ফিরে এসো খান রওনক আলী প্রবাসী

একজন খান রওনক আলী প্রবাসীআমার কাছে আস্থা ও বিশ্বাসের অপর নাম
এতোটা মন খারাপ কখনো হয়নি টেকটিউনস্ এ ঢুকে।  😥   😥    আপনজন হারানোর একটা পরিচিত কষ্ট হৃদয়টাকে দুমড়ে মুচরে দিলো এই টিউনটি ।  আমি জানিনা প্রবাসী ভাইয়ের ছাটাই লিস্টে আমার নাম থাকবে নাকি বন্ধুর লিস্টে রাখবে? শুধু এই কথা বলতে পারছি আমার কাছে প্রবাসী বিহিন টেকটিউনস চিরকাল অপূর্ণই থেকে যাবে। আমিতো কষ্টে থাকবো প্রবাসী ভাই। কষ্টে থাকবে আমার মতো আপনার হাজারও শুভাকাঙ্খী। এমন অনেক ভিজিটর আপনাকে মিস করবে যাদের টেকটিউনস এ কোন একাউন্টই খোলা হয়নি কিন্তু তারা নিয়মিত ভিজিট করে টেকটিউনস, আপনার টিউনস্। আপনার ভক্তকূলকে এভাবে শোকের সাগরে ভাসিয়ে কতো খানি ভালো থাকবেন খান রওনক আলী প্রবাসী ভাই। প্রবাসী যার নেশাই হলো টিউন করার মাধ্যমে মানুষের হৃদয়ের ভালোবাসা জয় করা।  সেই ভালোবাসার টেকটিউনস এর সাথে অভিমান করে তার সাথে কথা না বলে কতোখানি ভালো থাকবে আমার প্রিয় সেই টপটিউনার। কারণ “টিউন করা ছাড়লেও টেকটিউনস ছাড়ছিনা”  আপনার এমন বক্তব্য এটা স্পস্ট ভাবেই জানান দেয় টেকটিউনস কে কতোটা ভালো আপনি বাসেন। যতোটা আপনি ভালোবাসেন টেকটিউনস্ আমরা তার চেয়ে বেশী ভালোবাসি আপনাকে। চলার পথে অনেক কাছের মানুষের সাথেও ভুল বুঝাবুঝি হয়, মনমালিন্য হয় । তাই বলে চিরতরে সেই কাছের মানুষটির সাথে কি আমরা সম্পর্ক ছিন্ন করি? কখনই করিনা।  গত তিন বছরে এর পূর্বে আপনাকে নিয়ে কয়েকবার সমালোচনা হয়েছে কিন্তু সমস্ত সমালোচনার মোকাবেলায় সাহসী ভূমিকা নিয়েছিলো যে প্রবাসী সে কেন এখন পিছু হটে বুক ভরা অভিমান নিয়ে নিরবে চলে যাবে? তা আমরা কিছুতেই মেনে নিতে পারিনা। যা কিছু আপনার মনে কষ্ট দিয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। আমি ক্ষমা চাই। আমি ক্ষমা চাই। সেই সাথে আমি সম্মানিত মডারেটর এবং টেকটিউনস্ এর মাননীয় এডমিন মেহেদী ভাইকে অনুরোধ করছি আপনারা  প্রবাসী ভাইয়ের সাথে যোগাযোগ করে ঘটনাটির একটি সুন্দর সমাধান করে দেবেন।
পরিশেষে শুধু একটাই চাওয়া। ফিরে এসো প্রবাসী

আপডেটঃ মাননীয় এডমিন মেহেদী ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি। বোধহয় এখন এসব কিছু সুন্দর ভাবে সমাধা করার উদ্যোগ আপনারই নেয়া উচিত। নয়তোবা এক প্রবাসী ইস্যূ নিয়ে যে পরিমান ক্ষতির শিকার টেকটিউনস্ হবে তার কুফল দীর্ঘদিন পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হবে। আর টেকটিউনস্  এর সম্মানিত মডারেটরদের উপর আস্থা হারাবেন আমার মতো সাধারণ পাঠকগণ যা নামান্তরে টেকটিউনস্  এর উপর আস্থা হারানোরই সামিল হবে। আর উদ্ভুত সেই দূষিত পরিবেশে কজন ভালো টিউনারই যে টিউন করতে আগ্রহী হবে আর কজনই যে টিটির সাথে থাকবে তা আমার চেয়ে আপনি অনেক ভালো বুঝবেন। তাই আমরা চাই টেকটিউনস্ এ সুন্দর সুস্থ্য পরিবেশ বজায় থাক। এবং সে চাওয়া পূরণে মাননীয় এডমিন মেহেদী ভাইকে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই।

বিঃ দ্রঃ যারা এইমাত্র টেকটিউনস্ এ ঢুকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে কিছু বুঝতে পারছেন না তারা এখানে থেকে জেনে নিন ঘটনাটি কি। ঘটনার সার সংক্ষেপ হলো

"কিন্তু  এটাকে নিয়ে রাজনীতি করলেন এবং এর কাটিং সবখানে ছড়িয়ে দিলেন।প্রমান নীচে।

উল্লেখ্য যে এই মডারেটরের হাত ধরেই আমি টেকটিউনসে প্রবেশ করেছিলাম এবং গুরু বলে মানতাম।যাক আমার কারো প্রতি কোন ক্ষোভ নেই।"


উল্লেখ্য উক্ত ঘটনার সাথে টেকটিউনস্ এর সম্মানিত বর্তমান মডারেটর

১।সোর্ড ফিশ (মাহাবুব ভাই)
২। সাইফুল ভাই। কিংবা আমাদের মাননীয় এডমিন
৩। মেহেদী ভাই
কোন ভাবেই জড়িত নন। তাই দয়া করে সম্মানিত বর্তমান এডমিন এবং মডারেটরদের কেউ দায়ী ভাববেন না।

এই আচরণে এতো বেশী পরিমান দুঃখ প্রবাসী ভাই পেয়েছেন তার কারণ তিনি তাকে গুরুর মর্যাদায় মানতেন এবং তার হাত ধরেই প্রবাসী ভাইয়ের টেকটিউনস এ যাত্রা শুরু হয়েছিল। যেমনটি আমার যাত্রা শুরু প্রবাসী ভাইয়ের হাত ধরে। প্রবাসী ভাই কাছের মানুষের দেয়া কষ্ট কতোটা ভারী তাতো আপনি নিজেই বুঝেছেন আপনারআচরণে। আর আপনি আমাদের সবারই খুব কাছের মানুষ তাই আপনার দেয়া দুঃখটা আমাদেরও ততটাই কষ্ট দিচ্ছে যতটা আপনি পেয়েছেন আরিফুল ইসলাম শাওন এর কাছে। তাই সাবেক একজন মডারেটর এর কথা মনে না রেখে আপনি আপনার বর্তমান ভক্তদের দিকে তাকান। গত টেকটিউনস্ এর মিট আপেও কনকনে ঠান্ডায় আমরা আপনার কথা মনে করেছি। আপনাকে মিস্ করেছি। আপনার উদ্দেশ্যে হাতি তালি বাজিয়েছি সবাই যা আপনি নিজে কখনো দেখেন নি বা শুনেননি। আপনি যদি সেদিন আমাদের সাথে থাকতেন তাহলে কখনই এইভাবে আমাদের ছাড়ার কথা ভাবতেই পারতেন না। সেদিন এডমিন মেহেদী ভাই স্বয়ং বলেছিলো যে আপনাকে বিশেষ ভাবে সম্মানিত করা উচিত। আপনার কাছে টেকটিউনস্  কৃতজ্ঞ তা সেদিন উপস্থিত মডারেটর সোর্ডফিশ ভাই সহ সকলেই স্বীকার করে আপনাকে উদ্দেশ্য করে তালি বাজিয়েছেন। এই ভালোবাসার কি কোন মূল্যই নেই আপনার কাছে? আমাদের এতোগুলো মানুষের ভালোবাসার চেয়ে আপনার কাছে একজন সাবেক মডারেটর কি বড় হয়ে গেল?

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফেসবুকে কি হয়েছে সেই বিষয় নিয়ে টেকটিউনস ছেড়ে দিতে হবে কেন? ফেসবুক আর টেকটিউনস দুইটা আলাদা প্লাটফর্ম। ফেসবুক এ সমস্যা হলে ফেসবুক ছেড়ে দেয়া যেতে পারে কিন্তু টেকটিউনস ছাড়তে হবে এইটা কেমন কথা?
প্রবাসী ভাইকে বলবো দ্বিতীয়বার চিন্তা করতে।

টেকটিউনস্ এর মডারেটরদের জন্যই অনেকে টিউন করা বাদ দিচ্ছে। ফিরে আসেন ভাই

    @মন ভাল নেই: হ্যা , সবুজের অভিযান ও আর টিউন করেন না । আরো অনেকেই মডারেটরগণের ভূল মডারেটের কারনে টিউন সিখা বন্ধ করে দিছে, অবশ্য তার পুরষ্কার ও টেকটিউনস পাচ্ছে । Alexa গ্লোবাল Rank ৩৭৪৪ থেকে বেড়ে এখন ৩৯০৯ এ দাড়িয়েছে ।

    @মন ভাল নেই: হ্যা , সবুজের অভিযান ও আর টিউন করেন না । আরো অনেকেই মডারেটরগণের ভূল মডারেটের কারনে টিউন লিখা বন্ধ করে দিছে, অবশ্য তার পুরষ্কার ও টেকটিউনস পাচ্ছে । Alexa গ্লোবাল Rank ৩৭৪৪ থেকে বেড়ে এখন ৩৯০৯ এ দাড়িয়েছে ।

আপনাকে অনেক ধন্যবাদ টিউনটি করার জন্য। প্রবাসী ভাই টিটিকে অনেক সমৃদ্ধ করেছে। আজ তার টিটি ছেড়ে যাওয়াতে আমি খুবই মর্মাহত। তিনি আমাদের জন্য অনেক করেছেন। আমিও তাকে বিশেষভাবে অনুরোধ করব তিনে যাতে এই প্লাটফর্ম ছেড়ে না যান অথবা যে কোন ভাবে আমাদেরকে তার এত মূল্যবান সব উপহার থেকে বঞ্চিত করুক।
শ্রদ্ধেয় প্রবাসীভাইর কাছে আর কিছু চাওয়ার নেই।

    @Md. Mashudur Rahman: ভাই ধন্যবাদ পাবার আশায় এই টিউনটি করিনি কারণ ধন্যবাদ এনজয় করার মতো মনের অবস্থা এখন নেই কারণ আপনার মতোই আমিও ভীষণ মর্মাহত প্রবাসী ভাইয়ের জন্য।

Level New

probashi vai jodi techtunes chere chole jay tahole techtunes er onek boro khoti hoye jabe tai
ami probashi vaike bolte chai amader chere jabenna please

আপনি শুধু তাদের কথা ভাবছেন যারা আপনাকে চাইনা , কিন্তু ফিরে আসুন তাদের জন্য যারা আপনাকে হৃদয় দিয়ে চাই। ফিরে আসেন ভাই

We are waiting for your appearence…….

ফেসবুকে আবার কি হয়েছে? কেউ কি বিস্তারিত নিউজ জানাতে পারেন?

Level New

কেন ভাই । আবার ফিরে আসেন ভাই।

Level 0

প্রবাসী ভাইয়া, আপনি যদি না আসেন, ক্ষতি আপনার না, পুরোটাই আমাদের। আপনি যেসব আপলোড করেন তা আমরা নিশ্চিন্তে ডাউনলোড করি, জানি কোন সমস্যা হবে না, যত বড়ই সেটা হোকনা কেন। আমাদের আপনাকে দরকার। আপনার এসব স্বদেশী ভাইদের কথা চিন্তা করে টেকটিউন্সে ফিরে আসুন। অদ্ভুত লাগে! কী হল এই টেকটিউন্সের! ভাল ভাল সবাই চলে যাচ্ছে! প্রবাসী ভাইয়া, আপনি ফিরে আসুন। দয়া করে ফিরে আসুন।

Level 0

plz phire asun, sobai jodi techtunes chere chole jaye, to ke thakbe??

টেকটিউনসের যারা সদস্যা তারা সবাই মিলে একটা পরিবার, আর পরিবারের একটি সদস্যকে আমরা হারাতে চাইনা। ফিরে আসার অপেক্ষায়…।

Level 0

প্রবাসী ভাই আমার পাঠানো ফেসবুকের মেসেজটি পড়েছেন মনে হয়। অপেক্ষায় রইলাম আপনার

    @swordfish: ভাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত মডারেটর আপনাকে। আমি আবারও আবেদন জানাই মডারেটর ও এডমিন মেহেদী ভাইয়ের কাছে, যে মানুষটি এতোদিন ধরে টেকটিউনস্ কে নিরবে নিঃস্বার্থ হয়ে শুধু দিয়েই গিয়েছেন বিনিময়ে ভালোবাসা ছাড়া আর কিছু চায়নি, তাকে কি আমরা এইভাবে যেতে দিতে পারি। আপনাদের কি তার প্রতি কোনই দায়িত্ব কর্তব্য নেই, কিছুই কি করার নেই আপনাদের? যদি থেকে থাকে তো তার সবটুকো দিয়ে চেষ্টা করবেন প্রবাসী ভাইকে ফিরিয়ে আনার। এটাই আমার বিনিত আবেদন।

টেকটিউন্সের শুরু থেকে আজ পযন্ত এই সফলতার ভিত্তিই প্রবাসী ভাই।আপনি এই তুমুল জনপ্রিওতার মধ্যে থেকে আড়াল হয়ে যাবেন। এটা আশা করা যায় না।ফেসবুকের কোন ঘটনা ঘটে থাকলে সেইখানে না হয় ব্যাবহার করা দরকার নেই।কিন্তু আমাদের আপনার সবার টেকটিউন্সের ভালোবাসাকে উপেক্ষা করে নিজেকে নিভিয়ে রাখতে পারবেন না।আপনার টিউনের অনেক ভক্তরা অপেক্ষা করছে আপনার টিউন পাবার আশায়।আশা করি আপনি আবার সবার মাঝে ফিরে আসেন…………।

টিউনটি করার জন্য মোহাম্মদ খালিদ হোসাইনকে ধন্যবাদ।

আমি Techtunes আর সাথে আছি প্রায় ৩ বছর ধরে,আর Account করছি ১.7 বছর আগে, কিন্ত একটা অ Tune করি নাই,কিন্ত একটা Tune o পড়া থেকে বাদ যাই নাই(অন্তত heading হলেও)…কি বলব ভাই,just পড়া দ্বারা আজ আমি bandhumohol আবং অফিস এ Techi আদিল নামে এ পরিচিত……..সত্যি অসাধারন কিছু শিখছি এখান থেকে।সব Tuner দের কাচেই চির ঋণী,কিন্ত প্রথম কাতারের কয়জনের মধ্যে প্রবাসী ভাই একজন..আজ অফিস এ এসে যখন techtune খুলে প্রবাসী ভাই আর Tune তা পড়লাম…আক কথায় emotional হয়ে পড়লাম,ভাবলাম উনার জন্য হলেও প্রথম Tune তা করি,কিন্ত বাংলা লিখতে খুব সময় লাগে বলে করিনি….আমি উনাকে আকুল আবেদন করছি…আপনি ফিরে আসুন…আপনি নিজে জানেনা না,আপনার জন্য,আপনার অপরিচিত একজনের সম্মান এখন কোথায়!!কতো টুকু শিখছে, কতো টুকু ভালোবাসে আপনি জানেনা,…….প্লিজ Come back here Probasi vai…

    @নিভ্রিত পথচারী: ভাই আপনার সাথে আমিও সহমত। আপনার তো তবু টেকটিউনস্ এ একটি একাউন্ট আছে যার মাধ্যমে টিউন না করলেও অন্তত্য মন্তব্য তো করেছেন। কিন্তু আমি এমন অনেক টেকটিউনস্ ভক্তকে জানি যাদের কোন একাউন্টও নেই তবু তারা আমার আপনার মতোই প্রতিটি টিউনই পড়ে এবং এই একাউন্টস বিহীন ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। যাদের এই টিউনে প্রবাসী ভাইকে ফিরে আসার ইচ্ছে থাকলেও বলার উপায় নেই কিন্তু তাদের ভালোবাসায় কোন খাদ নেই প্রবাসী ভাই। তারাও সমান ভাবে আপনাকে ভালোবাসে। তাই ফিরে আসুন প্রবাসী ভাই।

Level 0

ফিরে আসুন আমাদের জন্য …

ami syful islam ..ami o ak jon malaysia probasi….kintu nana karone tune kora hoy nai…..tar por dine 1 or 2 bar techtunes gure asle to peter vat hozom hoy na,,,,R PROBASHI BHAIER TUNE TO KOTHAI NEY,,,,,,R TAR A VABE CHOLE JAOYA KISUTEY MENE NEYA JAY NA…….
PLZ……………… PLZ………… PLZ PORBASI VAI FIRE ASUN…..

    @সাইফুল: সহমত আমাদের অনেকেরই পেটের ভাত হজম হয়না টেকটিউনস্ ব্রাউজ না করলে, কিন্তু সেই টেকটিউনস্ আজ প্রবাসী বিহীন অপূর্ণ……..তাই ফিরে আসুন প্রবাসী ভাই।

Level 2

plz………… brother…………..
GET BACK………..
waiting 4 u…………

    @sakilsakib: সহমত আমরা সবাই অপেক্ষায় আছি খুব শীঘ্রই প্রবাসী স্বগৌরবে প্রর্ত্যবর্তন করবেন নতুন কোন টিউন নিয়ে এই বিশ্বাসে…….

আমি মনে করি ফেসবুক আর টেকটিউনস এই ২টা আকাশ পাতাল ফারাক, তারপরেও আপনার মন বলে কথা । আপনি একা মনে কষ্ট পেয়েছেন সাথে ১ টিউনের মাধমে শত শত মানুষের মনকে ভেঙে চুরমার করে দিলেন 🙁 । আর কিছু বলার নেই সুধু আপনার টিউনের অপেক্ষায় রইলাম ।

    @অর্জন: ভাই সহমত জানাই। মনমালিন্যের জন্য এতোগুলো মানুষের মন ভেঙ্গে চুরমার করে দেয়াটা কি ঠিক হবে প্রবাসী ভাই? কখনই না। তাই দয়া করে ফিরে আসুন নতুন টিউনের মাধ্যমে।

ফিরে আসুন প্রবাসী ভাই।

Level 0

বেশি কথা বলে আপনার মন ভারি করে দিতে চাই না। সুধু বলতে চাই যদি আপনি না থাকেন TECHTUNES এ তাহলে আমিও থাকবো না। ” I WILL BE NO MORE IN TECHTUNES”.
এটা শুধু আমার ই না , হয়তোবা আমার মত অনেক visitor o tuner এর কথা।
So please “RETURN BACK HOME”.

    @2441139: ভাই অনেক ভিজিটর টিটিতে আছেন প্রবাসীর টিউনের মতো উচ্চমান সম্পন্ন টিউনের ভালোবাসায়। তাই প্রবাসী না থাকলে আজ বা কাল তারা এমনিতেই ঝরে পরবে। তাই প্রবাসী ভাইকে ফিরে আসতেই হবে তার প্রিয় টেকটিউনস্ এ।

আপনি টেকটিউনসের একজন লিজেন্ড। আপনার এ ধরনের সামান্য বিচ্ছিন্ন ঘটনায় ভেঙ্গে পরলে চলবে না, ফিরে আসুন প্রবাসী ভাই।

    @ক্ষতিয়ান: সহমত জানাই। এর পূর্বেও পাইরেসি জনিত ইস্যূ নিয়ে কম পানি ঘোলা হয়নি। কিন্তু আমাদের মধ্যমনি প্রবাসী অটল থেকেছেন স্বমতে স্বপথে স্বগৌরবে।এবার কেন এমন একটি ঘটনায় প্রবাসী ভাই এতো অভিমান করলো বুঝতে পারলামনা। যাই হউক মান অভিমান ভুলে আবারও ফিরে আসবেন প্রবাসী খুব শীঘ্রই এই বিশ্বাসে………

ফিরে এসো প্রবাসী ভাই I আমিও থাকব না আপনি না এলে আমার মত অনেকেই থাকবে না I

নতুন টেক ওয়েব খুলুন।অথবা ফিরে আসুন।সবাইকে কেনো বন্চিত করা হবে!?

আজ থেকে আমি আর কোনও টিউন করবোনা, একটা টিউন লিখতে বসেছিলাম ডিলিট করে দিলাম।

    @মুরাদ: ভাই সবাই যদি এভাবে অভিমানে টিউন বন্ধ করে দেয় তাহলে চলবে কিভাবে? তার চেয়ে প্রবাসী ভাইকে ফিরে আসার আহ্ববান জানান। ধন্যবাদ।

আমি মনে করি ফেসবুক আর টেকটিউনস এই ২টা আকাশ পাতাল ফারাক, ফিরে এসো প্রবাসী ভাই I
http://www.tonginews.com/

    @আকাশ: সহমত দুটো আলাদা প্লাট ফর্ম কিন্তু ভুলে গেলে চলবেনা প্লাটফর্ম ভিন্ন হলেও মানুষটি কিন্তু একই থাকে, তাই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা কোন প্লাট ফর্মেই ঠিকনা।

নতুন করে কিছু বলবো না আমি। প্রবাসী ভাইকে ফিরে আসার জন্য ও অণুনয় বিনয় করবো না। শুধু টেকটিউনস এডমিন/মডদের কে বলতে চাই, এভাবেই কি টেকটিউনস থেকে হারিয়ে যাবে প্রিয় মুখগুলো ???

অনেকদিন পর গতকাল আবার একটি টিউনস লিখলাম, আর আজ সকাল বেলায় টেকটিউনস এ ঢুকেই দেখি এই কান্ড। ভালোই করেছেন প্রবাসী দাদা!! কমিউনিটি ব্লগে লিখবেন কি লিখবেন না, তা সম্পূর্ণ আপনার ইচ্ছা। কিন্তু, আপনার ভক্তকূলের জন্য হলেও অন্তত আপনার ব্যক্তিগত ব্লগে লেখা চালিয়ে যান।

Ame akjon visitor.. techtune a kono comment porjonto korena.. karon amar type speed valona… kentu aj comment na kora parlam na…. probase vai ar onak tune ame porase..amar kase probase vai ar tune gule onak valo laga…apner tune porar jonno e onak visitor techtune visit kora…

apne jodi techtune a na thaken tahola onak visitor hoyto techtune a r asbena..
Tai techtune ar future ar kotha vabe apnake fera asar jonno onurod korse..

****APNER NEXT TUNE AR JONNO WAIT KORCE****
PLS COME BACK PROBASHE VAI…..

    @jonyraz1989: ভাই আপনার মতোই অসংখ্য মানুষ রয়েছে যাদের নিজের ভালোবাসার কথাটি এখানে বলার (লিখার) সামর্থ নেই তবু তাদের ভালোবাসায় এতোটুকো কমতি নেই তা প্রবাসী ভাই আশা করি বুঝবেন।

কি হয়েছে তা জানি না । তবে এই টিউনটি পড়ে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে প্রবাসি ভাইয়ের সাথে।

প্রবাসি ভাইকে মনে করে দিতে চাই। হাতের পাঁচটি আঙ্গুল সমান না। ভাল চাউলের সাথে ২-১ টা খারাপ থাকে এই জন্য সব চাউল ফেলে দেয় না। আসা করি প্রবাসি ভাই আপনি কথাটা বুঝতে পারছেন।

ফিরে আসুন সবার মাঝে। দেশ কতজন ভাল বাসে , আপনার ভালবাসা আছে বলেই তো আপনি বিনা স্বার্থে আমাদের জন্য খুব সুন্দর সুন্দর টিউন উপহার দিয়ে যাচ্ছেন

আমাদের মাঝে ফিরে আসুন সেই কামনা করি সবাই।

সবার মত এতো সুন্দর করে হয়ত আবেদন জানাতে পারবোনা তারপরও মন থেকে চাই প্রবাসী ভাই আমাদের মাঝে ফিরে আসবেন।

    @Desert Eagle: প্রকৃত ভালোবাসায় ভাষা না হলেও চলে সেখানে হৃদয় দিয়েই হৃদয়ের দাবী উপলব্ধি করা যায়। আশা করি আমাদের প্রবাসী ভাইও সকলের হৃদয়ের সেই দাবী উপলব্ধি করবে বলে বিশ্বাস করি।

Level 0

*****খান রওনক আলী প্রবাসী আস্থা ও বিশ্বাসের অপর নাম*****

আজ সকালেই দেখলাম দুঃসংবাদটি, ওনার টিউনে দেখলাম কেউ একজন বিদেশী কামলা বলে গালি দিয়েছেন।।
প্রবাসী ভাই প্রবাসে থাকেন এ রকম প্রায় ৮০ লক্ষ প্রবাসী আছেন। প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে দেশের কি অবস্থা হবে সেটা বুঝার জ্ঞান টুকু আমাদের মত ফ্রী ল্যান্সারদের থাকা উচিত। :p

টেকটিউনস এডমিন/মডারেটরদের কে বলতে চাই, এভাবেই কি টেকটিউনস থেকে হারিয়ে যাবে প্রিয় মুখগুলো ? টিটিকে আমরা অনেক ভালোবাসি, সে ভালোবাসা ধরে রাখা মডারেটরদের কর্তব্য- এটা ভুলে গেলে চলবে না।

পরিশেষে বলব, প্রবাসী ভাই, কমিউনিটি ব্লগে লিখবেন কি লিখবেন না, তা সম্পূর্ণই আপনার ইচ্ছা। কিন্তু, আমাদের জন্য হলেও অন্তত আপনার ব্যক্তিগত ব্লগে লেখা চালিয়ে যান।

    @simpleboy: ভাই প্রবাসী বলেছেন যে তিনি কোথাও লিখবেন না এটা শুধু অভিমান থেকে বলা তাই সবচেয়ে ভালো হয় প্রবাসী ভাই টেকটিউনস্ এ ফিরে আসে।

পারফেক্ট টিউনে একমাত্র প্রবাআশি ভাই এর…we demand to back probashi

মাঝে মাঝে মনের আকাশে মেঘ জমে…… মনে হয় সব ছেড়ে ছুড়ে হারিয়ে যাই কোনও দিগন্তে। বিশ্বাস করেন, “প্রবাসী ভাই” এর টিউন আমাকে কিছু করার অনুপ্রেরণা যোগায়…….।

টেকটিউনস এর কোন এক আড্ডায় আমরা যখন টিউন এবং টিউনারদের নিয়ে আলোচনা করর্ছিলাম তখনও প্রবাসী ভাইকে বিশেস ভাবে স্মরন করা হয়। এবং সবাই জানে জে প্রবাসী ভাই এর মত নিবেদিত টিউনার খুব কম আছেন। আমার স্পস্ট মনে আছে এডমিন মেহেদী ভাই বলেছিলেন আমাদের ইচ্ছা আছে প্রবাসী ভাইকে বিশেস ভাবে সম্মানীত করার্। আমাদের কন আড্ডায় হয়ত প্রবাসী ভাই আসতে পারেন্না কিন্তু আম্রা আপ্নাকে ঠিকি স্মরন করি। তাহলে বুঝুন আপ্নি আমাদের রিদয়ের কত গভিরে থাকেন। সুধু আপ্নাকে অনুরধ করার জন্নই মবাইল থেকে কস্ট করে কমেন্ট কর্লাম। বানান ভুলের জন্ন সরি।

Level New

প্রবাসী ভাই এর টিউনগুলো খুব ভালো হত। কাজের অনেক Software শেয়ার করত। Please ভাইয়া ফিরে আসেন Techtunes এ।

Level 0

Techtunes er kichu moderator er jonno onk somoi onk valo valo tuner ke amra hariyechi…amra r kawke harate chaina..plz probashi vai fire asun..ontoto kothao kono blog e apnar likha chaliye jan..din din techtunes er upr thake mon uthe jacche..aishob modaretor er rajniti doya kore bondhokorun..

আপনি শুধু তাদের কথা ভাবছেন যারা আপনাকে চাইনা , কিন্তু ফিরে আসুন তাদের জন্য যারা আপনাকে হৃদয় দিয়ে চাই। ফিরে আসেন ভাই,আপনি টেকটিউনসের একজন লিজেন্ড। আপনার এ ধরনের সামান্য বিচ্ছিন্ন ঘটনায় ভেঙ্গে পরলে চলবে না, ফিরে আসুন প্রবাসী ভাই।

    @obayet ullah: ঠিকই বলেছেন আপনি এতো এতো এতো বড় মাপের মানুষের এমন ছোট্ট খাট্ট বিষয় নিয়ে এমন নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়াটা কখনই মেনে নেয়া যায়না।

Level 2

আমি টিউনার না হলেও টিটির সাথে আছি আমি প্রায় ৩ বছর ৬ মাস । অন্য কোন সাইট না দেখলেও টিটিতে আমার প্রতিদিন আনাগোনা হয় । আমার যতটুকু মনে পড়ে আমি একদিনের জন্য টিটি থেকে মুখ ফিরিয়ে নেই নি । কিন্তু আজ টিটিতে এসেই মনটা খুব খারাপ হয়ে গেল । প্রিয় প্রবাসী ভাই আর আমাদের সাথে থাকবেন না । ”ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো” এমন নিঃস্বার্থ প্রিয়জনকে হারাতে হচ্ছে কিছু মডুদের জন্য । আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই । যাদের নিরলস প্রচেষ্টা আর ব্যক্তিগত লাভের কোন রকম চাওয়া পাওয়া ছাড়াই টিটিকে পরিপূর্ণ করেছেন , তাদেরকেই আজ এমন অপদস্ত করা হচ্ছে । আর সেখানে আমি কোন ছাড় । অথচ টিটির টাকায় তো মডুদের পকেটই ভারি হয় । এক সময় টিটিকে নিয়ে গর্ব করতাম । কিন্তু আজ মনে হচ্ছে টিটিতে আবার আসবো কিনা । শেষে , প্রবাসী ভাইকে শুধু এটুকুই বলব – কেউ ভাল কিছু করলে পাছে লোকে কিছু বলেই , তাদের কথাই কান না দেয়াই বুদ্ধিমানের কাজ । তাই আমাদের সবার কথা চিন্তা করে আপনার সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখবেন আশা রাখি । আমার মন্তব্য কাউকে ব্যক্তিগত আক্রমনের জন্য নয় । তবুও কেউ যদি আমার মন্তব্যে মনক্ষুন্ন হন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
খালিদ ভাইকে বিশেষ ধন্যবাদ টিউনটির জন্য ।

    @moni: ধন্যবাদ আপনাকেও মন্তব্যের মাধ্যমে সত্য কথাটি স্পস্ট ভাষায় বলার জন্য।আর সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় এডমিন মেহেদী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

Level 0

আমাদের মাঝে ফিরে আসুন, আপনি চাইলেই আমাদের ছেরে থাকতে পারবেন না।
তাই বলছি ফিরে আসুন।

    @Haque: ভাই সত্যিই আমি নিজেও হতবাক, মর্মাহত, আর বিশ্বাস করি যে প্রবাসী ভাই তার প্রিয় টেকটিউনস্ কে ছেড়ে আমাদের ছেড়ে বেশী সময় দূরে থাকতে পারবেনা। ফিরে তাকে আসতেই হবে…

আমি প্রতিদিন খবরের কাগজ যেমন পরতে ভুল করি না তেমনি প্রতিদিন টেকটিউন পরতেও ভুল করিনা। প্রতিদিন নেটে ডোকলে অন্তত একবার হলেও টেকটিউনে ডোকার চেস্টা করি। হয়ত এখন ও ভাল কোন টিউন করা হয়নি, কিন্তু টেকটিউনের ভাল টিউন গুলো পরতে কখনও মিস করি না। টেকটিউনের সব টিউনারদের সাথে হয়তো পরিচয় নাই তবে কিছু টিউনার আছেন যারা তাদের সুন্দর সুন্দর টিউনের মাধ্যমে টেকটিউনকে সম্রিদ্য করেছেন পাঠকের মাজে স্থান করে নিয়েছেন তাদের মাজে আমাদের প্রিয় প্রবাসী ভাই ও একজন। হয়তো তিনি নিজেও জানেন না তার খুদ্র খুদ্র কাজের মাধ্যমে তিনি তার এক বিসাল পাঠক তৈরি করে ফেলেছেন।
আশা করি কারো একজনের ভুলের কারনে প্রবাসী ভাই তার অনুজদের ছেরে চলে জাবেন না।

আরও আশা করি টেকটিউনের ও উচিত তার সম্মানিত টিউনারদের প্রতি আর একটু যত্নবান হয়া । কারন কোন টিউনারই টেকটিউনে টাকা আয় করার উদ্দেশ্যে আসেনা হয়তো কেঊ আসে নিজের জ্ঞান সবার সাথে শেয়ার করতে আর কেউ আসে নিজের জ্ঞান আরও সম্রিদ্র করতে।

আমি বুঝলাম না। মনোমালিন্য হয়েছে ফ্রীলান্সিং এর ব্যাপারে। কিন্তু প্রবাসী ভাই কেন টেকটিউন ছাড়াবেন? 🙁

আমি একজন অদক্ষ টিউনার। আমার আশার মূল্যায়ন না হওয়াটা স্বাভাবিক, তার পরো কিছু না লিখে থাকতে পারলাম না। আমি টেকটউনস এর একজন অন্ধভক্ত। আমি কম্পিউটার খুলে আগে দেখি টিটি এবং প্রবাসী ভাই এর টিউনস। আজ খুব খারাপ লাগছে যে তিনি বিদায় নিচ্ছেন। আমি বেশি কিছু বলার নাই। শুধু জানতে চাই যে ভাই তাকে বিদেশী কামলা বলেছেন তিনি দেশের জন্য কি দিয়েছেন? আপনি কি জানেন দেশে কত অংশ কাজ সমাধান হয় এই বিদেশি কামলাদের অর্থে?

    @নিশাচর মামুন: ধন্যবাদ আপনাকে। আপনার মতোই হাজারো অন্ধ ভক্তদের ভালোবাসা এবং প্রবাসী ভাইয়ের মতো নিঃস্বার্থ কিছু মানুষের আত্মত্যাগই অন্যদের চেয়ে টেকটিউনস্ কে আলাদা মর্যাদা দিয়েছে। প্রিয় টিউনার এবং টিউন পাঠক মুদ্রার এপিঠ ওপিঠ তাই প্রিয় টিউনার না থাকলে টিউন পাঠকও হারিয়ে যাবে প্রকৃতির নিয়মানুসারে, আর আমরা কাউকেই হারাতে চাইনা। আমরা চাই টেকটিউনস্ হাজারও প্রযুক্তি প্রেমীদের মিলন মেলা হয়ে ছিলো হয়ে থাক। আর তাই ফিরে আসুন প্রবাসী ভাই।

আজকাল techtunes e ভালো মনের টিউন অনেক কমে গেছে । আজকাল টিউন হয় এইরকম নিয়ে নিন গরু ভিতরে ঢুকে দেখি ছাগল !!! এর সাথে যদি প্রবাসী ভাই এর মত টপ টিউনার রা আস্তে আস্তে যদি techtunes ছেড়ে দেই তাহলে কিছুদিন পড়ে টিউন হবে নিয়ে নিন গরু ঢুকে দেখবেন পিপড়া …প্লীজ প্রবাসী ভাই ফিরে এসো…

Level 0

HOPE TO SEE YOU SOON…>>>>>>>>>>>>>

    @2441139: আশা করি শীঘ্রই প্রবাসীর রাজসিক প্রর্ত্যাবর্তন দেখতে পাবো।

      @মোহাম্মদ খালিদ হোসাইন: ভাই, আপনার থেকে একটা মেইল রিপ্ল্র পেলাম এমনঃ “ভাই কিছু মনে করবেন না আপনিই আলোচ্য ঘটনার আরিফুল ইসলাম শাওন যিনি প্রবাসী ভাইকে বিদেশী কামলা বলেছে?” বাট এখানে দেখতেছি না!! 🙁

      বাই দ্যা ওয়ে, আমি এই কথা ওনাকে বলি নাই ভাইয়া! কে বলছে তাও জানি না।

        @আরিফুল ইসলাম শাওন: ভাই দুঃখিত আমার বুঝার ভুল ছিলো তাই আপনাকে কমেন্ট করেছিলাম। কিন্তু তারপর পরই সম্মানিত মডারেটর সোর্ডফিশ ভাই আমাকে ফোন করে ভূলটি শুধরে দিয়েছেন।এবং উক্ত কমেন্ট টি ডিলেট করে দিয়েছেন আমাকে জানিয়ে।

দেখুন follow me কি করেছে প্রথমে প্রবাসী ভাইয়ের সাথে https://www.facebook.com/photo.php?fbid=4107932936814&set=a.1325568299437.2040573.1237786014&type=1&theater

Level 0

laptopta nosto hoie gese tai mobile theke likhsi. Onek kisu hariye pelsi olpo kisudiner vitor ei jibon theke! Keho ke bujte dei nai kokhono. Perio Kisu harano je ki kosto, ta jar harai sei buje. Amar bathito hirodoi diye bolsi porbasi vai apni techtunes er moha mulloban nokhorto, apnar chole jawa techtuners er jonni onek boro khoti. Protek diner alor por ondhokar thake kintu abar o din fire ase. Plz, apni amader vitor fire asen, ei techtune ei fire asen. Je jekhane thaken vallo thaben.

হারিয়ে খুজি! পাব কি তোমায় খান রওনক আলী প্রবাসী?

আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে সবাইকে জানাই স্বাগতম। জানিনা আমার এই লেখাটি কতটুকু সফল হবে। তবে না লিখে থাকতে পারলাম না। ভুল হলে ক্ষমা করবেন।

বাংলা ভাষাবাষীদের জন্য সবথেকে বড় ও জনপ্রিয় সাইট হল টেকটিউন। আমি দিনের শুরুতে প্রথম এই সাইট খুলে দেখি। যেখান থেকে আমরা দল মত নির্বিশেষে শুধু নিয়েই যাচ্ছি। আমরা কি পেরেছি এখান থেকে যা নিয়েছি তার অল্প কিছু পরিশোধ করতে?আমরা পেরেছি যে গাছের ছায়ায় বসে বিশ্রাম করেছি তার ডাল ভাংতে। জাতি যখন কাল রাজনীতির কবলে পড়ে যুব সমাজ ধংশ হচ্ছে ঠিক তখনি নিরবে কিছু মানুষ চেয়েছে দেশের উপকার। সেরকমই একজন মানুষ হলেন খান রওনক আলী (প্রবাসী)। তিনি অনেকের কাছে আদর্শ। যে মানুষ দেশের বাইরে থেকে দেশের টানে করেছেন অনেক টিউন।আমরা কি পেরেছি দেশে থেকে তার মত দেশের কাজ করতে?

যে মহৎ ব্যাক্তিদের চেষ্টায় তিনি চলে গেলেন তাদের কাছে আমার প্রশ্ন।

১। আপনি দেশের জন্য কি দিয়েছেন?

২। বিদেশী কামলারা (প্রবাসী সকল ভাই) কি আপনার চেয়ে কম করছে?

৩। আপনি কি তাদের কোন কিছুই গ্রহন করেন না?

ভাই ভুল তো মানুষের জন্যই। তবে মানুষ ভুল করে একবার কিন্তু শয়তান ভুল করে বারবার।

আমি মানলাম প্রবাসী ভাই একটা ভুল করেছে, কিন্তু ভাই তার জন্য কিন্তু সে ক্ষমা চেয়েছে। ভাই আমরাও ফ্রীল্যান্সার। হতে পারি ক্ষুদ্র। ক্ষমা মহৎ গুণ।

প্রবাসী ভাই এর কাছে অনুরোধ।

ভাই আপনি কি চান কতিপয় মানুষের ভুলের কারণে সকল মানুষ তার শাস্তি ভোগ করুক?

লাখ মানুষের কামনা আপনি অভিমান ভুলে ফিরে আসবেন।

প্রবাসী ভক্তদের জন্য তার সাইট একানে ক্লিক করুন। নিয়মিত ভিজিট করে বুঝিয়ে দেয় প্রবাসীকে চায় তার ভক্তরা।

টিটিতে প্রবাসী ভাই কে নিয়মিত দেখতে চাই।

সহমত।

টিটিতে প্রবাসী ভাই কে নিয়মিত দেখতে চাই

Level 2

সহমত।

Level 0

এখানে একটা সূক্ষ্ম কুটনীতির চাল চলেছে। যে কোনভাবে প্রবাসিকে টিটি থেকে বের করার ইসরাইলীয় কুট বুদ্ধির প্রয়োগ হয়েছে। যারা এটা করেছে তারা টীটি সংশ্লিষ্ট কেউ নন কিন্তু কাজটা সেরেছে টীটির কিছু সাদস্যকে ভুল বুঝিয়ে- যারা ফ্রি ল্যান্সিঙ্গে জড়িত। আমি বলব ঐ দুরাচারদের কুট কৌশল প্রাবাসি ভাইকে আহত করেছে। আপাত বলা যায়, তাদের গোপন উদ্দেশ্য সফল হয়েছে ।

প্রিয় প্রবাসি ভাই আপনাকে বলছি।
টীটীতেই আপনাকে চিনি ও জানি। যদি আমার কথাগুলো বুঝে থাকেন তবে সিদ্ধান্ত নিন- আপনি কি ওদের কুট-কৌশলের কাছে মাথা নত করবেন, না দেশপ্রেমিক এই প্রজন্মের মুক্তিযোদ্ধার ভুকিকায় অবতীর্ণ হবেন।
সিদ্ধান্ত আপনার হাতে।
ভাল থাকবেন।

    @kazirhut: ভাই অসাধারণ মন্তব্য লিখেছেন। আশা করি প্রবাসী ভাই এর পূর্বেও কোন কোন কুট কৌশলের কাছে মাথা নত করেননি এবারও করবেন না বিজয়ের এই মাসে আরো একবার পরাজিত শক্তিকে পরাজিত করে সকল কুট-কৌশলের মূল উৎপাটন করবেন আমাদের সবার প্রিয় প্রবাসী ভাই আস্থা ও বিশ্বাসের অপর নাম।

    @kazirhut: আমার নয়, সবারই জানা উচিৎ কাজটার মুল নায়ক কে, স্ক্রীনশটটির একেবারে নীচে যার ছবি তিনিই স্ক্রীনশটটি নিয়েছেন এবং ছড়িয়েছেন । ওনার FB আইডিটা কেউ দিতে পারবেন ? ওনার কাছ থেকে কিছু শিখতাম আরকি

Level 0

আমি টেকটিউন্স এ নিয়মিতই আসি, কিন্তু লেখার অলসতার কারোণে কোন টিউনে কমেন্ট করা হয় না, কিন্তু আজকে প্রবাসী ভাইয়ের এ রকম বিদায় এর কথা শুনে, কমেন্ট না করে থাকতে পারনাম না!
পরিশেষে আমি এই আশাবাদ ব্যক্ত রেখে বলছি “প্রবাসী ভাই অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন”, তিনি তার টিউনে বলেছেন…“টিউন করা ছাড়লেও টেকটিউনস ছাড়ছিনা” আবেগবশত অনেককিছু লিখলেও এখান থেকেই বুঝা যায় টেকটিউন্সের প্রতি কেমন টান! আর যেহেতু টেকটিউন্সের প্রতি তার টান রয়েছে… তাই তিনি অবশ্যই টেকটিউন্সে আবার ফিরে আসবেন “ইনশাআল্লাহ”!

Level 0

ঘটনাটা যখন তখন সেটা আমার ফেসবুকের Home Show করছিলো আমি ও অনেক কষ্ট পেয়েছিলাম Follow me এর কমেন্ট দেখে তাঁর কমেন্টা এ রকম “ভাই তুমি কিছুই কিন নাই আজাইরা ফেসবুকে বড়লোকি দেখাও :D” তারপর প্রবাসী ভাই এটা বলে যা নিয়ে এত কথা।

Level New

“আমাদের সকলেরই প্রত্যাশা এতোগুলো মানুষের ভালোবাসার টান প্রবাসী ভাই উপেক্ষা করতে পারবেননা।” সহমত।

Level 0

প্রবাসীর বিদায়ী পোস্ট দেখে হতাশ। এখানের মন্তব্য গুলো দেখলেই রওনক ভাই বুঝতে পারবেন-তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালবাসা কেমন আছে। তার উপস্থিতি আমাদের কাম্য কিনা। একজন প্রবাসী হিসাবে জীবন থেকে নেওয়া শিক্ষা আমাদের চেয়ে উনারই বেশী। তাই আবারো বলবো তিনি তার সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করবেন। টিটিতে আবারো ফিরে আসবেন।
তবে, ফলো মি, ফলো করে মাইকিং করলেও কেউ কাউকে ফলো করানো যাবেনা, যতক্ষণ না তাকে ফলো করার মতো কিছু পাওয়া যাবে। এখানে কেউ যোগ্যতাহীন হয়ে ইন্টারনেটে বসে বসে বনের মোষ তাড়ায় না। প্রয়োজনেই কেউ কাউকে ফলো করে। রওনক ভাইকে কখনোই বলতে হয়নি ফলো মি, কিংবা এখানে ক্লিক করে টাকা কামানো ব্যবস্থা করে দিয়ে সফটওয়্যার নিন। কিন্তু এখানে রওনক ভাইয়ের উপস্থিতি কাউকে কাউকে ম্লান করে দিয়েছে বা দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে বলে অনেকে বেহুদা অনুমান করে তাকে আক্রমন করার সুযোগ খুজঁছিলেন বহুদিন ধরেই। তারা খুবই কৌশলে সফলতার দিকে যাচ্ছেন। একজন রওনক আলীকে সুবিধাবাদীরা টিটিতে না আনতে পারলেও বিদায় করতে পারছেন-সেটাতেই তারা আনন্দিত, অনেকের মন্তব্য দেখে তাই মনে হচ্ছে। নিজে কিছু করবেন না, অন্যকেউ করলেও আতেঁ লাগে-এই মানসিকতা নিয়েও বহু প্রযুক্তিবিদ ব্লগে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন।

রওনক ভাই ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করেছেন, হয়তো তার সাময়িক উত্তেজনাপূর্ণ মন্তব্যটি তাকে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে-দুঃখ প্রকাশের পর হয়তো ভুল বুঝাবুঝিটা থাকবেনা এবং রওনক ভাই আবারও টিটিতে লিখবেন-এমনটা আশা করছি। কেউ কেউ হয়তো দাবী করতে পারেন, রওনক ভাই যেন বাইতুল মোকারমের উত্তর গেটে দাড়িয়ে মাইকিং করে ক্ষমা চান-তাহলে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্নতোলা যাবে এবং সূদূরপ্রসারী কুভাবনাটিও অন্যান্য ব্লগারের কাছে কুৎসিতভাবে ধরা দিবে।