আসছে ২৭ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ওপেন ডে ইন খুলনা" শিরোনামে এক আয়োজন । এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য ওপেনসোর্স ও এই সংক্রান্ত বিভিন্ন আকর্ষণীয় বিষয়াবলী সবার কাছে তুলে ধরা ।
আয়োজনের উল্লেখযোগ্য বিষয়বস্তুর মাঝে অন্যতম কয়েকটি হলো - মোজিলার বিভিন্ন প্রডাক্ট এবং মুক্ত ইন্টারনেটের পক্ষে এর ভূমিকা নিয়ে আলোচনা, ওপেন সোর্স ওএস হিসেবে লিনাক্স ও ইউনিক্স নিয়ে পর্ব এবং পাইথন নিয়ে পর্ব । মোজিলা বাংলাদেশ, নিক্সার্স, পাই-চার্মার্স এই তিনটি ওপেন সোর্স কমিউনিটি পৃষ্ঠপোষক হিসেবে আছে আয়োজনটির ।
আয়োজনের আরেকটি বড় আর্কষণ দেশের দীর্ঘদিনের ওপেন সোর্স কর্মী ও সংগঠক মাহায় আলম খান (aka ম্যাক ভাই) এর "ইউজার টু হ্যাকার ইন X মিনিটস" পর্ব । তিনি তার অভিজ্ঞতার আলোকে শেয়ার করবেন কিভাবে বিশ্বখ্যাত বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে সরাসরি কনট্রিবিউট করা যায় । এছাড়াও থাকছে মুক্ত আলোচনা, কুইজ-পুরস্কার পর্ব, অঙ্কুর আইসিটি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের বাংলা লিনাক্স ডিস্ট্রো "শিশির" এর ফ্রি ডিভিডি, মোজিলা বাংলাদেশের মার্চেন্ডাইসসহ ইত্যাদি ।
তারিখ: ২৭ সেপ্টেম্বর , ২০১২
সময়: দুপুর ১:৩০ থেকে
স্থান: খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এ্যাকাডেমিক ভবনের চার তলায় অবস্থিত সেন্ট্রাল অডিটরিয়ম
প্রবেশ: সবার জন্য উন্মুক্ত
আয়োজক: খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের ক্লাব - "ক্লাস্টার"
ফেসবুক লিংক: https://www.facebook.com/events/1242895289184173/
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
আসবো কিন্তু……………………..