জেনেশুনে আমারা আর কতদিন নিজের পরিবারের মান সন্মান নষ্ট করবো?

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার খুব ভালো লাগে।আমি আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ।কারন আজ দেখলাম টেকটিউনস এ ইংরেজি টিউন? কিছু টিউনারদের টিউনের অত্যাচারে ইদানিং টেকটিউনস আসতেই ভাল লাগেনা ।এ সমস্যা সুধু আমার না ।আমি মনে করি এই সমস্যা আপনাদের ও হয় ।

আমরা টেকটিউনসের সকল টিউনাররা কিছু সমস্যার মুখোমুখি হয় যার সমাধান আমরা নিজেরা সমাধান করতে পারিনা ।যেমন- ধরুন আপনার টিউন করতে না করতেই টেকটিউনস মুছে ফেলছে ।আমি আজ আপনাদের কিছু কথা বলবো ।আমার কথা মেনে চললে হয়তবা আপনার কষ্ট করে লেখা টিউনস হট টিউনস এ স্থান পাবে ।যদি হট টিউনস এ স্থান নাও পায় তবুও টেকটিউনস থেকে মুছে যাবেনা ।

আমরা টেকটিউনসের টিউনাররা সবাই মিলে প্রতিদিন ধরুন ১০০-২০০ টি টিউনস করি ।কিন্তু প্রতিদিন প্রকাশিত হয় বা টেকটিউনসে থাকে ১০-২০ টি টিউনস ।এই প্রশ্ন সকল টিউনার দের ।টেকটিউনস এ যদি টিউনস এর প্ররিমান বেশি হয় তাহলে সমস্যা কোথায় ?টিউনস মুছে ফেলে টেকটিউনসের কি লাভ ?টিউন মুছে না ফেললেই তো টেকটিউনসের বেশি লাভ ।কারন তখন বেশি ভিজিটর আসবে এবং টেকটিউনস এর সুনাম বাড়বে ।

আপনার বা আমাদের এই ধারণাটা পুরোপুরি ভুল ।কারন আমারা কখনো টেকটিউনসের ধারা বা নিয়ম না মেনে টিউনস করি না ।টিউন করার সময় জাস্ট এড নিউ পোস্ট এ ক্লিক করি এবং টিউন করার বডিতে/জায়গায় টেকটিউনসের নিয়মগুলো না দেখেই তা মুছে দিয়ে টিউন লিখা শুরু করি ।এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ ।কেননা একমাত্র আমাদের কারণেই টেকটিউনসের সুনাম নষ্ট বা বাড়তে পারে ।আমারই পারি টেকটিউনস কে ধংস বা টেকটিউনসকে আরো প্রসারিত করতে ।যেমন-ছেলে মেয়েদের কারণে বাবা মায়ের সুনাম বাড়ে বা বাবা মা মানুষের কাছে অপমানিত হয় ।

রেফারেল লিঙ্ক

আমরা টিউন করার সময় খুব সুন্দর করে লিখি কিন্তু যখন লিঙ্ক প্রবেশ করাই তখন লিঙ্কে আমার বা আপনার রেফারেল লিঙ্ক ঢুকিয়ে দেয় ।এটা কি ঠিক বলেন ?এতে করে আপনি টেকটিউনস এর নিয়ম ভঙ্গ করলেন এবং টেকটিউনস এর সকল পাঠক ও টিউনারদের সাথে বেইমানী করলেন ।কারন আমি বা আপনি খুব ভালো লিখি ।তাই সবাই আমার বা আপনার লিখা পরে ।এখন আপনি অজান্তে তাদের রেফারেল করে নিজের সার্থ হাছিল করলেন ।এটি কি বেইমানী না ?বিশেষ করে বর্তমান যত অনলাইন আয়ের নামে টিউনস হচ্ছে তার বেশির ভাগই রেফারেল এ ভরা ।আমি ভাবতাম আমারদের জন্য কত ভালো ভালো টিউনস প্রকাশিত হচ্ছে ।কিন্তু পরে দেখলাম না !এই টিউনস এর মাধ্যমে উক্ত টিউনার আমাকে ধোকা দিচ্ছে ।আপনারা বিশ্বাস না করলে অনলাইন এর যে সব টিউনস প্রকাশিত আছে তার যে কোনো একটা টিউনস দেখুন এবং ওই টিউনস এ দেওয়া লিঙ্ক এ ক্লিক না করে নিচের ধাপ অনুসরণ করুন ।

এই লিঙ্ক/এখানে এর উপর মাউস এর বাম বাটনে ক্লিক করুন> কপি লিঙ্ক এড্রেস এ ক্লিক করুন>এখন আপনার ব্রাওজারে পেস্ট করুন ।দেখুন এটি উক্ত ওয়েবসাইটের মূল ঠিকানা নয় ।এটি একটি রেফারেল লিঙ্ক ।বর্তমানে টেকটিউনসে আমারা এই রকম রেফারেল পাবার জন্য টিউনস করি ।এতে আমাদের লাভ টেকটিউনসে ভিজিটর বেশি সেইজন্য রেফারেল বেশি পাওয়া যায় ।এতে করে আমারা টেকটিউনসকে ধংসের মুখে ঠেলিযে দিচ্ছি ।এর অর্থ হলো "যে থালাতে ভাত খাওয়া আবার সেই থালাতে লাথি মারা" ।এখন টেকটিউনস বাচতে আমাদের এই সব টিউনস মুছে দেয় ।এটা কি টেকটিউনসের অপরাধ ,না আমাদের অপরাধ ?

কপি করা টিউন

আমরা সবসময় সর্টকাট কাজ করতে পছন্দ করি ।একটা টিউনস হুবহু টেকটিউনস এও দেখা যায় এবং অন্য ব্লগ সাইটেও দেখা যায় ।বুঝতে পারিনা ,উক্ত পোস্ট /টিউন টি কোথায় মূলত প্রকাশ হয়েছিল ।কেও টেকটিউনস থেকে কপি করে এখানে এনেছে না কি এখান থেকে কপি করে টেকটিউনস এ নিয়ে গিয়েছে ।

এটি পুরো পুরি অন্যায় ।আমি এক জায়গায় অনেক কষ্ট করে টিউন লিখবো আর আপনি এই টিউন কপি করে অন্য ব্লগে পেস্ট করবেন ।এই কাজটা আমারা অনেকেই টেকটিউনসে করে থাকি ।এর জন্য আমাদের টিউনস টেকটিউনস মুছে ফেলে ।এটা কি টেকটিউনসের অপরাধ,না কি আমাদের অপরাধ ?

সুনির্দিষ্ট না করে এলোমেলো টিউন

আমারা টিউন করার সময় ৫০- ১০০ শব্দ লিখে পাবলিশ এ ক্লিক করি ।আপনি বলুন ১০০ শব্দের টিউনস পরে আমরা বা পাঠকরাই কি বুঝবো?এটাকে কি টিউনস বলা চলে ?

তখন আমাদের টিউনস টেকটিউনস মুছে ফেলে ।এটা কি টেকটিউনসের অপরাধ,না কি আমাদের অপরাধ ?

টেকটিউনস নীতিমালার "প্রতিটি নীতি" ভাল করে পড়ুন ও বুঝুন

আমরা বারবার এই রকম অপরাধ করতে থাকি তখন টেকটিউনস বাধ্য হয়ে আপনার বা আমার টিউন করা বন্ধ করে দেয় ।এটা কি টেকটিউনসের অপরাধ ?

আপনারা টিউনস করার পূর্বে টেকটিউনসের সকল নিয়ম গুলো ভালোভাবে এখান থেকে দেখে নিন এবং টিউনস করার পূর্বে -টিউনস লেখার জায়গায় বা এডিটরে কি লিখা আছে তা ভালোভাবে পরে টিউনস করবেন ।দেখবেন আপনার টিউনস কখনো টেকটিউনস মুছে ফেলবে না ।

নিজ থেকে টিউন লিখুন মৌলিক টিউন লিখুন

সবসময় নিজে থেকে লেখার চেষ্টা করুন দেখবেন ভালো লাগবে এবং বেশি বেশি মন্তব্য পাবেন ।শুধু তাই নয় আপনার লেখা হবে আনকমন একটা টিউনস ।দেখবেন আপনার টিউনস সারা জীবন টেকটিউনসের পাতায় রয়ে গেছে ।

শেষ কথা

সবসময় লিঙ্কে মূল ওয়েবসাইটের ঠিকানা দিবেন ।এর পরও যদি টেকটিউনস আপনাদের কষ্ট করে লিখা টিউনস মুছে দেয় ।তখন ভাববো আমাদের কোনো দোষ নেই সব দোষ টেকটিউনস এর ।তাহেল আমি কথা দিচ্ছি ।আমি আপনাদের নিয়ে নতুন টেকটিউনস তৈরী করব ।আর যদি আমার দেখানো পথে চলে আপনার লেখা টিউনস মুছে না গিয়ে হট টিউনস এ স্থান পায় তাহলে আমাকে একটা ধন্যবাদ না দিয়ে টেকটিউনস কে একটা ধন্যবাদ দিয়েন ।কেননা আমি যত টুকু শিখেছি টেকটিউনস থেকেই শিখেছি।

সবাই ভালো থাকবেন এবং টেকটিউনসের ধারা মেনে টিউনস করবেন,অযথা রেফারেল লিঙ্ক দিবেন না ,কপি করা টিউনস টেকটিউনসে পেস্ট করবেন না ,যদিও একটু কপি করেন তাহলে পূর্ব প্রকাশিত কথাটা উল্লেখ করুন ।দেখবেন একদিন টেকটিউনস বিশ্বের মধ্যে এক নাম্বার প্রযুক্তিগত ব্লগ সাইট নামে সুনাম অর্জন করেছে ।এটা টেকটিউনস এর গর্ব নয় এটা আমাদের গর্ব।কেননা আমাদের লেখা টিউনস এর মান অন্যান ব্লগ সাইট এর লেখা টিউনস এর চেয়ে উন্নত তাই আমার ব্লগ সাইট টেকটিউনস একদিন ঠিকই অনেক দূর এগিয়ে যাবে ,সাথে আমরাও ।

আরো বিস্তারিত

কিছু অসাধু বাক্তি আমাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করতেছে ।তাই আমি আমার এই টিউনটি পুনরায় আপনাদের সামনে তুলে ধরলাম ।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুরুত্বপূর্ন কথাগুলো খুবই সুন্দর করে গুছিয়ে লিখেছেন ।
রেফারেল লিঙ্ক এবং কপি পোষ্ট দুটো পয়েন্ট খুবই ভালো লিখেছেন ।
টিটি সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া খুবই জরুরী ।

ধন্যবাদ সাগর ।।

thanks for your advice.

ভাল লাগল। টেকটিউন্সে নিজের পোস্ট ডিলিট করার ব্যবস্থা রাখা উচিত। কেননা একই ব্যাপারে যদি কেউ টিউন আপগ্রেড করেন তবে আগের টিউনটি সরানোর ক্ষমতা টিউনারের থাকা উচিত। কি বলেন সবাই?

দারুন লিখছেন ধন্যবাদ

আমি কিছু বিষয় জানতে চাই দয়া করে জানাবেন। আমি আগে পিসিহেল্পলাইনবিডি ব্লগে দুই অথবা তিনটা বিষয়ে লিখেছিলাম। ওই ব্লগের ইউজার নেম,পাসওয়ার্ড,ইমেইল ভুলে যাই। পরে টেকটিউনস এ লেখা শুরু করি। লেখার পূর্বে নীতিমালা পড়ে নিয়েছিলাম। আমার পূর্বের ব্লগে লিখা একটা টিউন সামান্য আপডেট করে কপি পেষ্ট করে দিয়েছিলাম এবং টিউনের শেষে পূর্বে প্রকাশিত লিংক দিয়েছিলাম। কিন্তু টিউন প্রকাশের পর দেখলাম পূর্বে প্রকাশিত লেখা এবং লিংক দুইটাই নাই।তবে টিউনটি প্রকাশিত হয়েছে এবং বেশ জনপ্রিয়তা ও পেয়েছে। এটা কেন হয়েছে বিষয়টা বুঝতে পারিনি এবং কাউকে জানাইওনি। আমি আমার লেখা টিউনে দুই একটা সফটওয়্যার শেয়ার করেছিলাম যেগুলো অফিসিয়াল ওয়েব সাইটে এখন নেই। আমি জানিনা সেগুলো কিভাবে এবং কোন সাইটে আপলোড করে শেয়ার করলে টেকটিউনস বৈধ হিসেবে গন্য করবে। তাই আমি গুগলে আপলোড করে শেয়ার করেছিলাম। কিন্তু গুগল এবং ইউটিউব নিয়ে সমস্যা হওয়ার পর অনেকেই জানায় লিংক কাজ করছে না। তাই আমি সফটওয়্যারগুলো মাইক্রসফট এর স্কাইড্রাইভে আপলোড করে শেয়ার করি। আমি জানতে চাই গুগল কিংবা স্কাইড্রাইভ এর মাধ্যমে কোন রেফারেল লিংক ব্যবহার না করে শেয়ার করা যাবে কি? অনেকে রিকুয়েস্ট করে মিডিয়াফায়ার এ আপলোড করতে সেক্ষেত্রে জানতে চাই মিডিয়াফায়ার এ আপলোড করে শেয়ার করলে টেকটিউনস এর নীতিমালার কোন আইন ভঙ্গ হবে? কেউ যদি টিউমেন্ট এ কোন খারাপ মন্তব্য করে বা আলোচ্য বিষয় বহির্ভুত মন্তব্য করে তাহলে আমার কি সেই টিউমেন্ট বা মন্তব্য বাদ দেওয়ার অধিকার আছে? যদি থাকে তাহলে কিভাবে করতে হবে জানাবেন। আমি কোন টিউনের জন্য আর কোন মন্তব্য নিতে যদি না চাই তাহলে কিভাবে টিউমেন্ট নেওয়া স্থগিত করব? আমি কোন টিউন প্রকাশের পর যদি মনে করি আমার টিউনটি প্রকাশ করা উচিত হয়নি বা আমি চাই সেটা রিমুভ করে ফেলতে তাহলে কিভাবে করব বা আদৌ করা যাবে কি? কোন সফটওয়্যার শেয়ারের ক্ষেত্রে সেটার ক্রেক ফাইল,সিরিয়াল,কি জেনারেটর ইত্যাদি দেওয়ার জন্য কোন বাধা নিষেধ আছে বা সেটা দেওয়ার কোন আলাদা প্রক্রিয়া আছে?
যদি বিষয় গুলোর উত্তর জানান তাহলে উপক্রিত হব। আর একটু সাহায্য চাই পারলে সাহায্য করবেন। আমি বিজয় বায়ান্ন ইউনিকোড ব্যবহার করে বাংলা লিখি। লেখার সময় টিউন শব্দটি একসাথে লিখতে গেলে টউন হয়ে যায়। তাই টি উন লিখে অর্থাৎ টি এর পর স্পেস দিয়ে লিখে পরে স্পেস কেটে দিতে হয়। পারলে এই সমস্যার একটা সমাধান দিবেন।
আপনার টিউন এর উদ্দেশ্যে বলতে চাই অনেক ভাল এবং মান সম্মত টিউন উপহার দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। নতুনরা অনেক কিছু শিখতে পারবে।

    @রাজু চৌধুরী:
    ১. আমার পূর্বের ব্লগে লিখা একটা টিউন সামান্য আপডেট করে কপি পেষ্ট করে দিয়েছিলাম এবং টিউনের শেষে পূর্বে প্রকাশিত লিংক দিয়েছিলাম। কিন্তু টিউন প্রকাশের পর দেখলাম পূর্বে প্রকাশিত লেখা এবং লিংক দুইটাই নাই।তবে টিউনটি প্রকাশিত হয়েছে এবং বেশ জনপ্রিয়তা ও পেয়েছে। এটা কেন হয়েছে বিষয়টা বুঝতে পারিনি ।

    উত্তরঃ আপনি পুনরায় আপনার উক্ত টিউন এডিট করুন এবং পুনরায় লিঙ্ক যুক্ত করে আপডেট করুন ।আশা করি আর কোন সমস্যা হবে না ।

    ২. আমি আমার লেখা টিউনে দুই একটা সফটওয়্যার শেয়ার করেছিলাম যেগুলো অফিসিয়াল ওয়েব সাইটে এখন নেই। আমি জানিনা সেগুলো কিভাবে এবং কোন সাইটে আপলোড করে শেয়ার করলে টেকটিউনস বৈধ হিসেবে গন্য করবে। তাই আমি গুগলে আপলোড করে শেয়ার করেছিলাম। কিন্তু গুগল এবং ইউটিউব নিয়ে সমস্যা হওয়ার পর অনেকেই জানায় লিংক কাজ করছে না। তাই আমি সফটওয়্যারগুলো মাইক্রসফট এর স্কাইড্রাইভে আপলোড করে শেয়ার করি। আমি জানতে চাই গুগল কিংবা স্কাইড্রাইভ এর মাধ্যমে কোন রেফারেল লিংক ব্যবহার না করে শেয়ার করা যাবে কি? অনেকে রিকুয়েস্ট করে মিডিয়াফায়ার এ আপলোড করতে সেক্ষেত্রে জানতে চাই মিডিয়াফায়ার এ আপলোড করে শেয়ার করলে টেকটিউনস এর নীতিমালার কোন আইন ভঙ্গ হবে?

    উত্তরঃ আপনি যেখানে খুশি আপলোড করুন এবং আপনার টিউন এর মধ্যে লিঙ্ক দিন কিন্তু রেফারেল লিঙ্ক দিবেন না ।তবে মিডিয়া ফায়ার ব্যাবহার করুন, ডাউনলোড করতে সকলের সুবিধা হবে ।

    কেউ যদি টিউমেন্ট এ কোন খারাপ মন্তব্য করে বা আলোচ্য বিষয় বহির্ভুত মন্তব্য করে তাহলে আমার কি সেই টিউমেন্ট বা মন্তব্য বাদ দেওয়ার অধিকার আছে? যদি থাকে তাহলে কিভাবে করতে হবে জানাবেন। আমি কোন টিউনের জন্য আর কোন মন্তব্য নিতে যদি না চাই তাহলে কিভাবে টিউমেন্ট নেওয়া স্থগিত করব? আমি কোন টিউন প্রকাশের পর যদি মনে করি আমার টিউনটি প্রকাশ করা উচিত হয়নি বা আমি চাই সেটা রিমুভ করে ফেলতে তাহলে কিভাবে করব বা আদৌ করা যাবে কি?

    উত্তরঃ এ বিষয়ে আমি সঠিক জানি না ।তবে আপনি নিচের লিঙ্ক এ গিয়ে দেখতে পারেন ।
    https://www.techtunes.io/wp-admin/edit-comments.php

    কোন সফটওয়্যার শেয়ারের ক্ষেত্রে সেটার ক্রেক ফাইল,সিরিয়াল,কি জেনারেটর ইত্যাদি দেওয়ার জন্য কোন বাধা নিষেধ আছে বা সেটা দেওয়ার কোন আলাদা প্রক্রিয়া আছে?

    উত্তরঃ ক্রেক ফাইল এর ক্ষেতে নিষেধ আছে তবে ক্রেক ফাইল ছাড়া আমাদের আর তো কোন গতি নেই ।
    আপনি ক্রেক সহ পুরো ফাইল টি জিপ করে মিডিয়া ফায়ার আপলোড করুন এবং আপনার টিউন এ লিঙ্ক দিন ।আশা করি কোন সমস্যা হবে না ।তবে টিউন এর মদ্ধে ক্রেক কথাটা উল্লেখ করবেন ।

    আমি বিজয় বায়ান্ন ইউনিকোড ব্যবহার করে বাংলা লিখি। লেখার সময় টিউন শব্দটি একসাথে লিখতে গেলে টউন হয়ে যায়। তাই টি উন লিখে অর্থাৎ টি এর পর স্পেস দিয়ে লিখে পরে স্পেস কেটে দিতে হয়।

    উত্তরঃ এক্ষেত্রে আপনি অভ্র বা গুগল টাইপ ব্যাবহার করতে পারেন ।

    আপনার টিউন এর উদ্দেশ্যে বলতে চাই অনেক ভাল এবং মান সম্মত টিউন উপহার দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। নতুনরা অনেক কিছু শিখতে পারবে।

    উত্তরঃ অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য উপহার দেবার জন্য । ভাল থাকবেন ।

    @রাজু চৌধুরী: অত্যন্ত দুঃখিত সাগর cj ভাই। আমি টেকটিউনস নীতিমালা পড়েছিলাম কিন্তু মনে হয় ভালভাবে পড়িনি। আপনার টিউনে মন্তব্য করার পর পুনরায় নীতিমালা পড়লাম এবং আমার কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমার মন্তব্য হয়ত অনেকেই পড়বে তাই নিজেই এর উত্তর দিয়ে দিলাম।

    ১.আমার প্রথম প্রশ্ন ছিল পূর্বে প্রকাশিত আমার লেখা একটি টিউনের লিংক মুছে গিয়েছিল কেন?
    উত্তরঃ টেকটিউন নীতিমালা ১.১১ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
    আমার সম্ভাব্য ধারনা যদিও লেখাটি পূর্বে আমি নিজে লিখেছিলাম কিন্তু ”এই জায়গায় প্রকাশিত” উল্লেখ করে তাতে লিংক করে দেইনি। আমি সম্পূর্ণ লিংকটি প্রকাশ করেছিলাম। উত্তর সঠিক হলে জানাবেন।

    ২. ফাইল শেয়ারের ক্ষেত্রে স্কাইড্রাইভ,মিডিয়াফায়ার এর ব্যবহার করা যাবে কি?
    উত্তরঃমিডিয়াফায়ার,স্কাইড্রাইভ ব্যবহার করা যাবে। https://www.techtunes.io/techtunes/tune-id/68446 এই লিংক এ বিস্তারিত পড়ে জানতে পারলাম।
    টেকটিউন নীতিমালা ১.১৫ টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
    ১.১৬ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। টেকটিউনস বান্ধব ও টেকটিউনস নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা এখান থেকে দেখে নিন।
    ১.১৭ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, ইউআরএল শর্টেনার বা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। টেকটিউনস বান্ধব ও টেকটিউনস নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা এখান থেকে দেখে নিন।

    ৩. কেউ খারাপ বা টিউনের আলোচ্য বিষয় বহির্ভুত মন্তব্য করলে ওই মন্তব্য মুছে ফেলার অধিকার আমার আছে কি?
    উত্তরঃ টিউনার অধিকার ২.২ মন্তব্যের সকল অধিকার টিউনার/সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন ও মুছে ফেলার পূর্ণ অধিকার টিউনারের। তবে টেকটিউনস সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
    তার মানে আমি নিজের মন্তব্য সম্পাদন বা মুছে ফেলতে পারব তবে নিজের টিউনে অন্যের মন্তব্য মুছে ফেলার অধিকার সম্পর্কে কিছু লেখা নেই। তাই এই বিষয়ে একটু বুঝিয়ে দিবেন প্লীজ।

    ৪. আমি কোন টিউনের জন্য আর কোন মন্তব্য নিতে যদি না চাই তাহলে কিভাবে টিউমেন্ট নেওয়া স্থগিত করব?
    উত্তরঃ এই বিষয়ে কোন সুস্পষ্ট নীতিমালা বা অধিকার পাইনি তাই এই বিষয়ে একটু জানাবেন।

    ৫. আমি কোন টিউন প্রকাশের পর যদি মনে করি আমার টিউনটি প্রকাশ করা উচিত হয়নি বা আমি চাই সেটা রিমুভ করে ফেলতে তাহলে কিভাবে করব বা আদৌ করা যাবে কি?
    উত্তরঃ এই বিষয়ে ও কোন উত্তর খুঁজে পাইনি তাই এই বিষয়ে জানাবেন।

    ৬. কোন সফটওয়্যার শেয়ারের ক্ষেত্রে সেটার ক্রেক ফাইল,সিরিয়াল,কি জেনারেটর ইত্যাদি দেওয়ার জন্য কোন বাধা নিষেধ আছে বা সেটা দেওয়ার কোন আলাদা প্রক্রিয়া আছে?
    উত্তরঃ টেকটিউন নীতিমালা ১.০৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।
    মন্তব্য সংক্রান্ত নীতিমালা ২.৪ মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
    ২.৫ মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।

      @রাজু চৌধুরী: @রাজু চৌধুরী:
      ১। কোথায় পূর্ব প্রকাশিত হয়ে ছিল তা টিউন এর নিচে পূর্ব প্রকাশিত লিখে তার নিচে অবশ্যই পূর্বের লিঙ্ক দিতে হবে ।
      ৩। এই লিঙ্ক https://www.techtunes.io/wp-admin/edit-comments.php?comment_status=approved থেকে আপনি নিজের মন্তব্য Edit করতে পারবেন তবে অপরের মন্তব্য সম্বভত Edit করা যায় না ।
      ৪। মন্তব্য না নেওয়ার সিস্টেম আমার মনে হয় techtune এ নেই ।
      ৫। ভাই এই কাজ তি অনেকেই পারে না কিন্তু আমি জানি ।কিন্তু সিস্টেম টি এখানে লিখতে পারব না ।Facebook এ যোগাযোগ করুন আমি আপনাকে জানাব ।
      ৬। ভাই ক্রাক এর ক্ষেত্রে নিশেধ আছে কিন্তু জিপ করে ত অনেকেই পোস্ট করে ।আপনিও করতে পারেন ।আমার মনে হয় সমস্যা হবে না ।

Level 0

tnx

সাগর ভাই অতি জরুরী টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজও কোন টিউন করার সাহস পাইনি কিছু বিষয় জানিনা তাই , এ বিষয়ে একটু সাহায্য করুন।

প্রশ্নঃ ১. আমি অনেক সময় অনেক ইংরেজী ব্লগ থেকে লিংক নিয়ে কিছু সফট নামাই যেগুলো আমার আপলোড করা না কিন্তু মিডিয়া ফায়ার লিংক । সমস্যা হলো ঐ সব লিংকগুলো এ্যাড.ফ্লাই থাকে যেখানে স্কীপ এ্যাড চাপার পর মূল লিংক পাই যেখান থেকে ডাউনলোড করি।এখন আমি যদি সর্বশেষে প্রাপ্ত যে ডাইরেক্ট লিংক টি থেকে ডাউনলোড করলাম (বেশিরভাগ সময়ই মিডিয়াফায়ার লিংক) সেই লিংকটি দিয়ে কি টিটিতে টিউন করা যাবে?

প্রশ্নঃ ২। টিউন এ কিভাবে ডাউনলোড লিংক বা অন্য যেকোন লিংক যুক্ত করা? অর্থ্যাৎ প্রবাসী ভাইয়ের টিউন এ যে ভাবে ছোট্ট একটি ছবির সাথে মিডিয়া ফায়ার লিংক থাকে বা বাংলায় লিখা থাকে “ডাউনলোড” শব্দটির উপর ক্লিক করলেই মিডিয়া ফায়ার সাইটে চলে যায় এটা কিভাবে করা যায়?

সর্বশেষে টিউন কে নির্বাচিত করার জন্য টিটির প্রতি অনোরোধ রইলো

    @মোহাম্মদ খালিদ হোসাইন:
    1. স্কিপ করার পর যে মুল লিঙ্ক টি পাওয়া যায় সেই লিঙ্ক টি আপনি ব্যবহার করতে পারেন । সমস্যা হবে না ।
    ২. ডাউনলোড লিখে তা মার্ক করুন এবং Insert/edit link(Alt+Shift+A) click করুন এবং URL এর জাইগায় আপনার লিঙ্ক টি Add করুন অবশেষে Open link in a new window/tab এ click করে Add link এ ক্লিক করুন ।ব্যাস হয়ে গেল ।

Level 2

নন টেকি টিউন আমার ভাল লাগেনা। অনেক সময় নন টেকি টিউন গুলো থেকে যায়। নন টেকি টিউনগুলো রিপোর্ট করবো কিভাবে?

    @omi97: কোন টিউনে রিপোর্ট করার জাইগা থাকে না ।তাই Techtunes সকল পাবলিশ হওয়া টিউন পরে দেখে এবং বাজে টিউন গুলো Pending করে দেয় । উক্ত নন টেকি টিউনগুলো পাবলিশ হবার পর Techtunes যদি মনে করে তা এখানে রাখার নয় তবে উক্ত টিউন Pending করে দেয় ।

এই টিউনটি স্টিকি করা হোক। খুবই যুক্তিসঙ্গত টিউন।

Level 0

এই টিউনটি ষ্টিকি করা হোক। যেসব কারণে-
১. খুবই প্রাসঙ্গিক টিউন
২. অত্যন্ত সুন্দর উপস্থাপনা
৩. ব্লগারদের জন্য মাইলফলক হতে পারে।

অনেক সুন্দর টিউন ।