বিসমিল্লাহির রহমানির রাহিম
টেকটিউন্সের মডারেটরদের নিকট আবেদন এই প্রতিযোগীতাকে সাফল্য মন্ডিত করতে ও সকলকে এ ব্যাপারে অবগত করতে টিউনটি পেন্ডিং করে দিবেন না ।
আলোর নিশান এর উদ্যোগে আয়োজন করা হয়েছে অনলাইন ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগীতার ।
এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবেন যে কেউ ।
যেভাবে অংশগ্রহন করবেন
১. প্রথমে আপনার (অথবা আপনার আশেপাশের যে কেউ ।)
কোরআন তেলাওয়াত রেকর্ড করুন ।
অবশ্যই আগে আপনার নাম , বয়স বলে নিবেন ।
যেমনঃ আসসালামু আলাইকুম আমি মোঃ অমুক ,আমার বয়স এত ,তারপর কোরআন তেলাওয়াত (একটি অডিও ফাইলের মধ্যেই থাকতে হবে)
২. কোন ছোট কিংবা বড় সূরার অংশ বিশেষ সহিহ্ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে ।
৩. তারপর অডিও ফাইলটা [email protected]
এ ইমেইল করে পাঠিয়ে দেন ।
অবশ্যই সাথে আপনার নাম , বয়স ,ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাবেন ।
৪. প্রতিযোগীতা চলবে এই ১/১২/২০১২ তারিখ পর্যন্ত ।
সেহেতু ২৯/১২/২০১২ তারিখ পর্যন্ত তেলাওয়াত পাঠানো যাবে ।
৫. প্রতিদিন প্রাপ্য তেলাওয়াতগুলো রেডিও আলোর নিশানে প্রচার করা হবে ।
এবং সেইসাথে তেলাওয়াত নিয়ে আলেম (বিচারকদের)দের আলোচনাও প্রচার করা হবে ।
চূড়ান্ত প্রতিযোগীতা ও ফল প্রচার করা হবে ১/১২/২০১২তারিখে , ৩:৪০মিনিটে রেডিও আলোর নিশান এ ।
পুরস্কার
১. প্রতিদিনের বিজয়ীকে 200 MB হোস্টিং (এক বছরের জন্য)অথবা সমমানের টাকা পুরস্কার দেওয়া হবে ।
২. চূড়ান্ত বিজয়ী তিনজন নির্বাচন করা হবে (সুললীত তেলাওয়াত ও শুদ্ধ উচ্চারনের ভিত্তিতে)
প্রথম পুরস্কারঃ ১টি ইসলামিক বই (লেখকের অটোগ্রাফ সহ), একটি ইসলামিক সঙ্গীতের সিডি ক্যাসেট , ১০০টাকা মোবাইল রিচার্জ ।
দ্বিতীয় পুরস্কারঃ ১টি ইসলামিক বই (লেখকের অটোগ্রাফসহ) , একটি ইসলামিক সঙ্গীতের সিডি ক্যাসেট ।
তৃতীয় পুরস্কারঃ ১টি ইসলামিক সঙ্গীতের সিডি ক্যাসেট ।
প্রাথমিকভাবে নির্ধারিত পুরস্কার ।পরবর্তিতে স্পন্সরের ভিত্তিতে প্রতিযোগীতার পুরস্কার বাড়বেন ।
স্পন্সর হতে কিংবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01674280138 , 01744991905
ফেসবুকঃ এখানে ক্লিক করুন
ইমেইলঃ [email protected]
আরও বিস্তারিত জানতে ও প্রতিযোগীতার আপডেট জানতে লাইক দিন অফিসিয়াল পেজে
আল্লাহ হাফেজ ।
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
What nice post…..ধন্যবাদ উদ্যগদাতাদের…..