পৃথিবীতে কতই না শক্তিশালি লোকের জন্মগ্রহন হয়েছে তবে কতজনের ভাগ্যেই বা সাধারন অথবা সন্মানজনক মৃত্যু হয়েছিল। যারা নিজেদের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালি বলে দাবী করত তারাই একদিন নিকৃষ্ট ভাবে মারা গিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে এখনও স্বরনীয় হয়ে আছে। কিন্তু যারা পৃথিবীর মানুষকে দেখিয়েছিলেন শান্তির পথ যা মানুষের জন্য আলোকময় পথ। যা সত্য এবং সবসময়ই তা থাকবে। যুগে যুগে কতই না নবী রাসূল এসেছিলেন এবং পৃথিবী থেকে বিদায় ও নিয়েছেন। তাদের কোন পিছুটান ছিল না, না ছিল তাদের কোন লোভ লালসা যার জন্য তারা হয়েছিলেন নবী। তাদের জীবনইতো সার্থক। পৃথিবীতেও তারা সন্মানীত এবং আখিরাতেও তারা সন্মানীত হবেন। এর আগে কখনই এই ধরনের টিউন করি নাই তাই হয়ত এই সাইটে এই রকম টিউন টা অনেকেই বেমানান মনে করতে পারেন তবে ইতিহাস তো সবসময়ই সত্যের কথা বলবে। এজন্যই মূলত এই টিউনটি করা।
এটি হযরত ইমাম হুসাইন (তার উপর শান্তি বর্ষিত হোক) এর রক্তমাখা কিতাব যাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর (তার উপর শান্তি বর্ষিত হোক) নাতী। এই কিতাবটি এখনও Topkapy museum, Turkey তে সযত্নে রাখা আছে।
এটি সেই যমযমের কূপের পানি যা হযরত ইসমাঈল (আঃ) এর (তার উপর শান্তি বর্ষিত হোক) ঘটনার প্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল। যার জন্য এখনও মানুষকে লাইন ধরে পানি সংগ্রহ করতে হয়।
এটি সেই কাবা শরীফ যার দিকে আমরা কেবলামুখী হয়ে নামায আদায় করি। এটি অনেক আগের তোলা একটি ছবি। তবে বর্তমানে এটার মধ্যে সৌদি আরবের রাজা এবং উচ্চপদস্ত কর্মকর্তাদের জন্যই খোলা হয়।
এটি পুরানো কাবার দরজা যা এখন Topkapy Museum-এ রাখা আছে।
এটি মসজিদে নবাবীর একটি পুরাতন চিত্র তবে বর্তমানে এটি এতটাই আকর্ষনীয় করা হয়েছে এবং এর স্থানও যথাসম্ভব বাড়ানো হয়েছে।
এটি সেই Maqam-e-Ibrahim যা কাবা শরীফ তাওয়াফের জন্য সরিয়ে ফেলা হয়েছে।
এটাই সেই উহুদের গুহা যেখানে আমাদের প্রিয় নবী আল্লাহর নিকট নিরবে প্রার্থনা এবং বিশ্রাম নিতেন।
এগুলো হযরত ইবরাহীম (আঃ)-এর (তার উপর শান্তি বর্ষিত হোক) পায়ের ছাপ।
এটি হযরত ইমাম বুখারী (রঃ)-এর মাজার শরীফ।
হযরত মুহাম্মাদ (সঃ)-এর (তার উপর শান্তি বর্ষিত হোক) ব্যবহৃত সীল মোহর যা তুর্কীর জাদুঘরে সংরক্ষন করে রাখা আছে।
অনেকেই এই স্থানটিকে হযরত নূহ (আঃ)-এর (তার উপর শান্তি বর্ষিত হোক) মাজার শরীফ মনে করে থাকেন। আবার অনেকের মতে জর্দান, লেবানন অথবা ইরাকের কোন এক স্থানে তার মাজার শরীফ। তবে এই ব্যপারে আল্লাহই সর্ব জ্ঞানী।
কাবা শরীফের ভিতরে রাজার অবস্থান
এই সেই হেরা গুহা যেখানে আমাদের নবী সবচেয়ে বেশী সময় নিরবে প্রার্থনায় ব্যস্ত থাকতেন।
পবিত্র কাবা শরীফের নকশা
আমাদের প্রিয় নবীর পায়ের ছাপ।
১৩৮১ সালের কাবা শরীফের জায়গার ছবি
কাবা শরীফের আগের দরজার চাবি
বিদ্রঃ বিস্তারিত জানতে এই সাইটটি থেকে আপনারা ঘুরে আসতে পারেন।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
nice