তুমি আমার মনিটর………… বাকিটা পড়ে দেখুন ;-)

তুমি আমার মনিটর
তবুও তোমার দিকে তাকিয়ে থাকি না
তুমি আমার কির্বোড
তবুও তোমায়া কখনো ছুঁয়ে দেখি না

তুমি আমার মেইন প্রোসেসর
তবুও তোমায় চিনি না....................
তুমি আমার ফেসবুক পাসওর্য়াড
তবুও মনে রাখিনা....................

আমি ইন্টারনেট চাই, ২৪ঘন্টা
তবুও কানেক্টেড হবো না
তোমার সাথে চ্যাট করবো কিন্তু
আমি টাইপ করবো না.......

তুমি আমার মেইন প্রোসেসর
তবুও তোমায় চিনি না....................
তুমি আমার ফেসবুক পাসওর্য়াড
তবুও মনে রাখিনা........................ হোওওওওওওওওও

ভালোবাসা ভাইরাসের মত
ধরলে যেনো ছাড়ে না
প্রিয় মুখ গেমের মত
যেনো নেশা কাটে না.........

তুমি আমার মেইন প্রোসেসর
তবুও তোমায় চিনি না....................
তুমি আমার ফেসবুক পাসওর্য়াড
তবুও মনে রাখিনা........................ হোওওওওওওওওও

(আকাশছোঁয়া)

Level 0

আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা হা হা…… কবিতাটি খুবই সুন্দর হয়েছে।
সুর দিলে একদম সৈনিকের মত হত….”তুমি আমার ঘুম”
আপনাকে ধন্যবাদ….

Level 0

হাঁসি দিলে কিছু মনে করবেন না তো………………….?

ভালোবাসা ভাইরাসের (আকাশছোঁয়া)মত
ধরলে যেনো ছাড়ে না
প্রিয় মুখ গেমের মত
যেনো নেশা কাটে না………

তাল মিলিয়ে আমিও কিছু লিখব কিনা ! আ লিখব না।
খুব ভালো হয়েছে।

Level 3

………………….. 😉

Level 0

Nice…………….Nice.
. .
. .
.Nice………………Nice
. .
.
. .
Nice…………………………………………..Nice.

ধন্যবাদ সবাইকে

Level 0

আপনি যা যা করেন না আমরা সব করি,

সুন্দর কবিতা।ভাল লাগল কিন্তু আরো ভাল লাগত যদি এটি টেকনোলজির সাইট না হয়ে সাহিত্যিকের সাইট হত।এই ধরণের টিউন এইখানে মানায় না।
http://iusbd.blogspot.com

    এটাতো টেকসাহি্ত্য 🙂 তাই এটাই উপযুক্ত সাইট

Yo

আমি মনে করেছিলাম আপনি সবশেষে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবেন যেটির মাধ্যমে আপনার কবিতায় যা লিখেছেন সে সব সুবিধা উপভোগ করা যাবে
কিন্ত দেখলাম আসলে তা না

    সে সফটওয়্যার এখনও বানানো সম্ভব হয়নাই। কিন্তু কল্পনা করতে পারেন।

Level 0

Tech literature na abar virus e dorece.

ভাই এই সাইটে এ সব মানায় না। অন্য সাইট দেখুন যেমন http://www.prothom-aloblog.com

ভালোবাসা ভাইরাসের মত
ধরলে যেনো ছাড়ে না
প্রিয় মুখ গেমের মত
যেনো নেশা কাটে না………

vi apni to onek sweet

Level 0

valo hoyeche