সালাম সবাইকে । কেমন আছেন আপনারা? আজকে আমরা পরিচিত হব বিশ্বের সবচেয়ে বড় একুরিয়ামটির সাথে ।
একুরিয়াম শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। সাধারনত বাসায় আমরা যেই একুরিয়ামগুলো ব্যবহার করি সেইগুলোতে পানি ধারন ক্ষমতা ২৫-৩০ গ্যালন । ২৫-৩০ গ্যালন পানি ধারন ক্ষমতা বিশিষ্ট একুরিয়ামগুলো হল একুরিয়ামের কমন সাইজ । তবে কিছু কিছু একুরিয়াম বানানো হয় যেইগুলোর পানি ধারন ক্ষমতা এক হাজার গ্যালন বা তার কাছাকাছি।কিন্তু পাবলিক একুরিয়াম গুলোর সাইজ কেমন হতে পারে একটু কল্পনা করতে পারবেন!! হয়ত কারো কল্পনাতেও আসবেনা যে এগুলোর সাইজ কেমন হবে । অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীতে এমন কিছু একুরিয়াম আছে যেই একুরিয়াম গুলোতে রাখা হয় তিমি,হাঙরের মত বড় বড় মাছ।এখনতো একটু আঁচ করতে পারছেন কেমন হবে এই একুরিয়ামের সাইজ!! আজকে আপনাদেরকে এমনেই একটি একুরিয়ামের সাথে পরিচয় করিয়ে দিব।
Georgia Aquarium: এটি বিশ্বের সবচেয়ে বড় একুরিয়াম। এটি যুক্তরাষ্টের আটলান্টায় অবস্থিত । এই একুরিয়ামটিতে প্রায় এক লক্ষেরও(৫০০ বিভিন্ন প্রজাতির) বেশী সামদ্রিক প্রাণী আছে । একুরিয়ামটিতে চারটি whale sharks, চারটি beluga whales, এগারটি bottlenose dolphins এবং চারটি manta rays রয়েছে । এই একুরিয়ামটির পানি ধারন প্রায় ক্ষমতা ৮ মিলিয়ন গ্যালন । ২০০৫ সালের ২৩ নভেম্বর এই একুরিয়ামটি সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় ।
আমি মোঃহাসান ইমাম সাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খারাপ নাহ 🙁