পিটিসি,একটি সত্য ঘটানা ও আমার কিছু কথা

ক্লিক মারা বন্ধ করে কষ্ট করে টাকা আয় করার চেস্টা করুন... একদিন সফল হবেন...... পড়াশোনা না করে যেমন জীবনে সাফল্য অর্জন সম্ভব না তেমনি ক্লিক করে জীবনে উন্নতি করতে পারবেন না। ক্লিক মারতে কোন যোগ্যতা লাগেনা, লাগে একটা কম্পিউটার আর ইন্টারনেট। আমার পরিচিত এক রিকসা চালকের গল্প আপনাদের বলি...

আমার পরিচিত একজন রিক্সা চালক নাম দুলু। নিজের সম্পত্তি বলতে তার রিক্সা তার বাড়ি আর বাড়ির সামনে সামান্য জমি।। সারাদিন রিক্সা চালায় আর সন্ধায় কষ্টের টাকা নিয়ে বাড়ি ফেরে।। বাড়ির সামনে জমিতে কিছু চাষ-বাস করে।। এভাবে দিন চলছিল।।
একদিন সে কোন এক কাজে বাজারের বরকত ভাইয়ের দোকানে গিয়েছিল। বরকত ভাইয়ের সিডি-ভিসিডির দোকান।। দোকানে একটা কম্পিউটারও আছে।। দুলু সেখানে গিয়ে দেখে বরকত ক্লিক মারে আর টাকা আসে।। হা হা হা টাকা আয় করা এত সহজ!!! সারাদিন খাটাখাটনিকরে দিনে পকেটে ২০০টাকাই যোটেনা আর ১০ মিনিটে ১৫০টাকা!!!
দুলু তখন আকাশে উরছে।। সে বরকতকে বলল সে ক্লিক এর কাজ করবে।। কিন্তু ক্লিক করতে কম্পিউটার লাগে। সেটা পাবে কথায়??? মাথা থাকতে বুদ্ধির অভাব... বাড়ির সামনে জমি দিয়ে কি হবে??? কর বিক্রি... যেই চিন্তা সেই কাজ।। হল ৪০০০০ টাকা।। দুলু গেল দোকানে কম্পিউটার কিনতে সাথে আছে মহা জ্ঞানী পিটিসি সম্রাট বরকত।। দুই বিজ্ঞানী মিলে কিনল কম্পিউটার।। দাম ৩০০০০, কম্পিউটার ত হল কিন্তু ইন্টারনেট???? চল কিনি মডেম।। কেনা হল গ্রামীনফোন মডেম।। কিছু টাকা হাতে থাকল সেটা দিয়ে হল মহাজ্ঞানীদের জ্ঞানের উৎস পিটিসি একাউন্ট।। কম্পানীর নাম Online add click (মহা মহা জ্ঞানীদের মহা মহা বিদ্যালয়)।। বাসাই এসে শুরু হল ক্লিক।। "২ দিনেই বিলগেটস দুলু। ভাল বাড়ি হল,গাড়ী হল, ইন্ড্রাস্ট্রি হল আরো কত কি" হটাৎ ঘুম গেল ভেঙে।। দেখে সকাল হয়ে গেছে প্রতিদিনের মত ক্লিকের কাজ সেরে সে গেল রিক্সানিয়ে মর্নিং ওয়াকে।। যেতে যেতে কতই না চিন্তা।। একাউন্টে বেশ কিছু টাকা এসেছে তুলতে যাচ্ছে।। ব্যাংক এর সামনে এসে রিক্সা টা রেখে ব্যাংকে ঢুকল দুলু ব্যাংকে ঢুকে টাকা তুলতে গিয়ে শুনে Online add click (মহা মহা জ্ঞানীদের মহা মহা বিদ্যালয়) নাকি আর টাকা দিচ্ছেনা... হায় হায় মাথায় হাত 🙁
সব আশা আর সপ্নকে মাটিচাপা দিয়ে তার পাজেরো (থুক্কু রিক্সা) নিয়ে চলল বরকতের দোকানে।। মহা জ্ঞানী বরকতেরও একি অবস্থা।।

আমার এখন সব পিটিসি মহারাজের কাছে প্রশ্ন দুলু এখন তার কম্পিউটারে কোন ওয়েব ডিজাইন করে টাকা আয় করবে??? কোন সফটওয়্যার ডেভলপ করবে????
তার জমি বিক্রির টাকা দিয়ে কেনা কম্পিউটার মাথায় দিবে, না রান্না করে খাবে???

যারা ক্লিক করে টাকা আয় করেন তাদের উদ্দেশ্যে বলছি...

দুলু মুর্খ মানুষ।। কিন্ত আমার মনেহয় আমার পোষ্ট যারা পরছেন তারা সবাই নুন্যতম ৬-৭ এ পরেছেন।। এর কমে মনে হয় কেউ নেই।। দুলু যেই ভুল করেছে না জেনে করেছে।। কিন্তু আপনারা যারা এখনো ক্লিক করছেন তাদের কি কেউ কোন দিন সতর্ক করেনি??? যদি করে থাকে তাহলে কেন আবার এ পথে পা বাড়িয়েছেন??? আর যদি সতর্ক না করা থাকে তাহলে আমি আর আপনাদের সতর্ক করলাম সময় থাকতে এরকম প্রতারনার থেকে বের হয়ে আসুন।।
একটা সহজ সমীকরন হিসেব করুন না, আপনিও ক্লিক করে টাকা আয় করেন আর মুর্খ রিক্সাওয়ালা দুলু ও ক্লিক করে টাকা আয় করে।। তাহলে আপনার আর রিক্সাওয়ালা দুলুর পেশার পার্থক্য কি??? যদি আপনি এত পড়াশোনা করে শেষ পর্যন্ত মুর্খ দুলুর পেশাই বেছে নেন তাহলে সেই পরাশোনা করার চেয়ে মুর্খ থাকাই ভাল।।

যে গল্প টা দিয়েছি সেটা ১০০% সত্যি। পাঠকদের যাতে ভাল লাগে তাই একটু মজা করা হয়েছে। ভুল হলে ক্ষমা করবেন। আর হ্যা গল্প থেকে শিক্ষাটা গ্রহন করুন। সবাই ভাল থাকবেন।

যদি ভাল লাগে তাহলে নির্বাচিত করার জন্য মনোনীত করবেন 🙂

Level 2

আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami PTC site neobux e onekdin kaj kri…. income o vlo….kno invest kri nai…sudhu daily 15 min…..ami ekhn Alertpay te tk pai..DBBL diye payout kri…so vai prblm ki???/

Level 0

নাজেনে আমি নিজেই মহা দুলু হয়ে আছি ভাই । এক লাখ ষাট হাজার টাকা দিয়ে একাউনট খুলে হায় হায় করতেছি । সবাই সাবধান ।

    @Royal: 🙁

    Level 0

    @Royal: লোভে পাপ পাপে মৃত্যু, কি প্রয়োজন ছিল এত টাকা ইনভেস্ট করার,

জামাই কি করে? ক্লিক করে।

খুব যে, আপনি মহা জ্ঞানী বরকতের গল্প মারলেন? তো, আপনি কী করেন সেটাতো বললেন না। আর সৎ উপদেশ এর আগে অনেক শুনেছি আর ভালো লাগেনা। পারলে কিছু করে শিখান। পুরানা ডায়লগ আর না……………

Level 0

vai apnar shathe aktu kotha boltam, [email protected] ai mail a jodi phone number ta diten @Rabi

শালা সরকার বেটা কি যে করে !! এক্কেবারে গাধা কোথাকার !! ইন্টারনেটের চিপায় চিপায় টাকার ডাবর ঝনঝন করতাছে !! পিটিসি না কইরা কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ওই টাকার ডাবরগুলা ঘরে নিয়া আসা যায় – ঐ সমস্ত মহা মূল্যবান বিষয় ছাওয়াল-পাওয়ালের পাঠ্য বিষয়ের অর্ন্তভূক্ত না কইরা কি যে আবোল-তাবোল শিখাইতেছে কিচ্ছু বুঝি না !!!

    @তরঙ্গ: ভাই সরকার আমাদের ইতিহাস শেখাবেন না এই সব শেখাবেন হে হে হে। বিশ্ব যখন বিজ্ঞান শেখে আমাদের তখন শিখতে হচ্ছে ইতিহাস। বিশ্ব যখন সামনে ২০১৩ তে,আমরা তখন ১৯৭১ আর ১৯৭৫ এ। আমাদের এখন অতীত। বর্তমান শুরু হবে ২০২১ সাল থেকে। আশায় থাকুন।

    @তরঙ্গ: ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সরকারের উপর খুব রেগে আছেন।। আসলে সরকার আমাদের ঠিক শিক্ষাই দিচ্ছে। কিভাবে??? আমি বলছি, ছোট বেলাই কোন বইয়ে পরছেন অকর্মতা সৌভাগ্যের প্রসূতি???? সবখানেই মনেহয় পরেছেন পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি।। ক্লিক করে টাকা আয় করতে লাগেনা কোন পরিশ্রম লাগেনা কোন যোগ্যতা। তাহলে কিভাবে ক্লিক করে আপনি আপনার জীবন পাল্টাবেন???
    আর হ্যা আমি কোন শিক্ষাবিদ নই যে আমি সরকারের শিক্ষা ব্যাবস্থার সমালোচনা করব। আপনি বললেন পাঠ্য বইয়ে ফ্রীলাঞ্চিং এর অধ্যায় নেই কেন???
    আপনার কাছে আমার প্রশ্ন বয়ে কি আছে “ক্লিক করে টাকা আয় কর”……
    সব কথা সরাসরি বইয়ে পাবেন না।। কিছু কথা পাবেন যা মানলে আপনার সাফল্য অনিবার্য কিন্তু সেই বিশেষ কথা মানতে আমাদের ইচ্ছে হয়না।। আসুন সেই কথাগুলোই আগে মানতে শিখি ……

    @তরঙ্গ: হাচা কথা কৈচেন ভাইজান । খুশি হইলাম ।

আজ একটা পোষ্টারে দেখলাম ::
ইন্টারনেটে আয় করুন ঘরে বসে, ইনভেস্ট ছাড়া অথবা স্বল্প ইনভেস্টে প্রতি মাসে আয় করুন ২০০০ টাকা থেকে তারও বেশী। নিচে কয়েকটা নাম্বারও দেওয়া। নাম্বারগুলা থেকে একটা নাম্বারে কল দিয়া জিজ্ঞাসা করলাম ভাই কিভাবে আমি আয় করতে পারব। উনি বলেন আউটসোর্সিং করে 🙂
তখন জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের কাজটা কি, আর্টিকেল সাবমিশন, সফটওয়্যার/ওয়েব সাইট ডেভালাপমেন্ট না কি এস.ই. ও। উনি বলেন না পি.টি.সি। বুঝেন ঢেলা। পি,টি.সিও এখন আউটসোর্সিংএর কাতারে 🙁

Level 0

দেশের মানুষ ক্লিক বাজ এর খপ্পরে পরে সর্বস্ব হারাছছে ।আর সরকার বসে বসে ললিপপ চুষছে প্রভার মত ।

Level 0

rabi vai apnar contact number ta ektu kindly send koren [email protected]

Level 0

ভাই আমিও dolancer এর খপ্পরে পড়েছি। আপনাকে অনেক ধন্যবাদ।

ভালোই লিখতে জানেন দেখছি।

Level 0

সুন্দর ঁ_ঁ

Level 0

hmmmmmmmmmmmmmmmmm

অসাধারন উপস্থাপনা । ইহাই পিটিসি সম্রাটদের ভবিষ্যত । ভাইজান একখানা কথা কই,ভার্চুয়াল লাথিগুতা শিয়র খাইবেন(ইহা আমার বাস্তব অভিজ্ঞতা) । কিন্তু ইহা খাইয়া ঘাবড়াইবেন না । ইহাকে জোকস হিসেবে লইবেন । ময়দানে যখন নামিয়াছেন,লড়িতে হইবে অবশ্যই,তবে কখনও সাহস হারাইবেন না ।

সুন্দর !

Level 0

valo

Level 0

যেখানে পিটিসির এডে সারাদিন বসে বসে ৫টা একাউন্ট এ ক্লিক করে সময় কাটাচ্ছে সেখানে odesk,freelancer ইত্যাদি সাইটে একই সময়ে কাজ করে অন্যরা ২০গুণ ডলার পাচ্ছে। তবুত্ত পিটিসিতে ক্লিক করেই শান্তি। সারা দিতে সময় দিয়ে কত পেল সেটা দেখার সময় নেই তাদের।

আবারও একটা এন্টি কিলিক লিখা পরলাম।যতই পরি ততই মজা লাগে।কিলিক এর মধ্যে মানুষ পাইলটা কি?তবে আপনার সত্যি ঘটনা জেনে খারাপ লাগছে,শিক্ষিত কেউ ক্লিক করলে সেটাকে তার জন্য শাস্তি হিসেবে মেনে নেওয়া যায়,কিন্তু এধরনের সহজ সরল মানুষের কথা ভেবে কষ্ট লাগে।টিউনের জন্য ধন্যবাদ,চালিয়ে যান