আসুন দেখি Dolancer এবং Etc Etc কোম্পানি থেকে আমরা কি পেলাম আর কি দিলাম

আসসালামু-আলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা।কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন....

এইটা আমার ১ম  টিউন। আর কথা বাড়াবো না, আজকে আপনাদের আমার একটি ঘটনা share করবো।

আমি polytechnic 2nd semister এ পড়ি । আমার সব কিছুই ভাল চলছিল বন্ধুদের সাথে আড্ডা  পড়াশুনা সবকিছু নিয়ে বলা চলে দারুন।আমি তখন 1st semister এ পড়ি আমার সাথে আমার একটা বড় ভাই আমার dept এ ভর্তি হয়।তো আমার বড় ভাইদের পরিবার এর অবস্থা টা তেমন ভাল ছিল না  অনেক আগে একটা কম্পিউটার  কিনছিল সেইটা নিয়ে সব সময় গান শুনতো।আর আমি মাঝে মাঝে আমার বড় ভাই কে কম্পিউটার এর টুকটাক জিনিস দেখিয়ে দিতাম।হঠাৎ একদিন আমার বড় ভাই আমাকে বললো জানিস সুমন dolancer নামে একটা কোম্পানি আচ্ছে ৭০০০টাকা লাগে সদস্য হতে আর প্রতি মাসে ২১০০টাকা আয় করা যায়, আর তুই যদি ১জন তোর নিচে দিতে পারিস তুই পাবি 7$ আর ২জন জয়েন দিতে পারলে ম্যাচিং সহ 24$ এই রকম কিছু এর বেসি ও হতে পারে আমার সঠিক মনে নেই।আমি বললাম কাজ টা কি ভাই বললো রোজ ১০০কিক্ল 1$।তো আমি তখন টেকটিউন পড়তাম তাই ptc নিয়ে একটু হলে ও ধারনা ছিল।তার উপর dolancer কোম্পানির কথ বললো আমার বড় ভাই যে কিনা কিম্পউটার সর্ম্পকে কিছুই জানে না। তার কথাই কান না দিয়ে আমি আমার মত কাজ করতে লাগলাম।আমি আর আমার বড় ভাই এক সাথেই জিম করতাম।আমি আগেই বলছি যে আমার বড় ভাইয়ের ফ্যামিলির অবস্থা তেমন ভাল না,তো আমি জিম এ গেলে ভাইয়া কে আমার সাথে করেই নিয়ে যেতাম।আমি বরাবর ই বিকালে জিম যাওয়ার জন্য ভাইকে কে ডাকতে গেলাম ভাইয়া বললো তুই যা আমি পড়ে আসতেছি আমি আমার মত জিম এ চলে গেলাম।

তারপর দেখলাম সে প্রতিদিন রিকসাতে করে আসতো জিমে। আমি তো অবাক কিরে কাহিনি কি যে ছেলে জিম এর বেতন আমার কাছ থেকে নিয়ে দেয় সে আবার প্রতিদিন জিম এ রিকসা তে করে আসে কিভাবে? কিছুদিন পর দেখি আরেক কাহিনী আমার বন্ধুর বাসায় গেলাম সে আবার খেলাধুলার খুব ভক্ত ওকে বাসায় পেটে হলে দুপুর টাইম এ যেতে হই নাইতো বাসায় পাওয়া টা মুশকিল আমি গেলাম দুপুর এ দেখে তো অবাক দেখি কম্পিউটার এর সামনে ৪ টা Browser open করে ৪ টা তেই dolancer এর কাজ করতেছে। আমাকে দেখে বললো দোস্ত তোরে তো আমি খুঁজি। সে ও আমাকে dolancer পাঠ পড়ালো ভাল ভাবে। কারন আমাকে তার নিচে ঢুকাতে পারতে সাথে সাথে টাকা….।আমি ওকে বলাম খেলতে যাবি না বলে আমাকে আরে ধুর খেলা আগে টাকা ইনকাম কারে নেই আমি বললাম আচ্ছা কর আমি যায়।তার পর হঠাৎ দেখি আমার বড় ভাই কলেজ এ ক্লাস করতে আসে না আর জিম এ ও যায় না। আমি ভাবলাম হইতো ভাইয়া অসুস্থ।আমি ভাইয়ার বাসায় গেলাম……সেই খানে দেখি আরেক কাহিনী ভাইয়ের পাশে ১০/১৫জন এর মত লোক ভাইকে বলছে ভাইয়া আমি আমার আইডি কবে পাব? এই সব অনেক কিছু। ওরা সাবাই চলে আমি ভাইকে বললাম এরা কারা,ভাই বললো এরা খুলতে আসছে ভাইয়া আরো বললো তোকে বললাম তুই তো আগে জয়েন করলি না তাইতে এরা সবাই তো নিচে যেত লস করলি রে ভাই।

আমি সত্যি কথাই বলবো আপনাদের আসলে তখন নিজেই মনে মনে বললাম ধুর মিস করলাম।আস্তে আস্তে আমার ভাই কে আর পাওযায় যায় না সব সময় এর সাথে ওর সাথে আছে তার তালে কলেজ এ গেছিল ২/৩বার তার ই মধ্যে আবার কলেজ থেকে ও অনেক কে পটিয়ে dolancer এ account খুলাইলো। এই ভাবে ২/৩মাস গেল আমি শুধু আপসোস করেই গেলাম আমার বন্ধুর কাছে গেলে দেখি dolancer dolancer……………আর কিছু বুঝে না।কিছুদিন পর আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল।বড় ভাইয়ের বাসাই যেয়ে দেখি ১টা টিভি আর একটা নতুন ফ্রিজ আমি তো দেখেই অবাক হাই হাই এটা হইলো কেমনে? কাকিমা খুশি তার ছেলের আয় এর টাকা দিয়ে কিনছে।ভাই আমাকে বলে সুমন এবার বুঝলি বাইক কিনবো….শুনে তো আমার মাথা হট…আবার আমার মাথায় উটলো dolancer ভুত. আমি ও আম্মু কে dolancer এর পাঠ পড়ালাম আম্মু ও খুশি যে আমার ছেলে মাসে মাসে টাকা আয় করবে..আম্মু আমাকে ৭০০০টাকা দিল ভাইয়ার কাছ থেকে dolancer account  খুললাম আর সেই থেকে ক্লিক মারা আমি ও শুরু করলাম ৫/৬$ হলে সাথে সাথে তা তুলে টাকা আনতাম কি খুশি..

তার পর dolancer শুরু করলো প্রতারনা forum posting এর কাজ per day 3/5$ তার মানে প্রতিটি account এ ১২,০০০ টাকা পাবে মানুষ।শুনে তো আর খুশি আম্মুকে বললাম আর ২১.০০০টাকা নিয়ে নিজের আইডি র নিচেই করলাম ৩টি আইডি আমি তো খুশি মাসে আমি ইনকাম করবো ৪৮.০০০টাকা এই নিয়ে চিন্তা করেই আমার পড়াশুনার বাস যাচ্ছিল।

তার কিছু দিন পর শুরু হল dolancer এর যত তাল বাহনা টাকা পাবে সবাই ১০দিন পর সব ই টিক ছিল কোন সমস্যা নাই ১০দিন কাজ করে $ ভাঙ্গাতাম।

এবার forum posting এর জন্য ১ মাস কাজ বন্ধ আমার মাথা নষ্ট পুরা।তারপর  dolancer  আবার ক্লিক চালু করলো।এটা ছিল  dolancer কোম্পানির বেসি মেম্বার পাওয়ার একমাত্র কারন এই জন্য আজকে ৩লাখ এর বেসি গ্রাহক। যায় হক আমার মন মানছিল না ৪টা আইডি লস এ দিয়ে দিলাম ৪৫০০টাকা করে.আর বাসা থেকে শুনলাম আম্মুর বকা এক এ বারে ফ্রি.. আস্তে আস্তে dolancer প্রতি সবার অবিশ্বাস চলে আসলো তখন ও আমার ভাইয়ার পকেট গরম ৫/৬হাজার টাকা সব সময় কাছে টাকতো আমাকে বলতো লস করলি ভাই বিক্রি করে.আমি বললাম আর বেসি দিন থাকবে না তোমাদের কোম্পানি শুধু শুধু আমার টাকা নষ্ট করলাম। তার কিছুদিন পর ই শুনি dolancer payment বন্ধ প্রায় ১মাস আমার বন্ধু বললো. আমি খুশি আমি তখন শুধু দুয়া করি কখন যাবে কোম্পানি? ১ সেমিষ্টার পরিক্ষা শুরু আমার ভাইরে পাইলাম না পড়ালিখা শেষ.ভাইদের বাসায় গেলাম শুনি নিজেদের বাসায় চলে গেছে। এখন ২মাস হতে যাচ্ছে মানুষ কোন টাকা পাচ্ছে না শুনলাম এখণ আবার ১০০ক্লিক মাফ ২৫ক্লিক আর টাকা একন ও কেউ ই পাই নি.বন্ধুর মন খারাপ না পেরে তারা ৩৫টাকায় $ বিক্রি করতেছে শুনে খুব হাসি পায়।

আর কিছুদিন আগে জানতে পারলাম আমাদের কলেজ থেকে আমার ভাই যাকে জয়েন করাইছিল সে আমাকে বললো ভাই আমি খুব গরিব এখন তো টাকা পাচ্ছি না আমি কি করি বাসা থেকে অনেক কষ্ঠে টাকা আনছি এখন যদি টাকা না পায় তাই লে তো আমি মরে যাব।সেই কথা বলার কিছু দিন পর ই শুনলা সেই ছেলে গ্রামের বাড়ি চলে গেছে এই খানে ম্যাচ এ থেকে পড়বে সেই টাকা ও নাই……..হাইরে dolancer

সবশেষে এইটুকু কথাই বলবো এই সব কম্পানি উপকার করেছে খুব কম মানুষ এর কিন্তু ক্ষতি করেছে অনেক বেসি মানুষ এর।হইতো আমার ভাই এর মত অনেক এ লাখ লাখ টাকা কামাইছে কিন্তু ৩লাখ এর ২.৫লাখ ই মানুষ হইতো আজ পর্যন্ত আই ডির টাকাই

একোনা তুলতে পারি নি

তাই দেখলেন ই তো এই রকম অনেক পাওয়া যাবে যে এই সব কোম্পানির জন্য পড়ালিখা অনেক এর ই ক্ষতি হইছে আমরা যারা Student আছি তারা সাবাই এই সব কোম্পানি থেকে দুরে থাকি।

এই সব কোম্পানি শুধু মানুষ এর সুন্দর সপ্ন নিয়ে খেলা করে আর কিছুই নই।

Skylancer তো গেলো dolancer etc etc কোম্পানি তোরা কবে যাবি?

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার পরিচিত একজন স্কাইল্যান্সার এ প্রায় ৮০টা একাউন্ট খুলেছিল। সেইদিন সবাইকে মিষ্টি খাইয়ে বলছে টাকা নিয়ে আসি সবাইকে স্পন্জ মিষ্টি খাত্তয়াবো। পরে খেয়েছে ধরা। সন্ধ্যা বেলায় বন্ধূদের আর মিষ্টি নয় তাদের কাছ থেকে টাকা ধার করে বাইকে তেল ভরেছে। কোথায় গেল সেই স্কাইল্যান্সার? পিটিসির কি কোন ভবিষ্যত আছে?

Level New

আমি কানে ধরছি জীবনে আর কোন পিটিসি কোম্পানি তে জয়েন করবো না সব ই প্রথম ভাল থাকে পরে ভুয়া

Level 0

এতো কিছুর পরেও লাভ কিন্তু দুই দল মা -নু -ষে-র হলো ।
১। ক্লিক ব্যবসায়ী ২। কমপিউটার ব্যবসায়ী

hehe

@SUMONSOPNO তুমি কি ভাই DPI এর? কোন ডিপার্টমেন্ট?

sundor likhsen

ভাইরে ঘুমের মানুষ কে জাগানো যায় যে জেগে জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙ্গাবো কিভাবে আমি এমন এক পরিবারকে জানি যে পরিবারের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলে পিটিসি ব্যাবসা করে তো একদিন তাদের বাসায় গিয়ে দেখি যে বাসায় তার মা, ছোট বোন, বড় বোন, ছোট ভাই সবাই প্রতিদিন পালা ক্রমে ক্লিক করতে থাকে একজন ক্লান্ত হয়ে গেলে আরেক জন পালাক্রমে ডিউটি করে আমাকে গর্বের সাথে বলল যে সবাই নেটে কাজ করছে তো তাকে বুঝাতে গেলে অনেকটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পরতে হয়। যেখানে আমার বিদ্যার দৌড় এসএসসি সেখানে তো আমি একজন ইঞ্জিনিয়ার কে বুঝাতে পারিনা। এখন হয়তো নিজেই বুঝতে পারবে। টিউনের জন্য ধন্যবাদ।

Level New

@ tanweer troy vaiya ami kpi te porce civil dept a

Vai PTC er kaj na kore data entry koren tao valo. Jodi data entry er kaj korte chan tobe email karon [email protected]

Level 0

আমাদের সরকার এই ধরনের কোম্পানিগুলা দেখে না.. যেগুলো থেকে মানুষ রিয়েল উপার্জন করতে পারবে সেগুলো নিষিদ্ধ করে দেয়। হায়রে আমার দেশ……

চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা আমাদের সরকারের নীতি। ডেসটিনি যা নেওয়ার তা তো নিয়েছে, স্কাইল্যান্সার নিল ৭০০ কোটি, ডলেন্সারের হিসাব একসময় বের হবে। আসল ব্যপার হল, সবাই সরকারের উচ্চ পর্যায়ে তেল দিয়ে কাজ চালিয়ে যায়। বাঁশ যা যাওয়ার তা তো গেল জনগণের। সরকার এদের সবার মুল টার্গেট ছাত্র+যুব সমাজ। ডায়মন্ড হওয়ার লোভে আমার অনেক বন্ধুকে দেখেছি টাই আর ব্যাগ নিয়ে সকাল থেকে তার ১২ টা অবধি অফিস করতে। ওদের জন্ত্রনায় অনেক সময় ফোন সাইল্যান্ট করে রাখতাম। আজ ফোন দিয়ে ওদের ঠিক মত পাওয়া যায় না। এক সময় ওদের বলতে শুনতাম, লেখা পড়া করে ভাল রেজাল্ট করে কি হবে? এ দেশে কি ভাল চাকুরী আছে?? ২/৩ বছর কষ্ট করলে সারা জীবন বসে বসে খাওয়া যাবে। সেই বন্ধুটির কথা বলছি, যে লেখা পড়ায় ছিল আমার চেয়ে ভাল। অনার্সে যার ফাস্ট ক্লাস পাওয়ার কথা ছিল, সে আজ টেনে টুনে সেকেন্ড ক্লাস পায়, তাও প্রতি বছর মানউন্নয়ন দেয়া লাগে। শুধু মাত্র লোভের বশবর্তী হয়ে আজ তার শিক্ষা জীবনটা চরম সংকটে পড়ল।

তাই সবাই সাবধান হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, সহজে আয়ের কোন পথ নেই। আয়ের জন্য শ্রম দিতে হবে। যারা বেশি টাকার লোভ দেখাবে, তাদের থেকে সব সময় দূরে থাকতে হবে।

অপার সম্ভাবনার খাত ফ্রীলান্সিং এখন ও সরকারী ভাবে অবহেলীত। অনেকে ইচ্ছা থাকা সত্তেও অনেকে জানেন না একজন ভাল ফ্রীলাঞ্চার হতে হলে কিভাবে এগোতে হবে। তাঁরা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। সঠিক দিক নির্দেশনা দিতে পারলে এ খাতটি হতে পারে সবচেয়ে বড় আয়ের খাত।

Level 0

আমি জানতাম এই সাইট গুল ভুয়া। ফলে আমি এদিকে না গিয়ে ফরেক্স এর দিকে গিয়েছি। যারা ক্ষতি গ্রস্থ হয়েছেন তাদের জন্য একটি সাইট দিলাম। http://www.pipsne.ws/ এটা কোন পে-পার- ক্লিক এর প্রোগ্রাম নয় । যারা ফরেক্স করেন শুধু মাত্র তাদের জন্য একটা ফরেক্স সিগন্যাল সাইট। খুব কম খরচে সিগন্যাল পাবেন। ১০০ ডলার অই সব সাইটে বিনিয়োগ করে না ঠকে, ভাল একটা ব্রোকার দেখে ইনভেসট করুন। আমি মনে করি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভাল। ফরেক্স এর অ, আ, ক, খ জেনে নিতে পারবেন http://www.bdpips.com থেকে। আশাকরি যারা ক্ষতি গ্রস্থ হয়েছেন তারা পুষিয়ে নিতে পারবেন।

    Level 2

    @hasan1621: Vi. apnar mail id ta den. or amake skype te add koren. my id: nazmul1235

Level 0

pls call me @ 01811414086 or mail me at [email protected], my skype does not support due to shortage of RAM in my P4

Level 0

ভাই একটু নেট ঘাটা ঘাটি করি তাই মানুষ বলে এত কি করিস মানুষ টাকা কামায় তুই কি করিশ । আমার এক বোন আছে তার ডলার কামানোর এই বিজনেস আছে আমি বললেই খেপে জায় … আমাকে সেদিন সুনিয়ে দিলো এইটার অফিস আছে আমাদের শহরে … যাই হোক ভাই টাকা ইনকাম এত সহজ নয় ……… একটা কথাই মনে রাকবেন আপনাকে দিয়ে কেউ ১০০৳ ইনকাম না করলে আপনাকে ১০ টাকা দিবে না । ………… এইখানে পলিটেকনিক এর আনেক ভাই আছেন ভালই লাগলো দেখে … পরালেখা করেন মন দিয়ে …এই দুই চার ডলার এর জন্ন মুল্যবান সময় নষ্ট করার কোনই মানে হয় না একটু পরালেখা করেন অনেক কাজে আসবে ।

ভাই এইটা নিয়ে আমি অনেক আগেই একটা ব্লগ লিখেছিলাম যদিও লেখার পর অনেক গালি খাইতে হইছে। http://prothom-aloblog.com/posts/16/152125

এখন আবার নতুন আরও একটা আছে Vission add world নামে। ওইটা নিয়ে পড়ুন http://www.nagorikblog.com/node/8288

Vai….skywalker nea keo ekhono kono post korchen ne keno?

Level New

@ rasadur rahaman vaiya amr mone hoi techtunes a skywalker kono member nai tai kew tune korca na……………..