বিশ্বের বিস্ময়কর কিছু সেতুর নির্মান

প্রযুক্তির বিকাশের ফলে মানুষ আজ মুহুর্তেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারছে মুহুর্তের মধ্যেই । আগে মানুষের একস্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগত দিনের পর দিন বা বছরের পর বছর । কিন্তু আজ পৃথিবীর প্রযুক্তির উন্নতির ফলে এক প্রান্ত হতে অন্য প্রান্ত যেতে সময় লাগে সর্বোচ্চ ২৪ থেকে ৩০ ঘন্টা । এবং তা আমরা খুব বিলাসীতার সাথেই যেতে পারছি । তাই একটি নদীর উপর যেমন সেতুর প্রয়োজনীতা অনেক তেমনি প্রযুক্তির উন্নতিও দরকার হয় । যার ফলে পাহাড়ের চূড়াতেও সেতু বা ছোট ব্রিজ নির্মান করা যায় । আজ কিছু বিস্ময়কর ব্রিজ নিয়ে টিউন করব যাতে ব্যবহৃত হয়েছে বিস্ময়কর সব প্রযুক্তি । আর এই ছবিগুলোর কিছুটা থ্রিডিতেও করা হয়েছে

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্ত

জার্মানী

ফ্রান্স

চায়না

যুক্তরাজ্য

ব্রাজিল

যুক্তরাজ্য

ইতালি

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাটাফাটি টিউন। অসাধরন সব ছবি। আফসোস আমার দেশ জামানি না………হা হা হা

    সাম্য বাংলাদেশ হল পৃথিবীর শ্রেষ্ঠ এইসব জামার্নি ফামার্নি দরকার নাই।আমার দেশ সবার সেরা দেশ।কিসের আফসোস আবার।

    মামুন says:
    সাম্য বাংলাদেশ হল পৃথিবীর শ্রেষ্ঠ এইসব জামার্নি ফামার্নি দরকার নাই।আমার দেশ সবার সেরা দেশ।কিসের আফসোস আবার।

    একমত এবং কোন আফসোস নাই শতজনমের ভাগ্য বাংলদেশে জন্মগ্রহন করা কেই মানতে না চাইলে প্রমান করে দেব।

হাসিৱ মিয়া টিউন তো জটিল করছ।কিন্তু আমাদের বুড়িগংঙ্গা ব্রীজের একটা পোস্টার মাইরা দিলে ভাল হইত।হাহাহাহ

১নং সেতুর মত আরো এমন কয়েকটি হাস্যকর সেতুর ছবি আমার কাছে আছে যেগুলো সব কয়েকটি প্রথম আলো থেকে নেয়া।

welcome back!!

    ধন্যবাদ টিনটিন ভাই । আপনের টিউনগুলো কিন্তু ভিন্ন রকম । কোনটার সাথে কোনটার মিল নেই । চেষ্টা করতেছি আপনের মত কিন্তু হয়ত পারব না । তারপরও চেষ্টা করতে দোষ কি ।

জট্রিল।

তবে ছবিগুলো সেন্টার করে দেশের নাম শিরোনামে(h2) দিয়ে দেন তাহলে আরো সুন্দর হবে।

    টিনটিন ভাই যেভাবে দেয় সেভাবে। তার আগের টিউনেই যেভাবে আছে। পরামর্শ দিলাম বইলা রাগ কইরো না।

    শাকিল ভাই আসলে ছবিগুলো যেখান থেকে কালেকশন করেছি সেইখানে স্থান এবং দেশের নাম দেয়া নেই । দেয়া থাকলে আমি অবশ্যই উল্লেখ করে দিতাম ।

    আমি আসলে সে কথা বলি নাই আমি বলেছি যে কয়েকটাই আছে সেটা ওভাবে দিলে সুন্দর হতো। ধন্যবাদ আপনাকে।

    না না না শাকিল ভাই মানব না একেবারেই মানব না।আপনার সাইটে দেখলাম বিশাল কুইজ বিশাল পুরষ্কার আর এই ব্যাপারে কিছুই জানিনা ।না ভাই না মানব না।

তবে ব্রীজগুলোর বর্ণনা এখানে আছে দেখতে পারেন http://www.somewhereinblog.net/blog/lonelyromance/29046467

হাসিব,
তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সকল অসাধারন ব্রীজগুলো উপস্থাপন করার জন্য । আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে দ্বিতীয়টি যা অবিশ্বাষ্য মনে হয় ।

Level 0

হাসিব, আপনাকে ধন্যবাদ-

ব্রীজগুলি খুব সুন্দর। আসলে এই সবগুলি আছে না ৩ডি ছবি? ছবির সাথে স্থান ও দেশের নাম থাকলে ভাল হতো। বিশেষ করে ফাইলের নামের সাথে।

তবে ভাই, আপনি নিজের দেশের সেতুর কথা বাদ দিলেন কেন- আমাদেরত অনেক ভাল সেতু আছে। যেটি নেই শুধু সেটিই দিলেন। বিশেষ করে যমুনা সেতু, যুলন্ত সেতু, মেঘনা সেতু, রেল সেতু ইত্যাদি।

সবার আগে দেশ, তারপর অন্য দেশ।

    না ভাই এগুলো সবই তৈরি করা হয়েছে শুধুমাত্র পদ্মা সেতু ছাড়া ওটাই শুধু থ্রিডি । আর দেশের সেতুগুলো তো সবাই জানে তাই ওগুলো দেয়া হয় নাই ।

Thanks Vaia….

Level 0

How can it possible? I am shocked…

jotil