টেকটিউনসে টিউন কেন করবেন, কি কারণে করবেন, কিভাবে করবেন – আধা অনুপ্রেরনা মুলক টিউন [সম্পুর্ণ সাধু ভাষায়]

বিসমিল্লাহির রহমানির রহিম

বাংলাদেশের সেরা কয়েকটি ওয়েবসাইটের মধ্যে টেকটিউনস অন্যতম। ইহাতে ভিজিট করিয়া শরীর-মন,পকেট সবই শান্তি পায় । আপনাদের মনে প্রশ্ন জাগিতেছে, শরীর মন শান্তি পায় বুঝিলাম কিন্তু পকেট কিভাবে শান্তি পাইতেছে?  ইহার উত্তর হইলো যাহা বাজারে বা অন্য ওয়েবসাইটে খুজিলে টাকা(থুক্কু ডলার) গুনিতে হয় সেইগুলা এই ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া যায়। তাই সকল হাড়কিপ্টাগনের (শুধুই মজা করার নিমিত্তে) বসবাস এই ওয়েবসাইটে। এই ওয়েব ব্লগে অনেকে নিয়মিত ভিজিট করিতেছেন, কেহ বা মাঝে মাঝে কেহবা সপ্তাহে একবার। বলা যায় বাংলাদেশের আনাচে কানাচে ছড়াইয়া ছিটিয়া আছে এই ওয়েবসাইটের ইউনিক ভিজিটররা । যদি আপনিও একজন ইউনিক ভিজিটর হন তাহা হইলে এই টিউন আপনারই জন্য । চলুন মাথায় গামছা বান্ধিয়া আজকের টিউন শুরু করা যাক ।

টেকটিউনসে কেন টিউন করবেনঃ 

কম্পিউটার চালাইবার নিমিত্তে আমরা সবাই মোটামুটি একেকজন একেক বিষয়ে এক্সপার্ট । যেই বিষয়গুলিতে আমরা মোটামুটি ধারনা রাখি, তা সকলকে জানাইতে ভালোবাসি । যেমনঃ কেহ কেহ ডাউনলোড, কেহ কেহ টিপস এন্ড ট্রিকস, কেহবা প্রতিবেদন, কেহ টিইউটোরিয়াল কেহ আবার আয় রোজগারের অলিগলি নিয়ে টিউন করে যাইতেছি। অর্থাৎ আমরা যাহা জানি সবাইকে তাহাই জানাবার চেষ্টা করিতেছি । আবার যাহারা বেশি কিছু জানেন না তাহারা ভিজিটরই রহিয়া যাইতেছি । কিন্তু যাহারা জানিয়াও জানাইতে চাইতেছেন না (কারনে হোক,আর অকারনেই হোক) তাহাদের আমরা কি বলিবো? আপনাদের বলিতে হইবে না, আমিই বলিয়া দিতেছি। "তাহাদের পরিচয় তাহারা সার্থপর"। কেননা তাহারা শুধু নিজেরাই সুবিধাই গ্রহনই করিতে জানেন, অন্যকে সুবিধা দিবার জন্য নহে।

কি কারনে টিউন করবেনঃ

আমার মতে নিজেকে ঝালাইকরনই টিউন করিবার মূক্ষ্য। কারন আপনি যাহা জানেন হয়তোবা তাহা অনেক বড় বড় টিউনারগণই জানেননা। হয়তোবা একটা বিষয়ে আপনি যাহা চিন্তা ভাবনা করেন, অনেক ভালো ভালো টিউনার সেইভাবে চিন্তা ভাবনা করেন না । হইতেও তো পারে আপনার বয়স কম হইলেও আপনার চিন্তা শক্তি অনেক ভালো টিউনারদের থাকিয়াও অনেক অনেক গুন বেশি । হয়তোবা সেইকারনে আপনিও হইতে পারেন একজন এক্সপার্ট টিউনার ! এমনও তো হইতে পারে আপনার টিউন পড়িয়া আপনাকে সবাই বস বলে ডাকিতেছে !!! ইহা হওয়া কি খুবই অসম্ভব ? মোটেও তাহা নহে । হয়তোবা আপনি নিজে নিজেই এমন একটি জিনিস বানাইয়াছেন, যাহা লাখ লাখ মানুষদের চরম উপকারে আসিতেছে !!! হয়তোবা তাহার দ্বারা অনেকেরই অনেক টাকা বাচিয়া যাইতেছে !!! অনেকেরই জীবনে সুফল হইতেছে । ইহা হওয়া কি খুবই অসম্ভব ? মোটেও তাহা নহে । তাহা হইলে আপনার মেধা থাকিতেও আপনি নিজেকে ঝালাইবেন না কেন?

কিভাবে টিউন করবেনঃ

দুঃক্ষজনক হইলেও সত্য যে,বর্তমানে টেকটিউনসে কমপক্ষে ৬০% টিউন অমানসন্মত !!!!!  হইার উল্লেখযোগ্য কারন হইল, না বুঝিয়াই টিউন করা আর টিউনের সংখ্যা বৃদ্ধির প্রবনতা । হায় হায়!!!!  টেকটিউন রিসোর্স  বলিয়া একখানা বিভাগ থাকিলেও নতুনরা তাহাতে ভূল করিয়াও ক্লিক করেন না । তাই না বুঝিয়াই অন্যান্য ইংরেজী ব্লগ হইতে কপি-পেস্ট করা হইতেছে। কোনগুলো কপি-পেস্ট করা হইতেছে তাহা পয়েন্টয়াউট করিয়া দিতে পারিবো। যাহোক তাহা করিলাম না।

টিউন করতে যেসব বাধা আমাদিগকে অতিক্রম করতে হয়

 

হজম করিতে হইবে ভার্চুয়াল লাথিগুতাঃ

ইহা গণ সমস্যা । খারাপ লিখিলে ইহা খাওয়া নিশ্চিত । কিন্তু ইদানিং ভালো কিছু লিখিলেও এই সমস্যায় পড়িতে হইতেছে । কারনটা হইলো কিছু অসাধু লোক এই সাইটের পরিবেশ নষ্ট করিবার লক্ষে কিছু অসাধু লোককে ললিপপের লোভ দেখাইয়া ইহা করিবার চেষ্টা করিতেছে । ইহাতে একজন টিউনারের মূল শক্তি আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করা সম্ভব । তাই ইহাতে পেরেসান না হইয়া ইহাকে জোকস হিসাবে লইয়া নিজের আত্মবিশ্বাস ঠিক রাখিবেন, "রেগে গেলেন তো হেরে গেলেন"। সবাই যদি ভার্চুয়াল লাথিগুতা দেয় তাহা হইলে বুঝিবেন আপনার লেখায় ভূল হইয়াছে । কিন্তু একটা টিউন করিবার পর প্রায় সবাই যদি ভালো মন্তব্য দেয় আর একজন যদি এইরকম মন্তব্য দেয়, তাহা হইলে তাহার মন্তব্যের কোন প্রতিউত্তর না করিয়া ডাইরেক্ট ডিলেট, আবার দিলে আবার ডিলেট, আবার দিলে আবার ডিলেট করিবেন। তারপরও আবার দিলে মডারেটর বা টেকটিউনস ডেস্কের সাহায্য লইয়া ব্যান লিস্টে পাঠাইয়া দেওয়ার আবেদন করিবেন। কখনও আপনি নিজে উল্টা-পাল্টা কিছু লিখিবেন না । "কুকুর কামড়াইলে কি আর কুকুরকে কামড়ানো যায় ?"

বিঃদ্রঃ আমি নিজেও ভার্চুয়াল লাথিগুতা খাইয়া আত্মবিশ্বাস হারাইয়া ফেলিয়াছিলাম ।এবং নিজেও এই ভুলগুলো করিয়াছিলাম । পরবর্তিতে একজন(তাহার কথা শেষে লেখা হইয়াছে) আমার ভুল ধরাইয়া দেন ।

থাকিতে হইবে অসীম  ধৈর্যঃ

সর্টকাটে টিউন করলে চলিবে না । একটা সিনেমাকে গ্রহনযোগ্য করিতে হইলে যেমন সেইটার প্রতিটা মিনিট আকর্ষনীয় করা অপরিহার্য । তেমনি একটা টিউনকে গ্রহনযোগ্য করিতে অনেক খাটুনি অপরিহার্য । বুঝিতে হইবে ভালো ভালো টিউনাররা এত টিউন থাকিতে কেন আপনার টিউন পড়িবে। তাই টিউনে সেইরকমই ঝাল-মসল্লার সংমিশ্রণ ঘটাইবেন। আর এর জন্য থাকিতে হইবে অসীম ধৈর্য্য।

আমরা পাঠকরা যে ভুলগুলি করিঃ

ইদানিং কিছু কিছু মানুষের মানসিকতা ঠিক এইরকম যে, ভালো টিউনারের টিউন ছাড়া নতুনদের টিউনে তাহারা ভুলেও ক্লিক করেন না । যাচাই করেন না টিউনারটা নতুন হিসেবে কেমন? যদি তাহাই হয়, যদি আপনার মনমানসিকতা তাই হয় তাহা হইলে এরপর থেইক্যা আমি আমার নাম মোঃ করিমুদ্দিন বাদ দিয়া  Swordfish, প্রবাসী, আরিফুল ইসলাম শাওন, নেট মাস্টার, সাইফুল ইসলাম, অপু পশ্চিম বাংলা, তাহের চৌধুরী সুমন, নিওফাইটের রাজ্যে ইত্যাদি ইত্যাদি নাম দিয়া টিউন করা শুরু করি তাহা হইলে অনেকে আমার টিউনে ক্লিক করিবে !!! ভালো হইলো না !!! তাহলে টিউনের SEO ইহার থাকিয়া ভালো আর কি হইতে পারে । বিবেক আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে ।

টিউনের সংখ্যা বাড়ানোর প্রবনতাঃ

ইদানিং অনেক নতুন টিউনার টিউনের সংখ্যা বাড়ানোর নিমিত্তে আজাইরা টিউন করিতেছে । অর্থাৎ ইহা  টপটিউনার হওয়ার প্রবনতারই মুখ্য প্রমান  । টপটিউনার যাহারা আছেন তাহারা প্রায়ই ২০০৮-০৯ সাল থাকিয়া টেকটিউনসের ভিজিটর। এখন আপনি যদি ২০১২ সালে টিউন করিয়া শুরু করিয়া দুইএকমাসে যদি টপটিউনার হওয়ার সপ্ন দেখেন, তাহা হইলে তাহার ফলাফল প্লাস মাইনাসে মাইনাস হইবে। আর ইহার জন্যই টেকটিউনসে অনেক অমান্সন্মত টিউন রহিয়াছে। কথা হইলো যাহা লেখিবেন তাহা যেন মোটামুটি মানসন্মত হয়, না হইলে আপনি ৫০০ টিউন লেখিলেও সবার কাছে সন্মানিত হইবেন  না ।

নতুনদের জন্য পরামর্শঃ

নতুনদের জন্য আর নতুন করে তেমন কিছু বলার নেই । যাহা বলার তা আমি আমার আগের কিছু টিউনে বলেছি ।তবে নতুনদের তাদের টিউনের মান উন্নয়নের সার্থে টেকটিউনস রিসোর্স আর মানসন্মত টিউনের সার্থে নির্বাচিত ক্যাটাগরিতে ঠু মারা চাই চাই । আমি নিজেও নির্বাচিত প্রায় সকল টিউন নিয়মিত পড়ি আমার টিউনের মান উন্নয়নের সার্থে ।

বড় ভাইয়েরা যা ভুল করিতেছেন (আমার মতে)

আমি অত্যন্ত ছোট হেতু এই জিনিসটি আমার যুক্তি অনুসারে বলিতেছি। আমরা জানি “অপরিচিতকে আপনি বলুন” । বুঝিলাম ইহার প্রয়োজন আছে । তাই দেখিতেছি প্রায় সবাই আমাকে “আপনি” বলিয়া ডাকিতেছেন ।এখানে আমার যুক্তি,আপনার নিজের ছোট ভাইকে আপনি আপনি ডাকেন না তুমি ডাকেন? প্রশ্নটা নিজেকে করিয়া দেখেন!!! তাছাড়া ছোটরা সম্মানের যোগ্য নহে, স্নেহের যোগ্য । ইহা কাউকে হেয় করিরার জন্য বলা হইলো না, শুধুমাত্র বুঝাইতে চাইলাম বড় ভাইয়েরা “আপনি” বলিয়া ডাকিলে আমি কতটা বিব্রত বোধ করিতেছি, আর এইকারণেই আমি আমার পোস্টগুলিতে আমার বয়স উল্লেখ করিয়াছি। তবে আমার চিন্তা-চেতনা ভূলও হইতে পারে ।

কিছু কথাঃ

ইদানিং অনেক ভালো ভালো টিউনারের কাছ থাকিয়া অনেক ভালো ভালো পরামর্শ পাইতেছি । তাই তাহাদের সবাইকে (নাম লিখিলাম না এই কারনে যে দুই-একজনের নাম মিসও যাইতে পারে) অশেষ ধন্যবাদ । বাংলায় লেখায় আমাকে হেল্প করিবার নিমিত্তে নিওফাইটের রাজ্যে (মানস ভাই) কে ধন্যবাদ । ইদানিং আমিও ভার্চুয়াল লাথিগুতা খাইয়া আত্মবিশ্বাস হারাইয়া ফেলিয়াছিলাম । কিন্তু সাইফুল ইসলাম ভাই,কথাগুলো আমাকে সহজ,সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য তাহাকে ধন্যবাদ না দিলেই নয় । ইহা ছাড়াও মাহবুব ভাই(Swordfish), প্রবাসী, আরিফুল ইসলাম শাওন,অপু পশ্চিম বাংলা,তাহের চৌধুরী সুমন ভাইসহ আরও অনেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার টিউনের মান উন্নয়নে যথেষ্ট অনুপ্রেরনা দিয়া যাইতেছেন ।

আমার হারানো আত্মবিশ্বাস ফিরিয়া দেওয়ার জন্য এই টিউনটা আমি বিয়াপাগল   সাইফুল ইসলাম   ভাইকে উসর্গ করিলাম ।   

ভাইস সিটি গেম এডিটরদের জন্য সুখবরঃ

আপনাদেরকে আমি বলিয়াছিলাম যে, এই সপ্তাহে ভাইস সিটি সম্পর্কে টিউন করিবো । কিন্তু ব্যাস্ততার কারনে তাহা করা হইয়া উঠিতেছে না । কিন্তু আমি প্লান করিয়াছি পুরো ভাইস সিটি এডিটিং নিয়ে একখানা টিউটোরিয়াল ই-বুক লিখিব। আশা করিতেছি তাহা আপনারা আগামী ১ মাসের মধ্যেই পাইয়া যাইবেন ।

বিঃদ্রঃ মানুষ মাত্রই ভূল । তাই ভূলত্রুটি হইলে   =  = করিয়া দেখিয়েন ।

ফেইসবুকে আমি

ফেইসবুকে চিরকুমার সংঘ(টেকটিউনস গ্রুপ)

টেকটিউনসে আমার অন্যান্য টিউনঃ

টেকটিউনসে আমার টিউনসমূহের ডিরেক্ট  URL :    http://www.techtunes.io/tuner/tishad77

Level New

আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ।নতুন টিউনার হিসেবে তোমার টিপসগুলো অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করবো ।

    @xquark: ধন্যবাদ ভাই । এইটা লেখার কারন হইলো ইদানিং কমপক্ষে ৬০% টিউন অমানসন্মত,যাহা মোটেই কাম্য নয় । তাই আজ এইগুলান লেখিলাম । আমি চাচ্ছি সবাই যাতে মানসন্মত টিউন লেখা শুরু করে । টিপসগুলো নতুনদের অবশ্যই মেনে চলা উচিত । আবারও ধন্যবাদ ।

প্রথমতঃ আপনার “আধা অনুপ্রেরণামূলক টিউন” বেশ ভালো লিখেছেন। তবে আমাকে টিউনের একটা বিষয় ভালো লাগেনি। বিষয়টি হল টিউনের ভাষা শৈলীর সমস্যা অথাৎ টিউনটিতে ব্যপকভাবে সাধু ও চলিত ভাষার মিশ্রণ আছে। হয় টিউনের ভাষা পিউর সাধুতে লিখতে হবে আর না পারলে চলিতই।

দ্বিতীয়তঃ “বড় ভাইয়েরা যা ভূল করিতেছেন(আপনার মতে)” একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন শুধু যে ছোট হলেই তাকে তুমি বলতে হবে এটি কখনোই উচিত না। ধরা যাক আপনি একজন পুলিশ অফিসার, সেক্ষেত্রে আপনি আমার ছোট হইলেও আপনাকে আমি প্রথমেই তুমি করে ডাকতে পারবো না। যদি আপনার সাথে আমার পূর্বপরিচয় কিংবা আপনি যদি তুমি বলার অনুমতি দেন শুধু তাহলেই আমি আপনাকে তুমি বলে ডাকতে পারবো। তুমি বলা নিয়ে এখানে আবার এখানে আরেকটি বিষয়ও আছে, আপনি যেমন তুমি না বলাতে মাইন্ড খাইছেন, তেমন তো আর সবাই না, ছোট হলেও কাউকে হুট করে তুমি বললেও আবার সে ব্যক্তি মাইন্ড খাইতে পারে (মেয়েদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য 😛 )। আচ্ছা যাহোক আপনি যখন সবাইকে তুমি বলার জন্য বলছেন তাহলে আজ থেতে “তুমি” 😉 ।

তৃতীয়তঃ আমার কথায় মন খারাপ করলে কিন্তু চলবে না। তুমি অনেক সুন্দর করে বুঝিয়ে লিখতে পারো। আমি শুধু ২টা ভুল ধরিয়ে দিলাম। 🙂 আর তুমিতো মিয়া দেখতাছি আমার ইজ্জত নিয়া টানাহিচড়া শুরু করছ 🙁 মিট হলে অবশ্যই প্রতিশোধ নিব 😛

    @সাইফুল ইসলাম: প্রথমত,হেই মিয়া,আপনি আবার পুরানা স্মৃতি মনে করাইয়া দিতাছেন । দুইডা দিন পরীক্ষা কথা না মনে করিয়া দিলেই নয় 😀 । দ্বিতীয়তঃ আবারও ভূল ধরাইয়া দিলেন,ধন্যবাদ । আপনি যাহ ধরে নিলেন আমি তা সিরিয়াসলি নিলাম । এইবার ফেবুতে প্রস্তুত থাকেন,হাতকড়া পরাইয়া ছাড়ুম । তৃতীয়তঃ মাইন্ড করি নাই । আর আপনিইতো পরশুদিন কইলেন “……………………” । আমার ভূলগুলো সহজ,সুন্দরভাবে ধরিয়ে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ । তার পুরুষ্কার হিসেবে হাতকড়া নিয়ে রেডি হইয়া আছি । 😀

“সাধু চলিতের মিশ্রণ দূষণীয়।ভাইয়া এইচ,এস,সি তে কিন্তু এমন প্রতিটা ভুলে ০.৫ কাটা যায়।আমরা পড়া ভুললেও বানান ঠিক রাখার চেষ্টা চালাতাম আর মিশ্রণ তো অবশ্যই না।” – মাইন্ড খাবেন না পিলিজ,অভিজ্ঞতা থেকে বললাম,আবারও একটা ভাল টিউন,সেজন্য ধন্যবাদ।মঙ্গলময় আপনার মঙ্গল করুন

    @ অচেনা বালক: ধন্যবাদ । কিন্তু এইচএসসি পরীক্ষায় আমার ভবিষ্যত দেখিয়া কিঞ্চিত শিহরিয়া উঠিলাম 😀

      @মোঃ আসেফ হাবীব তিসাদ: একখানা পরীক্ষা লইয়া খুব বেশি চিন্তা করিবেন না,উক্ত ১৮০ মিনিটে বাঙ্গালির মেধা যাচাই সম্ভব নহে,আমরা অমিত মেধার অধিকারী আর উহা পরিমাপের যোগ্য পরীক্ষা গুগলে সার্চ করিলেও পাইবেন না।নিজের মত সঠিক পথে চলিতে থাকুন ভাল কিছু হইবেই।:D

      @মোঃ আসেফ হাবীব তিসাদ: “তুমি” ডাকার অনুমতি পেয়ে স্বস্তিবোধ হচ্ছে।কাউকে অনুমতি ছাড়া তুমি বলতে কেমন যেন লাগে।তবে এখনও সময় লাগবে,কাউকে সহজে তুমি বলি নি

আজকে পড়ার টাইম নাই, পিডিএফ কইরা থুইলাম, কাইলকা পড়ুম।
তয় “ভুল” বানানটা কীভাবে “ভূল” করলেন সেটা আমি এখনো বুঝি না 😐
শুদ্ধ বানান “ভুল”। 😆
অগ্রিম ধন্যবাদ। 🙂

তোমার আধা অনুপ্রেরনামুলক টিউন খানি আধা আধা পড়িয়া যাহা বুঝিলাম তাহা হইল পিচ্ছি হইলেও তোমার স্বভাবের মধ্যে মাতুব্বরির একখান ভাব আছে। ভালো ভালো। তবে সারা দিন টিটি লইয়া পড়িয়া থাকিও না, পড়াশুনায়ও মনোনিবেশ করিও। আমার আশীর্বাদ তোমার সাথে আছে 😀

আমাদের পরী মডু সাইফুল ভাইয়ার উদ্দেশ্যেঃ

ভাই আমি odesk একাউন্ট খোলার একেবারে প্রাথমিক অবস্থা থেকে শেষ পর্যন্ত চেইন টিউন করতে চাই। আপনার কি মতামত?? জানাইয়া বাধিত করবেন।

Level 0

টেকটিউনস এর খোজ আমি 2011 সালের জুলাই এর পর পেয়েছি । তারপর থেকে এখানেই সারাদিন কাটাই শেষ হয়না আগ্রহ এখান থেকে আমি আল্লাহর রহমতে অনেক কিছু শিখেছি।এবং যত এর টিউন দেখেছি তত অবাক হয়েছি হাজার হাজার টিউন আজও সব টিউন ড়া শেষ হয়নি।যেগুলো পড়ে কিছু শিখেছি তা থেকে কত উপকার যে আমার হয়েছে তা আমি জানি।
টেকটিু্নস এর প্রতি কৃতজ্ঞতা সারা জীবনের এবং তার মেধাবী টিউনারগুলোর প্রতি সালাম কুতজ্ঞ হ্যা আপনারা টিউন দিছেন বলেই তো শিখতে পেরেছি।
ধন্যবাদ চোখে পানি এসে গেল 🙁

জাস্ট অসাম! 😀 সামনে তোমার অনেক ভাল সম্ভাবনা! এগুলোকে কাজে লাগাও। নিজের জ্ঞানকে শেয়ার কর সব সময়! অবিরাম শুভকামনা তোমার জন্য! 🙂

ভাই এগুলা কি লিখতাছ!! তুমি ত মিয়া ফাটাইয়া ফালাইতাছ । আমার মনে হয় তোমার মাঝে অনেক ভাল >>>–সম্ভাবনা–>> আছে, ওই সম্ভাবনা গুলারে আরো ধার দাও। অনেক সুন্দর হইসে আর তোমার লাইগা অনেক শুভ কামনা রইল……………………

Level 0

ফেইসবুকে চিরকুমার সংঘ(টেকটিউনস গ্রুপ) 😀 হাসিতে হাসিতে কাশি চলে এল 😀

    @swordfish: হি হি হি হি । ভাই ভূল কইরা সত্য কথাটা কয়া ফালাইছি । বেশি রিস্ক লইবেন না । কাশি কাশিতে অসুস্থ হইয়া পড়িবেন । যাহা হউক আপনার “……” ওপর আমার ভবিষ্যত নির্ভর করিতেছে । বলিউডের হিরো হওয়া আমার কতদিনের শখ 😀 ।

Level 0

মন্তব্য না করে পারলাম না। পোস্টটি পড়ে খুব ভাল লেগেছে। সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    @ উজ্জ্বল ভাই : ধন্যবাদ ভাই । নতুনদের পোস্ট মানসন্মত করার আমার এক ছোট্ট প্রচেষ্টা । কিন্তু অধিকাংশরাই ইহা পড়িতে চায় না । তারা পড়ে ১০০ ……… ১ ডলার ।

Level 0

আমার মতো নতুনদের জন্য উপকারি টিউন।।। তিসাদ ভাই অনেক ধন্যবাদ।।।

    @ OM : ইহা নতুনদের টিউন মানসন্মত করায় আমার এক ক্ষুদ্র প্রয়াশ । যাহা হউক নতুন হিসেবে মানসন্মত টিউন করার যথেষ্ট চেষ্টা করিবেন ।

ওহে তিসাদ ভাই আপনার আধা অনুপ্রেরণা মূলক টিউন পড়ে চিত্ত চমৎকৃত হইয়া গেলো, সেই সাথে দিলে একটা খায়েশ জাগিয়া উঠিলো । আপনাকে একখানা চমৎকার উপাধিতে ভূষিত করিতে চাই অবশ্য যদি আপনি মাইন্ড না খান 😀 । টিটিতে যদিও আপনি নবাগত এবং বয়সেও কিঞ্চিত পিচ্চি তথাপিও আপনার মধ্যে মাতুব্বরির একখান ভাব আছে। (যেমনটা বাপ্পী ভাই বলেছে) তো সেই সুবাদে আপনাকে আমি 😀 😀 😀 😀 😀 “…………….” 😀 😀 😀 😀 😀 উপাধিতে ভূসিত করিতে ইচ্ছা পোষণ করিতেছি। আর আপনার প্রকাশিতব্য ই-বুক টির জন্য যে অধীর আগ্রহের সহিত অপেক্ষমান আছি তাহা বলাই বাহুল্য। আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করিতেছি। ভালো থাকুন 😀

সবগুলো কথাই ভালো লেগেলে , বিষেশ করে “টিউনের সংখ্যা বাড়ানোর প্রবনতাঃ”
অংশটুকু বেশি যৌক্তিক মনে হয়েছে !! শুভ কমনা রইল আপনর জন্যে. টিউনগুলো ভালো হচ্ছে…..

    @প্রিন্স মাহমুদ: ধন্যবাদ ভাই । আপনি একজন মূল্যবান টিউজিটের উদাহরন । প্রথম থেকেই দেখছি আপনি কমেন্টের পাশাপাশি টিউনারের ভূলত্রুটি,ভালোলাগা ইত্যাদি তুলে ধরেন । আমার সকল টিউনকে মানসন্মত করার আপ্রাণ চেষ্টা চালাইতেছি ।দোয়া করেন যেন সফল হই ।

Level 0

সত্যিই অসাধারন! ভাইয়া আমি লিংক দিতে পারতাছিনা একটু সাহায্য করবেন?