হ্যালো হালুম /মাছি /ভাইয়া,
আপনি ভালো আছেন । আশা করি আপনার ঘুম কখনো ভাঙবে না । আপনি নিশ্চিন্তে ঘুমান । আর আমাদের মত আমজনতা আপনার 4G ( এইটা আপনি বলেন আমরা না ) নেট ব্যাবহার করে অনেক আনন্দে আছি। আমরা এখন পাগলের মত হাসি তবে মানিয়ে নিয়েছি । মানিয়ে নিতে হয় আমাদের ।
। প্রায়সময় নেট ডিস কানেক্ট হয়ে যায় কিন্তু আমরা মানিয়ে নিয়েছি। মাঝেমাঝে তো নেট পায়, ওইটায় আমাদের ভরসা।
কাস্টমার কেয়ার এর সার্ভিস খুব ভালো। আগে কল দিলে পেতাম এখন জ্ঞান শুনি । আশেপাশে এত খারাপ অবস্থা, আপনারা আমাদের মিউজিক শুনিয়ে বিনোদিত করছেন এর চাইতে বেশি কাস্টমার কেয়ার এর থেকে কি আশা করা যায় । একটু মনের মধ্য খচ খচ করে যখন এয়ারতেলথেকে চিতিচেল এ ফোন দেয় এবং গনহারে আমার বালান্স এর ধর্ষণ করা হয় । অবশ্য আমরা সবায় মানিয়ে নিয়েছি । আমরা তো শেষমেশ আমজনতা তাই না ।
প্রায় সময় অনেক সহজ সহজ ওয়েবসাইট খুলে না । আমরা বুঝি , এই বাঙ্গাল দেশে নেট যে ইউজ করতেসি এইটায় বড় কথা আবার এত অভিযোগ কেন । সত্যি তো আমরা আমজনতা , আমপাতা খাওয়া আমাদের কাজ । আমরা এত অভিযোগ করবো কেন ।
সরকার কখনো আমাদের দিকে তেমন করে তাকায়নি অথবা তাদের সেই যোগ্যতাই নেয়। নইলেতো নব্বই সালেই আমরা সাবমেরিন ক্যাবল এর লাইন পেয়ে যেতাম একদম কম খরচে । এত এত ব্যান্ডউইথ অপচয় হতো না আজকে। তারপরও ভুল করে চিন্তা করেছিলাম আপনারা হয়ত একটু অন্যরকম হবেন। কিন্তু ভুলেই গিয়েছিলাম আপনারা তো শুধু ব্যবসা করতে এসেছেন সেবা দিতে আসেন নি । যেখানে রাজনিতিবিদদের কোন ঠ্যাকা পরেনি সেখানে আপনারা কোন দুঃখে আমাদের কথা ভাববেন। আমরা মানিয়ে নিয়েছি ।
আনলিমিটেড নেট বলেন কিন্তু এইখানেও কত ফাঁকিবাজি । তারপরও আপনাদের ভয়ের কিছু নেয় কারন এই জন্য আমরা কখনো শাহবাগে যাব না । অন্য অনেক দুর্নীতি আর মিথ্যা রাজনীতির মত এই সব কিছু ঢাকা পড়ে থাকবে । আমরা সব সময় আমপাতা খাবো কথা দিচ্ছি।
নেট এর বিল দিতে দিতে আমাদের পকেট একেবারে শূন্যর কোঠায় চলে আসে । তারপরও আমাদের মুখে সামান্য কিছু অভিমানের কথা শুনেছেন কিন্তু বেশিদূর কখনো হয় নি । আমরা অতি ভদ্র আমজনতা।
দয়া করে 4G নেটওয়ার্ক বলবেন না, আমজনতার লজ্জা লাগে। দয়া করে আনলিমিটেড নেট বলবেন না আমজনতা দুঃখ পায় ।
ভালো থাকুন, বেশি বেশি রোজগার করুন। অভিমানের কথাগুলু ভুলে যান ।
তবে শেষ একটি কথা আমজনতা কিন্তু একবার সিদ্ধান্ত নেয় দ্বিতীয়বার সে চিন্তা করে না । ঐ একটা সিদ্ধান্ত আপনাদের সকল অত্যাচার আর মিথ্যাচারকে ধ্বংস করে দিতে পারে নিমিষে । অতএব সাধু সাবধান । বেশি বেশি বাড়াবাড়ি করবেন না । আমজনতা কিন্তু সরকারের থেকেও ভয়ঙ্কর । আমাদের প্ররোচিত করবেন না । আমরা আমজনতা তবে সময়ে সময়ে আমপাতা খাওয়া বন্ধ করে দিতে পারি কিন্তু । অতএব খুব সাবধান । সময় থাকতে ভালো হইয়া যান , ভালো হয়তে পয়সা লাগে না ।
ইতি,
দুঃখী আমজনতা ।
আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!
Ami o tuner hote cai..ekta wap kulte cai mobile app er.jekane java,symbin,android app thakbe+blog style mane oi gular detials…apnader karo maddome kulbo.ami temon bujina..bajet koto lagbe??