হেই! কেমন আছো তোমরা? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব । আজকের পর্বে কোনো গেমস নিয়ে টিউন থাকছে না। আজ থাকছে সনি কম্পিউটার এন্টারটেইমেন্ট এর আপকামিং ভিডিও গেম কনসোল প্লে-স্টেশন ৪ এর প্রিভিউ।
প্লে-স্টেশন ৪, অথবা পিএস৪ একটি আপকামিং ভিডিও গেম কনসোল। এটি সনি কম্পিউটার এন্টারটেইমেন্ট এর প্লে-স্টেশন সিরিজ এর ৪র্থ হোম ভিডিও গেম কনসোল। প্লে-স্টেশন ৪ কনসোলটি ২০১৩ সালের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে।
প্লে-স্টেশন ৪
নির্মাণকারী:
সনি কম্পিউটার এন্টারটেইমেন্ট
সিরিজ:
প্লে-স্টেশন
টাইপ:
ভিডিও গেম কনসোল
জেনারেশন:
৮ম জেনারেশন
মুক্তি পাচ্ছে:
২০১৩ সালের শেষের দিকে
সিস্টেম বিল্ডআপ:
মেইন প্রসেসর:
* সিঙ্গেল-চিপ কাস্টম প্রসেসর
* সিপিইউ: এক্স৮৬-৬৪ এএমডি “জাগুয়ার”, ৮ কোর বিশিষ্ট।
* গ্রাফিক্স: ১.৮৪ টিলোপস, এএমডি নেক্সট-জেনারেশন রাডিয়ন বেসেইড গ্রাফিক্স ইঞ্জিণ
মেমোরি:
* জিডিডিআর৫ - ৮ গিগাবাইট
হার্ডডিক্স:
*বিল্ট-ইন (পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি)
অপটিক্যাল ড্রাইভ (রিড অনলি):
*বিডি ৬এক্স ক্যাভ
* ডিভিডি ৮এক্স ক্যাভ
আই/ও:
সুপার স্পিড ইউএসবি ৩.০, এইউএক্স
কমিউনিকেশন:
*ইথারনেট (১০ বেস-টি, ১০০ বেস-টিএক্স, ১০০০ বেস-টি)
*আই.ই.ই.ই ৮০২.১১ বি/জি/এন
* ব্লু-টুথ ২.১ (ইডিআর)
এভি আউটপুট:
*এইচডিএমআই
* এনালগ-এভি আউট
* অপটিক্যাল ডিজিটাল আউটপুট
কনট্রোলার:
এপ্রোক্স ১৬২ মিলিমিটার প্রশস-, ৫২ মিলিমিটার উচ্চ এবং ৯৮ মিলিমিটার গভীরতা। ওজন ২১০ গ্রাম।
কী:
পিএস বাটন,
শেয়ার বাটন,
অপশনস বাটন,
একশন বাটন এবং
মুভমেন্ট বাটন।
টচ প্যাড:
২ পয়েন্ট টচ প্যাড।
মোশন সেন্সসর:
সিক্স-এক্সিস মোশন সেন্সসর সিস্টেম।
অন্যান্য ফিচার:
লাইট বার,
ভ্রাইব্রেশন,
বিল্ট-ইন মোনো স্পিকার
পোর্টস:
ইউএসবি (মাইক্রো বি),
এক্সটেনশন পোর্ট,
স্টেরিও হেডসেট জ্যাক (হেডফোন)
ব্যাটারি:
বিল্ট-ইন লিথিআম রির্চাজেবল ব্যাটারি, ভলটেজ: ডিসি ৩.৭ভি, ধারণক্ষমতা ১০০০এমএএইচ
প্লে-স্টেশন ৪ আই:
১৮৬ মিলিমিটার প্রশস-, ২৭ মিলিমিটার উচ্চতা এবং ২৭ মিলিমিটার গভীর, ওজন ১৮৩ গ্রাম, ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন ১২৮০এক্স৮০০ পিক্সেল, ভিডিও ফ্রেম রেট ১২৮০এক্স৮০০ পিক্সেলে ৬০এফপিএস, ৬৪০এক্স৪০০ পিক্সেলে ১২০এফপিএস এবং ৩২০এক্স১৯২ পিক্সেলে ২৪০এফপিএস। ভিডিও ফরম্যাট আরএডব্লিউ, ওয়াইইউভি। লেন্স: ডুয়াল লেন্স, এফ ভেল্যু/ এফ২.০ ফিক্সড ফোকাস। ক্যাপচার রেঞ্জ ৩০ সেন্টিমিটার। ফিল্ড-অফ-ভিউ ৮৫ ডিগ্রি। ৪ চ্যানেল মাইক্রোফোন এ্যারে। পিএস৪ ডেডিকেটেড কানেক্টর। ২ মিটার ক্যাবল এর দৈর্ঘ্য।
ইতিহাস:
লিড সিস্টেম আর্কিটেক মার্ক সির্নি এর অনুসারে, সনির ৮ম জেনারেশন প্লে-স্টেশন ৪ এর নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সালে শুরুর দিকে। মাইক্রোসফট এর এক্সবক্স ৩৬০ মুক্তির প্রায় এক বছর পর প্লে-স্টেশন ৩ মুক্তি পায়।
২০১৩ সালের শুরুর দিকে নিউইর্য়কে প্লে-স্টেশন মিটিং ২০১৩ তে প্লে-স্টেশন ৪ এর এনাউন্স করা হয়। এবং ওই মিটিং এ পিএস৪ এর হার্ডওয়্যার, নিউ ফিচার এবং গেমলিষ্ট সাথে ২০১৩ সালের শেষের দিকে পিএস৪ মুক্তির ঘোষণা দিয়ে দেয়।
হার্ডওয়্যার:
কনসোল এর ডিজাইন এখনই ফাইনাল ভাবে জানাতে পারছি না, কারণ ডিজাইন কার্য এখনো নিমার্ণাধীন রয়েছে। তবে পিএস৪ হবে পরবর্তী প্রজন্মের সবচেয়ে টেকনোজিক্যালী এডভান্সড গেম কনসোল।
কনসোল:
পিএস৪ ফিচার করবে সেমি-কাস্টম সিঙ্গেল-চিপ প্রসেসর যা এএমডি নির্মাণ করেছে সনির সাথে। এই চিপে রয়েছে সিপিইউ এবং জিপিইউ। থাকছে ৮টি এএমডি এক্স৮৬ জাগুয়ার কোর, একটি কাস্টম এএমডি রাডিয়ন এইচডি কোর (গ্রাফিক্স কার্ড), বিভিন্ন স্পেশাল হার্ডওয়্যার ব্লক সাথে থাকছে মাল্টি-চ্যানেল জিডিডিআর৫ মেমোরী (র্যাম)। এই কোয়ালিটির কম্পিউটার এর দাম বাংলাদেশী টাকায় ১ লক্ষ ২০ থেকে ৩০ হাজার টাকা।
সিপিইউতে থাকছে আপকামিং জাগুয়ার সিপিইউ এর ৮টি কোর। এটার দ্বারা পিএস৩ এর থেকে অনেক পাথর্ক্য থাকছে পিএস৪ তে।
জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) তে থাকছে ১৮টি কম্পিউট ইউনিট বেস এর টোটাল ১১৫২টি স্ট্রিম প্রসেসর। এর দ্বারা ১.৮৪ টিএফএলওপি/এস এর চমৎকার গ্রাফিক্স পারফরমেন্স পাওয়া যাবে।
এছাড়াও পিএস৪ তে থাকছে ৮গিগাবাইট জিডিডিআর৫ সিস্টেম মেমোরী, ১৭৬ গিগাবাইট ব্যান্ডউইথ।
অপটিক্যাল ড্রাইভ হিসেবে থাকবে ব্ল-রে ডিক্স ৬এক্স গতির, যা পিএস৩ তে ২এক্স গতির ছিল এবং ডিভিডি/স ৮এক্স গতির। ব্ল-রে ডিক্স ড্রাইভে থাকছে ডুয়াল-লেয়ার ফিচার যার দ্বারা ৫০জিবির ডিক্স চালানো যাবে পিএস৪তে এবং কোর্য়াড-লেয়ার যার দ্বারা ১০০ জিবির ডিভিডি চালানো যাবে।
এছাড়াও থাকচে ৮০২.১১ বি/জি/এন নেটওর্য়াক কানেক্টিভিটি, ইউএসবি ৩.০ পোর্টস এবং ব্লু-টুথ ২.১।
মেইন কনট্রোলার হিসেবে থাকছে ডুয়ালশক ৪ যা ব্লু-টুথ ২.১ দ্বারা কানেক্ট হবে। ডুয়ালশক ৪ এর বিস-ারিত ই৩ ২০১৩ তে জানা যাবে।
এছাড়াও ৩.৫ মিলিমিটার এর স্টেরিও জ্যাক থাকবে হেডফোন কানেক্ট এর জন্য এবং মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে।
প্লে-স্টেশন ৪ আই:
প্লে-স্টেশন ৪ আই তে তাকছে দুটি ১২৮০এক্স৮০০ পিক্সেল এর ক্যামেরা। এছাড়ও চার-চ্যানেল মাইক্রোফোন এরে্য থাকবে। ওজন হচ্ছে ১৮৩ গ্রাম। এটি অক্সিলিয়ারী পোর্ট এর দ্বারা পিএস৪ তে কানেক্ট হবে।
এছাড়াও প্লে-স্টেশন ভিটা এবং প্লে-স্টেশন এ্যাপ থাকছে কম্পেনিয়ন ডিভাইস হিসেবে।
গেমস:
প্লে-স্টেশন ৪ এর জন্য গেমস এর দাম হবে ০.৯৯ থেকে ৬০.০০ মার্কিন ডলার। তবে নির্মাতাদের একটি ডেভেল্পমেন্ট কিট কিনতে হবে পিএস৪ এ তাদের গেমগুলো মুক্তির জন্য।
প্লে-স্টেশন ৪ এর জন্য কনফার্ম করা গেমগুলো হলো:
Game titles announced for the PS4 | ||
Title | Publisher/developer | Release date |
Cyberpunk 2077 | CD Projekt RED | 2015[56] |
Deep Down (working title)[57] | Capcom | |
Destiny[58] | Bungie | |
Diablo III[59] | Blizzard Entertainment | |
DriveClub[60] | Evolution Studios | |
Final Fantasy (TBA)[61] | Square Enix | |
Infamous: Second Son[62] | Sucker Punch Productions | |
Killzone: Shadow Fall[63] | Guerrilla Games | PlayStation 4 launch[53] |
Knack[64] | SCE Japan Studio | |
Rocketbirds 2: Evolution[65] | Ratloop | |
The Witcher 3: Wild Hunt[66] | CD Projekt RED | 2014[67] |
The Witness[68] | Jonathan Blow | |
Watch Dogs[69] | Ubisoft Montreal | PlayStation 4 launch[53] |
উফ! কনসোল একটাও কিনি নাই জীবনে। পিসিতেই এমুলেটর দিয়ে খেলেছি কনসোল এর গেমগুলো। প্লে-স্টেশন ৪ এর সমতুল্য পিসি যদি কিনতে চান তাহলে নিজের কনফিকশনটা দেখে নিন:
Processor:
AMD FX-8150
(8-Core, 4.2GHz, 16MB Cache, 125W AM3+ CPU Black Edition)
Main Board:
MSI AMD 990X
Graphic:
NVIDIA GeForce GTX 590 3GB
Ram:
4GB x 4 Slot = 16GB
HardDisk:
HITACHI (2TB SATA, 7200 RPM HDD)
Total :
BDT TK 1,22,000/= + 15% VAT (Keyboard , Mouse, Speaker = 8000/=)
আশা করি গেমস জোনের আজকের ব্যতিক্রম পর্বটি তোমাদের ভাল লেগেছে।
ধন্যবাদ।
http://www.facebook.com/games.zone.bd
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Console er shate PC er tulona korlen valoi….. Bujlam game console somporke onek janen.. jak new ta deuyar jonno.. thanxxx….. taile akhon akta ps3 kinte parmu karon aktu kom dame pabo…. acccha vai…. apni ki ps3 er kono game eulmetor dia thik moto pc te kelsen???