তবুও ভালোবাসি “বাংলাদেশ” !!! (অফুরন্ত সম্ভবনাময়)

1p1

ডায়লগ মারায় আমরা সবাই খুব ওস্তাদ। ডায়লগের মাথা ডায়লগে খায়। কিন্তু কাজের সময় কাউকে আর পাওয়া যায় না।

পার্টি দিলে তা হয় জমজমাট। কিন্তু দেশটাকে সামনে এগিয়ে নিতে কোন স্বেচ্ছা সেবামূলক কর্মসূচিতে আমাদের দেখাই মিলে না।

আমি ১০০% রাজনীতি মুক্ত, বিএনপি আওয়ামী লীগরে পা দিয়ে........ মারি। বিভিন্ন ব্লগে দেশের এই করুন অবস্থা নিয়ে শুধু ডায়লগ আর ডায়লগ আর মহান মহান মন্তব্যের ঝুড়ি। কিন্তু আমরা কাজের বেলায় ভাগি।

3p2

তাহলে একই দোষে দোষী রাজনীতিবিদদের কেন দোষ দেব ? নিজেদেরকেই আগে দোষ দেই ?

সব যদি মন্ত্রি-মিনিস্টারাই করবে তাহলে আমরা করবোটা কি ?? আমাদেরকি কোন দায়িত্ব নেই ?? আমরা কি কিছুই করবো না ??

ঘন্টার পর ঘন্টা এমনকি সারা রাত ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু এর বেশির ভাগ সময়ই ব্যয় হয় উদ্দেশ্যহীনভাবে। কাজের কাজ করা হয় খুবই কম।

অথচ অনলাইনে নিজের দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করার লোক নেই। আপনাদের বিশ্বাস হবে না

দেশের একমাত্র সম্পূর্ণ ফ্রি অনলাইন অভিধান উইকি-অভিধানে শব্দ ভুক্তির কাজ সবার জন্য উন্মুক্ত হলও নিয়মিত কাজ করছে শুধু দুজন এর কয়েকদিন আগে যোগ দেয়া আমি আর একজনও খুব বেশিদিন হয়নি শুরু করেছে।"

আমি নিজে একজন ছাত্র এবং একটি স্কুলে প্রায় দুবছর যাবত কোন বেতন ছাড়াই শিক্ষকতা করছি। আসা যাওয়ার ভাড়া যোগাতে টাইপ্ও করি

সারারাত দেশের জন্য খাটাখাটুনি করার পর ডায়লগ মারা টিউনগুলো অসয্য লাগে।

1ps1

আমি দেখেছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত দূর্বল ভবিষ্যত গড়ে দেয়ার নামে কিভাবে ঢাকায় প্রতি কদমে কদমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সবারই বড় বড় ডায়লগ এই করবো সেই করবো।

প্রথম আলোর নতুন শ্লোগানটা মনে হয় বেশি খারাপ না আপনি শুরু করেন, বাকিরা অবশ্যই বদলাবে।'

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অবস্থা আমাদের মুক্তিযুদ্ধের পরের অবস্থার চেয়ে ভয়াবহ ধরনের ছিল। কিন্তু সেই ক্ষুদ্র একটি জাতিই মাত্র ২০ বছরের মাথায় অ্যামেরিকার পর বিশ্বের সবচেয়ে উন্নত দেশ।

কিভাবে সম্ভব ?? কারন ওরা ডায়লগ মারার চেয়ে কাজে অনেক বেশি বিশ্বাসী। দৈনিক ১৮ ঘণ্টা কাজ না করলে তাদের দিনটাইটাই মাটি হয়ে গেল বলে ধরে নেয়।

3p3

১৯০০ সালের পর থেকে পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রাকৃতিক দূযোগের মাত্র ৩টি সংঘঠিত হয়েছে অ্যামেরিকায় আর বাংলাদেশে ??? ১২টির উপরে। এত বড় বড় প্রাকৃতিক দূর্যোগ যে জাতিকে দমাতে পারে না। সে জাতি হেরে যাবে রাজনীতির কাছে ????

4p44

আমি আমার দেশকে নিয়ে ঠিকই স্বপ্ন দেখি। ২০ বছরে জাপান যদি বিশ্বের ২য় উন্নত(সুযোগসুবিধার গড় হিসেবে সবচেয়ে  উন্নত) দেশ হতে পারে। তাহলে সামনের ১০ বছরে আমরা কেন সামান্য উন্নত জাতি হিসেবও মাথা তুলে দ্বাড়াতে পারবো না। আমাদের কর্মঠ হাতের সংখ্যাতো ওদের চেয়েও অনেক বেশি।

আমি ডায়লগ মারা কমিয়ে দিয়েছি এবং নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা শুরু করেছি।

এখন শুধু আপনাদের জন্য অপেক্ষা। কবে আপনারাও নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন ?

5p5


আমার এ টিউনটি ভাল লাগলে দয়া করে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tolitical (political in tech) Tune..lol

    Talking about my own country is politics ?????
    “Do you know anythings about what is politics ?” — really I’m in doubt.

হুমম ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন জাতিকে উপহার দেওয়ার জন্য ,
আসলে দেশকে উন্নত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে …………………

    ধন্যবাদ। আসলে
    ভালো কথাতো সবাই বলতে পারে কিন্তু ভালো কাজ সবাই করতে পারে না।

Level 0

ধন্যবাদ আবার মনে করিয়ে দেয়ার জন্য যে, আমরা বাঙ্গালী৷ ভালবাসি বাংলাকে, ভালবাসি মাকে, এই ভালবাসার জন্য যে কোন ত্যাগ স্বীকার করার জন্য অন্তত আমি এক পায়ে দাড়ানো আছি৷ এখন থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা…..

    ধন্যবাদ ভাই।
    একথা বলতে বা করতে সবাই সাহস করে না। এতটুকুতেই যারা ভয় পায়। তারা কোন ধরনের বাঙালি ? আমার একটা বড় প্রশ্ন ??

Level 0

ধন্যবাদ আপনাকে।
আমি মনেকরি সবার চিন্তা চেতনা যদি এই রকম হ্য়, তাহলে স্বপ্ন বাস্তবায়নে সময় লাগবেনা। তবে এই জন্য নোংরা রাজনিতি, প্রতি হিংসার রাজনিতি থেকে সরে আসতে হবে, ৩৬ বছর পিছনে – তাকাতে হবে ২০ বছর সামনের দিকে।

    Level 0

    আগে নিজেকে বদলাতে হবে…. তারপর নোংরা রাজনীতি এমনি এমনি ইনতেকাল করবে৷ এটা আমার মতামত… ডোন্ট মাইন্ড প্লিজ…

    Level 0

    Its ok. আমার কথাটা ছিলো …………। (আমি মনেকরি সবার চিন্তা চেতনা যদি এই রকম হ্য়, তাহলে স্বপ্ন বাস্তবায়নে সময় লাগবেনা। তবে এই জন্য নোংরা রাজনিতি, প্রতি হিংসার রাজনিতি থেকে সরে আসতে হবে, ৩৬ বছর পিছনে নয়, তাকাতে হবে ২০ বছর সামনের দিকে।) ……………. আর যাদের চিন্তা চেতনা যদি এই রকম, তাদের ভিতরে বদলানোর মততো কিছু নেই ভাই !!!!!!!!!!!!!
    তাপরেও আপনার কথার অগ্রাধিকা দেয়ার প্রয়োজন।
    ধন্যবাদ আপনাকে।

    নুরজাহান আপু আপনাদের কৃষি ভিত্তিক সাইটটা অসাধারণ।
    দেশের জন্য এত সুন্দর একটা পরিকল্পনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
    এ ধরনের উদ্যোগ গ্রহনের জন্য আমরা আপনার কাছে সত্যিই খুব কৃতজ্ঞ।

    Level 0

    আমার মনে হয় আপনি আমার কথায় রাগ করেছেন৷ প্লিজ রাগ কইরেননা……

খুব ভালো লেগেছে। খুবই ঠিক কথা বলেছেন। উইকি তে কাজ করার বিষয়টা আরেকটু বললে ভালো হত

    দীপ্ত ভাই। উইকি নিয়ে আমি কাজ করেছি বেশি জানার চেষ্টা করেছি কম। তাই আমি নিজেও এর সম্পর্কে অনেক কিছু জানি না। এ বিষয়ে আমার একটি টিউন আছে দয়া করে নিচের লিংকে দেখলেই বুঝতে পারবেন:

    https://www.techtunes.io/reports/tune-id/12656/

Level 0

না তারেক ভাই, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। রাজনীতির সুফল কুফল দুইই আছে।
দেশের কাজ………… এর অর্থ এবং তাৎপর্য ব্যপক। আপনি নিশ্চয়ই বিশেষ কোন লক্ষ্যের কথা বলছেন।
ধন্যবাদ টিউনটির জন্য।

    samehood বুঝতে পারলাম না। এখানেতো রাজনীতির সুফলও বলিনি , কুফলও বলিনি। অর্থাৎ আমি আসলে বলেছি ওরা কি করছে তা ভেবে আমরা কেন বসে থাকবো ? ওদের আর কি দোষা আমরা নিজেরাও তো দেশের জন্য কিছু করতে পিছুপা হই।

    Level 0

    feedback দেয়ার জন্য ধন্যবাদ।
    বি।দ্র। সম্ভব হলে আপনার লোগোটা চেঞ্জ করবেন।

    samehood ভাই। মতামতের জন্য ধন্যবাদ। অ্যামেরিকান সরকার কোন রকম Objection না করলে লোগোটা ফিক্সড। আমার আবার পরিবর্তন বেশি ভালো লাগে না।
    আপনারটা দেখতে প্রথম প্রথম একটু অস্বস্তি লাগলেও এখন সয়ে গেছে বেশি লাগে না।

    Level 0

    অবজেকশন থাকবে কেন? আমাদের দেশের লোগো যদি কোন ভিনদেশী ব্যবহার করে (ভাল কাজে) তাহলে কি আমরা অখুশি হব? কিন্তু সেই ক্ষেত্রে ওই লোগোটা সেই ব্যক্তির একটি বিশেষ দেশ-প্রীতির নিদর্শন হবে। তাই যদি হয় তবে নিজের দেশের লোগো কেন নয়? আর পরিবর্তনের কথা বলছেন? আপনার টিউনেতো কয়েকটা ব্যবস্থার (বিশাল) আমূল পরিবর্তনের অভিপ্রায় দেখলাম। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ আপনাকে মন্তব্যের মূল্যায়ন করার জন্য।

    বিদ্রঃ আপনার/ আপনাদের অস্বস্তি সৃষ্টির ব্যপারটি অনিচ্ছাকৃত। samehood সেজন্য লজ্জিত। গত পাঁচ মাসে কম করে হলেও ১৫০ টা স্কেচ করলাম কিন্তু কোনটাই মনমত হয় না। ঠিক করে ফেলব কিছুদিনের মধ্যেই।

    keep tuning.

    samehood ভাই আমারও একই অবস্থা। আসলে এমন কোন লোগোই পছন্দ হয় না যার জন্য এই লোগোটা পাল্টাতে পারি।

    ওরা লোগোটা নিয়ে অবজেক্ট করতে পারে কারন ঐ লোগোটা কপিরাইটেড।

    এ লোগোটা রাখার একটা উদ্দ্যেশ কিন্তু আছে।

    আমার স্বপ্ন এ দেশেই একদিন বিশ্বের Central Intelligence Agency হবে ।

    Level 0

    ভাল লাগল না, এদের কাজকর্ম ভাল লাগেনা যদিও শুনতে খুব থ্রিলিং মনে হয়।

    Level 0

    ও, টাইটেলটা আর একবার দেখুনতো তারেক। ওটা মনে হয় “অপূরন্ত” না “অফুরন্ত” হবে।

    অসংখ্য ধন্যবাদ। টাইটেলটা ঠিক করে দিয়েছি।
    আমার ব্রেন কি দিন দিন বাড়ছে না কমছে ?? বুঝতে পারছিনা।

    Level 0

    তারেক ভাই, “সম্ভবনাময়” টা ঠিক করলেন না যে?
    বারবার বিরক্ত করার জন্য দুঃখিত।

    অসংখ্য কৃতজ্ঞতা।
    আমার ব্রেন কমছে এটা আমি এই মাত্র নিশ্চিত হলাম।

Level 0

vi ami apnar sate ak mot 10000000%

apnar mail address ta diben

    REJWANHUQ ভাই আমার ইমেইল আমার সকল টিউন পেইজের একেবারে উপরে লিখা আছে। দয়া করে একটু দেখুন।