ডায়লগ মারায় আমরা সবাই খুব ওস্তাদ। ডায়লগের মাথা ডায়লগে খায়। কিন্তু কাজের সময় কাউকে আর পাওয়া যায় না।
পার্টি দিলে তা হয় জমজমাট। কিন্তু দেশটাকে সামনে এগিয়ে নিতে কোন স্বেচ্ছা সেবামূলক কর্মসূচিতে আমাদের দেখাই মিলে না।
আমি ১০০% রাজনীতি মুক্ত, বিএনপি আওয়ামী লীগরে পা দিয়ে........ মারি। বিভিন্ন ব্লগে দেশের এই করুন অবস্থা নিয়ে শুধু ডায়লগ আর ডায়লগ আর মহান মহান মন্তব্যের ঝুড়ি। কিন্তু আমরা কাজের বেলায় ভাগি।
তাহলে একই দোষে দোষী রাজনীতিবিদদের কেন দোষ দেব ? নিজেদেরকেই আগে দোষ দেই ?
সব যদি মন্ত্রি-মিনিস্টারাই করবে তাহলে আমরা করবোটা কি ?? আমাদেরকি কোন দায়িত্ব নেই ?? আমরা কি কিছুই করবো না ??
ঘন্টার পর ঘন্টা এমনকি সারা রাত ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু এর বেশির ভাগ সময়ই ব্যয় হয় উদ্দেশ্যহীনভাবে। কাজের কাজ করা হয় খুবই কম।
অথচ অনলাইনে নিজের দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করার লোক নেই। আপনাদের বিশ্বাস হবে না
“ দেশের একমাত্র সম্পূর্ণ ফ্রি অনলাইন অভিধান উইকি-অভিধানে শব্দ ভুক্তির কাজ সবার জন্য উন্মুক্ত হলও নিয়মিত কাজ করছে শুধু দুজন এর কয়েকদিন আগে যোগ দেয়া আমি আর একজনও খুব বেশিদিন হয়নি শুরু করেছে।"
“আমি নিজে একজন ছাত্র এবং একটি স্কুলে প্রায় দুবছর যাবত কোন বেতন ছাড়াই শিক্ষকতা করছি। আসা যাওয়ার ভাড়া যোগাতে টাইপ্ও করি”
সারারাত দেশের জন্য খাটাখাটুনি করার পর ডায়লগ মারা টিউনগুলো অসয্য লাগে।
““আমি দেখেছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কত দূর্বল ভবিষ্যত গড়ে দেয়ার নামে কিভাবে ঢাকায় প্রতি কদমে কদমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সবারই বড় বড় ডায়লগ এই করবো সেই করবো। ”
প্রথম আলোর নতুন শ্লোগানটা মনে হয় বেশি খারাপ না “আপনি শুরু করেন, বাকিরা অবশ্যই বদলাবে।'
“দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অবস্থা আমাদের মুক্তিযুদ্ধের পরের অবস্থার চেয়ে ভয়াবহ ধরনের ছিল। কিন্তু সেই ক্ষুদ্র একটি জাতিই মাত্র ২০ বছরের মাথায় অ্যামেরিকার পর বিশ্বের সবচেয়ে উন্নত দেশ।”
কিভাবে সম্ভব ?? কারন ওরা ডায়লগ মারার চেয়ে কাজে অনেক বেশি বিশ্বাসী। দৈনিক ১৮ ঘণ্টা কাজ না করলে তাদের দিনটাইটাই মাটি হয়ে গেল বলে ধরে নেয়।
১৯০০ সালের পর থেকে পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রাকৃতিক দূযোগের মাত্র ৩টি সংঘঠিত হয়েছে অ্যামেরিকায় আর বাংলাদেশে ??? ১২টির উপরে। এত বড় বড় প্রাকৃতিক দূর্যোগ যে জাতিকে দমাতে পারে না। সে জাতি হেরে যাবে রাজনীতির কাছে ????
“আমি আমার দেশকে নিয়ে ঠিকই স্বপ্ন দেখি। ২০ বছরে জাপান যদি বিশ্বের ২য় উন্নত(সুযোগসুবিধার গড় হিসেবে সবচেয়ে উন্নত) দেশ হতে পারে। তাহলে সামনের ১০ বছরে আমরা কেন সামান্য উন্নত জাতি হিসেবও মাথা তুলে দ্বাড়াতে পারবো না। আমাদের কর্মঠ হাতের সংখ্যাতো ওদের চেয়েও অনেক বেশি।”
“আমি ডায়লগ মারা কমিয়ে দিয়েছি এবং নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা শুরু করেছি।
“এখন শুধু আপনাদের জন্য অপেক্ষা। কবে আপনারাও নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন ?”
আমার এ টিউনটি ভাল লাগলে দয়া করে মন্তব্য করুন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
Tolitical (political in tech) Tune..lol