কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।
আমার টাইটেল ছিল -
ফেসবুক,টুইটার,ইউটিউব ইত্যাদি লাইক দিয়ে Shareyt মত সাইট থেকে আর নয় নেট বিল পরিশোধ করার আশায় টাকা ইনকাম করা, এবার Shareyt মত সাইট থেকে ইনকাম করুন প্রতি মাসে ৩০.০০০+টাকা ১০০%গ্যারান্টি ।
হ্যা টাইটেল তা দেখে এমন কোন লোক নাই যে আমার টিউন টি দেখবে না 🙂 ।কারন যেইখানে কম কাজ এবং বেশি টাকা সেই খানেই বাঙ্গালি । আবার অনেক এ যারা Shareyt তে এখনো জয়েন করে নি তারা হইতো অনেক এ আমার টিউন এর টাইটেল দেখেই আগে টিউন না পড়ে পুড়া পেজ উপর নিচে করে যাচ্ছে কোথায় আমার রেফার লিং আছে সেইটা দেখার জন্য 😀 । যাইহোক হাসের মত বেশি প্যাক প্যাক করবো না।অনেক এর আবার মেজাজ খারাপ হয়ে পড়া বাদ দিয়ে চলে যাবে 🙁 ।তাইলে চলুন শুরু করা যাক।
প্রায় ১/২মাস এর মত দেখছি Shareyt নিয়ে অনেক এ লাফালাফি করছে।Dolancer,skylancer,onlineadsclik.এবং যত ভুয়া কম্পানি আছে তাদের যাওয়ার পর আবার Shareyt এর কথা বেশি শুনা যাচ্ছে।যদিও Shareyt তে জয়েন করতে টাকা লাগে না কিন্তু পেমেন্ট পাচ্ছে কিনা জানি না।
তবে আপনি কি একবার ভেবে দেখেছেন এইসব সাইট এ কাজ করে কি আপনার মেধা বাড়ছে আমার মতে আপনার মেধা নষ্ট হচ্ছে।
অনেক এ বিভিন্ন পোস্ট এ লিখছেন যে এটা কোন পিটিসি সাইট না।আসলে কি এটা পিটিসি সাইট না? পিটিসি রুগিদের কাজ ছিল একটাই তা হল শুধু এডস ক্লিক করা,আর আপনারা কি বলবেন যে এটা তো এডস না তো পিটিসি হয় কেমনে। আপনারা ও কিন্তু সেই ক্লিক ই করে যাচ্ছেন এর মধ্যে শিক্ষনীয় কিছু আছে কি? কি আছে, আছে শুধু ঘুম থেকে উঠো আর লাইক মার কয়েন ইনকাম কর।আর সারাদিন ফেসবুক বিভিন্ন সাইট এ ভাল স্টাইল এ লিখে তোমার রেফার লিং বিলি কর।কারন এখানে ও বাড়তি ইনকাম রেফার মামা তো আছেই 😀 ।
ফেসবুক খুললে যেইখানে যায় সেইখানেই এইসব সাইট এর এডস পাব।আমার একটি পেজ আছে প্রতিদিন delete করতে করতে মেজাজ গরম হয়ে যায়। 🙁
আপনারা সামান্য নেট বিল পরিশোধ করার জন্য এই সাইট গুলোর মধ্যে পড়ে আছেন একবার ও কি ভাবছেন এখান থেকে কি শিখতে পারছেন?
কিছুদিন হল অনেক দেখছি যে টেকটিউন এ একের পর এক Shareyt নিয়ে টিউন করেই যাচ্ছে শুধু মাত্র তাদের রেফার বাড়ানোর জন্য।কিন্তু টিউন গুলা মুছে দেয়া হয়েছে আমি নিজেই প্রায় ২০+টিউন হতে দেখেছি এক এক জন এক এক স্টাইল এ লেখে, কেমন জানি মনে হই Shareyt নিয়ে প্রতিযোগিতা হচ্ছে ১ম পুরস্কার ১টা প্রাইভেট কার 😀
আসলে Shareyt থেকে যদি সত্যিই ইনকাম করে শেখা যেত তাহলে টেকটিউন এর যত বড় ভাইরা আছেন সবাই ফ্রিল্যান্সিং বাদ দিয়ে সব সময় Shareyt নিয়ে পড়ে থাকতো।এবং আপনাদের কে এ জয়েন করার জন্য বলতো।কিন্তু তারা কি এই সব করছে? তাদের টিউন কি আপনাদের চোখে পড়ছে না? তারা কি নিয়ে টিউন করছে কি শিখাতে চাচ্ছে?তারা কি শুধু শুধু টিউন করছে?
না তারা তো আপনাকে আমাকে শিখানোর জন্যই তাদের মূল্যবান সময় নষ্ট করে লিখে আমাদের কে শেখানোর চেষ্টা করছে এবং ফ্রিল্যান্সিং কি? তা থেকে কিভাবে আয় করা যায়? এবং ফ্রিল্যাসিং এ কি কি কাজ করে ইনকাম করা যায় এইসব বিষয় এ প্রতিনিয়ত ধারনা দিয়ে যাচ্ছে।
টেকটিউন কতৃপক্ষকে আগে টিউনারদের টিউন মুছার দরকার হত না।কারন সাবাই কাজের টিউন করতো কিন্তু কিছুদিন হল দেখা যাচ্ছে এইসব সাইট নিয়ে টিউন বেশি হচ্ছে এবং প্রতিনিয়ত তা মুছে দেয়া হচ্ছে।সেইদিন দেখলাম রাত ১২/১২.৩০এর দিকে কে যেন Shareyt নিয়ে একটা টিউন করেছে কিন্তু তার কিছুক্ষন পর দেখি টিউন টি মুছে দেয়া হয়েছে 😀 । সেইদিন রাতে আমার মনে হল যে টেকটিউন কতৃপক্ষরা মনে হয় এখন সারা রাত জেগে থাকে শুধু মাত্র বাজে টিউন মোছার জন্য 🙁 ।
আমি নিজের কথাই বলি আমার ২টা টিউন মুছে দেয়া হয়েছে।যখন দেখি আমার টিউন মুছে দেয়া হয়েছে আমার খুব ই খারাপ লাগছিল 🙁 ।কিন্তু তারপর আমি দেখলাম টিউন এ কি সমস্যা ছিল যে মুছে দিল? তারপর ভাল করে আমার টিউন টি দেখলাম পরে নিজেই ভাবলাম আসলে আমার ই ভুল ছিল না বুঝেই টিউন টি করে ফেলেছিলাম।যখন বুঝলাম আমার ভুল তখন আর টেকটিউন এর প্রতি কোন রাগ থাকলো না 😀 । এমনিটেই টেকটিউন থেকে অনেক কিছু শিখেছি আমি কোনদিন ও ভাবি নি কম্পিউটার এ এইসব কাজ শিকবো।তা শুধু পেরেছি টেকটিউন এর জন্যই।
যারা Shareyt করেন তারা হইতো অনেক এ মনে মনে বলতেছেন - এতদিন এইখান থেকে ইনকাম করেছি এখন করতে নিষেধ করছিস নেট বিল কি তো বাবাই দিবে? 🙁
না না না........আমার বাবা দিতে যাবে কেন? যারা নতুন অনেকেই এইসব সাইট এ কাজ করে হইতো ২মাস হয়ে গেছে এখনো টাকা পাইনি, তো এই দুই মাস কি তাদের নেট বিল Shareyt দিয়েছে ? না ,তারা তাদের নেট বিল বাপের পকেট থেকেই দিয়েছে তারা 😀
আমার মত নতুনদের বলছি আপনারা আপনাদের মেধ নষ্ট করবেন না।ফ্রিল্যান্সিং কাজ করে মাসে ৩০.০০০+টাকা ইনকাম করা কোন ব্যাপার না যদি আপনি সঠিক ভাবে কাজ করতে পারেন এবং কাজগুলা জানেন।
Shareyt এর মত সাইট এ কাজ করে আপনাদের লাভ কি হবে?
লাভ তেমন কিছুই হবে না প্রতিদিন লাইক কইটা হল কত পয়েন্ট হল এই হিসাব রাখতে রাখতে হইতো হিসাব করাতে একটু পাকা হবেন এই আর কি এর থেকে বেশি কিছু পাবেন না 😀
Shareyt মত সাইট এ কাজ করে আপনি হারাবেন আপনার মূল্যবান কিছু সময় যা আপনি নেট এ ফ্রিল্যান্সিং শেখার কাজে ব্যায় করতে পারতেন।যতদিন Shareyt এইসব সাইট নিয়ে পড়ে আছেন এতদিন হইতো বুঝে যেতেন নেট থেকে কিভাবে টাকা ইনকাম করতে হই।কি কি শিখতে হই কি কি মাধ্যম আছে নেট থেকে টাকা আয় করার।এবং ফ্রিল্যান্সিং আসলে জিনিস টা কি?
এবার আমার মত নতুন দের জন্য কিছু কথা
আমি এখন কাজ না পাড়লে ও আমি এখন জানি ফ্রিল্যান্সিং জিনিস টা কি? কিভাবে নেট থেকে টাকা আয় করার যায় এর কইটা মাধ্যম আছে? আমি এই সব ১দিনে শিখিনি।Google Adsense সম্পর্কে জানি আমি কয়েক মাস আগে। কিন্তু Google Adsense এর কথা শুনে আসছি প্রায় ২/৩বছর আগের থেকে কিন্তু তখন এই সব কি জানতাম না। Google Adsenseএর মধ্যমে ভাল সাইট করে ইনকাম করা যায়।তো আমি একটি ব্লগ করি বাংলাতে কিন্তু Google Adsenseবাংলা সার্পোট করে না 🙁 এটা জানতে আমার লাগে শুধু ১মাস।তারাপর টেকটিউন এর বড় ভাইয়াদের সাহয্যে জানি ইংরেজি ছাড়া Google Adsenseসার্পোট করে না।তাই আমি এখন ইংরেজি কোর্স করতেছি আমি আশাবাদি একদিন আমি টেকটিউন এবং বড় ভাইয়াদের অনুপ্রেরণায় সফল হব সেই দিন হইতো আর দূরে নই।লাগুক আরো ২বছর তবুও আমি হাল ছাড়বো না। 🙂
টেকটিউন একটি যোগাযোগ এর মাধ্যেম আপনাকে আমাকে সেবা দেয়ার জন্যই তাদের যাত্রা কিন্তু আমরা যদি এখান থেকে কিছু শিখতে না পারি তাইলে তাদের বর্থ্যতা থেকেই যাবে।আপনাকে আমাকে সাহায্যে করার জন্য এখানে আপনাকে আমাকে আইডি ওপেন করার সুব্যবস্থা আছে।আপনি কি পারেন না? সাহায্যে প্রয়োজন? সেই ব্যবস্থা ও করে রেখেছে, আছে সাহায্য/জিজ্ঞাসা বিভাগ।এই খানে আপনি কি পারছেন না? কি কি বিষয়ে জানতে চান তা বলুন সাথে সাথে বড় ভাইরা আপনাকে সাহায্যে করবে।এটা একটা সবচেয়ে বড় যোগাযোগ এর মাধ্যম আপনি এখান থেকে বড় ভাইদের সাথে যোগযোগ করে তাদের সাথে আলাপ আলোচনা করে একদিন হইতো সফলতা অর্জন করবেন সেইদিন আর বেসি দূরে নই।
তাহলে আর দেরি কেন আজকেই আপনি টেকটিউন এ রেজিস্টার করে সদস্য হউন।আপনার সমস্যার কথা জানান এবং হইতো হতে পারে আপনার মধ্যে ও অনেক গুণ আছে যা শেয়ার করলে আমাদের মত না পারা কিছু লোক এর অনেক উপকার হবে। 🙂
তাইলে আপনিই বলুন এখনো কি ভুল কাজ ই করবেন নাকি সুন্দর ক্যারিয়ার গড়তে ফ্রিল্যান্সিং কি? জেনে বুঝে কাজ শুরু করে দিবেন।টেকটিউন এ অনেক এই আছে যারা প্রতি মাসে 500$ থেকে 1500$ পযর্ন্ত আয় করেন।একদিন হইতো আপনি ও পারবেন আমি ও পারবো।
যারা Shareyt করেন তারা আমার টাইটেল দেখে খুব খুশি হইছিলেন কিন্তু ভিতরে ঢুকে তাদের মেজাজ এখন পুরা ১০০-১০০ আরে ভাই মাথা ঠান্ডা করেন, তারা হইতো মনে মনে ২/৩ বকা ও দিয়ে দিলেন
ভাই রমজান মাস বকা দিলে আল্লাহ পাপ দিবে 🙁
একদিন আপনি ,আমি হইতো পারবো সেই সপ্নের আকাশ টা ছুতে
Shareyt
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙁 মনটাই খারাপ হয়ে গেল ভাবলুম পেন্ডিং এ যাবে এটা 😀 না সুন্দর হয়েছে। আপনার মত অন্যরা এবার বুঝতে পারলে হয়।