্রোক, ৪ সিলিন্ডার, লিকুইড কুল্ড ।

সর্বোচ্চ গতিঃ  ২৪৮ মাইল বা ৩৯৭ কিলোমিটার প্রতিঘন্টায়

ক্ষমতাঃ  ১৯৭ হর্স পাওয়ার @ ৬৭৫০ আর.পি.এম

bikebd

৩. এমটিটি টারবাইন সুপার বাইকঃ

এর সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ১২৭ মাইল প্রতি ঘণ্টায় । গিনেজ বুক অনুসারে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দ্রুত গতির বাইক ।

 বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ  রোলস-রয়েলস ২৫০-সি ২০ টার্বো শ্যাফট

সর্বোচ্চ গতিঃ ২২৭ মাইল বা ৩৬৫ কিলোমিটার প্রতিঘন্টায়  

ক্ষমতাঃ ৩২০ হর্স পাওয়ার @ ৫২০০ আর.পি.এম

bikebd

৪. হোন্ডা সি.বি.আর ১১০০  এক্স এক্স ব্লাকবার্ডঃ

এই মোটরসাইকেলটি বিশ্বের সবচেয়ে দ্রুত উৎপন্ন হওয়া মোটরসাইকেলের খেতাব  বিখ্যাত কাওয়াসাকি জেড.এক্স-১১ হতে ছিনিয়ে নিয়েছিল । এটি মূলত হাইপার স্পোর্ট সিরিজের শুরুর দিকের বাইক । এ ধরনের বাইকের বাজার খুব দ্রুত প্রসারিত হয়েছিল । ব্লাকবার্ড আশ্চর্যজনক মসৃণতা পেয়েছিল এতে ডুয়েল ব্যাল্যান্স শ্যাফট থাকার কারণে । অন্যান্য বাইকের তুলনায় অধিক মসৃণ ও নিরাপদ হলেও এটি আমেরিকায় বিক্রি হয়নি ।

বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ  ১১৩৭ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, ৪ সিলিন্ডার

সর্বোচ্চ গতিঃ  ১৯০ মাইল বা ৩১০ কিলোমিটার প্রতিঘন্টায়

ক্ষমতাঃ ১৫৩ হর্স পাওয়ার @ ১০,০০০ আর.পি.এম

bikebd

৫. এমভি অগাস্টা এফ-৪ ১০০০ আরঃ

 এটি বাজারে ছাড়া হয়েছিল ২০০৬ সালে । এতে আছে অত্যাধুনিক ব্রেম্বো মনবোলিক রেডিয়াল ব্রেক,শক্ত কালো ব্রেম্বো চাকা এবং উন্নত শক অ্যাবজরবার,   টিএসএস সিস্টেম এই উচ্চ গতির বাইকে ব্যবহার করা হয়নি ।

 বৈশিষ্ট্যঃ 

ইঞ্জিনঃ  লিকুইড কুল্ড, ৪- সিলিন্ডার, ১৬  রেডিয়াল ভালভস

সর্বোচ্চ গতিঃ  ১৮৫ মাইল বা ২৯৯ কিলোমিটার প্রতিঘন্টায়

ক্ষমতাঃ ১৭৪ হর্স পাওয়ার

 

আশা করি বিশ্বের এই পাঁচটি দ্রুত গতির বাইক আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশের রাস্তায় দেখতে পাব। মোটর সাইকেল নিয়ে আর কিছু জানতে ক্লিক করুন>>

বাংলাদেশের প্রথম মোটর সাইকেল ব্লগ

Level 0

আমি suvrosen007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভালো লাগল

ভাই বাকি ৪ টার দাম কই…………।প্রথম টা হিসাব করলাম মাত্র সারে চার কোটি টাকা …।।

    @ariflion101: ৪ কোটি টাকার সাথে ট্যাক্স টা কে দিবে শুনি?

    আর এই সব বাইক একটাও বাংলাদেশে চলার জন্য উপযোগি নাহ

Latest CBR যদি ১টা পাইতাম..!

Level New

দেইক্কা লাভ নাই। কেউ কিন্না তো দিবো না।

Though i and most of the bangladeshi have no ability to buy those bike……..but i want to know the international prize………..

মোটর সাইকেল এর সঠিক দাম না জানাতে, পোস্ট করা হই নি।। আন্তরিক ভাবে দুঃখিত। বাংলাদেশে মোটর সাইকেল নিয়ে বিস্তারিত জানতে দেখুন আমাদের ওয়েবসাইট >> http://www.bikebd.com