দেখার কেউ নাই!!! বাংলাদেশ রেলওয়ে ওয়েব সাইট।

বিসমিল্লাহ্‌ হিররাহমানির রাহিম। 

সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার আরও একটি পোস্ট করলাম।

গতকাল আমি ট্রেনে করে বাড়ি থেকে এলাম। শুনেছি রেলওয়ের ভাড়া বৃদ্ধি হয়েছিল ৫০% আসলে প্রকৃতপক্ষে কত বৃদ্ধি পেয়েছে জানি না।

ঢাকা-চট্টগ্রামের কথা জানি না। আমি লাকসাম থেকে চট্টগ্রাম আসতে ১০০% এর বেশী ভাড়া গুনতে হয়েছে।

তাই প্রকৃতপক্ষে কত টাকা বৃদ্ধি পেয়েছে তা জানার জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েব সাইটে গেলাম খোঁজ খবর নিয়ে।

সেখানে আপডেট কোন কিছুই পেলাম না। সেই পুরানো ভাড়াই আছে সাইটে।

চিত্র ১:  পুরনো ভাড়া তালিকা।

উল্টা মেজাজ খারাপ করার মতো অবস্থা। রেলওয়ের ওয়েব সাইট হ্যাক করা অথচ কারো কোন খবরও নাই! এসব দেখার কি কেউ নাই?

চিত্র ২: লাল দাগ দেয়া হ্যাকারের নাম।

গত বছরের ঈদ ট্রেন সময় সূচী ০২/১১/২০১১-০৬/১১/২০১১ ইং

চিত্র ৩: ঈদের পুরনো সময় সূচী।

দেখলাম। আর ভাবলাম, এইসব দেখার কি কেউ নাই?

বাংলাদেশ রেলওয়ে এর ওয়েব সাইট : http://www.railway.gov.bd

Level 0

আমি অবুঝ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কে দেখবে ভাই। আমরা এখনও দাদার আমলে পরে আছি।

Level 0

সিরাজগঞ্জ হতে ঢাকায় প্রায় প্রতি সপ্তাহেই যাই আগে ভাড়া ছিল ৭০ টাকা ট্রেন ভাড়া ৪০টাকা যমুনা সেতু ভাড়া মোট ১১০ এখন হয়েছে ট্রেন ভাড়া ১২৫ টাকা সেতু ভাড়া ৮৫ টাকা মোট ২১০ টাকা । তাহলে কত % বেড়েছে। বড় কষ্ট সেতু পার হতে বাসে লাগে ২০ টাকা আগে লাগত ৪০ টাকা এখন লাগে ৮৫ টাকা ( আমাদের পশ্চিম পাড়ে জন্মই ভুল ) । তাহলে কি সেতু টোল বেড়েছে? আসলে কি জানেন যে দেশে কোটি টাকা কোন টাকাই না সে দেশে ২, ১ শত টাকা সে-তো ফকিরের ভিক্ষা তাই তাদের এ নিয়ে কোনা মাথা ব্যাথা নেই।ওরা বোধ হয় মাঝে মাঝে চিন্তা করে চালের দাম মাত্র ৬০ টাকা কেজি এত কম। লাভ হয়েছে বেশী কার জানেন টিটির গত সপ্তাহে এক ব্যাটা চারটা কামরা দেখে পকেটে আর টাকা রাখার জায়াগা নেই তাই অন্য গুলো দেখলই না। আমরা কি স্বাধীন যার যা ইচ্ছা তাই করতে পারি।

শুধু রেলওয়ে? প্রতিটি সেক্টরেরই ত একই অবস্থা। মাঝে মাঝে এ দেশের জন্মেছি বলে নিজেকে দূভাগা মনে হয়।

Level 0

এইসব দেখার কি কেউ নাই? ঢাকা-চট্টগ্রামের রেলওয়ের ভাড়া আগে ছিল ১৫০ টাকা আর এখন ৩২০ টাকা। ভাড়া বেড়েছে ১২০% কিন্তু সেবা একটু ও বাড়েনি.

Level 0

ভাই, নরসিংদী থেকে ঢাকার ভাড়া ১০০% বেরেছে…।!!!!

ভাই, ওয়েব সাইট হ্যাক হয়েছে ঠিক, কিন্তু রেলওয়ের টাকাই তো হ্যাক হয়ে গেছে সুরঞ্জিত এর হাতে, সেখানেই কোন অ্যাকশান নাই। আর ওয়েব সাইট তো দুরের থাক।

হায়রে ভাই, বাংলাদেশ মনে হয় কোনদিনও উন্নতি করতে পারবে না! সব জায়গায় শুধু দুর্নীতি, দুর্ঘটনা, অসচেতনতা, চাঁদাবাজি, হামলা, মামলা, আর কত কি বলবো? বলার তো কোন শেষ দেখছি না!

এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষন,
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন!
জানিয়ে দিও আমায়, বলবো সেই দেশের কথা…
ঠিকানা আমার, কেয়ার অফ ফুটপাত নচিকেতা!
(শিল্পীঃ নচিকেতা, গান- রাজনীতি)

Level 0

পুরাই মাথা নষ্ট করা সাইট এর কোন বাপ মা নাই।