***‘এই কি রে তোর ভালোবাসার খাজনা’***

আসসালামুওলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই, আসা করছি সবাই ভাল আছেন। কিছুদিন আগে BTRC এর কিছু ভালো ভালো উদ্যোগ দেখেছিলাম পত্রিকায় এবং সে সম্পর্কে ব্লগেও BTRC কে নিয়ে প্রশংসা মূলক লেখা পড়েছিলাম। BTRC এর উদ্যোগ গুল ছিল মোবাইল কোম্পানি গুলর কল চার্জ কমানো, ১০ সেকেন্ড পালস এবং ইন্টারনেট এর সার্ভিস চার্জ কমানোর বিষয়ে। BTRC এর হাক ডাক দেখে মনে হল এই বার মনে হয় গ্রাহক ভালো কিছু পাবে, এতো দিনে গ্রাহকের কথা মনে পড়ছে। BTRC মোবাইল কোম্পানি গুলকে সময়ও বেধে দিয়ে ছিল উদ্যোগ গুল বাস্তবায়নের জন্য। সত্যি সরকারি সংস্থাটি আমাদের মতো গ্রাহক দের অনেক ভালবাসে। যাইহোক এখন সময় হয়েছে সেই সব উদ্যোগ বাস্তবায়নের। BTRC অপারেটর গুলকে চিঠি দিয়ে বাস্তবায়ন করতে বলেছে, এবং সেসব বাস্তবায়ন হচ্ছে। খুবি ভালো কথা আমরা কম রেটএ কথা বলতে পারব কম রেটএ ইন্টারনেট ব্যবহার করতে পারব। কিন্তু বাস্তবায়নের নামে যা দেকলাম কিছু দিন ধরে তা যেন মোবাইল অপারেটর গুল গ্রাহক দের কার কত বেশি মাথা ভালো আছে তার পরীক্ষা নেয়া শুরু করছে। হরেক রকম প্যাকেজ সহজ, সরল, একরেট, হৈচৈ তাদের মুখে শুধু খই আর খই।

আবার পরত্তেকটা প্যাকেজ এর হাজারো টেরিফ প্ল্যান, রাত ১২টার পর এক রেট, সকাল ৮ টার পর আর এক আবার ৪ টার পর আরেক। একই অপেরেটরে কল করলে এক রেট আবার অন্য অপারেটরে আরেক। FnF এর বেলায় যেন ঝামেলা আরও বেশি। কোনটা ব্যবহার করব কিছুই ঠিক করতে পারছি না, আর এতো টেরিফ প্ল্যান মনে রাকবই বা কি করে।

আমি জানি আমার মতো সব গ্রাহকের একই অবস্থা। গ্রাহক সেবার নামে একি জ্বালাতন। যখন প্রয়জন তখন তো কল দিতেই হবে, প্রয়জন কি আর সময় বোঝে। ভাই আমাদের তো এতো কিছুর প্রয়জন নাই, আমাদের একটা টেরিফ প্লান হলেই হল, যেটা দিয়ে নিশ্চিন্তে যেকোনো অপারেটরে যেকোনো সময় কল দেয়া যাবে, যেটা ব্যবহার করলে আর একটা সিম এর চিন্তা করতে হবে না, যেটা ব্যবহার করলে ঘড়ি ঘণ্টা বার বার দেকতে হবে না। আর ইন্টারনেট এর বেলায়ও একি অবস্থা হরেক রকম প্যাকেজ। আমাদের দেশের তরুণরা এখন ফ্রীলাঞ্চিং এর প্রতি খুবি আগ্রহী, এটি আমাদের বেকার সমস্যা অনেক খানি দূর করতে পারে। আর তার জন্য প্রয়জন ইন্টারনেট এর বিল কমানো, আমাদের অনেক প্যাকেজ নয় আমাদের প্রয়জন সাশ্রয়ী রেট এ আনলিমিটেড প্যাকেজ। পূর্বে যে প্যাকেজ টা ব্যবহার করতাম তার কল রেট ছিল প্রতি মিনিট ৬০ পয়সা আর এখন সেই প্যাকেজ এ যোগ হয়েছে ১০ সেকেন্ড পালস ভালো খবর তাই না, কিন্তু আসল কথা হল এখন সেই প্যাকেজ এর টেরিফ প্লান হচ্ছে প্রতি সেকেন্ড ২ পয়সা অর্থাৎ প্রতি মিনিট ১টাকা ২০পয়সা খাজনা ছারাই। তাই BTRC আর মোবাইল অপারেটর গুলোর এই গ্রাহক সেবা দেখে শুধু একটি গান মনে পরে ‘এই কিরে তোর ভালোবাসার খাজনা............আমার কথা একটু কিরে তোর মনে হয় না’।

Level 0

আমি রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেই ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম প্রযুক্তি জগতে নিজেকে প্রতিষ্ঠা করার, জানিনা কতটুকু পারব, তবে সারাজিবন যাতে প্রযুক্তি নিয়ে থাকতে পারি সেটাই হবে সব থেকে বড় পাওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Asun amra sobai Teletalk use kore. Saden66 package onek useful.

হুজুকে বাঙ্গালীর একটা হুজুক পাইলেই হইল, এইডা নিয়াই মাতামাতি…

বিশ্বাস না হলে ১০ সেকেন্ড পালসের খুশীর জোয়ারে যেসব হুজুকা টিউনারের টিউন ভাসতেসে এই টেকির সাগরে সেগুলি দেখে নিতে পারেন।

আমি তখন কইছিলাম যে ৫ বছরের তপ্স্যার পর সব কল রেট ১ টাকার নিচে আইছিল। আবার সেই ১টাকা – ২.৫০ টাকায় চলে গেল।

যেন BTRC মোবাইল কোম্পানি গুলোরে ১০ সেকেন্ড পালস নামের এমন এক সফটওয়ার বানিয়ে দিল যে কোম্পানীগুলো Ctrl+U চেপে আমাগো পুর্বের অবস্থায় ফিরে নিয়ে গেল।

বিঃদ্রঃ এই সফটওয়ারে Ctrl+R এর কোন অপশন নাই।

    @সজীব: ঠিক বলছেন ভাই, অন্যরা সফটওয়্যার বানায় আগানর জন্য আর আমরা বানাই পিছানোর জন্য ।

uchit kotha bolsen vi……but shadharon public er shob kisu shojjo e korte hobe……..ata e amader nioti…….@Rabbi….

    @dushto chele: ভাই মাদের মতো পাবলিক এর উচিত আমাদের প্রতিবাদ গুলো সবখানে ছড়িয়ে দেয়া, তাহলেই ওদের টনক নড়বে

Level 0

জিয়া আহমেদ BTRC চেয়ারম্যান হওয়ার পর ব্যান্ড-উইথের দাম ২৭ হাজার টাক হতে ধাপে ধাপে কমিয়ে বত’মানে ৮০০০ টাকা নিধা’রন করেছে, অথচ মোবাইল কোং গুলো ইন্টারনেট সাভি’স দাম কমাচ্ছে না। স্লো ইন্টারনেট সাভি’স কিন্তু অত্যন্ত চড়া মূল্য, তার উপর ১৫% ভ্যাট। ডিজিটাল বাংলাদেশের জন্য ইন্টারনেট সাভি’স এর উপর ৫% ভ্যাট ধায’ করা হোক।
সাম্প্রতিক সময়ে BTRC এর কিছু বলিষ্ঠ উদ্যোগঃ-
১। ১০ সেকেন্ড পালস চালু করা।
2। সকল প্রকার কল সেটআপ চার্জ / ১ম মিনিট চার্জ প্রত্যাহার করা।
3। ১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা। সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে।

আমারা কি Unlimited ইন্টারনেট package FUP ছাড়া পাবো? BTRC চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আর নেই, এগুলো বাস্তবায়ন করবে কোন আবুল???
সরকার সুনিল কান্তি বোশ কে BTRC নতুন চেয়ারম্যান বানাইছে। বেটা মস্ত বড় _ _ _ _ _!!! তাই টেলিফোন কোং গুলো এখন দাঁও মারতাছে। মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ কি ছিল, এখন বাংলার মানুষ বুঝব।

Level 0

BTRC সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ গন মানুষের কথা চিন্তা করতেন। ভাল মানুষ বেশিদিন বাঁচে না। আল্লাহ উনারে বেহস্ত দান কর।

পৃথিবী বদলে গেছে, বাংলাদেশ পিছিয়ে গেছে. আমি যা চাই দেশ এর দশজন ভুলায় অন্য কিছু দিয়ে। সময় কত যে ভাল যাবে আমাদের এখন বুঝবার পারছি,যা পাই এই ভেজালের মধ্যে, তাই নিয়ে সন্তুষ্ট থাকি। আমি আপনি কে বা দেশের যে ভাববে দিবানিশি।

এখন তাই সময় হয়েছে আবার চিঠি লেখা শুরু করি।

আমরা অনলাইনে এই বিষয়ে আন্দোলন করতে পারি। এর আগে dutch bangla bank তাদের সিধান্ত পরিবর্তন করেছিল, অনলাইনে আন্দোলন চলার কারনে। আসুন সবাই মিলে সেয়ার করি facebook/ twitterএ।

“এই দেশ বানাইছে মোরে বৈরাগি….”

ওরা কেউ বাংলার মানুষের জন্য ভাবেনা , শুধু বিদেশি আর নিজেদের লাভ এর কথা ভাবে ।

চলেন গান করি । আইল আইল আইল রে , ১০ সেকেন্ড পালস আইলরে । চিপ্পায় পইড়া আমরা সবাই ধরা কাইচিরে ।

Level 0

ভাই কি কমু বুজতাছিনা ……… আমার রবি সারা দিন কাটে আর কাটে মনে করলাম ১০ সে পালস আসছে ভালই হবে কিন্তু আগে ১ মিনিটে যেই টাকা কাটত এখন ১০সে কাটে ।

Level 0

@Rabbi

১। ১০ সেকেন্ড পালস চালু করা।
2। সকল প্রকার কল সেটআপ চার্জ / ১ম মিনিট চার্জ প্রত্যাহার করা।

These two already applied by all the mobile operators(Check mobile operators website you will get it) but where you find “১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা। সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে”. I didn’t find any thing regarding this notification by BTRC. I also checked BTRC website. So can you give the reference?

ওদের দোষ দিয়ে কি লাভ! কেন সরকার টেলিটকে দুই পয়সা মিনিট করতে পারনা ? বলতে পারেনা যাও আজকে থেকে আর কোন বিদেশি কোম্পানির চাপ খাওয়া লাগবেনা। তাহলেতো ঐ সব কোম্পানিরা এমনেতেই এক সেকেন্ড না আধা সেকেন্ড পালস করত!

আমাদের তো একটা টেলিটক আছে, কেন যে সরকার টেলিটক কে বাচাচ্ছে না।

    @ভুমিহীন জমিদার: আসলে teletalk এর জন্ম হয়েছিল অন্য অপারেটর গুলো কে বেধে রাখার জন্য, কিন্তু teletalk কিছুই করতে পারে নাই।

Level 0

vai অপারেটর দের শিক্ষা দেওএর জন্য ১টা জিনিস করা জায়,
ধরুন
সবাই মিলে/সব টেকটিয়নার মিলে ৬অথবা১২ ঘন্টা-র জন্য মোবাইল বন্ধ রাখি।।
এবং এটা করলে নিয়মিত হয়তোবা সপ্তাহে ২ দিন

    @mrikadey: খুবি ভালো একটা উদ্যোগ হবে।

      Level 0

      @রাব্বি: vai কাউকে এই দায়িত্ব নিতে হবে। ” techtunes” এর home page-e প্রতিবাদ নামে ১টা box page থাকতে পারে। সেখানে প্রতিবাদের কারন, কথা, সময় উল্লেখ থাকতে পারে।
      আর আমাদের প্রতিবাদ email এর মাধ্যমে অপারেটর দের জানিয়ে দেওয়া জেতে পারে।
      প্রথম দিকে লোক কম হলেও পরে বাড়বে বলে মনে হয়, কারন বিন্দু থেকে সিন্ধুর সৃস্টি

        @mrikadey: চমৎকার আইডিয়া ভাই , আমরা সবাই মিলে চেষ্টা করলে সবি সম্ভব।

          Level 0

          @রাব্বি: তাহলে techtunes-k অনুরোধ করা যায়। but, ami to janina kivabe korte hoy? vai আপনি করেন। আমি অবশ্যই আছি আপনার সাথে। আমি অবশ্যই আছি।