চকচক করলেই সোনা হয় না – সবার পড়া উচিত

সকালে পিকনিক এ যাওয়ার আগে দেখলাম  টিউনার  হাশমী বিন মোস্তফা একটা টিউন করেছেন । ভ্যালেন্টাইন উপলক্ষে একটা ওয়েবসাইট নাকি সামসাং এর সব দামি দামি স্মার্টফোন গুলো ৫০% ছাড় এ বিক্রি করছে । উনি নিজে কিনেছেন এবং উনি সেই মোবাইল হাতেও পেয়েছেন । সেই মোবাইলের একটা ছবিও উনি পোস্ট করেছেন । নিচে ছবিটা দিলাম ।

পোস্টটি দেখাই সন্দেহ হল । কারন কোন ওয়েবসাইট যদি এত দামি মোবাইল গুলো ৫০% ছাড় এ বিক্রি করে তাহলে তাদের আর ব্যবসা করা লাগবে না । বাপের টাকা আইনা সবাইকে অর্ধেক দামে মোবাইল কিনে দিতে হবে । তার উপর ওয়েবসাইটের বয়স মাত্র ৪ মাস এবং ওয়েবসাইটটার চেহারা সুরত ও প্রফেসনাল না । কোন SSL Certificate নেই । স্টক এ দেখলাম প্রত্যেকটা মোবাইল এর ৭০০-৮০০ ইউনিট আছে । সবচেয়ে বড় কথা ডোমেইন এর whois information লুকিয়ে ফেলা হয়েছে । মানে ওয়েবসাইটের মালিক কে তা জানার কোন উপায় নাই । তার উপর আবার DHL এর শিপিং । তাও আবার ফ্রি । এতকিছু ভ্যালেন্টাইন এর উপহার !!!  যাই হোক এইগুলান তো সন্দেহ ছিল । নিশ্চিত হইলাম যখন উনার পোস্ট করা ছবিটা  Google Image Search এ আপলোড করে চেক করলাম । যে ছবিটাকে আমাদের এত পুরাতন টিউনার   হাশমী বিন মোস্তফা নিজের বলে চালিয়েছেন তা ইন্টারনেট এর আরও অনেক ওয়েবসাইট এ দেখা যাচ্ছে । উনি নিজে মিথ্যা কথা বলছেন ।  http://bit.ly/UZ3aCr

আর কিছু বলার প্রয়োজন নাই । বোঝাই যাচ্ছে ওই ওয়েবসাইট একটা স্কাম ওয়েবসাইট । আপনার পেপাল ডলার নিয়া চম্পট দেয়ার তালে আছে । টিটি এর মোডারেটরদের বলার পর তারা ওই টিউনটাকে রিমুভ করে দিয়েছেন । কিন্তু আমার মনে হয় উক্ত টিউনারকেও ব্যান করে দেয়া উচিত । কারন উনি একজন পুরাতন টিউনার এবং অনেক টিউন করেছেন । একরম টিউনাররা যদি স্কামিং করে তবে তা বিশ্বাস করতে ইচ্ছা হয়না । টিটিতে পুরাতন টিউনারদের একটা দাম আছে ।

যাইহোক টিটি এর মোডারেটররাই বুঝবেন কি করা উচিৎ । আমার এই টিউন করার উদ্দেশ্য অন্য কিছু ।

কম দাম অথবা বেশি লাভ দেখলেই আমাদের ঝাপিয়ে পড়া উচিত না । ছাড় সব প্রতিষ্ঠানই দেয় । কিন্তু তাই বলে অবিশ্বাস্য রকমের ছাড় দেখলে একটু ভালো করে চেক করে দেখা উচিৎ । আমাদের দেশে এমএলএম কোম্পানিগুলো , কো অপারেটিভ সোসাইটি এর নামে অনেক প্রতিষ্ঠান আমাদের সাধারন জনগনের পকেট থেকে কোটিকোটি টাকা মেরে দিয়েছে । কিন্তু তারা কেন মারতে পেরেছে জানেন ? কারন আমাদের লোভ । লোভ মানুষকে অন্ধ করে দেয় ।

একটা কোম্পানি যখন অনেক বেশি লাভ দিতে চায় , তখন কি আপনাদের সন্দেহ হয়না , এই প্রতিষ্ঠান কিসের ব্যবসা করে এত লাভ দিবে । আসলেই ওই পরিমান লাভ দেয়া কি সম্ভব ?

একটা ওয়েবসাইট যখন বলে আমি অর্ধেক দামে ৬৫০০০টাকার মোবাইল   মাত্র  ৩২৫০০টাকায় দিব  , তখন কি আপনাদের মনে এতটুকু সন্দেহ হয়না , যে এইটা কি আসলেই সম্ভব । মার্কেটিং এর জন্য ১০০ টাকা ছাড় দেয়া সম্ভব ৩২৫০০টাকা ছাড় দেয়া সম্ভব না ।

একটা এমএলএম কোম্পানি যখন বলে আমি প্রত্যেক বিক্রির জন্য আপনাদের সবাইকে লাভ দিব । এইটা কি আসলেই সম্ভব । পন্যের মূল্য কত আর উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে ওই কোম্পানি কত টাকা দিচ্ছে , এইটা একবার হিসাব করলেই বুঝতে পারবেন যে এইটা আসলে সম্ভব না ।

একটা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি যখন বলে ৬ মাসে দিগুন টাকা দিবে , তখন আপনাদের মনে কি এই প্রশ্ন আসে না , যে কোন ব্যবসা করলে এইটা সম্ভব । ড্রাগস , স্মাগলিং বাদ দিয়ে ? এখনও পত্রিকায় পড়ি এই কোম্পানি এত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে , ওই কোম্পানি এত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে । আরে মানুষ কি পত্রিকা পড়েনা / টিভিতে খবর দেখেনা । চোখের সামনে ডেস্টিনি এর এত বিশাল উধাহরন ঝুলে আছে তারপর বাংলাদেশে এমএলএম চলে কিভাবে । আর বাকি গুলার তো নামই বললাম না । তারপরও মানুষের লোভ কি মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা এইসব ভুইফোড় প্রতিষ্ঠানে টাকা লাগায় ?

আর বর্তমানে শুরু হয়েছে ক্লিক এর বিজনেস , ফ্রিলান্সিং এর মুলা সবার সামনে ঝুলিয়ে অনেকেই ব্যবসা শুরু করে দিয়েছেন । আমি গত ৪ বছর ধরে ফ্রিলান্সিং করছি । একটা কথা সবাইকে বলতে চাই । ফ্রিলান্সিং করে অনেক টাকা ইনকাম করা সম্ভব এবং সেইজন্য আপনাকে অনেক কিছু শিখতেও হবে ভালো ভাবে । ১মাসের কোর্স করে যা শিখবেন তা দিয়ে প্রোজেক্ট পাওয়া লাগবে না। আপনার অনেক আগেই অনেক অভিজ্ঞ ব্যক্তিরা সব মার্কেটপ্লেস এ বসে আছে । তাই ফ্রিলান্সিং কে যদি পেশা হিসাবে নিতে হয় , তবে যেকোন কিছু খুব ভালো করে শিখেই আসবেন । তাহলেই কাঙ্খিত সাফল্য আসবে । নইলে হতাশ হতে হবে ।

সবাই সাবধান হয়ে যান । বাংলাদেশ ডিজিটাল হচ্ছে । বাংলাদেশ এ অনেক ই-কমার্স ওয়েবসাইট চালু হয়েছে । ফেসবুক ভিত্তিক পেজগুলোও পণ্য বিক্রি করছে । অনেকেই সততার সাথে ব্যবসা করার লক্ষে নেমেছে আর অনেক বাটপার যাদের অন্য বাটপারি গুলান বন্ধ হয়েছে তারা এখন এই মার্কেট কে টার্গেট করেছে । চকচক করিলেই সোনা হয় না । কষ্টি পাথরে ঘষে দেখতে হয় । আপনারাও তেমনি যেকোনো লেনদেন করার আগে একটু পরখ করে নিন । টিটিতে পোস্ট দিন , অভিজ্ঞরা অবশ্যই আপনাদের সাহায্য করবে ।

আজ আর কিছু বলব না, যারা বুঝার তারা এইটুকুতেই বুঝে নিবে ।

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Well done…

দারুন একটি সচেতনতামূলক টিউন করেছেন ! অনেকেই টিউনটি নিয়ে কনফিউশন এর মধ্যে ছিল !

ধন্যবাদ।

    Level New

    @সাইফুল ইসলাম: আমি নিজেও কনফিউশনে ছিলাম । ওয়েবসাইট যে ভুয়া তা শিওর ছিলাম , কিন্তু একজন পুরাতন টিউনার যে এইরকম স্কাম করবে তা বিশ্বাস হচ্ছিল না ।

Level 0

ধন্যবাদ

Level New

ta oi betake ban den, ar owr address thakle den owre dhoira ani:S

Level 0

অসাধারণ ভাইজান

অনেক ধন্যবাদ। আমিও সন্দেহ করেছিলাম। GOOGLE IMAGE SEARCH তো সব ক্লিয়ার করে দিল।
মিথ্যাবাদীর ব্যান চাই।

Level 0

vai ami kintu puraton na. notun amdani but age ta ektu beshi. Amtro 2 yrs.

Oshadharon!!!

হুম, দারুন লেখা, আশা করি অনেকে উপকৃত হবেন।

শুধু লোভ না মুর্খতাও ফাদে পা দেয়ার অন্যতম কারণ

Level 0

ভাই ভাল একটা বুদ্ধি দিলেন তো, আগামী বছরের ভ্যালেল্টাইন এ আমি এই ব্যাবসা কইরা চম্পট দিমু। ধন্যবাদ ভাই।

Level 0

উক্ত টিউনারকে স্থায়ীভাবে ব্যান করা হয়েছে।

ধন্যবাদ @ আহত আমাদের মাঝে টিউনটি শেয়ার করার জন্য

    Level New

    @হোছাইন আহম্মদ: ভাই আপনি কিছুদিন আগে ফটোশপ দিয়ে পুলিশের পোশাকের একটা টিউন করেছিলেন । আমি আপনাকে বলেছিলাম , আপনার টিউনটি উচিৎ হয়নাই । কারন আমি নিজে এইরকম বাটপারির একটা প্রত্যক্ষ উধাহরন দেখছিলাম । আমি ২০০৭ সালে একটা ডিজিটাল স্টুডিও চালাতাম । তখন একজনের রিকুয়েস্ট এ এইরকম একটা কাজ করে দিয়েছিলাম । সে এই জিনিষটাকে অসৎ উদ্দেশ্যে লাগিয়েছিল । এর জন্য এখনও নিজেকে অপরাধী মনে হয় । আমি জানি আপনি মজা করার উদ্দেশ্যে এই টিউনটা করেছেন । কিন্তু এই টিউনের উপযোগীতা শুধুই বাটপারদের কাছে । হা অনেকেই এই কাজ পারে । কিন্তু আপনার এই টিউন নতুন অনেককে এই জিনিষ শিখিয়ে দিবে এবং অনেক অসৎ কাজে সহায়তা করবে । সেটার জন্য কি আপনি দায়ি থাকবেন না । আপনি অনেক সুন্দর করে টিউন করেন । আমি আশা করবো আপনার টিউন গুলো ভালো কাজে খাটাবেন । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

      @আহত: ফটোশপের কল্যাণে এখন ছবি সম্পর্কিত অনেক কাজই করা যায় তাই বলে একে আমরা কখনও অসৎ উদ্দ্যেশে নিতে পারিনা আমাদেরকে অবশ্যই ভাল দিক গুলো খুজে পেতে হবে। গত বছর অর্নাস পরীক্ষার ফর্ম ফিলাপের আগে আমি আমার রেজিঃ কার্ড ভূলে কোথায় রেখে ছিলাম কিছুতেই মনে করতে পারছিলাম না। ঐ দিকে আবার ফরম পূরনের সময় প্রায় শেষ। অগ্যতা আর একজনের রেজি কার্ড স্ক্যান করে ফটোশপে ইডিট করে রেজি কার্ড প্রিন্ট করি। যদি ফটোশপ না থাকতো তাহলে ঠিক ঐ সময় আমার কি অবস্থা হতো! থানা-কলেজ দৌড়াতে দৌড়াতে অবস্থা কাহিল হয়ে যেতো।। তাই প্রযুক্তির কল্যানকর দিকগুলো অবশ্যই গ্রহন করতে হবে এবং এর ব্যবহার সৎ ভাবেই নিতে হবে। অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রযুক্তিকে ব্যবহার না করাই শ্রেয়।

        Level New

        @Md Shah Alam: accha vai, nijer matha police er posake lagiye kon valo kaj kora somvob bolen to?

Level 0

@আহত – যারা যারা এই দিনে আগে থেইকা মাস্তি করার প্লান করবো হ্যাগোরে একটা বাঁশ মারতে হইব, যাই হোক এই বছর তো পারলাম না আগামী বছর দিমু বাঁশ।

ধণ্যবাদ

Level 0

Thank You.

thanx vai আহত.
Apnake onk din dhore khujsilam, apnar kothai mane apnar tune pore akta Samsung Galaxy Tab2 kine fellam, thanx again. kintu vai ami intact packeteo kono headset pai nai…..:

thanx vai আহত. Apnake onk din dhore khujsilam, apnar kothai mane apnar tune pore akta Samsung Galaxy Tab2 kine fellam, thanx again. kintu vai ami intact packeteo kono headset pai nai…..:

    Level New

    @Rakib Hassan: ভাই ইনটেক প্যাকেট থেকেও তাহলে হেডফোন উধাও করে । কঠিন বাটপার

hummmmm