১৫ সেপ্টেম্বরের মধ্যেই মোবাইল ফোনের সব প্যাকেজে দশ সেকেন্ডের পালস কার্যকর করার জন্যে আবারো নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বৃহস্পতিবার পাঁচটি মোবাইল অপারেটরসহঅ্যামটবকে পাঠানো চিঠিতে এ বিষয়ে আবারো নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে দশ সেকেন্ডের পালস কার্যকর করার পাশাপাশি ১৫ সেপ্টেম্বর থেকেই ‘ফ্ল্যাট রেট ট্যারিফ’ও বাস্তবায়ন করতে বলা হয়।
এর আগে অপারেটরদের দাবির প্রেক্ষিতে দশ সেকেন্ডের পালস বাস্তবায়নের ক্ষেত্রে ১৫ আগস্টের পরিবর্তে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
সে সময় কোনো কল সেট আপ চার্জ না নেওয়া বা ফ্ল্যাট রেট ট্যারিফ কার্যকর করার বিষয়ে অপর একটি চিঠিও দেয় বিটিআরসি।
বৃহস্পতিবারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দশ সেকেন্ডের পালস কার্যকর করার ক্ষেত্রে অপারেটরদের কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে সেটি দিতে প্রস্তুত আছে বিটিআরসি।
তবে যেভাবেই হোক না কেনো ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটি কার্যকর করতে হবে।
গত সোমবার ভোর রাতে বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের মৃত্যুর পর নানা দিক থেকে দশ সেকেন্ডের পালস কার্যকর না করার ক্ষেত্রে নানা আশংকার কথা শোনা যাচ্ছিল।
এমনকি বিটিআরসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে আশংকা জানান।
তার প্রেক্ষিতেই বিটিআরসি এমন চিঠি দিল বলেও জানিয়েছে বিটিআরসি’র একটি সূত্র।
বৃহস্পতিবারের চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে টেলিটক ১০ সেকেন্ডের পালস বাস্তবায়ণ করে ফেলেছে।
চিঠির কপি দেওয়া হয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, এয়ারটেল এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতিকে।
-BD All operator's latest offer
FACEBOOK এ আমার গ্রুপঃ http://www.facebook.com/groups/OTSBD.TK
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
যদি বাস্তবায়ন হয় তো ভাল, কিন্তু বাংলাদেশ বলে কথা। কখন কে সুর পাল্টাবে তার ব্যাকরণ বোঝার সাধ্য জনগণের নেই।