ডায়মন্ড এর কারুকাজ নিয়ে বিলাসীতা

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার ফলে এদেশের অনেক মানুষ এখনও অনাহারে অর্ধাহারে খেয়ে জীবন যাপন করে থাকে । অনেকেই আছে যারা ডায়মন্ড বা হীরকের নাম শুনলেও বাস্তবে এখনও দেখেনি । আজকে উন্নত দেশগুলোর হীরা বা ডায়মন্ড নিয়ে বিলাসীতার কিছু নমুনা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম ।

Diamond iPod Shuffle


এই আইপডে ২০০০০ ডলারের সমমান স্বর্ন এবং হীরা লাগানো হয়েছে । এই আইপডটি মাত্র ২৪০ টি গান ধারন করতে সক্ষম । সে হিসেবে আইপডটিতে গান শুনতে প্রতি গানে প্রায় ৮৪ ডলার ব্যয় হয় ।

Diamond Phone


এই মোবাই ফোনটি বিশ্বের বিলাসীতার রেকর্ড গড়েছে । এই ফোনটির নাম গোল্ডভিস ফোন । যার দাম ১ মিলিয়ন ইউরো অথবা ১.৩ মিলিয়ন ডলার ।

Diamond Boxing Gloves


এর মূল্য ২০০০০ ডলার নিল্ধারন করা হয়েছে । যা সাজানো হয়েছে সাদা ডায়মন্ড এবং কালো ডায়মন্ডের সংমিশ্রনে ।

Diamond Skull


বিক্রির জন্য এই Skull টার শিরোনাম দেয়া হয়েছে "For the Love of God " এটি তৈরি করা হয়েছিল ডায়মন্ড, মানুষের দাত এবং প্লাটিনাম প্লেট দিয়ে । নাম না জানা একজন লোক এটাকে চড়া মূল্যে ক্রয় করেছিল এবং তিনি ২০০৭ এ ৫০ মিলিয়ন পাউন্ড অথবা ১০১ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন ।

Diamond Toy Car


বাচ্চাদের খেলনা গাড়িও সাজানো হয়েছে ডায়মন্ড দিয়ে । যা আমাদের দেশে কল্পনাতীত । যার মূল্য £৭২০০০ । এই গাডিটি ডায়মন্ড দিয়ে সাজাতে প্রায় ২৭০০ নীল রংয়ের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে ।

Diamond TV


এই LCD টিভিটিতে ১৬০ টি ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছে । তবে এর মূল্য নিয়ে কোন তথ্য পাওয়া যায় নি ।

Diamond Earphone


DEOS ডায়মন্ড কালেকশন এই ইয়ারফোনটি তৈরি করেছে । এটি বিভিন্ন রংয়ের হীরা তৈরি করা হয়েছে । যার মূল্য $৩৫০০ থেকে $৮০০০০ পর্যন্ত ।

Diamond Chess Sets


এই দাবার সেটটির দাম £৫ মিলিয়ন অথবা $৯.৮ মিলিয়ন ডলার । শুধুমাত্র রাজার গুটিটি ১৬৫.২ গ্রাম , যার মধ্যে ১৮ ক্যারেট হলুদ বর্নের স্বর্ন এবং ১৪৬ টি ডায়মন্ড রয়েছে ।

Diamond-covered Mercedes SL Class


এই গাড়িটি নিয়ে আমি নিজেও কনফিউশনে পরে গেছি । তবে এটার মূল্য এখানে পাওয়া যায় নি ।

Diamond Mouse


এই ডায়মন্ডযুক্ত মাউসটির মূল্য রাখা হয়েছে £১২৪০০ অথবা $২০৪০০ ডলার ।

Diamond Handbag


এই হ্যান্ডব্যাগটিতে ২১৮২ টি ডায়মন্ড , ২০৮ ক্যারেট স্বর্ন দিয়ে তৈরি করা হয়েছে । যার মূল্য রাখা হয়েছে $১.৬৩ মিলিয়ন ডলার ।

Nokia N95


এর দাম নির্ধারন করা হয়েছে $১০০০০ ডলার ।

সকলকে ধন্যবাদ...............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল।

    টিউনটি তথ্যবহুল কিন্তু হাসিব ভাই শুধু মন্তব্যের জন্যই টিউন করবেন না আশা করি। এর থেকেও আরো ভালো টিউন আপনার আছে, আমরা সেরকম মানসম্পন্ন টিউন চাই। (তথ্যবহুল মানেই মানসম্পন্ন না)।

    কিরে রোমান পচাইতেছস মনে হইতাসে ! তোরে কিন্তু কুরবানী দিমু গরুর সাথে । হা হা

    কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, আমাকে হুমকি দেয়া হচ্ছে।

Level 0

ঝাক্কাস এক পিস টিউন করছেন বস……থ্যাংকুশ…

Level 0

যেই জিনিস টা আমাগোর মত মাইনষের কিনা সম্ভব না, হেইডা লইয়া স্বপ্ন কিমনে দেহি?????
বড় ইচ্ছা হইতাছে দাবার ঘর খানা কিনার,,,,,,, আমার লাইগ্গা একটু দোয়া কইরেন যাতে ভবিষ্যতে আফনের ভাবির লগে এই দাবার ঘর দিয়া খেইল্লা যাতে জিততে পারে……

Level 0

ধন্যবাদ ভাই আনকমন কালেকশন৷

ফালতু মানুষ দের ফালতু কাজ কারবার আর কি।।
এই অপচয় দেখে মনেই হয় না যে এই পিরথিবিতে সোমালিয়া র মত দেশ ও আসে

কোনদিন টাকা পয়সা আল্লাহ দিলে আমি ডায়মন্ডের স্কালটা কিনুম ……. আর বউরে ব্যাগটাও কিনা দিতে পারি।

    টিনটিন ভাই আর শাকিল ভাই আপনেরা তো ডলার ম্যান । আপনাদের জন্য এইগুলো বাস্তবায়িত করা বেশ একটি কঠিন কাজ না 😀

    Level 0

    আমার বক্সিং গ্লাভসটা দারুন লেগেছে। তবে এখন তো দেখি বক্সিং গ্লাভস এর চেয়ে সংগীত শিল্পীদের গ্লাভস এর দামই বেশী চড়া।
    আমাদের জ্যাকসন সাহেবের দস্তানা (Billie jean-1989) সম্প্রতি বিক্রি হয়েছে সাড়ে তিন লক্ষ ডলারে। বাংলাদেশী টাকায় প্রায় ২৪,৫০,০০০ টাকায়। ওই তুলনায় ডায়মন্ডের দস্তানা তো নস্যি।

    অফটপিকঃ আমাদের দেশের চালের মূল্যও প্রায় হীরার কাছাকাছি, চালের দামের উপর একটা টিউন করলে কেমন হয়?

    Level 0

    লিখতে ভুলে গেছি, জ্যাকসন সাহেবের দস্তানাতেও কিছু মূল্যবান পাথর ছিল।

ভাল লেগেছে…

হায় হায় রে সবাই কোন যে শুধু কমদামি জিনিষের উপর চোখ দেয় বুঝি না । গাড়িটা কি কারও চোখে পড়ল না । ওই টা দিয়া ২ টা কাজ করা যাইত । যার দামই ওরা বলে নাই 😀

অই মিয়া সাম্য ভালো টিউন তাকে অপমান করেন কেন

    কি যে বলেন dip mazumder ভাই, হাসিব এর টিউন খারাপ হইব কেন। আমি তা টিউন খারাপ বলি নাই। আমার মনে হইয় আপনি আমার কথা বুজতে পারেন নাই।

    হা হা হা dip mazumder তোমার মত সাম্যও আমার একজন ভাল বন্ধু । তুমি কিছু মনে কর না কারন ও টিউন বা আমাকে খারাপ বলে নি । বলেছে যারা অপচয় করে তাদের কে ।

Level 0

হায় ধুনিয়া…আরও কত জিনিস দেখতে হবে উন্নত বিশ্বের যওসব ফাউল শখ…একদিকে মানুষ খাইতে পারেনা আর অন্যদিকে…..হাসিব ভাই ধন্যবাদ উন্নতদের শখের কারিশমা দেখানোর জন্য

    reza123 স্বপ্ন ছাড়া তো মানুষ বড় হতে পারে না । তাই ভাল স্বপ্ন দেখুন এবং হাসি খুশি থাকার চেষ্টা করুন সবসময় দেখবেন সফলতা আসবেই হয়ত আজ নতুবা কাল ।

থাক !!! এই ফলগুলা খুবই টক। আমার দরকার নাই।

হাসিব ভাই আমার কিনতু n95 মোবাইলটা লাগবে কোথায় পাওয়া যাবে এই জিবনটা উপভুগ করতে চাই ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আমার কাছে একটা N95 আছে, তাহলে শুধু ডায়মন্ড বসালে ডিস্কাউন্ট পাবোনা? 😛

Level 0

দাম তো অনেক কম। আমরা আরো দাম বাড়লে কিনবো।

কলি কালে আরো কত কি দেখমু। সুন্দর টিউনে জন্য আপনাকে একটি ডাইমন্ডময় ধন্যবাদ।

টিউন পড়ে ভাল লাগল। তবে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, কিছুদিন আগে আমি কেন জানি google ইমেয সার্স দিয়েছিলাম তখন এখানের যে skull পিকটা আছে ঐ পিকটা পেয়েছিলাম, পিক দেখে ভাল লাগল তাই facebook প্রোফাইল পিক ও দিলাম। আরে আমার ফ্রেন্ডরা যেই কমেন্ট (প্রায় সবগুলো কমেন্টই গায়ে হিট লাগানো মত)।

আইজ আমি “হাসিব” ভাইয়ের রেফেরান্স এ কইতে চাই দেখ দেখ আমার প্রোফাইল পিকটার দাম হইল ৫০ মিলিয়ন পাউন্ড বা ১০১ মিলিয়ন ডলার। আর যে লোকটা লোকচক্ষুর অগোচরে এইটা কিন্না লইচে হেটা হইলাম আমি। হা হা হা হা………………….

না এইগুলো একটাও কিনবোনা।এগলো নিয়ে বাইরে যাওয়া রিস্ক তাই।বাদ বাদ এইসব বাদ।আমার কাঠের হলেই চলবে

    মামুন ভাই এতই যেহেতু টেনশন কাঠেন না কিনে লোহার কিনেন যা অন্তত ঘুনে ধরবে না । কিন্তু আমার সন্দেহ তো একটাই ভাবি কাঠের বা লোহার অলংকারে মানবে তো?