আসসালামু-আলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা।কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন....
এইটা আমার ১ম টিউন। আর কথা বাড়াবো না, আজকে আপনাদের আমার একটি ঘটনা share করবো।
আমি polytechnic 2nd semister এ পড়ি । আমার সব কিছুই ভাল চলছিল বন্ধুদের সাথে আড্ডা পড়াশুনা সবকিছু নিয়ে বলা চলে দারুন।আমি তখন 1st semister এ পড়ি আমার সাথে আমার একটা বড় ভাই আমার dept এ ভর্তি হয়।তো আমার বড় ভাইদের পরিবার এর অবস্থা টা তেমন ভাল ছিল না অনেক আগে একটা কম্পিউটার কিনছিল সেইটা নিয়ে সব সময় গান শুনতো।আর আমি মাঝে মাঝে আমার বড় ভাই কে কম্পিউটার এর টুকটাক জিনিস দেখিয়ে দিতাম।হঠাৎ একদিন আমার বড় ভাই আমাকে বললো জানিস সুমন dolancer নামে একটা কোম্পানি আচ্ছে ৭০০০টাকা লাগে সদস্য হতে আর প্রতি মাসে ২১০০টাকা আয় করা যায়, আর তুই যদি ১জন তোর নিচে দিতে পারিস তুই পাবি 7$ আর ২জন জয়েন দিতে পারলে ম্যাচিং সহ 24$ এই রকম কিছু এর বেসি ও হতে পারে আমার সঠিক মনে নেই।আমি বললাম কাজ টা কি ভাই বললো রোজ ১০০কিক্ল 1$।তো আমি তখন টেকটিউন পড়তাম তাই ptc নিয়ে একটু হলে ও ধারনা ছিল।তার উপর dolancer কোম্পানির কথ বললো আমার বড় ভাই যে কিনা কিম্পউটার সর্ম্পকে কিছুই জানে না। তার কথাই কান না দিয়ে আমি আমার মত কাজ করতে লাগলাম।আমি আর আমার বড় ভাই এক সাথেই জিম করতাম।আমি আগেই বলছি যে আমার বড় ভাইয়ের ফ্যামিলির অবস্থা তেমন ভাল না,তো আমি জিম এ গেলে ভাইয়া কে আমার সাথে করেই নিয়ে যেতাম।আমি বরাবর ই বিকালে জিম যাওয়ার জন্য ভাইকে কে ডাকতে গেলাম ভাইয়া বললো তুই যা আমি পড়ে আসতেছি আমি আমার মত জিম এ চলে গেলাম।
তারপর দেখলাম সে প্রতিদিন রিকসাতে করে আসতো জিমে। আমি তো অবাক কিরে কাহিনি কি যে ছেলে জিম এর বেতন আমার কাছ থেকে নিয়ে দেয় সে আবার প্রতিদিন জিম এ রিকসা তে করে আসে কিভাবে? কিছুদিন পর দেখি আরেক কাহিনী আমার বন্ধুর বাসায় গেলাম সে আবার খেলাধুলার খুব ভক্ত ওকে বাসায় পেটে হলে দুপুর টাইম এ যেতে হই নাইতো বাসায় পাওয়া টা মুশকিল আমি গেলাম দুপুর এ দেখে তো অবাক দেখি কম্পিউটার এর সামনে ৪ টা Browser open করে ৪ টা তেই dolancer এর কাজ করতেছে। আমাকে দেখে বললো দোস্ত তোরে তো আমি খুঁজি। সে ও আমাকে dolancer পাঠ পড়ালো ভাল ভাবে। কারন আমাকে তার নিচে ঢুকাতে পারতে সাথে সাথে টাকা….।আমি ওকে বলাম খেলতে যাবি না বলে আমাকে আরে ধুর খেলা আগে টাকা ইনকাম কারে নেই আমি বললাম আচ্ছা কর আমি যায়।তার পর হঠাৎ দেখি আমার বড় ভাই কলেজ এ ক্লাস করতে আসে না আর জিম এ ও যায় না। আমি ভাবলাম হইতো ভাইয়া অসুস্থ।আমি ভাইয়ার বাসায় গেলাম……সেই খানে দেখি আরেক কাহিনী ভাইয়ের পাশে ১০/১৫জন এর মত লোক ভাইকে বলছে ভাইয়া আমি আমার আইডি কবে পাব? এই সব অনেক কিছু। ওরা সাবাই চলে আমি ভাইকে বললাম এরা কারা,ভাই বললো এরা খুলতে আসছে ভাইয়া আরো বললো তোকে বললাম তুই তো আগে জয়েন করলি না তাইতে এরা সবাই তো নিচে যেত লস করলি রে ভাই।
আমি সত্যি কথাই বলবো আপনাদের আসলে তখন নিজেই মনে মনে বললাম ধুর মিস করলাম।আস্তে আস্তে আমার ভাই কে আর পাওযায় যায় না সব সময় এর সাথে ওর সাথে আছে তার তালে কলেজ এ গেছিল ২/৩বার তার ই মধ্যে আবার কলেজ থেকে ও অনেক কে পটিয়ে dolancer এ account খুলাইলো। এই ভাবে ২/৩মাস গেল আমি শুধু আপসোস করেই গেলাম আমার বন্ধুর কাছে গেলে দেখি dolancer dolancer……………আর কিছু বুঝে না।কিছুদিন পর আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল।বড় ভাইয়ের বাসাই যেয়ে দেখি ১টা টিভি আর একটা নতুন ফ্রিজ আমি তো দেখেই অবাক হাই হাই এটা হইলো কেমনে? কাকিমা খুশি তার ছেলের আয় এর টাকা দিয়ে কিনছে।ভাই আমাকে বলে সুমন এবার বুঝলি বাইক কিনবো….শুনে তো আমার মাথা হট…আবার আমার মাথায় উটলো dolancer ভুত. আমি ও আম্মু কে dolancer এর পাঠ পড়ালাম আম্মু ও খুশি যে আমার ছেলে মাসে মাসে টাকা আয় করবে..আম্মু আমাকে ৭০০০টাকা দিল ভাইয়ার কাছ থেকে dolancer account খুললাম আর সেই থেকে ক্লিক মারা আমি ও শুরু করলাম ৫/৬$ হলে সাথে সাথে তা তুলে টাকা আনতাম কি খুশি..
তার পর dolancer শুরু করলো প্রতারনা forum posting এর কাজ per day 3/5$ তার মানে প্রতিটি account এ ১২,০০০ টাকা পাবে মানুষ।শুনে তো আর খুশি আম্মুকে বললাম আর ২১.০০০টাকা নিয়ে নিজের আইডি র নিচেই করলাম ৩টি আইডি আমি তো খুশি মাসে আমি ইনকাম করবো ৪৮.০০০টাকা এই নিয়ে চিন্তা করেই আমার পড়াশুনার বাস যাচ্ছিল।
তার কিছু দিন পর শুরু হল dolancer এর যত তাল বাহনা টাকা পাবে সবাই ১০দিন পর সব ই টিক ছিল কোন সমস্যা নাই ১০দিন কাজ করে $ ভাঙ্গাতাম।
এবার forum posting এর জন্য ১ মাস কাজ বন্ধ আমার মাথা নষ্ট পুরা।তারপর dolancer আবার ক্লিক চালু করলো।এটা ছিল dolancer কোম্পানির বেসি মেম্বার পাওয়ার একমাত্র কারন এই জন্য আজকে ৩লাখ এর বেসি গ্রাহক। যায় হক আমার মন মানছিল না ৪টা আইডি লস এ দিয়ে দিলাম ৪৫০০টাকা করে.আর বাসা থেকে শুনলাম আম্মুর বকা এক এ বারে ফ্রি.. আস্তে আস্তে dolancer প্রতি সবার অবিশ্বাস চলে আসলো তখন ও আমার ভাইয়ার পকেট গরম ৫/৬হাজার টাকা সব সময় কাছে টাকতো আমাকে বলতো লস করলি ভাই বিক্রি করে.আমি বললাম আর বেসি দিন থাকবে না তোমাদের কোম্পানি শুধু শুধু আমার টাকা নষ্ট করলাম। তার কিছুদিন পর ই শুনি dolancer payment বন্ধ প্রায় ১মাস আমার বন্ধু বললো. আমি খুশি আমি তখন শুধু দুয়া করি কখন যাবে কোম্পানি? ১ সেমিষ্টার পরিক্ষা শুরু আমার ভাইরে পাইলাম না পড়ালিখা শেষ.ভাইদের বাসায় গেলাম শুনি নিজেদের বাসায় চলে গেছে। এখন ২মাস হতে যাচ্ছে মানুষ কোন টাকা পাচ্ছে না শুনলাম এখণ আবার ১০০ক্লিক মাফ ২৫ক্লিক আর টাকা একন ও কেউ ই পাই নি.বন্ধুর মন খারাপ না পেরে তারা ৩৫টাকায় $ বিক্রি করতেছে শুনে খুব হাসি পায়।
আর কিছুদিন আগে জানতে পারলাম আমাদের কলেজ থেকে আমার ভাই যাকে জয়েন করাইছিল সে আমাকে বললো ভাই আমি খুব গরিব এখন তো টাকা পাচ্ছি না আমি কি করি বাসা থেকে অনেক কষ্ঠে টাকা আনছি এখন যদি টাকা না পায় তাই লে তো আমি মরে যাব।সেই কথা বলার কিছু দিন পর ই শুনলা সেই ছেলে গ্রামের বাড়ি চলে গেছে এই খানে ম্যাচ এ থেকে পড়বে সেই টাকা ও নাই……..হাইরে dolancer
সবশেষে এইটুকু কথাই বলবো এই সব কম্পানি উপকার করেছে খুব কম মানুষ এর কিন্তু ক্ষতি করেছে অনেক বেসি মানুষ এর।হইতো আমার ভাই এর মত অনেক এ লাখ লাখ টাকা কামাইছে কিন্তু ৩লাখ এর ২.৫লাখ ই মানুষ হইতো আজ পর্যন্ত আই ডির টাকাই
একোনা তুলতে পারি নি
তাই দেখলেন ই তো এই রকম অনেক পাওয়া যাবে যে এই সব কোম্পানির জন্য পড়ালিখা অনেক এর ই ক্ষতি হইছে আমরা যারা Student আছি তারা সাবাই এই সব কোম্পানি থেকে দুরে থাকি।
এই সব কোম্পানি শুধু মানুষ এর সুন্দর সপ্ন নিয়ে খেলা করে আর কিছুই নই।
Skylancer তো গেলো dolancer etc etc কোম্পানি তোরা কবে যাবি?
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার পরিচিত একজন স্কাইল্যান্সার এ প্রায় ৮০টা একাউন্ট খুলেছিল। সেইদিন সবাইকে মিষ্টি খাইয়ে বলছে টাকা নিয়ে আসি সবাইকে স্পন্জ মিষ্টি খাত্তয়াবো। পরে খেয়েছে ধরা। সন্ধ্যা বেলায় বন্ধূদের আর মিষ্টি নয় তাদের কাছ থেকে টাকা ধার করে বাইকে তেল ভরেছে। কোথায় গেল সেই স্কাইল্যান্সার? পিটিসির কি কোন ভবিষ্যত আছে?