মহানবী (সাঃ) কে অবমাননা নিয়ে কিছু কথা (পার্ট-১)

মহানবী (সাঃ) কে অবমাননা নিয়ে কিছু কথা-১

"The Innocence Muslim" নামক এই ইসলামবিরোধী চলচিত্র তৈরীর উদ্দেশ্য হলো চলচিত্রকারের Popularity বৃদ্ধি করা।
নিজের স্বার্থে ইসলামকে ছোট করে বিশ্বে ব্যপাক আলোড়ন সৃষ্টি রাতারাতি পরিচিতি হওয়ার স্বপ্ন দেখেছিল এই ভুয়াআমেরিকার নাগরিকত্ব সনদ প্রাপ্ত মিসরীয় পরিচালক।
কিন্তু মাত্র ৪ মিনিটের ছোট একটা রাসুল সাঃ এর ব্যঙ্গার্তক কার্টুন ট্রেইলারের জন্যই আমার লক্ষ লক্ষ মুসলিম ভাইয়ের এক্যই প্রমান করে ISLAM IS THE BEST HUMANITY .

.....ফেঁসে গেছি আমরা মুসলিম...
"দা ইন্নোসেন্স অফ মুসলিমস" চলচিত্র প্রসঙ্গে হোয়াইট হাউজ বলেছে "আমরা গুগলকে এই ভিডিও সরিয়ে নিতে বলেছি কিন্তু গুগল তা সরাসরি তা প্রত্যাক্ষান করেছে।"
এই কথা বলে আমেরিকা পার পেতে চাচ্ছে।
কিন্তু এটা কি যুক্তির কথা?

কোটি কোটি নৌবহরের দল যার হাতে, গুগল তার কথা শুনবেনা?
মুলত আমেরিকাই ষড়যন্ত্র করেছে তাই ওরাপ্রতিবাদ করছেনা।
এখনও Alan কে ধরাই হয়নি।
বিচার হচ্ছেনা তাদের,
গুগল বন্ধ করেনি ভিডিওটির প্রচারনা ইত্যাদি ইত্যাদি অস্থির পরিবেশ।
আমেরিকার নীরবতাই প্রমান করে তারা দোষী।
বিশাল একটা চক্রান্ত করে এই কাজ করেছে ইহুদি খ্রিষ্টান। এখন আমরা চূপ থাকলেওবিপদে পড়ব আবার প্রতিবাদ করলেও বিপদে পড়ব।
যদি আগুন লাগাই তাহলে বিপদ আমাদেরই।
তখন তারা বলবে,
"ইসলাম হলো সন্ত্রাস। Terrorism is theanother name of Islam . সুতরাং এটি একটি নিষ্ঠুর ধর্ম"। এইভাবে ইসলামকে ছোট করবে তারা।
লেবাননে মার্কিন রাস্ট্রদূত স্টিফেন স্ট্রিকোকে হত্যা করা হয়েছে। এই উছিলায় যদি আমেরিকা নৌবহর নিয়ে গিয়ে সব ধ্বংস করে দেয় তখন আমাদের কি কিছু করা থাকবে?
আমাদের অস্ত্র নাই।
আত্মরক্ষায় অস্ত্র রাখলেও "আল কায়দা" হিসেবে চিহ্নিত করবে তারা।
একজন মার্কিন সৈন্যের বিনিময়ে ৭০০ জন বন্দিকে মুক্তি দিয়েছে USA . তাহলে তাদের কাছে ক্ষমতাটার লোভ কত বড় তা বুঝতে পারছেন?
তারা সম্পদ চায়, তেল চায়, ক্ষমতা চায়।
ওরা ধর্মকে বেইল দেয়না। তারা চায় গোটা পৃথিবীর শাসন ক্ষমতা।
তাই মুসলমানকে উসকে দিয়ে পরে সব মেরে সাফ করে দিয়ে একা রাজত্ব করতে চায় আমেরিকান খ্রিষ্টান।
আবার যদি চুপ করে থাকি তাহলে তারা প্রতিবেদন বের করবে "ইসলামে প্রতিবাদ করা হারাম সুতরাং এটি একটি অযৌক্তিক ধর্ম।"
তারা জোর বলবে "মুসলমানদের কোন ঐক্য নাই, তারা নবীকে ভালবাসেনা, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করতে পারলোনা" ইত্যাদি ইত্যাদি।
তারপর বার বার এরকম চলচিত্র বের করবে ইহুদিরা।
আস্তে আস্তে রাসুলের অশ্লীল ছবি দিয়ে সাজিয়ে তুলবে সকল পর্ণসাইট। পর্ণগ্রাফীতে "মুসলিমস ক্রিয়েশন" উল্লেখ করবে।
এভাবে মুসলমান জাতীকে বিভ্রান্ত করে তারা মুসলিম দেশগুলো দখল করবে।
এটাই তাদের প্ল্যান।
আর আমরা দক্ষ ইসলামি গবেষক ও নেতৃত্বের অভাবে ফেঁসে গেছি। দোষ আমাদেরই।
রাসুল সাঃ তার বিদায়হজ্বের ভাষণে বলেছিলেন,
"তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস যতদিন আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমাদের কোন বিপদ আসবেনা।
জিনিস দুটি হলো, আল কুরআন ও রাসুলের আদর্শ (from hadiths) ।"
কিন্তু আজ আমরা নিজেরা কুরআন হাদিস পড়িনা, বুঝিনা। অন্য কেউ যা বলে সেটাই মেনে নিই যাকে কাজের সময় পাওয়া যায়না। আমরা রাসুলের শেষ দুটি উপহার আকড়ে ধরে রাখতে পারছিনা তাই বিপদগ্রস্ত হচ্ছি।
তাই এখন একটাই পথ, আল্লাহর কাছে দোয়া করুন,
"হে আল্লাহ, আজ ইহুদি খ্রিষ্টানদের কুপরিকল্পনার হাত থেকে আমাদের আপনি সেইভাবে রক্ষা করুন, যেমন ভাবে কাবা রক্ষা করেছিলেন নমরুদের হাত থেকে।
খুশির খবর এই যেঃ ► ইসলাম ও হযরত মুহাম্মদ (সঃ)-কে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর বিরুদ্ধে প্রচারণা চালাতে"Discover Islam UK" in London পবিত্রআল-কুরআন এবং হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীর উপর লিখিত বই ১১০,০০০ কপি বিনামূল্যে বিতরন করেছেন। এবং ব্যাপক সারা পাচ্ছেন বলে তারা জানান।

Very smart response. May Allah bless them with the support of His belovedand religion.
আমরা facebook এ একটি ইসলামিক page চালাচ্ছি।ভাল লাগলে LIKE দিয়ে শরীক হবেন Please...

Level 2

আমি সৈয়দ সাঈদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকি এর একজন নিয়মিত পাঠক।তবে মাঝে মধ্যে ইন্টারেস্টিং বিষয় নিয়ে টিউন করার চ্রেস্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune. May Allah bless them.

ভাই ওদের সাথে যোদ্দ হলে সমস্যা নাই | মরলে শহীদ হব |

সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।

ভাল কাজের সাথে আল্লাহকে পাওয়া যায়, আপনার সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ।

valo tune vai.

আপনার টিউনটি সত্যিই ভালো লাগলো।ধন্যবাদ

Level 0

আপনার টিউনটি সত্যিই ভালো লাগলো।ধন্যবাদ http://income-dollarbd.blogspot.com

Nice tune.

আপনার টিউনটি সত্যিই ভালো লাগলো।ধন্যবাদ
আর মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশুদ্ধ জীবনী মুবারক জানতে ভিজিট করুন uswatun-hasanah.net

একটা কথা না বলে পারলাম না |
যে আমেরিকা ইসলামের এতো ক্ষতি করছে সেই আমেরিকার তৈরী FACEBOOK ই ইসলামিক page চালাচ্ছেন ?
আর FACEBOOK এ আপনারও নিশ্চয়ই personal profile আছে ?
এটা কি ধরনের hypocrisy ভাই ?

ভাববেন না আমি আমেরিকার support করছি বা ইসলামের অবমাননাকে স্বীকার করছি; আমার বক্তব্য আপনার ethics নিয়ে | লোকের সামনে যেটা নিয়ে নিন্দা করছেন; পেছনে আবার সেটাই ব্যবহার করছেন ?

    @অনুপ: hate somossha hole hat kete felte hoy,pura shorir na.

      Level 0

      @লাল ঘোড়া :এই সব বাগ
      ধারা
      use করা খুব সহজ
      । উপরে
      লেখক
      উল্লেখ
      করে
      সেন
      “” হে আল্লাহ, আজ ইহুদি খ্রিষ্টানদের কুপরিকল্পনার হাত থেকে আমাদের আপনি সেইভাবে রক্ষা করুন, যেমন ভাবে কাবা রক্ষা করেছিলেন নমরুদের হাত থেকে””আপ
      নি
      কি জানেন
      Mark Zuckerberg জন্মগত
      ভাবে
      এক্জন
      ইহুদি ।তাই বলে
      ফেস
      বুক
      use করা ত বন্ধ
      করেন না
      .

      আর
      হা
      আমি এক্জন মনে প্রানে মুস
      লিম
      .so আমাকে আবার অমুস
      লিম বলে আক্রমন করবেন না আবার
      ….

        @sujat123: jukti diye kotha bolun.je film tara baniyeche tar songe facebooker somporko kothay?akjon onnay korle tar shasti to ar sobai pete pare na.apnar jukti holl poribarer akjon khun korle poribarer sobaike bicharer sommukhin hote hobe.pran khule dekhun islam kotota strong je somosto world tar pichone legeche.ha ha ha.mone rakhben shoytaner ceye allah onek khomotaban.

Level 2

অনুপ ভ্ ি, আল্লাহর নবী (সা:) বিধর্মীদের অস্ত্র দিয়ে তাদের সাথে যুদ্ধ করেছেন। অন্যায় কোথায় ?

Level 0

আপনি কি বিষয়ে বলতেসেন আপনার মনে আসে তো? আপনি এহুহিদিদেরকে মদদ দিতেসেন, ভয়ই পাইতেসেন কেন মুসলিম আপনি কি একা? পাগলরে বলতেসেন ৈনাকা নাড়াস না তাইলে পাগল কি করবো । যা পোস্ট করবেন একটু ভেবে করবেন।

Level 2

সরকার মুসলমানদের ঈমানের দাবী মিটাল আর আপনি তার উল্টো কররেন। শুধু বললেন্ না লিংকটাও দিয়ে দিলেন। আপনি কি উক্ত ভিডিও প্রকাশকারীর চেয়ে কম দোষী ? অনেক পাড়েন, অনেক জানেন …আপনার ক্রেডীট যাহির করছেন ? তওবা করুন লিংকটি সরিয়ে নিন নতুবা এখন মরে গেলেও কিয়ামত পরযন্ত বাঁশ …।
নতুবা অবশ্যই আপনি ইহুদীদের এজন্ট

Level 2

সাবধান ! সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।

Thanx for tune 🙂

Level 2

কেন ধন্যবাদ দিচ্ছেন ? আপনার বাপেরে নিয়ে এরূপ মিথ্যা ভিডিও প্রচার করলে/ বা লিংক দিলেও তাকে কি এরূপ ধন্যবাদ দিতেন। হায়রে মুসলমান ! প্রত্যেক কর্মের্ হিসাব দিতে হবে।

Level 0

good

Nice tune….

Level 0

সুন্দর পোস্ট ভাল লাগল ধন্যবাদ

Level 0

ইসলামকে যারা বড় করে দেখেছে তারাই মূলত পুথিবীতে সম্মান পেয়েছে ।
মিসরীয় পরিচালককে The Message এবং Kingdom of Heaven ছবিটি দেখতে বললাম ।

Amader ei desher matite kichu lok amarder priyo nobi হযরত মুহাম্মাদ (সাঃ) ke nia kichu jogonno facebook page khulaca. Esob page gulo bonder jonno apnader kache sahajjo chacci. Page link http://facebook.com/luiccha.muhammad?refid=46&m_sess=soAdftaL-UUzzkoTx http://facebook.com/profile.php?id=222859054420904&refid=46&m_sess=soAdftaL-UUzzkoTx
Eta nia plz keo tune koren.

Level 2

ইরান রুশদির মাথার দাম ৫ লাখ ডলার বাড়ায়ে দিয়েছে, যেটা এখন সর্বোমোট হয়েছে ৩৩ লাখ ডলার। ইরানের মন্ত্রনালয় বলছে, রুশদিকে সেই সময় হত্যা করতে পারলে এখন এই সব মুভি কার্টুন কিছুই বের হবার সাহস পেতোনা। যে নবীকে রক্ষা করার জন্য সাহাবীরা তীরের আঘাতে জর্জরিত হয়েছেন, এমন অনেককে পাওয়া গেছে যাদের শরীরে ৭০ এর বেশি তীরের আঘাত ছিলো, কিন্তু তারা সরে দাড়াননি… সেখানে আমাদের সন্ত্রাসী বললেই …আমাদের শান্তির ধর্মকে সন্ত্রাসীর ধর্ম বললেই…সরে দাড়াই। ব্যাপারটি যেন…তাদের বাহবা আমাদের অতীব প্রয়োজন। আপনার লেখাটি ভালো হয়েছে…কিন্তু নিরপেক্ষ হয়েছে … যেকোন এক পক্ষ নেন 🙂

Level 0

খুব ভালো লাগল।

Level 0

allah sobai ke tomar poth dekhao

Level 0

Allah! help us to prevent them.

Level 0

nice post and thanks to you

দুঃখজনক কথা হল সৌদি আরব, আরব আমিরাতের মত মুসলিম রাষ্টগুলো আমেরিকার দালালি করে। তারা ও আই সি, আরব লীগ-এর মত সংগঠন গুলোকে নিস্কৃয় করে রেখেছে।

ভাই বাংলাদেশে- ও এ রকম হচ্ছে…দেখেন http://www.facebook.com/photo.php?fbid=138178756327932&set=t.100004074247675&type=3&theater \ https://www.techtunes.io/?p=148753&preview=true

আপনাদের সকলের জন্য রইল শুভকামনা…আমাদের জন্য দুয়া করবেন যাতে মাঝে মধ্যে আপনাদেরকে সামান্য কিছু জানিয়ে উপকারে আসতে পারি……ধন্যবাদ

ভাই আমরা আমদের পেইজটির মাধ্যমে সকল সত্য ঘটনাগুলো প্রকাশ করছি আপনারা আমন্ত্রিত……www.facebook.com/PeaceBD24
পেইজটি Promote করতে সাহায্য করবেন আশা করি…

amar mote facebook o bondho kore dewa uchit. karon ei dhoroner maddhom dara amader jubo shomajke khoti grostho kora hosse

Level 2

খুবই দুঃখ জনক একটি ঘটনা ঘটাল ইহুদীরা। মুসলিমদের আরো প্রস্তুত থাকতে হবে। কারণ এরকম ঘঠনা আরো ঘটতে পারে তাতে সন্দেহ নেই।

এরকম ঘঠনা……. https://www.techtunes.io/news/tune-id/148753

Level 0

অনেক সুন্দর টিউন, টিউনারকে ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।

Level 0

লেখা গুলু পড়ে খুব ভাল লাগল । জানতে পারলাম ইসলাম নিয়ে আমেরিকার কেন মাথাবেথা লেখক কে অনেক ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ।