এটা খুবই আশ্চর্য বিষয় যে আপনি Google এ যাই সার্চ দেন না কেন তা সম্পর্কেই একটি সুন্দর এবং বিস্তারিত লিখা নিয়ে হাজির হয় ইংরেজি উইকিপিডিয়া। এটা আপনারা খুব ভালো ভাবেই জানেন।
যদি কেউ প্রশ্ন করে ইন্টারনেটের সবচেয়ে মূল্যবান তথ্যভান্ডার কোনটি। তাহলে নিসঃন্দেহে ঐ স্থানটিতে আমার মতে উইকিপিডিয়াই দখল করবে। এত অসাধারণ এবং মূল্যবাদ তথ্য এতটা বিস্তারিত ভাবে এবং বিনামূল্যে আর কোথাও পাওয়া যায় না।
যদিও এনসাইক্লোপিডিয়া গুলো এর ঘাটতি সামান্য পূরণ করতে পারে। কিন্তু এগুলো দূর্লভ ধরনের এবং খুবই মূল্যবান বই। উইকিপিডিয়াতে পাওয়া একটি মন্তব্য একটু তুলে ধরছি-অর্নব দত্ত নামক একজন দুঃখ প্রকাশ করে বলেছিলন:
“আসলে কি জানেন, বিশ্বকোষ অনেক আছে, কিন্তু উইকিপিডিয়ার মতো বিশ্বকোষ নেই। আমি এখানে লিখি বলে বলছি না – আমার অভিজ্ঞতা থেকে বলছি। স্কুলে পড়ার সময় পাড়ার লাইব্রেরিতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখেছিলাম। কিন্তু সে-বই এক সেট কেনার সামর্থ্য ছিল না। ভারতীয় সংস্করণের দামই তার ১৭,০০০ টাকা। বাংলায় ভাল বিশ্বকোষ বলতে বঙ্গীয় সাহিত্য পরিষদের ভারতকোষ আর বিশ্বকোষ পরিষদের বিশ্বকোষ। ভারতকোষ পাঁচখণ্ড ৯০০ টাকা আর বিশ্বকোষ ২৪ খণ্ড ২৪০০ টাকা। বাংলাদেশের বাংলাপিডিয়ার আকার দেখেছি, সেটির দামও কম হবে না অনুমান করি। তবু ভারতকোষ আর বাংলাপিডিয়া নেটে পাওয়া যায়। সেই কারণেই উইকিপিডিয়ার জনমানুষের বিশ্বকোষ ধারণাটি আমাকে খুব টানে। তাছাড়া বিশ্বকোষের যে রূপটা আমরা এখানে দিতে পারি, তা অন্য কোথাও সম্ভব নয়। এই বিরাট সুযোগটা সম্ভব হয়েছে এক ছাতার তলায় উইকিপিডিয়া নামক কর্মযজ্ঞটি চালানোর জন্য।”
আসলে আমাদের কজনই বা বিশ্বকোষ হাতে নিয়ে দেখতে পেরেছি বলুনতো ? কিন্তু উইকিপিডিয়া হল পৃথিবীর একমাত্র সেই বিশ্বকোষ যা হাতে নিয়ে দেখতে হয়নি। যা আপনার প্রয়োজনে ঠিক আপনার প্রয়োজনীয় পৃষ্ঠা নিয়ে আপনার সামনেই এসে হাজির হয় প্রতিদিনই।
উইকিপিডিয়ার মর্মকথা এবং এর মূল্যয়ন নিয়েতো কিছুটা কথা হল। এবার চলুন আসল কথায় আসা যাক।
আপনাকে যেকোন বিষয় সম্পর্কে জানাতে ইংরেজি উইকিপিডিয়া ঠিকই এসে হাজির হয় বটে কিন্তু ইংরেজিতে অত্যন্ত গোছানোভাবে উপস্থাপিত বিশাল এবং অত্যন্ত তথ্যবহুল প্রবন্ধটি দেখে আমাদের মুখ বাঁকা হয়ে যায়। হয়তো এই ভেবে একটু দুঃখ বোধ্ও হয় “যদি ঐ সুন্দর প্রবন্ধটি বাংলায় হতো”।
ইংরেজি উইকিতে মোট নিবন্ধের সংখ্যা প্রায় ৩০৭৯০০০টি অর্থাৎ ত্রিশ লাখেরও উপরে। আর বাংলা উইকিতে নিবন্ধের সংখ্যা মাত্র ২০০০০ এর উপরে।
বাংলা উইকির এ করুন অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দরকার ব্যপক সংখ্যাক কর্মী। একারনেই আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি।
আসুন ভাই আমরা বাংলা উইকিতে যোগ দেই যেন ভবিষ্যতে আমাদের দেশের ছোটরা ইন্টারনেটে বাংলা একটি বিশাল তথ্যভান্ডার খুজে পায় এবং আমাদের মত অসহায় বোধ করে যেন তাদের মুখ না বেঁকে যায়।
ভাষাভাষীর দিক দিয়ে বাংলা ভাষা বিশ্বে ৪র্থ হলেও ইন্টারনেট এর অবস্থান খুবই দুর্বল। এ অবস্থা গোছানোর জন্য দরকার আপনাদের সাহায্য। যাদের সামান্য প্রচষ্টায় ইন্টারনেটে আমাদের ভাষা এগিয়ে যাবে অনেকখানি। আপনার এ অবদানের সুফল সবাই ভোগ করবে চিরজীবন এবং আপনার অবদানের পাতার ইতিহাসে চিরজীবন আপনার নাম উল্লেখ থাকবে।
উইকিপিডিয়া জনমানুষের অর্থাৎ সবার বিশ্বকোষ এবং এখানে লিখালিখি করার কাজটি মোটেও কঠিন নয়। উইকির অনেকগুলো শাখা রয়েছে। যার যে শাখা পছন্দ তিনি সেখানে অবদান রাখতে পারেন।
আমার জানা শুধু দুটি উইকি প্রকল্প নিয়ে লিখছি:
• উইকিপিডিয়া: এখানে যেকোন বিষয়ে বিস্তারিত নিবন্ধ লিখা হয়। তবে যেকেউই যেকোন বিষয়ে নিবন্ধ লিখতে পারেন। যারা অনুবাদে ভালো তারা ইংরেজি নিবন্ধগুলো অনুবাদ করে এখানে বাংলা নিবন্ধ তৈরী করতে পারেন। বিস্তারিত লিখতে হবে এমন নয়, তবে কোন বিষয় সম্পর্কে জেন মোটামোটি ধারণা পাওয়া যায় সেভাবে লিখতে হবে।
• উইকি অভিধান: সবার প্রতি আমার অনুরোধ উইকিপিডিয়ার এ শাখাটি খুবই দুর্বল এবং এতে মাত্র ১৩৩টি ভুক্তি রয়েছে। কিন্তু এ শাখাটিতেই অবদান রাখা সবচেয়ে সহজ। এখানে শুধু আপনার পরিচিত সকল বাংলা শব্দ এবং তার অর্থ লিখে দিলেই হল। অন্যান্য ভাষার অভিধানগুলো খুবই সমৃদ্ধ। অথচ বাংলা অভিধানের এই অবস্থা। আসুন আমরা সবাই অন্তত এ শাখাটিতে সামান্য হলেও অবদান রাখি।
বাকিগুলো সম্পর্কে আমি নিজেও বিশেষকিছু জানিনা। আমি নিজেও উইকিপিডিয়ায় নতুন। যেহেতু সবই বাংলায় লিখা আপনার ওগুলো সম্পর্কে সহজেই জেনে নিতে পারেন।
উইকিতে কোন অবদান করতে লগইনও করতে হয় না তবে। আপনি যদি রেজিস্টেশন করেন তাহলে উইকিপিডিয়া আপনার সমস্ত অবদানগুলোর বিস্তারিত হিসাব রাখবে এবং আপনি যে নিবন্ধে অবদান রাখবেন সেই নিবন্ধের ইতিহাসে আপনার নাম থাকবে চিরজীবন।
উইকিপিডিয়া সম্পর্কে আরো বিস্তারিত এবং সংক্ষিপ্তভাবে জানতে নিচের লিংকের বাংলা লিখাটি পড়তে পারেন:
http://banglawiki.ning.com/profiles/blogs/2656308:BlogPost:685
আমার এ টিউনটি কারো ভালো লাগলে দয়া করে মন্তব্য করুন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
আমি ইতোমধ্যে করতেছি। কারন এটা একটা চরম সুযোগ যারা এই কাজ করবে তাদের নাম সংরক্ষিত থাকবে।