প্রযুক্তির বিকাশের ফলে মানুষ আজ মুহুর্তেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারছে মুহুর্তের মধ্যেই । আগে মানুষের একস্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগত দিনের পর দিন বা বছরের পর বছর । কিন্তু আজ পৃথিবীর প্রযুক্তির উন্নতির ফলে এক প্রান্ত হতে অন্য প্রান্ত যেতে সময় লাগে সর্বোচ্চ ২৪ থেকে ৩০ ঘন্টা । এবং তা আমরা খুব বিলাসীতার সাথেই যেতে পারছি । তাই একটি নদীর উপর যেমন সেতুর প্রয়োজনীতা অনেক তেমনি প্রযুক্তির উন্নতিও দরকার হয় । যার ফলে পাহাড়ের চূড়াতেও সেতু বা ছোট ব্রিজ নির্মান করা যায় । আজ কিছু বিস্ময়কর ব্রিজ নিয়ে টিউন করব যাতে ব্যবহৃত হয়েছে বিস্ময়কর সব প্রযুক্তি । আর এই ছবিগুলোর কিছুটা থ্রিডিতেও করা হয়েছে
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ফাটাফাটি টিউন। অসাধরন সব ছবি। আফসোস আমার দেশ জামানি না………হা হা হা