বাংলাবিলায় আর মাছিকে অভিমানের চিঠি আমজনতার। পারলে শেয়ার করুন ।

হ্যালো হালুম /মাছি /ভাইয়া,

আপনি ভালো আছেন । আশা করি আপনার ঘুম কখনো ভাঙবে না । আপনি নিশ্চিন্তে ঘুমান । আর আমাদের মত আমজনতা আপনার 4G ( এইটা আপনি বলেন আমরা না ) নেট ব্যাবহার করে অনেক আনন্দে আছি। আমরা এখন পাগলের মত হাসি তবে মানিয়ে নিয়েছি । মানিয়ে নিতে হয় আমাদের ।

। প্রায়সময়  নেট ডিস কানেক্ট হয়ে যায় কিন্তু আমরা মানিয়ে নিয়েছি। মাঝেমাঝে তো নেট পায়, ওইটায় আমাদের ভরসা।

কাস্টমার কেয়ার এর সার্ভিস খুব ভালো। আগে কল দিলে পেতাম এখন জ্ঞান শুনি । আশেপাশে এত খারাপ অবস্থা, আপনারা আমাদের মিউজিক শুনিয়ে বিনোদিত করছেন এর চাইতে বেশি কাস্টমার কেয়ার এর থেকে কি আশা করা যায় । একটু মনের মধ্য খচ খচ করে যখন এয়ারতেলথেকে চিতিচেল এ ফোন দেয় এবং গনহারে আমার বালান্স এর ধর্ষণ করা হয় । অবশ্য আমরা সবায় মানিয়ে নিয়েছি । আমরা তো শেষমেশ আমজনতা তাই না ।

প্রায় সময় অনেক সহজ সহজ ওয়েবসাইট খুলে না । আমরা বুঝি , এই বাঙ্গাল দেশে নেট যে ইউজ করতেসি এইটায় বড় কথা আবার এত অভিযোগ কেন । সত্যি তো আমরা আমজনতা , আমপাতা খাওয়া আমাদের কাজ । আমরা এত অভিযোগ করবো কেন ।

সরকার কখনো আমাদের দিকে তেমন করে তাকায়নি অথবা তাদের সেই যোগ্যতাই নেয়। নইলেতো নব্বই সালেই আমরা সাবমেরিন ক্যাবল এর লাইন পেয়ে যেতাম একদম কম খরচে । এত এত ব্যান্ডউইথ অপচয় হতো না আজকে। তারপরও ভুল করে চিন্তা করেছিলাম আপনারা হয়ত একটু অন্যরকম হবেন। কিন্তু ভুলেই গিয়েছিলাম আপনারা তো শুধু ব্যবসা করতে এসেছেন সেবা দিতে আসেন নি । যেখানে রাজনিতিবিদদের কোন ঠ্যাকা পরেনি সেখানে আপনারা কোন দুঃখে আমাদের কথা ভাববেন। আমরা মানিয়ে নিয়েছি ।

আনলিমিটেড নেট বলেন কিন্তু এইখানেও কত ফাঁকিবাজি । তারপরও আপনাদের ভয়ের কিছু নেয় কারন এই জন্য আমরা কখনো শাহবাগে যাব না । অন্য অনেক দুর্নীতি আর মিথ্যা রাজনীতির মত এই সব কিছু ঢাকা পড়ে থাকবে । আমরা সব সময় আমপাতা খাবো কথা দিচ্ছি।

নেট এর বিল দিতে দিতে আমাদের পকেট একেবারে শূন্যর কোঠায় চলে আসে । তারপরও আমাদের মুখে সামান্য কিছু অভিমানের কথা শুনেছেন কিন্তু বেশিদূর কখনো হয় নি । আমরা অতি ভদ্র আমজনতা।

দয়া করে 4G নেটওয়ার্ক বলবেন না, আমজনতার লজ্জা লাগে। দয়া করে আনলিমিটেড নেট বলবেন না আমজনতা দুঃখ পায় ।

ভালো থাকুন, বেশি বেশি  রোজগার করুন। অভিমানের কথাগুলু ভুলে যান ।

তবে শেষ একটি কথা আমজনতা কিন্তু একবার সিদ্ধান্ত নেয় দ্বিতীয়বার সে চিন্তা করে না । ঐ একটা সিদ্ধান্ত আপনাদের সকল অত্যাচার আর মিথ্যাচারকে ধ্বংস করে দিতে পারে নিমিষে । অতএব সাধু সাবধান । বেশি বেশি বাড়াবাড়ি করবেন না । আমজনতা কিন্তু সরকারের থেকেও ভয়ঙ্কর । আমাদের প্ররোচিত করবেন না । আমরা আমজনতা তবে সময়ে সময়ে আমপাতা খাওয়া বন্ধ করে দিতে পারি কিন্তু । অতএব খুব সাবধান । সময় থাকতে ভালো হইয়া যান , ভালো হয়তে পয়সা লাগে না ।

ইতি,

দুঃখী আমজনতা ।

Level 0

আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ami o tuner hote cai..ekta wap kulte cai mobile app er.jekane java,symbin,android app thakbe+blog style mane oi gular detials…apnader karo maddome kulbo.ami temon bujina..bajet koto lagbe??

আমরা আসলেই মাঙ্গো ! সেই জন্য কম্পানি আর রাজনিতিবিদ সবাই মাঙ্গোরে মজা করে চুষে খাচ্ছে ! :/ :/ :/

সব চেয়ে বড় কথা হল আমরা ডিজিটাল দেশে বাস করছি। এটাও কিন্তু কম না!

    @Amir Hossain: আমরা ডিজিটাল দেশে বাস করছি কিন্তু ডিজিটাল হতে পারলাম না । নারে ভাই কোন দুঃখ নেই এইজন্য । মাঝে মাঝে রাগ হয় । তবে নিজে কে সামলে নেই । আমজনতা বেশি ইছু করবার সামর্থ্য তো আর নেই ।

ওদের মেইন কার্যালয়ে গিয়ে মেইনকে একবার গনপিটানি খাওয়ালে এরা সিধা হবে,এর আগে এদের রক্ত চুষে খাওয়া থামবে না।আরে যে অনন্তের কারণে ঘানাকে নিয়ে ফান করি,তাদের নেটের স্পিড আমাদের নেটের স্পিডের ৭ গুন।আসলেই আমরা ম্যাঙ্গো পিপল। 😕

Level 0

আম জনতা গিয়ে আফিস ভাংচুর করলে তাদেরা হুশ হবে আর ভয় ও পাবে । এছাড়া আর কোনো পথ নাই

Level 0

আমি ১MBPS চালাই। বিল ২৬০০ টাকা এর মতো। ১৩ দিন ধইরা লাইন এ দিস্তাব , কিন্তু দেখার কেউ নাই। আমার প্রশ্ন হইল। এই ১৩ দিন কি আমাদের ফিরায়া দেয়া হবে??? মনে হয় না হবে। কারন আমরা আম জনতা। লাইন টা Banglabilai er

    @Tanvir: কিচুই করার নেই । আপনাকে ঠিক টাকা দিতে হবে । এতটুকু ছাড় তাদের থেকে পাবেন না । এই যে এত লেখা হচ্ছে, কখনো কি একটা সরি শুনেছেন তাদের মুখ থেকে । … আমজনতা

Level 0

I am agree with you.There are take full taka but not give properly service.Thanks your post on
techtunes and thanks all comments this post.

অহ বিলাই। অইডাতো আরেক গন্ডার। বিডি পোস্ট অফিসের কার্যক্রমও অদের থেকে অনেক দ্রুত। ৩০০ গুণ দ্রুত। আর কাস্টমার কেয়ার এর কথা কি বলবো। ফালতুরও একটা লিমিট থাকে, অইটা লিমিট ছাড়া। আমি এইসব 4g, 5g, 3g বহুত আগেই বাদ দিছি। বিশ্বাস করেন ভাই এদের থেকে লোকাল আইএসপি অনেক ভাল। — আমজনতা

ভাইরে মনের দুঃখ কারে কই। citycell unlimit internet ব্যাবহার করি মাসে ১৭৩৪ টাকা দিয়ে । প্রায়ই network থাকে না । speed মনে হয় ২০০ kpbs হয় মাঝে মাঝে।

    @alihasan045: আপনার মনের মত অন্যদেরও একই অবস্থা । কাউরে মনের দুঃখ কইতে না পাইররা ব্লগ লিখে দুঃখ শেয়ার করলাম ।

Level New

ভাই বইলেন না আর আমাদের দাবী একটাইঃ-
টেলিটক,গ্রামীন ফোন,বাংলালিঙ্ক,রবি,সিটিসেল,বাংলালায়ন,কিউবি,ওল্লো সহ সকল ইন্টারনেট সেবা দান কারী প্রতিষ্ঠানের নিকট আমাদের এক দাবীঃ-
*** ১ জিবি ডাটা ১০০৳ করতে হবে এবং সর্বনিম্ন স্পীড ২৫৬ কেবিপিএস করতে হবে এবং আনলিমিটেড মানে আনলিমিটেড হতে হবে কোনো ফাপ(FUP) চলবে না।

https://www.techtunes.io/internet/tune-id/192846

Level 2

ভাই যখন কোন কাষ্টমার কেয়ার এ যাবেন ৪ – ৫ জন মিলে যাবেন । আর বেশি বাড়াবাড়ি মনে হইলে মাইর দিবেন ।
মাইর একটি মহা ঔষধ for 2 নাম্বারি কাজের জন্য। হয় তারা একদম ভাল হয়ে ব্যবসা করবে না হয় ব্যবসা ছেড়ে দিয়ে বউ এর কোলে গিয়া ঘুমাবে।

সব নেট প্রোভাডরা চোর ।

Level 2

ভাই যখন কোন কাষ্টমার কেয়ার এ যাবেন ৪ – ৫ জন মিলে যাবেন । আর বেশি বাড়াবাড়ি মনে হইলে মাইর দিবেন ।
মাইর একটি মহা ঔষধ for 2 নাম্বারি কাজের জন্য। হয় তারা একদম ভাল হয়ে ব্যবসা করবে না হয় ব্যবসা ছেড়ে দিয়ে বউ এর কোলে গিয়া ঘুমাবে।

সব নেট প্রোভাইডরা চোর ।

ভাই এখানে এত লাফিয়ে কোন লাভ নেই।
একশন,একশন,ডায়রেক্ট একশন,হুম। 😎

ay bisoy nia tune hoba , comment hoba but kono action hoba na ! 🙁
amra ki akti ber er jonno action a namta pari na?:o

    @Ashikur Rahman: আমরা ভাই বাঙালি। নিজেদের মাথা থেকে কিছু বের হয় না খালী তাকায় থাকি অন্যদিকে । তাছারা সরকারের অনেক বড় একটা ভুমিকা আছে আমাদের কে এইভাবে পঙ্গু করে রাখার জন্য । সরকারের একটু সাহায্য আমাদেরকে এই অত্যাচার থেকে মুক্তি দিতে পারে। কিন্তু ওরা তো নিজেদের নিয়ে বিজি । আমাদের নিয়ে ভাবার সময় কই । 🙁

ভাই চরম লিখেছেন…………আপনাকে ধন্যবাদ আগুন জালিয়ে দেবার জন্ন………অরা যে আচরন করছে এর উপযুক্ত জবাব পাবে

Amra amjonota amader “digi” nai sodo ase “tal tal” ar nam digital………
ak hon vai protivad na korte parle arokom e hoibo Techtunes ar moto ato boro tech community jodi ak sathe unity hoi taile vai kaz hobe na? to biraler matai gonta badbe ke?