সকালে পিকনিক এ যাওয়ার আগে দেখলাম টিউনার হাশমী বিন মোস্তফা একটা টিউন করেছেন । ভ্যালেন্টাইন উপলক্ষে একটা ওয়েবসাইট নাকি সামসাং এর সব দামি দামি স্মার্টফোন গুলো ৫০% ছাড় এ বিক্রি করছে । উনি নিজে কিনেছেন এবং উনি সেই মোবাইল হাতেও পেয়েছেন । সেই মোবাইলের একটা ছবিও উনি পোস্ট করেছেন । নিচে ছবিটা দিলাম ।
পোস্টটি দেখাই সন্দেহ হল । কারন কোন ওয়েবসাইট যদি এত দামি মোবাইল গুলো ৫০% ছাড় এ বিক্রি করে তাহলে তাদের আর ব্যবসা করা লাগবে না । বাপের টাকা আইনা সবাইকে অর্ধেক দামে মোবাইল কিনে দিতে হবে । তার উপর ওয়েবসাইটের বয়স মাত্র ৪ মাস এবং ওয়েবসাইটটার চেহারা সুরত ও প্রফেসনাল না । কোন SSL Certificate নেই । স্টক এ দেখলাম প্রত্যেকটা মোবাইল এর ৭০০-৮০০ ইউনিট আছে । সবচেয়ে বড় কথা ডোমেইন এর whois information লুকিয়ে ফেলা হয়েছে । মানে ওয়েবসাইটের মালিক কে তা জানার কোন উপায় নাই । তার উপর আবার DHL এর শিপিং । তাও আবার ফ্রি । এতকিছু ভ্যালেন্টাইন এর উপহার !!! যাই হোক এইগুলান তো সন্দেহ ছিল । নিশ্চিত হইলাম যখন উনার পোস্ট করা ছবিটা Google Image Search এ আপলোড করে চেক করলাম । যে ছবিটাকে আমাদের এত পুরাতন টিউনার হাশমী বিন মোস্তফা নিজের বলে চালিয়েছেন তা ইন্টারনেট এর আরও অনেক ওয়েবসাইট এ দেখা যাচ্ছে । উনি নিজে মিথ্যা কথা বলছেন । http://bit.ly/UZ3aCr
আর কিছু বলার প্রয়োজন নাই । বোঝাই যাচ্ছে ওই ওয়েবসাইট একটা স্কাম ওয়েবসাইট । আপনার পেপাল ডলার নিয়া চম্পট দেয়ার তালে আছে । টিটি এর মোডারেটরদের বলার পর তারা ওই টিউনটাকে রিমুভ করে দিয়েছেন । কিন্তু আমার মনে হয় উক্ত টিউনারকেও ব্যান করে দেয়া উচিত । কারন উনি একজন পুরাতন টিউনার এবং অনেক টিউন করেছেন । একরম টিউনাররা যদি স্কামিং করে তবে তা বিশ্বাস করতে ইচ্ছা হয়না । টিটিতে পুরাতন টিউনারদের একটা দাম আছে ।
যাইহোক টিটি এর মোডারেটররাই বুঝবেন কি করা উচিৎ । আমার এই টিউন করার উদ্দেশ্য অন্য কিছু ।
কম দাম অথবা বেশি লাভ দেখলেই আমাদের ঝাপিয়ে পড়া উচিত না । ছাড় সব প্রতিষ্ঠানই দেয় । কিন্তু তাই বলে অবিশ্বাস্য রকমের ছাড় দেখলে একটু ভালো করে চেক করে দেখা উচিৎ । আমাদের দেশে এমএলএম কোম্পানিগুলো , কো অপারেটিভ সোসাইটি এর নামে অনেক প্রতিষ্ঠান আমাদের সাধারন জনগনের পকেট থেকে কোটিকোটি টাকা মেরে দিয়েছে । কিন্তু তারা কেন মারতে পেরেছে জানেন ? কারন আমাদের লোভ । লোভ মানুষকে অন্ধ করে দেয় ।
একটা কোম্পানি যখন অনেক বেশি লাভ দিতে চায় , তখন কি আপনাদের সন্দেহ হয়না , এই প্রতিষ্ঠান কিসের ব্যবসা করে এত লাভ দিবে । আসলেই ওই পরিমান লাভ দেয়া কি সম্ভব ?
একটা ওয়েবসাইট যখন বলে আমি অর্ধেক দামে ৬৫০০০টাকার মোবাইল মাত্র ৩২৫০০টাকায় দিব , তখন কি আপনাদের মনে এতটুকু সন্দেহ হয়না , যে এইটা কি আসলেই সম্ভব । মার্কেটিং এর জন্য ১০০ টাকা ছাড় দেয়া সম্ভব ৩২৫০০টাকা ছাড় দেয়া সম্ভব না ।
একটা এমএলএম কোম্পানি যখন বলে আমি প্রত্যেক বিক্রির জন্য আপনাদের সবাইকে লাভ দিব । এইটা কি আসলেই সম্ভব । পন্যের মূল্য কত আর উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে ওই কোম্পানি কত টাকা দিচ্ছে , এইটা একবার হিসাব করলেই বুঝতে পারবেন যে এইটা আসলে সম্ভব না ।
একটা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি যখন বলে ৬ মাসে দিগুন টাকা দিবে , তখন আপনাদের মনে কি এই প্রশ্ন আসে না , যে কোন ব্যবসা করলে এইটা সম্ভব । ড্রাগস , স্মাগলিং বাদ দিয়ে ? এখনও পত্রিকায় পড়ি এই কোম্পানি এত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে , ওই কোম্পানি এত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে । আরে মানুষ কি পত্রিকা পড়েনা / টিভিতে খবর দেখেনা । চোখের সামনে ডেস্টিনি এর এত বিশাল উধাহরন ঝুলে আছে তারপর বাংলাদেশে এমএলএম চলে কিভাবে । আর বাকি গুলার তো নামই বললাম না । তারপরও মানুষের লোভ কি মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা এইসব ভুইফোড় প্রতিষ্ঠানে টাকা লাগায় ?
আর বর্তমানে শুরু হয়েছে ক্লিক এর বিজনেস , ফ্রিলান্সিং এর মুলা সবার সামনে ঝুলিয়ে অনেকেই ব্যবসা শুরু করে দিয়েছেন । আমি গত ৪ বছর ধরে ফ্রিলান্সিং করছি । একটা কথা সবাইকে বলতে চাই । ফ্রিলান্সিং করে অনেক টাকা ইনকাম করা সম্ভব এবং সেইজন্য আপনাকে অনেক কিছু শিখতেও হবে ভালো ভাবে । ১মাসের কোর্স করে যা শিখবেন তা দিয়ে প্রোজেক্ট পাওয়া লাগবে না। আপনার অনেক আগেই অনেক অভিজ্ঞ ব্যক্তিরা সব মার্কেটপ্লেস এ বসে আছে । তাই ফ্রিলান্সিং কে যদি পেশা হিসাবে নিতে হয় , তবে যেকোন কিছু খুব ভালো করে শিখেই আসবেন । তাহলেই কাঙ্খিত সাফল্য আসবে । নইলে হতাশ হতে হবে ।
সবাই সাবধান হয়ে যান । বাংলাদেশ ডিজিটাল হচ্ছে । বাংলাদেশ এ অনেক ই-কমার্স ওয়েবসাইট চালু হয়েছে । ফেসবুক ভিত্তিক পেজগুলোও পণ্য বিক্রি করছে । অনেকেই সততার সাথে ব্যবসা করার লক্ষে নেমেছে আর অনেক বাটপার যাদের অন্য বাটপারি গুলান বন্ধ হয়েছে তারা এখন এই মার্কেট কে টার্গেট করেছে । চকচক করিলেই সোনা হয় না । কষ্টি পাথরে ঘষে দেখতে হয় । আপনারাও তেমনি যেকোনো লেনদেন করার আগে একটু পরখ করে নিন । টিটিতে পোস্ট দিন , অভিজ্ঞরা অবশ্যই আপনাদের সাহায্য করবে ।
আজ আর কিছু বলব না, যারা বুঝার তারা এইটুকুতেই বুঝে নিবে ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
Well done…