২০১২ এর সব থেকে ১০ টি অদ্ভুত খবর জানুন!!!

প্রিয় বন্ধুরা সবার আগে আপনাদের নতুন বছরের সুভেচ্ছা জানাই । পরপর ৩ টি টিউন উপহার দাওয়ার পর আজ আবার আপনাদের কাছে খুব মজার ১০ টি অদ্ভুত খবর জানাতে আসলাম ।

আশা করি টিউনটি ভাল লাগবে আপনাদের।

“মাথায় জনন অঙ্গ থেকে দু মুখো বিড়াল” – সত্যিই একটা রোমাঞ্চকর বছর ছিল ২০১২ ।

খবর নং ১০ – পৃথিবীর সব থেকে ছোট ব্যাঙ !

মাছির সাইজের একটি ব্যাঙ – পৃথিবীর সব থেকে ছোট মেরুদণ্ডী প্রাণী । মাত্র ৭.৭ মিলিমিটার লম্বায়, যা এক চুল পরিমান ছোট একটি এশিয়ান মাছের (৭.৯ মিলিমিটার) থেকে।

ব্যাঙটি Pupua New Guinea , দেশে পাওয়া যায় এই বছরের January এর দিকে ।

খবর নং ৯ – Brian ছাড়া Memory !

Slime Molds এক ধরনের ছত্রাক , যাদের memory আছে , কিন্তু কোন brain নেই । অদ্ভুত তাই না ?

বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই ধরেন ছত্রাক গুলো কোন পথে বিস্তার করে তা মনে রাখতে পারে , কিন্তু এদের আদেউ কোন Brian নেই। আনেক তা ১৯৫৮ সালের “The Bolb” Movie টির মত।

খবর নং ৮ – দু মুখো বিড়ালের রহস্য !

বিড়ালটির নাম Venus , এক বার দেখেই যে কেউ অবাক হতে পারে । কি তাই না?

লক্ষ্য করে দেখেন অর্ধেক মুখ পুরো কালো সাথে সবুজ চোখ , আর বাকি অর্ধেক সাধারন হলুদের সাথে নীল চোখ ।

প্রথমে যে কেউ দেখে এক বারেই বলবেন যে Photoshop এর কাজ , কিন্তু বিজ্ঞান বলবে না । এটা Gene Mutation (DNA পরিবর্তন) এর ফল।

(বিস্তারিত না জানানোর জন্য দুঃখিত,আগ্রহ থাকলে কমেন্ট এ জানান)

খবর নং ৭ – সাদা ঘাতক তিমি !

বিজ্ঞানীরা পৃথিবীর এক মাত্র সাদা তিমি (ঘাতক তিমি / Killer whale) খুঁজে বের করেছেন রাশিয়ার সমুদ্রতটে। তিমিটির নাম রাখা হয়েছে – Iceberg আর ২২ ফুট লম্বা। এর আগেও এমন তিমি দেখা গিয়েছে , কিন্তু তারা ভাবছেন এটা হয়ত সেই একই তিমি।

খবর নং ৬ – ৭৫০ টি পায়ের প্রাণী!

মাত্র ৩ সেন্টি মিটার লম্বা প্রাণীটি – বাংলায় যাকে আমারা কেন্নো বলে থাকি সাধারনত। এদের মধ্যে মেয়ে প্রজাতির ৭৫০ টি পা আর ছেলে প্রজাতির ৫৫০ টির ও বেশি পা।

খবর নং ৫ – মুখ দিয়ে প্রসাব !

কখনও শুনেছেন কোন প্রাণী মুখ দিয়ে প্রসাব করে ?

উপরের ছবিতে এক প্রজাতির কচ্ছপ দেখতে পারছেন । এই কচ্ছপটি চায়নাতে পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে এটিই প্রথম প্রাণী যে মুখ দিয়ে প্রসাব করে।

আমাদের মধ্যে যারা কিডনি রোগে ভুগছেন , তাদের জন্য বিজ্ঞানীরা এই কচ্ছপের অনুকরনে নতুন কোন চিকিৎসার পথ খুঁজে বের করার আশা রাখেন ।

খবর নং ৪ – সিংহের নতুন রূপ !

উপরের ছবিটি দেখে আপনার হয়ত ভাবেন এটা পুরুষ সিংহ । কিন্তু মজার বিষয় হল এটি মেয়ে সিংহ। আফ্রিকার বনে এই সিংহটি দেখা গিয়েছিল ।

খবর নং ৩ – মাথায় যৌনাঙ্গ !

উপরের ছবিতে আপনারা ২ টি মাছ দেখতে পারছেন । একটি পুরুষর অপরটি মহিলা। এই প্রজাতির মাছ ভিয়েতনামে প্রথম দেখা যায়। গবেষণার সময় বিজ্ঞানীরা জানতে পারে এদের যৌনাঙ্গ মাথায় অবস্থিত।

খবর নং ২ – টেইনিস বলের সাইজের চোখ !

খবরটি Florida ,USA এর। এই বছর Florida ,USA এর সমুদ্রতটে ছবির চোখটি পাওয়া যায়। Internet এ খুব তারাতারিই ছড়িয়ে পরে ভুয়ো জীব যা কোন  Montauk monster , মানে কোন ঐতিহাসিক জীবের সাথে সামঞ্জস্য।

যাই হোক পরবর্তীতে বিজ্ঞানীরা আনেক গবেষণা করে জানতে পারেন , চোখটি তরোয়াল মাছের (Swordfish) ।

খবর নং ১ – চারমাথা পুরুসাঙ্গ !

টাইটেলটা পড়ে কেমন একটা লাগছে তাই না ? নিচের ফটোটি দেখুন।

ছবিতে যে প্রাণীটা দেখছেন , এটি Australia তে প্রথম পাওয়া যায়। প্রাণীটি উঁই খেকো। পচাগলা কাঠের গুড়ি থেকে এই প্রাণীটি পোকা খেয়ে জীবন কাটায়।

এই বছরের মধ্যের দিকে একজন National Geographic চ্যানেলের এক বিজ্ঞানী প্রাণীটির বিষয়ে একটা চরম জিনিষ আবিষ্কার করেন।

প্রাণীটির মাত্র একটাই পথ আছে মল ও মুত্র ত্যাগ করার জন্য । শুধু তাই না ,

প্রাণীটির পুরসাঙ্গের চারটি মাথা। কিছু বুঝলেন?

আমার পূর্বের টিউনগুলি দেখার আনুরধ রইল

আশা করি টিউনটি পড়ে ভাল লাগবে ।

Level 0

আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বছর শেষে নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ মিথুন ভাই

    Level 0

    @himu.bai: তোমাকেও অনেক ধন্যবাদ, অনেক চেষ্টার ফল এই টিউন, ভালো করেই জানো তুমি 😉

Level 0

thanks for great info!!!

    Level 0

    @djjmahbub: ধন্যবাদ ভাই কমেন্টের জন্য।

অনেক কিছু জানলাম,আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    Level 0

    @আতাউর রহমান: আপনাকে অনেক ধন্যবাদ আর নতুন বছরের অনেক প্রানঢালা শুভেচ্ছা। এই টিউনটির জন্য TT এর সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে, ৪-৫ দিন ধরে বানিয়ে ছিলাম আশা করি খুব ভালো সাফল্য পাবে। এমন আরও খবর পাওয়ার জন্য আমার ব্লগিং প্লাটফর্মএ (http://www.omedulogy.com/) আপনাকে স্বাগত জানাই।

Level 0

ami kothay jeno poresilam kiamoter purbe sob notun dhoroner prani dekha jabe !! emon tai poresilam …ekhon arokom e hochche 🙁

    Level 0

    @R@shed: ভাই কমেন্টের জন্য ধন্যবাদ। চিন্তা করেনা , কেয়ামতের এখন ও আনেক দেরি আছে।

Level 0

ভাই চরম পোস্ট করেছেন। ধন্যবাদ।

    Level 0

    @nirob11: ধন্যবাদ ভাই কমেন্টের জন্য।

oshadharon kichu jante parlam.

Level 2

অসাধারন হইছে।

অনেক সুন্দর টিউন

Level 2

onek mojar jinish janlam. valo laglo ei rokom ekkhan chorom tune pore. onek doinna. 🙂

অসাধারন টিউন

Level 0

(বিস্তারিত না জানানোর জন্য দুঃখিত,আগ্রহ থাকলে কমেন্ট এ জানান)…. i like 2 know more about the cat.

    Level 0

    @n2roy: ভাই টেকনোলজি সম্পর্কিত টিউন না বলে এই টিউনটি ban করা হয়েছিল – http://techtunes.userecho.com/topic/144281-/ – তারপর অনেক চেষ্টার পর আপনাদের কাছে আনতে পেরেছি । আর বিড়ালটির ব্যাপারটা আসলে মেডিকেল সম্পর্কিত তাই যদি পোস্ট করি তাহলে হয়ত আবার ban করতে পারে। যাই হোক , আপনায় আনেক ধন্যবাদ টিউনটি মন দিয়ে পরার জন্য।

আপনার টিউঙ্গুলো ভালো লাগছে,বিড়াল সম্বন্ধে আরো জানান

    Level 0

    @Ochena Balok: ভাই টেকনোলজি সম্পর্কিত টিউন না বলে এই টিউনটি ban করা হয়েছিল – http://techtunes.userecho.com/topic/144281-/ – তারপর অনেক চেষ্টার পর আপনাদের কাছে আনতে পেরেছি । আর বিড়ালটির ব্যাপারটা আসলে মেডিকেল সম্পর্কিত তাই যদি পোস্ট করি তাহলে হয়ত আবার ban করতে পারে। যাই হোক , আপনায় আনেক ধন্যবাদ টিউনটি মন দিয়ে পরার জন্য।

      @Dr.Mithun: মনে হয় না মেডিকেলের টিউন ব্যান করবে।আর এ টিউনের ব্যাপারে মডারেটর ২ জন যেটা বললেন সেটা কিছুটা অযৌক্তিক।তবে আপনার পক্ষে সম্ভব হলে নিচে আসল খবরের লিঙ্কটা দিয়ে দেবেন,কারণ বিভিন্ন ছবিতে কপিরাইট থাকাটা অস্বাভাবিক কিছু না।

Level 2

@Dr.Mithun: bolle agroho thakle comment a janan. janalam. ekhon kono link den janar jonno or mail koren [email protected]
Amar ei baper ta details jante issa kortese.
🙂

Level 2

@Dr.Mithun: Thanks dear link ta share korar jonno. valo thakben r amader jonno tune korben.