ল্যাপটপ রিভিউঃ বাজারের সবচেয়ে কম মূল্যের তিনটি ল্যাপটপ (দ্রষ্টব্যঃ লো কনফিগারেশন)

আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজ হাজির হয়েছি বাংলাদেশের বাজারের সবচেয়ে কমমূল্যের তিনটি ল্যাপটপের খবর নিয়ে।  প্রথমেই বলে নিচ্ছি এই ল্যাপটপ গুলো কেবল মাত্র তাদের জন্য, যাদের শুধু গান শোনা, মুভি দেখা, টুকটাক অফিসের কাজ আর হালকা ইন্টারনেট ব্যবহার করলেই চলে। আপনি যদি এদের মধ্যে থাকেন তবেই কেবল এই টিউন আপনার কাজে আসবে। অনেক সময় বাসায় ছোট বাচ্চাদের জন্য অভিভাবকগণ কম্পিউটার কিনে থাকেন কিন্তু আজকাল বিদ্যুৎ এর যা অবস্থা আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সবাই ল্যাপটপ কেনাটা সমীচিন মনে করেন। কাজেই যদি খুব কম খরচে ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন তবে নিচের মডেল গুলোকে তালিকায় রাখতে পারেন। আর যদি কম টাকায় ভাল মানের ল্যাপটপ কিনতে চান তবে আপনাদের বিভিন্ন অনলাইন মার্কেটে চোখ রাখতে হবে কম দামে স্বল্প ব্যবহৃত ল্যাপটপ কেনার জন্য। তাহলে আসুন দেখে নেই কোন কোন মডেল পাচ্ছেন সবচেয়ে কম মূল্যে।

#০১. Compaq Presario CQ43-303AU: সর্বনিম্ন মূল্য মাত্র ২৬,৯০০/- টাকা।

এটি বাজারের সবচেয়ে কমমূল্যের ল্যাপটপ। নিচে দেখে নিন এর ছবি।

প্রসেসরঃ AMD Dual Core E450 গতিঃ ১.৬৫ গিগা হার্টজ (১ মেগা বাইট এল২ ক্যাশ মেমরি)

চিপসেটঃ AMD

গ্রাফিক্সঃ এএমডি রেডিয়ন এইচডি ৬৩২০

স্ক্রীন রেজ্যুলেশনঃ ১৩৬৬*৭৬৮ (১৪.১" এইচডি ব্রাইটভিউ ডিসপ্লে)

র‍্যামঃ ২ গিগা বাইট ডিডিআর৩ (১৩৩৩মেগা হার্টজ)

রমঃ ডুয়েল লেয়ার মাল্টি ডিভিডি রাইটার

হার্ডডিস্কঃ ৫০০ গিগা বাইট @৫৪০০rpm

ব্লুটুথঃ ২.১+ইডিআর

ওয়েব ক্যামঃ ৬৪০*৪৮০ (ভিজিএ)

ওয়াই ফাইঃ আছে

অন্যান্যঃ RJ45 পোর্ট, টাচ প্যাড (মাল্টিটাচ সাপোর্ট), ভিজিএ পোর্ট, ইউএসবি পোর্টঃ ২.০ তিনটি, এ্যাল্টেক ল্যান্সিং স্পিকার ইত্যাদি।

ব্যাটারী ব্যাকআপঃ ৩ঘন্টা (৬-সেল ব্যাটারী)

#০২. Dell Inspiron 4050; সর্বনিম্ন মূল্যঃ মাত্র ২৭০০০/- টাকা

প্রসেসরঃ ইন্টেল সেলেরন (২য় প্রজন্মের) B815; গতিঃ ১.৬ গিগা হার্টজ; ২ মেগা স্মার্ট ক্যাশ মেমরি

গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি গ্রাফিক্স

স্ক্রীন রেজ্যুলেশনঃ ১৩৬৬*৭৬৮ (এইচডি এলইডি ১৪.১")

র‍্যামঃ ২ গি.বা. ডিডিআর৩

রমঃ ডুয়েল লেয়ার মাল্টি ডিভিডি রাইটার

হার্ডডিস্কঃ ৩২০ গিগা বাইট @৫৪০০rpm

ব্লুটুথঃ  ২.০+ইডিআর

ওয়েব ক্যামঃ ১.৩ মেগা পিক্সেল

ওয়াই ফাইঃ আছে

অন্যান্যঃ RJ45 পোর্ট, টাচ প্যাড (মাল্টিটাচ সাপোর্ট), ভিজিএ পোর্ট, HDMI পোর্ট,ইউএসবি পোর্টঃ ২.০ তিনটি ইত্যাদি।

ব্যাটারী ব্যাকআপঃ ৩ঘন্টা (৬-সেল ব্যাটারী)

#০৩. তোশিবা স্যাটেলাইট সি৮০০-১০০৫ সর্বনিম্ন মূল্যঃ ২৭,৯০০/- টাকা মাত্র

প্রসেসরঃ ইন্টেল সেলেরন (২য় প্রজন্মের) B820; গতিঃ ১.৭০ গিগা হার্টজ; ২ মেগা স্মার্ট ক্যাশ মেমরি

চিপসেটঃ ইন্টেল এইচএম ৭৭

গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি গ্রাফিক্স

স্ক্রীন রেজ্যুলেশনঃ  ১৩৬৬*৭৬৮ (১৪.০" এইচডি ক্লিয়ার সুপার ভিউ ডিসপ্লে)

র‍্যামঃ ২ গিগা বাইট ডিডিআর৩ (১৩৩৩মেগা হার্টজ)

রমঃ ডুয়েল লেয়ার মাল্টি ডিভিডি রাইটার

হার্ডডিস্কঃ ৫০০ গিগা বাইট @৫৪০০rpm

ব্লুটুথঃ ৪.০

ওয়েব ক্যামঃ ১.৩ মেগা পিক্সেল

ওয়াই ফাইঃ আছে

অন্যান্যঃ RJ45 পোর্ট, টাচ প্যাড (মাল্টিটাচ সাপোর্ট), ভিজিএ পোর্ট, ইউএসবি পোর্টঃ ২.০*২ এবং ৩.০*১ ; এইচডিএমআই  ইত্যাদি।

ব্যাটারী ব্যাকআপঃ ৩ঘন্টা (৬-সেল ব্যাটারী)

এক বছরের ওয়ারেন্টি থাকছে সব কটি ল্যাপটপের সাথেই

তবে উপরের এই তিনটি ল্যাপটপের মধ্যে সার্বিক বিবেচনায় ২৭৯০০ টাকা মূল্যের তোশিবা স্যাটেলাইট সি৮০০-১০০৫ টিকেই এগিয়ে রাখা হচ্ছে। যারা প্রাইমারী লেভেল কম্পিউটিং এ  অভ্যস্ত বা বাড়িতে সাধারণ কাজের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য আদর্শ ল্যাপটপ হিসেবে এটাকে বিবেচনা করা যায়। বিশেষ করে ছাত্রদের জন্য খুবই কাজের হবে এই ল্যাপটপটি, যদিও আজ কাল কোর আই সিরিজের দিকেই সবার চোখ। কিন্তু যারা কম মূল্যে একটি ল্যাপটপের মালিক হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য এই ল্যাপটপ গুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ নতুন কোন পোস্ট নিয়ে শীঘ্রই আবার হাজির হব ইনশাল্লাহ্‌। সবাই সুস্থ থাকুন ভাল থাকুন এই কামনায়, আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম 😀

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য

core i3 laptop er dam sorbonemno koto hoba?

Level 2

Thanks for giving important information. hope u will continue infuture.

hmm, nice. but amar core i7 er laptop asa.

Level 2

Jotil post. 🙂

Level 0

Nice………..

Level 0

Number 2nd Dell will be the best choice!! A Great Post for those who wants lot in less.
Here i made a post of Best Features in Apple iPhone 5 I am interested in writing in TT, but the problem is writing in Bangla. But I will do this definitely.