সবাই একটু দৃষ্টি দেন ….আপনার সদয় দৃষ্টি হয়ত কারো মুখে হাসি ফুটাতে পারে …

আমি techtunes এর নিয়মিত পাঠক । প্রায় ৩ বছর যাবত আপনাদের সাথে আছি । কোনদিন কোনও টিউন করিনি কিন্তু বিবেক এর কাছে হার মানলাম । যাই হোক এইটা আমার প্রথম টিউন ক্ষমার দৃষ্টি তে দেখবেন । গত ঈদ এর ছুটি তে বেড়াতে গিয়েছিলাম ধোপাছড়ি যেটা চট্টগ্রাম জেলার চন্দনাঈশ থানার অন্তর্গত । খুবই মনোরম পরিবেশ এবং পাহাড় নদীর সমননয়ে যেন রূপকথা কেও হার মানই ।আমি আবার সাপ ভক্ত আমার এক কাজিন আমাকে জানাই যে ধোপাছড়ি তে কিং কোবরা(আঞ্চলিক ভাষা  কালান্তর সাপ )এর দেখা পাওয়া গেছে  এবং লিসেরাঙ্গ ফুল (আঞ্চলিক ভাষা আসল নাম আমার জানা নেই ) এই ফুল টি ১২ বছর পর একবার ফুটে সেটিও ফুটেছে মনে মনে বললাম এই চান্স মিস করা যাবে না   । যদিও কোনটাই আমার ভাগ্যে ছিলনা  মি॰ কিং কোবরা সাহেব নাকি  ৩ দিন ধরে গায়েব (মনে হয় আমার আসার খবর পেয়ে) আর লিসেরাঙ্গ ফুল টি অনেক দুর্গম পাহাড়ের উপরে আমি যেতে চাইলেও আমার সঙ্গীরা বেকে বসে কারণ ইদানিং বন্য হাতির আক্রমণ বেড়ে গেছে । যাক এইসব কথা এই বার আসল কথাই আসা যাক ধোপাছড়ি বাজারের কাছে একটি বন বিহার আছে আমরা সেখানে ঘুরতে গেলাম গিয়ে জানতে পারলাম এই বিহারটি নাকি ১৯৭১ সালে মুক্তি বাহিনীর কেম্প ছিল । পরে পাক হানাদার বাহিনী বিহারটি সহ ধোপাছড়ি বাজার ,১৬ টি বৌদ্ধ বাড়ি  মুক্তি বাহিনীকে থাকতে দেওয়ার অপরাধে আগুন লাগিয়ে দেয়। সেই দু সহ স্মৃতি  বলতে গিয়ে কান্নায় ভেঙে পরে বন বিহার পরিচালনা কমিটির সেক্রেটারি মুক্তি যোদ্ধা মাস্টার  দুলাল বড়ুয়া । তিনি আক্ষেপ সহকারে বলেন আমরা নির্দিধায় মুক্তি বাহিনীকে বন বিহারটি তাদের কেম্প হিসেবে বেবহার করতে দিয়েছিলাম । কিন্তু দেশ স্বাধীন হবার পর কেউ বিহারটির দিখে ফিরেও দেখেনি দীর্ঘ ৪১ বছর পরেও কোনও সংস্কার করা হইনি । এখনো পুড়ে যাওয়া মাটির দেয়াল এবং টিন যার সাক্কী বহন করে চলছে । দেশের কোনও ধর্মীয় উপসণালয় এর অবস্তা এত করুন নয় । কেউ এখানে আসে না তারা আমার হাতে camera দেখে আমাকে সাংবাদিক মনে করে  । জন প্রতিনিধিরা ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যাই পরে আর কোনও খবর নেই না।আমরা চাই এই বিহার টি কে মুক্তি যুদ্দের স্মৃতি হিসেবে ঘোষণা  করুক  এবং এর সংস্কার করুক । বলতে পারেন আমি কেন একটি নন টেকি পোস্ট করলাম জবাবে আমি বলব techtunes হল সর্ব বৃহত বাংলা কম্যুনিটি  সাইট এখানে লিখলে করো না কারো  চোখে পরবে।  আমি কিছু ছবি তুলেছি অপটু হাতে নিচে দিয়ে দিলাম । আর ধোপাছড়ি কে সরকার চাইলে মনোরম পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে পারে । কে বলতে পারে ভবিষতে  NATIONAL GEOGRAPHY ,DISCOVERY, ANIMAL PLANET channel হয়ত হানা দিতে পারে কিং কোবরার স্বনধানে(!) যার হাত ধরে আমরা সারা পৃথিবীতে নিজেদের অস্তিত্ত  জানান দিব । অথবা কোনও পাহাড়ী রমণীর খোপাই লিসেরাঙ্গ (!) ফুল দেখে থমকে যাবে কোনও বিদেশী পর্যটক  সে মনে মনে বলবে আমার জীবন সার্থক যে আমি বাংলাদেশে বেড়াতে এসেছি ।  

Level 0

আমি Hasnat Towhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Share korar jonno donnobad.Kintu ami grame thaki,amar ke ba korar acha.

আপনাকেও ধন্যবাদ @ শ্যামল কুমার জয়

thanks for share but kico korte parle onek balo hoto

@মেহেদী হাসান জিছেল আপনাকেও ধন্যবাদ । কোন সাংবাদিক ভাই যদি লিখাটা দেখেন তাহলে দয়া করে পত্রিকায় ছাপাবেন।