রাত সাড়ে ১২ টার দিকে ফেসবুক চেক করলাম এবং তাতে অনেকগুলো আপডেটেড খবরগুলোর মধ্যে একটা খবরে আমার চোখ আটকে গেল। আর খবরটা হল -
সম্প্রতি ১৩ মিনিটের যে আপত্তিকর এবং আমাদের নবীর শানে অবমাননাকর যে ট্রেইলার (কোন চলচিত্র প্রকাশের আগে তার বিজ্ঞাপনের জন্য সামান্য অংশ দেখানো) ভিডিও এতদিন ইউটিউবে পাওয়া যাচ্ছিল, অসভ্য ও বেহায়া ইউটিউব কর্তৃপক্ষ সেটাতো মুছেই নাই বরং এবার ৭৮ মিনিটের সম্পূর্ণ ভিডিওটা আপলোড করার এবং সবাইকে দেখার ব্যাবস্থা করে দিয়েছে। আমার ভাবতে অবাক লাগে এতবড় একটা বিশ্বমানের প্রতিষ্ঠান কি করে এইরকম একটা জঘন্য কাজ করতে পারে ?
সেইসাথে তারা এটাও জানিয়ে দিয়েছে যে, এইসব ভিডিও তারা মুছবে না কারন ভিডিওগুলোতে এমন কিছু নেই যা গুগলের নীতিমালার পরিপন্থি। চিন্তা করেন কি মহান তাদের নীতিমালা !!
যেখানে শুধুমাত্র এই ভিডিওর ট্রেইলার দেখানর প্রতিবাদে এই পর্যন্ত কম বেশি ১০০ লোক মারা গেছে। বিভিন্ন মুসলিম দেশে প্রতিবাদের আগুন জলছে। অনলাইন অফলাইন সর্বত্র ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এমনকি আমেরিকার একজন রাষ্ট্রদূত পর্যন্ত নিহত হয়েছেন। এতকিছু পরেও ইউটিউব তথা গুগল কর্তৃপক্ষ কিভাবে সেই বিতর্কিত ছবিটা সম্পূর্ণভাবে বিশ্বব্যাপী প্রকাশিত হতে দিল ?? এর দ্বারা কি এটাই প্রতিওমান হয়না যে গুগলের স্পর্ধা আজ সীমা অতিক্রম করে গিয়েছে আর এখন সময় এসেছে একজন সত্যিকারের মুসলমান হিসেবে নিজেদের দায়িত্ব পালন করা।
এর প্রতিবাদে আলেম ওলামাগণ এই ফতোয়া দিয়েছেন যে, আজ থেকে আগামি তিনদিন (২২, ২৩, ২৪ শে সেপ্টেম্বর) পর্যন্ত গুগলের কোন রকমের সেবা ব্যাবহার না করা এবং অন্যকে ব্যাবহার করার জন্য নিরুতসাহিত করা।
আর এই অধমের মতে যেহেতু গুগলের কিছু কিছু গুরুত্তপূর্ণ সার্ভিসসমূহ আমাদেরকে ব্যাবহার করতে হয় ,যেমন জিমেইল, ব্লগার, অ্যাডসেন্স, অ্যাডওয়ার্ড ইত্যাদি সেবাগুলো যতখানি কম সম্ভব ব্যাবহার করি এবং এর বিকল্প সেবাগুলো ব্যাবহার করার চেষ্টা করি।। আর যাদের এই সেবাগুলোর বিকল্প ব্যাবহার করার সুযোগ নেই তারা প্রতি সপ্তাহে অন্তত যেকোনো দুইদিন গুগলের সবরকমের সেবা ব্যাবহার করা থেকে বিরত থাকি। যতদিন না পর্যন্ত গুগল মামুর হুশ হইতেছে ততদিন পর্যন্ত গুগোলকে বাঁশ দেয়ার কোন চেষ্টাই যেন নষ্ট না করি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং ওই সকল কাফির (যারা এই রকম জঘন্য চলচিত্র নির্মাণ এবং প্রচারের কাজে নিয়োজিত) তাদেরকে অত্যন্ত অপমানজনক এবং যন্ত্রনাদায়ক আজাব দ্বারা ধ্বংস করুন। সবাই বলেন আমিন।।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
kick to you tube………..