নেটে নাই স্পিড, সামান্য স্পিড পাবার জন্যও অনেক টাকা দিতে হয়।তারমাঝে সমকালে দেখলাম একজন মহান আইটি সাংবাদিক বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানি করার দালালি করছে।মেজাজ চরমে ......ইচ্ছা করতেছে কষে গালি দেই কিছু সময়ের জন্য অভদ্র হই। কিন্তু টেকটিউনস এ এটা সম্ভব নয় তাই মনে মনে দিয়ে দিলাম কিছু....
খবরটি এরকম.............
এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলের মাধ্যমে প্রায় ৪৫ গিগাবাইট ব্যান্ডউইথ পেলেও এর মধ্যে মাত্র ১০ গিগাবাইট ব্যবহৃত হচ্ছে। অব্যবহৃত ৩৫ গিগাবাইট ব্যান্ডউইথের পুরোটাই রফতানিযোগ্য। নেপাল ও ভুটান সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের সহযোগিতা চাইছে। কিন্তু সাসেক্স কার্যকর না হওয়ায় তাদের ব্যান্ডউইথ দিতে পারছে না বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এ দুটি দেশকে বাংলাদেশের স্থানীয় দামে মাত্র কয়েক গিগাবাইট ব্যান্ডউইথ দিতে পারলেও মাসে কোটি কোটি টাকা আয় করা সম্ভব।
যে দেশে ঢাকার বাইরে ইন্টারনেটের একমাত্ত ভরসা মোবাইল ইন্টারনেট মানে গ্রামীনফোন ।ইন্টারনেটের স্পিড নাই স্পিড পেতে হাজার টাকা পেতে হয়। ইন্টারনেটের সমস্যার কারনে অনেক আইটি প্রতিষ্টান বন্ধ হবার জোগাড়। ব্যান্ডউইথ এর দাম পার Mbps ১৮০০০ হাজার টাকা ,আরও হাজার হাজার সমস্যা ।সেই দেশের একজন আইটি সাংবাদিক ব্যান্ডউইথ রপ্তানি করার দালালি করে। এর আগেও কয়েকটি পেপারে এই নিয়ে রিপোর্ট দেখেছিলাম।
ভাই এবার বলেন কি বলবেন। আর গালি দিলে মনে মনে দিয়েন কারণ আমরা সবাই ভদ্র সমাজের পাবলিক।
ভাল থাকবেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
চিন্তা করেছিলাম টেকটিউনসে আর কমেন্ট করব না ।তবে মামুন ভাই আপনাকে ব্যক্তিগত ভাবে জানি বলেই কমেন্ট করার সাহস পাচ্ছি । আসলে কি আমাদের দেশে সুখ নাই আবার যতটুকু আছে ততটুকুও লুটপাট করে নিয়ে যাচ্ছে সমাজের ভদ্রতার মুখোশধারী কিছে লোক , যাদের জন্যই আমাদের এই দেশের এই করুন অবস্থা ।