প্রথমেই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা "Happy New year 2010" techtunes এর সাথে জড়িত এবং টিউনার পাঠক প্রত্যেকের জন্য শুভ কামনা রইলো, সবার জন্য এই নতুন বছর ২০১০ শুভ হউক।
আমরা আমাদের দেশের Thirty first Night উদযাপন করেছি। Thirty first Night কখনো পরিবারের সদস্যদের নিয়ে পালন করার খুব একটা ভালো অভিজ্ঞতা অনেকের নেই তেমনি আমার ও না। আর দিন দিন এর কোন পরিবর্তন কি হবে তা ভবিষ্যতই ভালো বলতে পারবে। আজ অভিজ্ঞতা হল দেশের বাইরের Thirty first Night উদযাপন দেখার । আমি আমার অনুভূতি সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, তাই এই ননটেক টিউন করা।
স্থান: KLCC(Twin Tower) ফোয়রা চত্বর, কুয়ালালামপুর, মালেশিয়া। বিকেলের পর যখন এই দশকের শেষ সন্ধ্যা নেমে এল ঠিক তার পর থেকেই বিভিন্ন দেশ থেকে আগত এবং স্থানীয় লোকজন আস্তে আস্তে ভীর করতে লাগলো ফোয়রা চত্বরে স্থানীয় সময় রাত ১০টার মধ্যে ফোয়ারার চারিপাশ লোকে লোকারন্য হয়ে গেল। এরিমধ্যে শুরু হয়ে গিয়েছে ফোয়ারার মধ্য পানি এবং রংবেরং এর লেজার লাইট এর প্রদর্শন। রাত ১১-৪৫ নাগাদ প্রায় ২৫-২৬ হাজার মানুষে পুরো এলাকা জুড়ে ২০১০ এর কাউন ডাউন এর জন্য অপেক্ষা করতে লাগলো। এত মানুষ একসাথে নেই কোন ধাক্কা ধাক্কি নেই কোন অশ্লিলতা নেই কোন নিরাপত্বাহীনতার ভয়। শিশু, কিশোর আবাল বৃদ্ব সবাই এসেছে নতুন দশকের নতুন বছর ২০১০ কে বরন করার জন্য এবং আনন্দ উপেভাগ করার জন্য। ঠিক ঘড়ির কাটা ১১.৫৯.৫০ সে. থেকে কাউন ডাউন শুরু হল ঠিক ১২.০০ ঘটিকায় শেষ হল। আর তখনি সাথে সাথে শুরু হল আকাশে আতশ বাজির এক অপূর্ব খেলা। এক অবিশ্বাস্য সৌন্দর্য । আমি টেকটিউনস এর টিউনার, পাঠক সবার জন্য ২০১০এর ইংরেজী নববর্ষের উপহার স্বরুপ আতশবাজির ভিডিও ক্লিপ গুলি দিলাম। আশা করি অনেকের কাজে আসতে পারে। বিশেষ করে যারা ভিডিও এডিটিং এর সাথে জড়িত আছেন। যেহেতু techtunes এ ২মে. এর বেশী ভিডিও ফাইল আপলোড করা যায় না তাই একটি সাইটের লিংন্ক ব্যবহার করলাম। http://www.download.ehostpanel.com
আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।
ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...
ভাইয়া,
আপনার দেওয়া লিংক টা দয়াকরে চেক করুন, সঠিক লিংক টা দিলে উপকৃত হব ।
এটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।