বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার ফলে এদেশের অনেক মানুষ এখনও অনাহারে অর্ধাহারে খেয়ে জীবন যাপন করে থাকে । অনেকেই আছে যারা ডায়মন্ড বা হীরকের নাম শুনলেও বাস্তবে এখনও দেখেনি । আজকে উন্নত দেশগুলোর হীরা বা ডায়মন্ড নিয়ে বিলাসীতার কিছু নমুনা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম ।
এই আইপডে ২০০০০ ডলারের সমমান স্বর্ন এবং হীরা লাগানো হয়েছে । এই আইপডটি মাত্র ২৪০ টি গান ধারন করতে সক্ষম । সে হিসেবে আইপডটিতে গান শুনতে প্রতি গানে প্রায় ৮৪ ডলার ব্যয় হয় ।
এই মোবাই ফোনটি বিশ্বের বিলাসীতার রেকর্ড গড়েছে । এই ফোনটির নাম গোল্ডভিস ফোন । যার দাম ১ মিলিয়ন ইউরো অথবা ১.৩ মিলিয়ন ডলার ।
এর মূল্য ২০০০০ ডলার নিল্ধারন করা হয়েছে । যা সাজানো হয়েছে সাদা ডায়মন্ড এবং কালো ডায়মন্ডের সংমিশ্রনে ।
বিক্রির জন্য এই Skull টার শিরোনাম দেয়া হয়েছে "For the Love of God " এটি তৈরি করা হয়েছিল ডায়মন্ড, মানুষের দাত এবং প্লাটিনাম প্লেট দিয়ে । নাম না জানা একজন লোক এটাকে চড়া মূল্যে ক্রয় করেছিল এবং তিনি ২০০৭ এ ৫০ মিলিয়ন পাউন্ড অথবা ১০১ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন ।
বাচ্চাদের খেলনা গাড়িও সাজানো হয়েছে ডায়মন্ড দিয়ে । যা আমাদের দেশে কল্পনাতীত । যার মূল্য £৭২০০০ । এই গাডিটি ডায়মন্ড দিয়ে সাজাতে প্রায় ২৭০০ নীল রংয়ের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে ।
এই LCD টিভিটিতে ১৬০ টি ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছে । তবে এর মূল্য নিয়ে কোন তথ্য পাওয়া যায় নি ।
DEOS ডায়মন্ড কালেকশন এই ইয়ারফোনটি তৈরি করেছে । এটি বিভিন্ন রংয়ের হীরা তৈরি করা হয়েছে । যার মূল্য $৩৫০০ থেকে $৮০০০০ পর্যন্ত ।
এই দাবার সেটটির দাম £৫ মিলিয়ন অথবা $৯.৮ মিলিয়ন ডলার । শুধুমাত্র রাজার গুটিটি ১৬৫.২ গ্রাম , যার মধ্যে ১৮ ক্যারেট হলুদ বর্নের স্বর্ন এবং ১৪৬ টি ডায়মন্ড রয়েছে ।
এই গাড়িটি নিয়ে আমি নিজেও কনফিউশনে পরে গেছি । তবে এটার মূল্য এখানে পাওয়া যায় নি ।
এই ডায়মন্ডযুক্ত মাউসটির মূল্য রাখা হয়েছে £১২৪০০ অথবা $২০৪০০ ডলার ।
এই হ্যান্ডব্যাগটিতে ২১৮২ টি ডায়মন্ড , ২০৮ ক্যারেট স্বর্ন দিয়ে তৈরি করা হয়েছে । যার মূল্য রাখা হয়েছে $১.৬৩ মিলিয়ন ডলার ।
এর দাম নির্ধারন করা হয়েছে $১০০০০ ডলার ।
সকলকে ধন্যবাদ...............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাল লাগল।