সমুদ্রের একটা বৈশিষ্ট যেটি কুরআন এর একটি আয়াত এর সাথে সম্পর্কিত যা সম্প্রতি আবিস্কার হয়েছে । আয়াত টি হল
“তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র পাশাপাশি। তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য অন্তরাল”(সূরা আর- রাহমান, ১৯-২০)
সমুদ্রের বৈশিষ্টটি হল ,তারা পাশাপাশি প্রবাহিত হবার পরও এদের পানির মধ্যে কোন রকম মিলন সংঘটিত হয় না। এটি সমুদ্রবিজ্ঞানিরা মাত্র কিছু দিন বা বছর আগে আবিস্কার করেছে। পানির পৃষ্ট- টান এর কারনে এই ঘটনাটি ঘটে থাকে। বিভিন্য সমুদ্রের পানির ঘনত্ব বিভিন্ন হয়ে থাকে, তাই তাদের পৃষ্ট- টান তাদের পরস্পর মিলিত হওয়াকে প্রতিরুধ করে। যেন তাদের মাঝে একটি সুক্ষ দেয়াল অবস্থিত।
স্যাটেলাইটে জিব্রালটার প্রণালী
মেডিটারেনিয়ান সাগরের পানি এবং আটলান্তিক মহাসাগরে জিব্রালটার প্রণালীর মাধ্যমে প্রবেশ করে। তাদের মধ্যে অনেক শক্তিশালী ঢেও ও পানির স্রোত থাকা সত্ত্বেও উভয় এর পানির ঘনত্ব, লবনাক্ততার , তাপমাত্রার কিংবা কোন বৈশিষ্টের কুনো রকম পরিবর্তন হয় না।
মজার বিষয় এইযে যখন পদার্থবিজ্ঞান, পৃষ্ট- টান কিংবা সমুদ্রবিজ্ঞান সম্পর্কে আকেবারে শূন্য প্রায় বা নাই বললেই চলে এমন জ্ঞান ছিল তখন এই সত্যটি কুরআন এ নাযিল হয়। এর চেয়ে আরও মজার খবর এই যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) আরবের মরুভুমিতে বসবাস করতেন। সেই অবস্থায় একমাত্র মহান আল্লাহ্ তায়ালাই পারেন এই বানী পৌছাতে।
আরও জানতে লাইক করুন
https://www.facebook.com/TheExistanceOfAllahOnTheLightOfScience
আমি Md. Faisal Mirza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor. Chalia jan.