গুগল এবার তাদের Google Transliteration সেবাটি উন্মুক্ত করল জিমেইল এর জন্য। এখন থেকে আপনি জিমেইল এর ভিতর থেকেই বাংলা লিখতে পারবেন। বাংলা লেখাটাও অনেক সহজ এখানে, এখন আমরা অভ্র ফোনেটিক ব্যবহার করে যেভাবে বাংলা লিখি সেরকমই।
আরেকটা দেখুন-
কিভাবে active করবেন-
gmail এর settings এ গিয়ে নিচের মত অপশন দেখতে পাবেন, সেখান থেকে বাংলা সিলেক্ট করুন।
এটা নিয়ে আগে টিউন করা আছে কিনা জানিনা, করলে এ টিউনটি তার জন্য উৎসর্গকৃত।
আমি Kaushik Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Searchhing.......
তবে জিমেইলে এটা কি ভাবে পাব? আর আপনি জিমেইল বলতে কি google talk বুঝিয়েছেন?